নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সাদাসিধা মানুষ

হারিয়ে যেতে ইচ্ছে করে, দুরে বহুদুরে, কোন এক নিজর্নে, প্রকৃতির মাঝে...

সাদাসিধা মানুষ › বিস্তারিত পোস্টঃ

পাথর! পাথর তুমি কিসের তৈরি?

৩০ শে আগস্ট, ২০১৩ দুপুর ১:৩১

সমুদ্র্রের ঢেউ আছড়ে পরে তীরে, শরীরের সমস্ত শক্তি দিয়ে, পাথরের গায়;

পাথর, তবু তুমি নড়লে না;

দুর আকাশের নিঃসঙ্গ চিল, ডেকে যায় আনমনে, বারবার;

পাথর; তবু তুমি শুনলে না, বুজলেনা অব্যাক্ত মনের কথা!

নিকষ কাল রাতের শীরশীরে বাতাস, কানে কানে কত কি বলে যায়!

পাথর! পাথর তুমি কিসের তৈরি?





বিঃদ্রঃ মন খারাপ হলে নাকি মানুষ কাব্যিক প্রতিভা অর্জন করে হাহাহাহা। আশা করি কেউ মন খারাপের কারন জানতে চেয়ে বিব্রত করবেননা। মানুষ আবেগিক জীব, মাঝে মাঝে মন খারাপ করতে হয়।

মন্তব্য ৩৪ টি রেটিং +১/-০

মন্তব্য (৩৪) মন্তব্য লিখুন

১| ৩০ শে আগস্ট, ২০১৩ দুপুর ১:৩৪

এক্সপেরিয়া বলেছেন: পাথর তুমি কিসের তৈরি ? :(

৩০ শে আগস্ট, ২০১৩ রাত ৮:০৭

সাদাসিধা মানুষ বলেছেন: :( ধন্যবাদ

২| ৩০ শে আগস্ট, ২০১৩ দুপুর ১:৪০

নিয়েল হিমু বলেছেন: লিখেই যখন ফেলেছেন তো এখন আর মন খারাপ থাকার কথা না :)
কাব্য ভাল লিখেছেন ।

৩০ শে আগস্ট, ২০১৩ রাত ৮:০৮

সাদাসিধা মানুষ বলেছেন: হ্যা ধন্যবাদ

৩| ৩১ শে আগস্ট, ২০১৩ দুপুর ২:৫৭

রোকেয়া ইসলাম বলেছেন: মন খারাপের কারন জানতে চাইলাম না। কিন্তু কারো মন খারাপের কথা শুনলে আমারও মন খারাপ হয়ে যায়।
আশা করি খুব দ্রুতই মন খারাপের বেড়াজাল থেকে বের হয়ে আসতে পারবেন।

৪| ৩১ শে আগস্ট, ২০১৩ দুপুর ২:৫৭

রোকেয়া ইসলাম বলেছেন: মন খারাপের কারন জানতে চাইলাম না। কিন্তু কারো মন খারাপের কথা শুনলে আমারও মন খারাপ হয়ে যায়।
আশা করি খুব দ্রুতই মন খারাপের বেড়াজাল থেকে বের হয়ে আসতে পারবেন।

০১ লা সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৫:৪৯

সাদাসিধা মানুষ বলেছেন: আপনার সহানুভূতি এবং শুভকামনার জন্য অসংখ্য ধন্যবাদ। এটাই মানুষের জন্য মানুষের স্রেষ্ট উপহার।

৫| ০১ লা সেপ্টেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:৪১

অদ্বিতীয়া আমি বলেছেন: পাথর! পাথর তুমি কিসের তৈরি? :(


মন খারাপ ভাল হয়েছে আশা করি ।

০১ লা সেপ্টেম্বর, ২০১৩ রাত ১১:৪২

সাদাসিধা মানুষ বলেছেন: হ্যা, আপনাকে অসংখ্য ধন্যবাদ।

৬| ২১ শে নভেম্বর, ২০১৩ রাত ১:২২

পরিবেশ বন্ধু বলেছেন: বেশ কথা

২২ শে নভেম্বর, ২০১৩ দুপুর ১২:২৫

সাদাসিধা মানুষ বলেছেন: ধন্যবাদ

৭| ০৭ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ৯:৩০

বেলা শেষে বলেছেন: please do not be sad any more - because i like your writing, i respect you- you are a brave man.
Up to next time....

০৮ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ৮:১৬

সাদাসিধা মানুষ বলেছেন: ধন্যবাদ আপনাকে

৮| ১০ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১২:১০

অর্থনীতিবিদ বলেছেন: ছোট্ট পোস্টটি লেখার পড়ে অনেক সময় কেটে গেছে। এসেছে নতুন আরেকটি বছর। আশা করি ইতোমধ্যে আপনার দুঃসময় কেটে গেছে। ভালো থাকবেন। শুভ কামনা রইল।

১৪ ই জুলাই, ২০১৪ রাত ৮:৫১

সাদাসিধা মানুষ বলেছেন: ঝড়বৃষ্টি রোদ মেঘ-সূর্য প্রকতির প্রিয় খেলা। এসব নিয়েই আমাদের জীবন, এসবের মমাঝেই আমাদের বেচে থাকতে হয়। আপনার শুভকামনার জন্য আমি কৃতজ্ঞ।

৯| ১৪ ই জুলাই, ২০১৪ রাত ৯:০৫

দৃষ্টিসীমানা বলেছেন: কবিতায় ++++++++++++ ।ভাল থাকুন সব সময় ।

১৫ ই জুলাই, ২০১৪ সন্ধ্যা ৭:৫১

সাদাসিধা মানুষ বলেছেন: লজ্জা দেবার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। :-D:-Dভাল থাকুন সবসময়!

১০| ০৩ রা আগস্ট, ২০১৪ সকাল ৮:৫৮

মোঃ ইসহাক খান বলেছেন: সুন্দর লেখা চলতে থাকুক।

০৩ রা আগস্ট, ২০১৪ দুপুর ২:০৯

সাদাসিধা মানুষ বলেছেন: আপনাকে অসংখ্য ধন্যবাদ! ভালথাকুন।

১১| ১৬ ই আগস্ট, ২০১৪ ভোর ৬:০২

নাসীমুল বারী বলেছেন: রূপকের অব্যক্ত বর্ণনাই কবিতা।
ধন্যবাদ, চমৎকার কবিতাটির জন্যে।

প্রিয়ার অভিমানি মনটা কিংবা বিরহের কারণটাই এ কবিতার প্রতিপাদ্য বিষয়। প্রিয়া কোনো কথাই শুনছে না। আর এ বর্ণনার রূপক চিত্রটাই পাথর। সমুদ্রের মতো বিশাল মনের কাছে আরেকটি মনের নিশ্চুপ, নীরবতা- অপূর্ব চিত্রকল্প এঁকেছেন এ কবিতায়।

১৬ ই আগস্ট, ২০১৪ রাত ১১:৫১

সাদাসিধা মানুষ বলেছেন: আপনি আসলেই একজন বড় মাপের কবি সাহিত্যিক। খুব সুন্দর করে বিেশ্লষণ করেছেন।আপনাকে আন্তরিক ধন্যবাদ!

১২| ০৩ রা ডিসেম্বর, ২০১৪ রাত ১২:১৪

খেলাঘর বলেছেন:

পাথর ভালোবাসা পায়নি, তাই মৃত।

২৬ শে মার্চ, ২০১৫ সন্ধ্যা ৭:৪৩

সাদাসিধা মানুষ বলেছেন: স্টং পয়েন্ট! চিন্তার বিষয় :) :) ;)

শুভকামনা আপনাকে! ভালথাকুন।

১৩| ০৭ ই জানুয়ারি, ২০১৫ রাত ৯:০৮

শাহেদ_মানিকগঙ্জ বলেছেন: তুমি উজ্জ্বল হোসেন জোয়ার্দার এর ব্যাচ?

তা লম্বু তুষার বলতে কাকে বোঝাচ্ছ? From Click This Link

১৪| ০৭ ই জানুয়ারি, ২০১৫ রাত ৯:০৯

শাহেদ_মানিকগঙ্জ বলেছেন: আমি কি তোমার নামটা জানতে পারি?

২৬ শে মার্চ, ২০১৫ সন্ধ্যা ৭:৪৯

সাদাসিধা মানুষ বলেছেন: জী। নাম আব্দুল্লাহ

১৫| ০৩ রা মার্চ, ২০১৫ রাত ১১:৪৭

প্রামানিক বলেছেন: সুন্দর কথামালা। ধন্যবাদ

২৬ শে মার্চ, ২০১৫ সন্ধ্যা ৭:৫৩

সাদাসিধা মানুষ বলেছেন: আপনাকে আন্তরিক ধন্যবাদ!

১৬| ২১ শে মার্চ, ২০১৫ দুপুর ২:৫৯

রোদেলা বলেছেন: না,আমি কোন কারন জিজ্ঞেস করছিনা।কেবল বলতে এসেছি অল্প কথায় মন খারাপটা ঠিকি উঠে এসেছে।

২৬ শে মার্চ, ২০১৫ রাত ৮:০৩

সাদাসিধা মানুষ বলেছেন: এটাই আমার লেখা জীবনের প্রথম ও সম্ভবত শেষ একমাত্র কবিতা ! তারপরও অসংখ্য ধন্যবাদ!

আমি কিন্তু আপনার একজন একনিস্ঠ অনুসারী। আপনার লেখা পড়ি কিন্তু অলস মানুষ তাই কমেন্ট করা হয় না! ভাল থাকবেন! না হলে এত সুন্দর সুন্দর লেখা কোথায় পাব? :) :)

১৭| ২৬ শে মার্চ, ২০১৫ রাত ৮:০৭

মনিরা সুলতানা বলেছেন: মন খারাপ ভাল জিনিস...

২৭ শে মার্চ, ২০১৫ সকাল ৭:৪০

সাদাসিধা মানুষ বলেছেন: মাঝে মাঝে !:#P !:#P

১৮| ২৭ শে মার্চ, ২০১৫ রাত ১২:২২

রোদেলা বলেছেন: মানুষ অলস কিন্তু ভালোই মন্তব্য করতে পারেন :)

২৭ শে মার্চ, ২০১৫ সকাল ৭:৪৬

সাদাসিধা মানুষ বলেছেন: :|| :-& :#> :)

শুভকামনা সবসময়...

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.