নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আবেগ নয় বিবেক দিয়ে বিবেচনা করুন।

ম.মাসুম

ম.মাসুম › বিস্তারিত পোস্টঃ

আই.এস.এন.এলের এজিএম আর আমার কিছু অভিজ্ঞতা.....

২০ শে জুন, ২০১৩ সকাল ১০:২২

শেয়ার বাজার আমারে মাইনক্কা চিপায় ফালাইয়া দিছে। তারপর যে কোম্পানীর শেয়ার আছে তার এজিএম হয় অনেক দূরে দূরে। মুন্সীগ্ঞ্জ থেকে এসে সেই এজিএমের বন্টনকৃত সামন্য উপহার নেওয়া সম্ভব হয় না। গত কাল একটি বিশেষ কাজের জন্য ঢাকায় ছিলাম। আর আজ বিয়াম অডিটরিয়ামে আই.এস.এন.এল এর এজিএম অনুষ্ঠিত হচ্ছে। (যদিও আমার পূর্ব অভিজ্ঞতা কম এজিএম গুলোতে কি হয়) আমি আই.এস.এন.এল এর কিছু হাজার দুয়েক শেয়ার কিনেছিলাম যার বর্তমান ভ্যূলু ক্রয়কৃত ভ্যূলুর চেয়ে ও কম । অনেক আশা নিয়ে এজিএমে গেলাম। স্লিপ দিলাম। চেক করার পর চেকার এক চিলতে মুখে হাসি নিয়ে বলল আপনার এটাতো নিয়া গেছে।

আমি তো প্রথম মনে করলাম মশকারা করে।(মনে মনে ভাবলাম ওনিতো আমার আতœীয় না যে মশকারা করবে।)।

আমি বললাম ভাই কি বলেন। আমার এ্যাকাউন্ট আবার কে নিবে।

হ্যা, নিয়ে গেছে, দেওয়া যাবে না।

আর্শ্চয্য আমার জিনিস আমাকে দেয়া যাবে না।

আমার উপর বিরক্ত নিয়ে বলল., বললাম তো দেয়া যাবে না।, আসতে পারেন।

আমি সামন্য ভয় পেয়ে গেলাম। কিন্তু সেখান থেকে এলাম না, সাহস করে কিছুক্ষন থাকলাম।

আর আবিস্কার করলাম, নিজেরা নিজেরাই স্লিপে স্বাক্ষর করে পেকেট নিয়ে যাচ্ছে। আর আমারে আমার প্রাপ্ত পেকেটটি থেকে বঞ্চিত করল।

আসলে আমাদের বাঙ্গালীদের রক্তে দূর্নীতি ঢুকে গেছে। এর থেকে মুক্তি নেই। হবে না। সম্ভব নয়। হয়তো বা এদের কাছ থেকে আমি ও কিছু শিখলাম।

আজ আই.এস.এল.এল এর যে দূর্নীতি দেখে এলাম তা কি প্রত্যেক কোম্পানীর এজিএমে হয় নাকি..........................যদি হয়ে থাকে তাহলে নিজেরা নিজেরাই এজিএম করুক.......অযথা শেয়ার হোল্ডাদের যাতে হয়রানি না করা হয় তার জন্য সবিনয় অনুরোধ করছি।

মন্তব্য ১ টি রেটিং +০/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ২০ শে জুন, ২০১৩ সকাল ১১:২৬

আতা2010 বলেছেন: আমাদের বাঙ্গালীদের রক্তে দূর্নীতি ঢুকে গেছে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.