নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

চলছে চলবে

হাসান কালবৈশাখী

আমি দুর্বার, আমি ভেঙ্গে করি সব চুরমার। আমি কালবৈশাখীর ঝড়! আমার ফেসবুকইডি www.facebook.com/norwstorm

হাসান কালবৈশাখী › বিস্তারিত পোস্টঃ

বিদেশ যাওয়ার আগে করোনা নেগেটিভ সনদ নিতে হবে, এটা কোনো দেশেই বাধ্যতামূলক নয়

১০ ই জুলাই, ২০২০ দুপুর ২:২৮

ইটালি শুধু বাংলাদেশকে ব্যান করে নি বাংলাদেশ সহ ১৩ দেশকে নিষেধাজ্ঞা দিয়েছিল।
কিন্তু পত্রিকাগুলোতে শুধু বাংলাদেশের কথাই এসেছে।

ইউরোপের সবচেয়ে ভয়াবহ করোনা আক্রান্ত দেশ ছিল ইটালি।
সম্প্রতি পরিস্থিতি ভাল হওয়ায় ৩ রা জুন থেকে সেনঝেন দেশ ও ইউরোপিয়ো ইউনিঅনদের জন্য বর্ডার খুলে দেয়া হয়, কিছু ফ্লাইটও চালু হয়।

ফ্রী দেশগুলো মুলত ইওরোপের

The 26 other members of the European Union
The United Kingdom
Schengen Area members Iceland, Liechtenstein, Norway and Switzerland
Andorra, Monaco, San Marino and the Vatican City

বিদেশে আটকে পড়া ইটালিয়ান ও রেসিডেনসিদের জন্যও দরজা খুলে দেয়া হয়। তাই ১৭ জুন থেকে কয়েক দফায় বিভিন্ন ফ্লাইটে ১,০৮৫ জন বাংলাদেশি ইটালিয়ান ইতালি ফিরে যায়। সর্বশেষ ৬ জুলাই ২৭৬ জন যাত্রী নিয়ে রোমে বিমানবন্দরে নামলে যাত্রিদের নামতে দেয়া হয় নি।
"করোনা সার্টিফিকেট ভুয়া তাই নামতে দেয় নি" এটাও সম্পুর্ন ভুয়া কথা। সার্টিফিকেট দেখার কথা না,

বিদেশ যাওয়ার আগে করোনা নেগেটিভ সনদ নিতে হবে, এটা কোনো দেশেই বাধ্যতামূলক নয়। ইটালিতেও নয়।
কিছু এয়ারলাইন্স হয়ত চাইতে পারে, তবে কোন দেশ চায় না। বিমানবন্দরে শুধু তাপমাত্রাই দেখা হয়।
এরপরও অনেকে করোনা সনদ নিয়ে গেছিল, কিন্তু সেসব বিবেচিত হয় নি। কারন জেনুইন সনদ থাকলেও লাভ নেই। আক্রান্তের ৪-৫ দিন পর কোভিড ধরা পড়ে। বাসা থেকে বিমানবন্দরে আসা বা ফ্লাইটে থাকার সময়ও কেউ করোনা আক্রান্ত হতে পারেন। বাংলাদেশ থেকে নেগেটিভ হলেও বিদেশে যাওয়ার পর অনেকে করোনা পজিটিভ হতে পারেন

আলোচিত কাতারি বিমানটির প্যাসেঞ্জার নামতে দেয় নি। কারন বিমানটি দোহাতে অকারন দেরি করায় ফ্লাইট ব্যান ডেডলাইনে পরে যায়।
নিষেধাজ্ঞা সত্ত্বেও ঐ ফ্লাইটটি কীভাবে যাত্রা করলো, সে বিষয়ে ঢাকা ইমিগ্রেশন পুলিশের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা জানান, ইতালির নিষেধাজ্ঞা আসার আগেই ফ্লাইটটি শিডিউলড ছিল এবং সেটি ছেড়ে যায়।

ধারণা করা হচ্ছিল যে বাংলাদেশ সহ ১৩টি দেশ নিষেধাজ্ঞা বলবৎ হওয়ার আগেই বিমানটি পৌঁছে যাবে। কিন্তু সেটি সম্ভব হয়নি।

দোহা বিমানবন্দরে ফ্লাইটটি অবহেলা করে দেরি করায় পৌঁছানোর আগেই ইতালিতে নিষেধাজ্ঞা কার্যকর হয়। আর বাংলাদেশী পত্রিকাগুলো খাদ্য পায়। আলোচিত বিমানটির যাত্রিদের করোনা সনদ ভুয়া যাচাই হয়নি, কাউকে টেষ্টও করেনি, করবে কিভাবে? নামতেই তো দেয় নি।

মুলত ১৭ জুন থেকে কয়েক দফায় বিভিন্ন ফ্লাইটে ১ হাজার ৮৫ বাংলাদেশি ইতালি ফিরে গেছিলেন। একসময় তাদের ভেতর ২১ জন বা ৩৬ জনের শরীরে করোনা পজিটিভ শনাক্ত হয়। এরা অনেকেই সনদের মাধ্যমে নেগেটিভ জেনে ইতালিতে গিয়েছেন যারা পরবর্তীতে পজেটিভ হয়েছে অন্যকেও সংক্রমিত করেছেন। অনেকে বোকার মত সনদ দেখিয়ে চ্যালেঞ্জ করে ধরা খেয়েছেন। পত্রিকার শিরোনাম হয়েছেন
এভাবে বোকামি না করে বলতে পারতো "আমার আগে করোনা ছিল না - ইটালিতে এসে হয়েছে"।


রোম এয়ারপোর্ট সংলগ্ন একটি বিখ্যাত রেস্টুরেন্ট এর মালিক,কর্মচারী,ক্লায়েন্ট সহ বারোজন সংক্রমিত হয়েছেন সম্প্রতি বাংলাদেশ থেকে আসা একজনের মাধ্যমে। বর্তমানে সেটি লক ডাউন করা হয়েছে। ইটালিয়ান স্বাস্থ্য মন্ত্রণালয়ের ধারণা এই পর্যন্ত প্রায় ৬০০ বহিরাগত করোনা পজিটিভ হতে পারে, এদের মধ্যে অনেকেই বাংলাদেশী।

রোমের স্থানীয় স্বাস্থ্য বিভাগ গত ১ জুন থেকে বাংলাদেশ ও নন ইউরোপিয় থেকে সব অভিবাসীদের করোনা ভাইরাস টেস্ট করার আহ্বান জানিয়েছে। রোমের বাংলা টাউন নামে পরিচিত তর পিনিয়ত্তারা( Tor,Pigniattara,casilina) অঞ্চলে এই উদ্দেশ্যে বুথ স্থাপন করা হয়েছে এবং সবাইকে সেখানে উপস্তিত হয়ে টেস্ট করানোর পরামর্শ দেওয়া হয়েছে। এই সমস্ত ঘটনায় ইতালিতে কর্মরত লক্ষাধিক বাংলাদেশীদের ভাবমূর্তি নষ্ট হচ্ছে।

ইটালি শুধু বাংলাদেশকে ব্যান করে নি বাংলাদেশ সহ ১৩ দেশকে নিষেধাজ্ঞা দিয়েছিল ।

Italy has closed its borders to 13 countries judged to be a high risk for coronavirus infections, including Bangladesh and Brasil.

In a decree on Thursday, Health Minister Roberto Speranza said Italy was closed to people travelling from

Armenia,
Bahrain,
Bangladesh,
Brazil,
Bosnia,
Chile,
Kuwait,
North Macedonia,
Moldova,
Oman,
Panama,
Peru
Dominican Republic.

The ban applies to everyone who has spent any time in any of those countries within the past 14 days, regardless of nationality or residency.

সুত্র -
The Local Europe AB







মন্তব্য ১২ টি রেটিং +০/-০

মন্তব্য (১২) মন্তব্য লিখুন

১| ১০ ই জুলাই, ২০২০ দুপুর ২:৩৭

সাড়ে চুয়াত্তর বলেছেন: ইটালির পত্রিকায় বাংলাদেশ সংক্রান্ত কোনও খবর মনে হয় এসেছিল?

১০ ই জুলাই, ২০২০ রাত ৯:২৫

হাসান কালবৈশাখী বলেছেন:
অনেক ইটালির পত্রিকায় বাংলাদেশ সংক্রান্ত প্রচুর খবর এসেছিল। জাল সনদ তো আর মিছা নয়।
কারন বাংলাদেশেও জ্বাল সনদ নিয়ে খবর হচ্ছিল, আর স্থানিয় ইটালিয়ানদের ভেতর ইমিগ্রেশন বিরোধীতা জনপ্রীয় হচ্ছে।

১৭ জুন থেকে কয়েক দফায় বিভিন্ন ফ্লাইটে ১ হাজার ৮৫ বাংলাদেশি ইতালি ফিরে গেছিলেন। একসময় তাদের ভেতর ২১ জন বা ৩৬ জনের শরীরে করোনা পজিটিভ শনাক্ত হয়। এরা অনেকেই নেগেটিভ সনদ নিয়ে ইতালিতে গিয়েছেন। ধরা পরার পর অনেকে বোকার মত সনদ দেখিয়ে চ্যালেঞ্জ করেছেন। এরপর খবর হয়েছেন।

২| ১০ ই জুলাই, ২০২০ দুপুর ২:৪৮

রাজীব নুর বলেছেন: আমাদের রাষ্ট্র বার বার সিস্টেম ফাক কারীদের মেনে নিচ্ছে বলেই ইতালি কাণ্ড তৈরি হচ্ছে।

১০ ই জুলাই, ২০২০ রাত ১০:২৭

হাসান কালবৈশাখী বলেছেন:
বাংলাদেশী সব পত্রিকাতেই হেডলাইন দিয়ে বলা হয়েছে জাল করোনা সার্টিফিকেটের কারনে বাংলাদেশের ফ্লাইট বন্ধ করা হয়েছে।
এটা সত্য নয়।

ইটালিয়ান স্বাস্থ্য মন্ত্রণালয় করোনো প্রকপ চলছে এমন ১৩ টি দেশ থেকে যারাই আসুক তাদের উপর ট্রাভেল ব্যান করা হয়েছে।
যেটা বাংলাদেশ নয়, বাংলাদেশীও নয়। যেকোন দেশের নাগরিক হউক।
গত ১৪ দিনের ভেতর এই ১৩ দেশে অবস্থান করলে, এমনকি ট্রাঞ্জিটে কয়েক ঘন্টা থাকলেও ইটালির দরজা বন্ধ।
The ban applies to everyone who has spent any time in any of those13 countries within the past 14 days, regardless of nationality or residency.

বাংলাদেশে মিথ্যার রাজত্ব।
কিন্তু সত্য বললে আমি হব হাসিনার দালাল বা ট্রাম্পের দালাল।

৩| ১০ ই জুলাই, ২০২০ সন্ধ্যা ৬:৫৪

আজাদ প্রোডাক্টস বলেছেন: দেশের বিরুদ্ধে গভীর ষড়যন্ত্র চলছে।

৪| ১০ ই জুলাই, ২০২০ রাত ৯:৩৭

নেওয়াজ আলি বলেছেন: জাল সনদ তৈরি ক্ষেত্র তৈরি কে করলো

১১ ই জুলাই, ২০২০ সকাল ১১:১৩

হাসান কালবৈশাখী বলেছেন:
ইটালিয়ান অথারিটি আলোচিত বিমানটির যাত্রিদের করোনা সার্টিফিকেট যাচাই হয়নি, কাউকে টেষ্টও করেনি, তাপমাত্রাও দেখেনি করবে কিভাবে? নামতেই তো দেয় নি।

যা হয়েছে, সেটা হল অন্য ফ্লাইটে কয়েক দফায় ১০৮৫ জন বাংলাদেশ থেকে ইতালি ফিরে গেছিলেন। একসময় তাদের ভেতর ৩৬ জনের শরীরে করোনা পজিটিভ শনাক্ত হয়ে পত্রিকার শিরোনাম হয়েছেন।

ইতালির প্রধানমন্ত্রী জুসেপ্পে কন্তে চলতি সপ্তাহে স্পেনের রাজধানী মাদ্রিদে রাষ্ট্রীয় সফরকালে স্থানীয় একটি বাংলা টেলিভিশনের সাংবাদিকদের কাছে বাংলাদেশী ফ্লাইট বন্ধ নিয়ে খোলামেলা আলোচনা করেন।
সেখানে বলেন - সম্প্রতি বাংলাদেশ থেকে আসা বেশিরভাগ যাত্রীদের মধ্যে করোনা ভাইরাস শনাক্ত হচ্ছে। এছাড়াও এদেরমধ্যে বেশিরভাগ মানুষ ইতালি ফিরে হোম কোয়ারেন্টাইন মানছেন না। এরা করোনা বোমা। তাদের দ্বারা আরো মানুষ সংক্রমিত হচ্ছে।
উনি আলোচনায় কোথায়ও বলেন নি বাংলাদেশীরা ভুয়া সার্টিফিকেট নিয়ে এসেছে।

৫| ১০ ই জুলাই, ২০২০ রাত ৯:৫৫

আল ইফরান বলেছেন: আপনি বলেছেনঃ

বিদেশ যাওয়ার আগে করোনা নেগেটিভ সনদ নিতে হবে, এটা কোনো দেশেই বাধ্যতামূলক নয়।

১। বাংলাদেশ এখন হাই রিস্ক ক্যাটাগরিতে আছে। এয়ারলাইনস বা কোন দেশ চাওয়ার আগে উচিত ছিলো আমাদের অথরিটির এই বিষয়ে বাধ্য করা। এটা আমাদের ব্যর্থতা। ১.৫ লাখ টাকার টিকেট কাটতে পারলে যাত্রীদের ভালো জায়গা থেকে একটা করোনা টেস্ট করা খুব বেশি কস্ট হতো না।


দোহা বিমানবন্দরে ফ্লাইটটি অবহেলা করে দেরি করায় পৌঁছানোর আগেই ইতালিতে নিষেধাজ্ঞা কার্যকর হয়।

২। আপনি ফ্যাকচুয়ালি একটা অসত্য তথ্য দিয়েছেন। দোহা থেকে রোম এবং মিলানের কোন ফ্লাইটই ৪ঠা জুলাই থেকে অদ্যাবধি কোন ফ্লাইট দেরি করে নাই। ইচ্ছে করলে qr131 এবং qr127 চেক করে দেখতে পারেন।

১০ ই জুলাই, ২০২০ রাত ১০:৩৫

হাসান কালবৈশাখী বলেছেন:
ফ্লাইটটি অবহেলা করে দেরি করায় পৌঁছানোর আগেই ইতালিতে নিষেধাজ্ঞা কার্যকর হয়। এটা বিবিসিতেই বলেছিল
view this link

৬| ১০ ই জুলাই, ২০২০ রাত ১০:৫৩

আল ইফরান বলেছেন: দেরি করার বিষয়টি নিজেদের দোষ অন্যদের ঘাড়ে চাপানোর সুন্দর কৌশল।
রোম এবং মিলান বাউন্ড সব ফ্লাইট সকাল ৮ থেকে ৮.৩০ (ইতালি সময় সকাল ৪টা থেকে ৪.৩০) এর মধ্যে দোহা ছেড়ে যায়।
তার মানে বুধবার দিন সকালে কাতার এয়ারওয়েজ ইচ্ছে করেই এই অপকর্মটি করেছে কারন তারা জানে তাদের এই অপরাধের দায়ে আমাদের সোনা চোরাচালানী সিভিল এভিয়েশন কোন শাস্তিমূলক ব্যবস্থা নিবে না।
উচিত ছিলো এই অবহেলার দায়ে কাতার এয়ারলাইন্সের সকল রুটিন সব ফ্লাইট (কার্গো এবং প্যাসেঞ্জার) ক্যান্সেল করে দেয়া এবং আমাদের সিভিল এভিয়েশনের কয়েকটাকে চাকরিচ্যুত করে জেলে ভরে দেয়া।

১০ ই জুলাই, ২০২০ রাত ১১:৫০

হাসান কালবৈশাখী বলেছেন:

আমাদের সোনা চোরাচালানী সিভিল এভিয়েশন (অবসরপ্রপ্ত বিমান বাহিনীর) আমলারা রাম রাজত্ব চালাচ্ছে।
প্রথমে বাংলাদেশ বিমানই যাচ্ছিল।
কিন্তু টাকা খেয়ে বাংলাদেশের বিমান বসিয়ে রেখে কাতার আমিরাত টার্কিশদের ৩-৪ গুন দামি টিকেটে গলাগাটার ব্যাবস্থা করে যাচ্ছে। দেখার কেউ নেই।

১৪ ই জুলাই, ২০২০ সকাল ৯:৫৭

হাসান কালবৈশাখী বলেছেন: view this link

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.