নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

স্বপ্নহারার স্বপ্ন

...........................

সাঈদ আজিজ

.............................................

সাঈদ আজিজ › বিস্তারিত পোস্টঃ

একান্ত ব্যাক্তিগত একটি পোস্ট

২০ শে সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ১২:৪৭

সবার কাছে দিন দিন অবাঞ্চিত হয়ে যাচ্ছি। আগে বন্ধুরা কোথাও ঘুরতে গেলে একটা ফোন অন্তত দিত, 'কি রে, যাবি নাকি?' যেতে পারি আর না পারি, সেই ফোন পেলেই অন্যরকম ভাললাগায় মনটা ভরে যেত; অনেকটা 'আমারো কেউ কেউ আছে, আমি একা নই' টাইপের ফিলিং। গত বছর খানেক ধরে সেসবের কোন বালাই দেখছিনা। বুঝলাম না ব্যাপারটা কি! কারো সাথে কোনদিন পলিটিকাল কোন পাট ও নেই নাই (যেইটা নাই, সেইটা নিব কি!), কাউকে কোনদিন এড়িয়ে চলার চেষ্টাও করি নাই, অথচ গত এক বছরে আমার এক বন্ধু ঘুরতে গেল তিন বার, আরেকজন গেল দুই বার, কেউ একটা ফোন ও দিল না! একজনের আজকে সকালের স্ট্যাটাস দেখে বুঝলাম সে কিশোরগঞ্জ হাওড়ে বেড়াতে গেছে... হায়!

এ তো গেল বন্ধুদের কথা, ফ্যামিলিতে আসি। প্রায় সময় ই এমন হয়, বাবা-মা ব্যাগ গুছানোর পর জানতে পারি তারা বাড়ি যাচ্ছে। আর ভাই-ভাবির কথা বাদ-ই দিলাম। বন্ধুদের সাথে সাথে পরিবারেও আমি অবাঞ্চিত। বিয়ে করে একটা বউ এনেছিলাম। ভেবেছিলাম এই সূত্রে হয়তো পরিবারের বাকিদের সাথে বন্ধন টা আরেকটু পোক্ত হবে... কিন্তু বাস্তবতা খুব কঠিন। যা ভেবেছি, তার উল্টোটাই হয়েছে। এ তো গেল বড়দের কথা, আমার তিন বছরের ছেলের কাছেও আমি দিন দিন অবাঞ্চিত হয়ে যাচ্ছি। বিশেষ করে রাতে ঘুম ভেঙ্গে গেলে যখন সে কান্নাকাটি করে, তখন আমাকে কাছেই ঘেঁষতে দেয় না। পা দিয়ে লাথি দিয়ে সরিয়ে দেয়... হয়তো এই তিন বছরের বাচ্চাটার মনের মধ্যেও এই ধারণা জন্মেছে যে, এই মানুষটা তার আপন কেউ না, এই মানুষটার কোন অধিকার নেই তাকে বুকে জড়িয়ে ধরার...

ক্যারিয়ার, পড়াশুনা, এসব ব্যাপারে আমার কখনো কোন অতৃপ্তি ছিলোনা, যা চেয়েছি, তার চেয়ে অনেক বেশি পেয়েছি, কিন্তু মানুষের মাঝে চলতে গিয়ে সারাটা জীবন একটা অতৃপ্তি আমাকে তাড়া করে বেড়ালো...

মন্তব্য ৬ টি রেটিং +০/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ২০ শে সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ১:৩০

তোমোদাচি বলেছেন: মনে হচ্ছে সমস্যা আপনার চিন্তা ভাবনার।
বিশেষ করে বাচ্চার বিষয়টা হাস্যকর!
বাচ্চাকে সময় দিন, তার সাথে খেলা করুন, তাঁকে নিয়ে ঘুরতে যান, --- দেখবেন বাচ্চা একবার ঘাড়ে উঠবে আর নামতে চাইবে না। ;)

আর বড়দের ক্ষেত্রে এটা সত্যি হলে আপনি আপনার সমস্যাটা খুঁজেন এবং সেটা সমাধান করুন!
মনে রাখবেন আপনি অন্যের সাথে যতটুকু ব্যাবহার করবেন অন্যের কাছ থেকে ততটুকুই আশা করতে পারেন!

ভাল থাকুন!!

২০ শে সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ২:৫৮

সাঈদ আজিজ বলেছেন: 'মনে রাখবেন আপনি অন্যের সাথে যতটুকু ব্যাবহার করবেন অন্যের কাছ থেকে ততটুকুই আশা করতে পারেন! '

আমিও ঠিক এটাই বলতে চেয়েছি। আমি কিন্তু কাউকে ব্লেম করিনি। আমি আমার কিছু সমস্যার কথা আপনাদের সাথে শেয়ার করতে চেয়েছি। ধন্যবাদ।

২| ২০ শে সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ২:০০

েবনিটগ বলেছেন: :((

৩| ২০ শে সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৩:১০

সাহিত্য প্রেমিক বলেছেন: এমন কিছু করুন যাতে বন্ধুদের কাছে আপনার চাহিদা থাকে। বন্ধুদের সাথে সর্বদা হাসি ঠাট্টা করবেন। পর্যাপ্ত পরিমাণে খরচ বন্ধু টিকিয়ে রাখার অন্যতম সহায়ক। আরেকটা মজার তথ্যঃ চা সিগারেট যাদের খাবার অভ্যাস আছে তাদের বন্ধুর অভাব হয়না।
বিঃদ্রঃ আপনাকে চেনা চেনা লাগছে। আপনার হোমটাউন কোথায়?

২০ শে সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৩:২৪

সাঈদ আজিজ বলেছেন: আমি কুমিল্লার পোলা

৪| ২০ শে সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৩:২৫

আল ইফরান বলেছেন: আপনার প্রতি সমবেদনা প্রকাশ করছি।
সবার জীবনেই এইধরনের একটা সময় আসে যখন সে ভাবতে শুরু করে যে সবাই তাকে ইগনোর করছে। :(
এটা সাময়িক ব্যাপার মাত্র, কেটে যাবে ইনশাল্লাহ

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.