![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
.............................................
১, পুলিশই দেশের আসল হিরো, আর ডাক্তার হইল পুরাই আম জনতা। ভিলেনের চ্যালা চামুন্ডার গুলিতেও ডাক্তারেরা মুড়ি মুড়কির মত মারা যায়, কিন্তু পুলিশ হিরোকে লাখ লাখ লোক গুলি করেও লাগাতে পারেনা।
২, ক্যান্সার একটি ভাইরাস ঘটিত রোগ। এই রোগের জীবাণু এখন পর্যন্ত আবিস্কার না হলেও ভ্যাক্সিন আবিস্কার হয়ে গেছে।
৩, ক্যান্সারের ভাইরাস খুবই ভয়ংকর। আক্রান্ত হবার কয়েক মিনিটের মধ্যেই সবার রক্তবমি হতে শুরু করে, তা সে যে অঙ্গের ক্যান্সারই হোক।
৪, ক্যান্সার বাতাস, থুতু, কফ, এই সব কিছুর মাধ্যমেই ছড়ায়। (ইবোলা ভাইরাসও এত ভয়ংকর না!!)
৫, ক্যান্সারের ভ্যাক্সিন কে যে কোন জায়গায় যে কোন ভাবে রেখে দেয়া যায়, সংরক্ষনের প্রয়োজন নাই, ফ্রিজিং করার ও প্রয়োজন নাই।
৬, ক্যান্সার আক্রান্ত রোগীর চিকিতসা করতে গেলে অবশ্যই ডাক্তারদের বিশেষ ধরণের মাস্ক ব্যবহার করতে হবে, নয়তো খবর আছে
৭, নায়ক সামনে থেকে গুলি করলেও তা বুকের বদলে পিঠ দিয়ে শরীরে ঢুকতে পারে। ফরেনসিক এক্সপার্টদের জন্য এই ছবি দেখা ফরয। এই জ্ঞান কোন বইতে পাওয়া যাবে না।
৮, নায়ক পা দিয়ে কার শ্বাসরোধ করলে অবশ্যই তার রক্তবমি হবে।
৯, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল এপোলো হাসপাতালের চাইতেও বেশি পরিস্কার পরিচ্ছন্ন।
১০, ঢাকাই ছবির অভিনেতাদের শরীর থেকে গবেষণার মাধ্যমে ব্যথানাশক ওষধ আবিস্কার সম্ভব। নায়ক থেকে শুরু করে ভিলেনের চ্যালা চামুন্ডা, এরা কেউই মাইর খেয়ে ব্যথা পায়না। ভিলেন হলে শেষ পর্যন্ত মরতে হয়, নায়ক হলে সেই ঝামেলাও নাই, কিন্তু হাত ভাঙ্গুক, পা ভাঙ্গুক, কেউ কোন ব্যাথা পায়না।
আম ডাক্তার হিসেবে হিরো অনন্তের জন্য একটি উপদেশ, যত দ্রুত সম্ভব, উনার গাইনাকোমেশিয়ার চিকিতসা করানো উচিত। মাথা না দেখে নায়ক নায়িকা আলাদা করা কষ্ট হয়ে যায়...
২| ১৭ ই আগস্ট, ২০১৪ বিকাল ৩:৪৪
রাহুল বলেছেন:
কষ্ট কইরা দেখতে গেলেন কেরে?
১৭ ই আগস্ট, ২০১৪ রাত ৯:৫২
সাঈদ আজিজ বলেছেন:
৩| ১৭ ই আগস্ট, ২০১৪ বিকাল ৩:৪৯
হামিদ আহসান বলেছেন: হা হা হা ..................
৪| ১৭ ই আগস্ট, ২০১৪ বিকাল ৩:৫১
স্বপ্নবাজ অভি বলেছেন:
৫| ১৭ ই আগস্ট, ২০১৪ বিকাল ৩:৫৮
ইমিনা বলেছেন: হা হা হা ...
ব্যাপক বলেছেন
৬| ১৭ ই আগস্ট, ২০১৪ বিকাল ৪:১৩
নীলতিমি বলেছেন:
৭| ১৭ ই আগস্ট, ২০১৪ বিকাল ৪:১৪
নীলতিমি বলেছেন:
৮| ১৭ ই আগস্ট, ২০১৪ বিকাল ৪:১৪
শুন্য পুরন কর বলেছেন:
৯| ১৭ ই আগস্ট, ২০১৪ বিকাল ৪:১৬
নীলতিমি বলেছেন: ৯, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল এপোলো হাসপাতালের চাইতেও বেশি পরিস্কার পরিচ্ছন্ন।
অনন্ত'র এই প্রয়াস ভালো লাগলো।
১০| ১৭ ই আগস্ট, ২০১৪ বিকাল ৫:৪৭
মুদ্দাকির বলেছেন:
শেষ লাইনটা জটিল, বুঝাই যায় আপনি খুব ভালো করে দেখেছেন
আর বাকিটার জন্য বলব এটা সাইন্স ছিলনা, ছিল সাইন্স ফিকসন, আপনার আমার মত সাধারন মানুষ তা বুঝবে না।
আমি সিওর এই ছবি নাইয়া গানায় একদল মহান বিজ্ঞানী গবেষণা করছেন
১১| ১৭ ই আগস্ট, ২০১৪ বিকাল ৫:৫০
নিঃসঙ্গ অভিযাত্রিক বলেছেন:
১২| ১৭ ই আগস্ট, ২০১৪ বিকাল ৫:৫৬
নিরবতার ঝি ঝি পোকা বলেছেন: লেখাকে অলেখা কেন করলেন। বলুন, প্লিস, আমি এটা মানতে পারি না।তবে বলতে পারি, বাংলাদেশের নায়ক নায়কার চেয়ে ডাসবিনের কর্মীরা ভাল ডায়লগ দিতে পারে। কোন শ্ব্দ কিভাবে উচ্চারণ করতে হয় তাও জানে না। আবার নায়ক হয়েছে। মা তোমাকে ভালবাসি এটা বলে মাকে দমক দিয়েছে নাকি মায়ের সাথে রাগ শেষ হয়েছে তাই বোঝি না। এতকিছু কোথায় শিখলাম, ভারতের সিনেমা দেখে।তাই বলে সিরিয়ালগুলোর পক্ষে না। এই সিরিয়াল নিয়ে সপ্তায় তিনদিন নিশ্চিত ঝগড়া বৌয়ের সঙ্গে। শেষ করি, এই ওয়েলকাম-২ দেখতে আবার আমাদের প্রিয় অর্থমন্ত্রী সিনেমা হলেও গিয়েছেন। তাই আগামীতে কোন না কোন পদকের জন্য মনোনীত.......আপনাদের যা ইচ্ছা হয় লেখেন।
১৩| ১৭ ই আগস্ট, ২০১৪ সন্ধ্যা ৬:০০
চেয়ারম্যান০০৭ বলেছেন: দেইখা আমার টাকাও জলে গেছে
ভালো লিখেছেন।
১৪| ১৭ ই আগস্ট, ২০১৪ সন্ধ্যা ৬:২৭
এরিক ফ্লেমিং বলেছেন: নায়ক যে চরিত্রে অভিনয় করবে সেই চরিত্রই তো হিরোইজম দেখাবে, তাই না? তা সে পুলিশ হোক আর ডাক্তার হোক। বাংলা সিনেমার পুলিশ তো এতদিন "আইন নিজের হাতে তুলে নেবেন না" বৃত্তেই বন্দী ছিল। তাছাড়া সেই, " গরীব নায়ক বড়লোক নায়িকার প্রেম", " বকাটে নায়কের সাথে ধনীর দুলালীর ঝামেলা অতপর প্রেম" কিংবা "হিন্দী সিনেমার বাংলা ভার্সন", "ইন্ডিয়ান বাংলা সিনেমার বাংলাদেশী অভিনেতা ভার্সন" অথবা সামপ্রতিক কালের "অনেক গুলো তামিল সিনেমার কাট-পেস্ট/কপি-পেস্ট ভার্সন" এরকম কিছু থেকে ভিন্ন কিছু হয়েছে বোধহয়। সিনেমাটা দেখিনি, দেখারও খুব একটা ইচ্ছাও নেই। মান যেমনই হোক, নির্মান কৌশলে যতই অসংগতি থাকুক নতুন কিছু করার চেষ্টাকে বোদহয় স্বাগত জানান যায়। এই চেষ্টাই হয়তো একদিন ভাল কিছু তৈরী করবে।
১৫| ১৭ ই আগস্ট, ২০১৪ সন্ধ্যা ৬:২৯
রাতুলবিডি৫ বলেছেন: ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল এপোলো হাসপাতালের চাইতেও বেশি পরিস্কার পরিচ্ছন্ন। ভাবলেই মনটা গর্বে ভরে উঠে !
১৬| ১৭ ই আগস্ট, ২০১৪ সন্ধ্যা ৭:০৪
ইলি বিডি বলেছেন: এই চেষ্টাই হয়তো একদিন ভাল কিছু তৈরী করবে। ভাবলেই মনটা গর্বে ভরে উঠে !
১৭| ১৭ ই আগস্ট, ২০১৪ রাত ১১:০১
পার্থ তালুকদার বলেছেন: হুম, দারুন লিখছেন ।
১৮| ১৭ ই আগস্ট, ২০১৪ রাত ১১:১১
জেনারেশন সুপারস্টার বলেছেন: কথা সত্য এই চেষ্টা হয়ত একদিন ভালো কিছু করে দেখাবে তবে দেখার ইচ্ছা জাগলো জলিল ভাইয়ের সায়েন্স ফিকশন
১৯| ১৭ ই আগস্ট, ২০১৪ রাত ১১:১৩
অনিক০০৭ বলেছেন: ভাই "গাইনাকোমেশিয়া" এর ব্যাপারটা বুঝলাম না। একটু এক্সপ্লেইন করলে ভালো হয়।
২০| ১৭ ই আগস্ট, ২০১৪ রাত ১১:২৪
লাইলী আরজুমান খানম লায়লা বলেছেন: খুব মজা পেলাম --- আজব ছবিতো !! ছবি না দেখেই আপনার বিশ্লেষণ দেখেই ছবির আভিজাত্য বুঝে ফেললাম !! ফালতুরও একটা সীমা আছে -----
শেয়ার করার জন্য আন্তরিক ধন্যবাদ
২১| ১৭ ই আগস্ট, ২০১৪ রাত ১১:৩২
শাশ্বত স্বপন বলেছেন: ছিঃনেমা
২২| ১৭ ই আগস্ট, ২০১৪ রাত ১১:৫২
রেজা এম বলেছেন: জলিল অন ফায়ার
২৩| ১৮ ই আগস্ট, ২০১৪ রাত ২:৪৮
এ কে এম রেজাউল করিম বলেছেন:
২৪| ১৮ ই আগস্ট, ২০১৪ সকাল ৭:৪৪
আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: অতি উৎকৃষ্ট নোংরা সিনেমা।
২৫| ১৮ ই আগস্ট, ২০১৪ সকাল ৮:০৭
মাহবু১৫৪ বলেছেন:
২৬| ১৬ ই সেপ্টেম্বর, ২০১৪ রাত ১১:৫৪
ইমরান আশফাক বলেছেন: ভালো লাগলো মোস্ট ওয়েলকামের মতই।
©somewhere in net ltd.
১|
১৭ ই আগস্ট, ২০১৪ বিকাল ৩:২৭
অনুমনু বলেছেন:
