নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

চলছে চলবে

হাসান কালবৈশাখী

আমি দুর্বার, আমি ভেঙ্গে করি সব চুরমার। আমি কালবৈশাখীর ঝড়! আমার ফেসবুকইডি www.facebook.com/norwstorm

হাসান কালবৈশাখী › বিস্তারিত পোস্টঃ

দীপন হত্যা মামলার রায় হয়েছে।

১১ ই ফেব্রুয়ারি, ২০২১ বিকাল ৩:০৬




প্রকাশক ফয়সল আরেফিন দীপন হত্যা মামলার রায় হয়েছে।
আট আসামির মৃত্যুদণ্ডের রায়ে সন্তোষ প্রকাশ করেছেন তার স্ত্রী রাজিয়া রহমান জলি।
দীপনের বাবা আবুল কাসেম ফজলুল হক বলেছেন, ‘এটা প্রত্যাশিত রায়।’

মৃত্যুদণ্ড পাওয়া আট আসামি হলেন-
মইনুল হাসান শামীম ওরফে সিফাত সামির,
আবদুস সবুর ওরফে আবদুস সামাদ,
খাইরুল ইসলাম ওরফে জামিল রিফাত,
আবু সিদ্দিক সোহেল ওরফে সাকিব সাজিদ,
মোজাম্মেল হুসাইন ওরফে সায়মন,
শেখ আবদুল্লাহ ওরফে জুবায়ের,
চাকরিচ্যুত মেজর সৈয়দ জিয়াউল হক। পলাতক
আকরাম হোসেন ওরফে হাসিব। পলাতক।


দেশের প্রধান পত্রিকাগুলোতে এ নিয়ে তেমন খবর দেখলাম না।

প্রকাশক ফয়সাল আরেফিন দীপন হত্যার মাস্টার মাইন্ড মেজর জিয়া। দীপনকে হত্যার মামলার আসামি মঈনুল হাসান শামীম ওরফে সিফাত ওরফে সামির ওরফে ইমরান। এ ঘটনায় পাঁচ জন খুনিকে তিনি পরিচালনা করতেন।
এর আগে ২০১৬ তে সাভারের ব্যাংক কলোনিতে রিয়াদ মোর্শেদ বাবু নামে এক ব্লগার হত্যায় সারাসরি জড়িত ছিল।

প্রকাশক ফয়সল আরেফিন দীপন হত্যা মামলার প্রধান আসামি মইনুল ইসলাম শামীম ওরফে সিফাত ওরফে ইমরানকে গ্রেফতার করা হয়। গাজীপুরের টঙ্গিতে চেরাগ আলী মার্কেটে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করেছিল গোয়েন্দা পুলিশের (ডিবি) সদস্যরা চার বছর আগে।

ব্লগার, প্রগতিশীল লেখক, প্রকাশক হত্যায় জড়িত যে ছয়জনকে চিহ্নিত করে পুলিশ ধরিয়ে দেওয়ার জন্য পুরস্কার ঘোষণা করেছিল তাদের একজন এই সিফাত। তাকে ধরিয়ে দিতে দুই লাখ টাকা পুরস্কার ঘোষণা করা হয়েছিল।

মন্তব্য ১৩ টি রেটিং +৩/-০

মন্তব্য (১৩) মন্তব্য লিখুন

১| ১১ ই ফেব্রুয়ারি, ২০২১ বিকাল ৩:৪৩

রানার ব্লগ বলেছেন: তারা তাদের কৃতকর্মের উপযুক্ত সাজা অবশ্যই পাবে।

১২ ই ফেব্রুয়ারি, ২০২১ ভোর ৪:৪১

হাসান কালবৈশাখী বলেছেন:
ফাইনালি উচ্চ আদালত তাদের ছেড়ে দেয় কিনা কে জানে।

ব্লগার রাজিব হত্যার পর পুলিশ ব্যাপক তদন্ত করে জঙ্গি সংগঠন আনসারুল্লাহর ৮ সদস্যকে গ্রেফতার করে,
একজন খতিব ছাড়া অন্য আসামিরা সবাই নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের দাড়ীওয়ালা ছাত্র।
আসামিদের মধ্যে ১ জন ছাড়া বাকিরা ঢাকার মহানগর হাকিম আদালতে চাপাতি কোপানোর কথা নির্বিকার ভাবে স্বীকার করেছিল,
আদালতে আসামিদের কাউকেই অনুতপ্ত মনে হয়নি।
এরা মুফতি জসীমউদ্দিন রাহমানীর লেখা বই পড়ে এবং সরাসরি তার বয়ান ও খুতবা শুনে বাকি আসামিরা কথিত নাস্তিক ব্লগারদের খুন করতে উদ্বুদ্ধ হয় বলে অভিযোগপত্রে উল্লেখ করা হয়।
আশ্চর্যজনক ভাবে তরুন শিক্ষার্থিদের মিথ্যা হাদিসে খুনে উদ্ভুদ্ধ করা এই খুনের মুল হোতা সুপিরিয়র রেসপন্সেবুল মুফতি মো. জসীমউদ্দিন রাহমানিকে এই হত্যাকাণ্ডের সুধু হোতা হিসেবে উল্লেখ করে মাত্র ৫ বছরের লঘু দন্ড দিয়েছিল আপিল আদালত।

২| ১১ ই ফেব্রুয়ারি, ২০২১ বিকাল ৪:১৩

মপোতোস বলেছেন: এভাবেই শুরু হোক। আমরা বাকিগুলোরও বিচার চাই।

৩| ১১ ই ফেব্রুয়ারি, ২০২১ বিকাল ৪:২৮

নেওয়াজ আলি বলেছেন: এখন দীপনের আত্মা কিছুটা হলেও শান্তি পাবে । ফাঁসি কার্যকর দেখতে চাই

৪| ১১ ই ফেব্রুয়ারি, ২০২১ বিকাল ৫:৪৮

নীল আকাশ বলেছেন: সাংবাদিক দম্পত্তি সাগর রুনির হত্যাকারীদের এখন নাকি খুজেই পাওয়া যাচ্ছে না! কেয়ামতের আগে আর পাওয়াও যাবে না।

১২ ই ফেব্রুয়ারি, ২০২১ ভোর ৪:২৪

হাসান কালবৈশাখী বলেছেন:
অপরাধী চিহ্নিত হয়নি, নাম জানা যায় নি। খুজে পাবে কেমনে।

৫| ১১ ই ফেব্রুয়ারি, ২০২১ সন্ধ্যা ৬:৩২

মাসুদুর রহমান (শাওন) বলেছেন: সব হত্যার বিচার হোক...

৬| ১১ ই ফেব্রুয়ারি, ২০২১ রাত ৯:০২

নুরুলইসলা০৬০৪ বলেছেন: এই ভাবে বিচার কার্য চলতে থাকলে আশাকরা যায় ধর্মীয় উগ্রবাদীদের হত্যাকাণ্ড একসময় বন্ধ হবে।তবে বিচার আরো দ্রুত শেষ করতে হবে,রায় কার্যকর করতে হবে যথাযথ দ্রুততার সাথে।

৭| ১১ ই ফেব্রুয়ারি, ২০২১ রাত ৯:১২

শাকিল ওসমান বলেছেন: কেন, কিজন্য, কিকারণে হত্যা করেছিল,
সে তথ্যগুলো মিডিয়া হাইড করেছে কেনো???

একপেশে তথ্য দিয়ে মিডিয়া ফেইক নিউজ ছড়ায়। আর আপনার মত লোকেরা সেধরণের তথ্যগুলোকে ডিসেন্ট্রালাইজ করেন। তথ্যসমূহ সর্বদা বস্তুনিষ্ঠ ও প্রাসঙ্গিক হওয়া উচিত।

১২ ই ফেব্রুয়ারি, ২০২১ ভোর ৪:২২

হাসান কালবৈশাখী বলেছেন:
কি জন্য, কি কারণে হত্যা করেছিল?

৬-৭ বছরের আগের কথা আপ্নে ছোট মানুষ, মনে নাও থাকতে পারে।
তখন ধারাবাহিক ভাবে বিদেশী হত্যা ব্লগার হত্যা, জাপানি পর্যটক হত্যা, লেখক প্রকাশক হত্যা শুরু হয়েছিল,
বাংলাদেশে বিদেশী হত্যা, শিয়া মসজিদে, তাজিয়া মিছিলে ইত্যাদি নিয়ে ১০-১৫ বার আইএস দাবি করে টুইট করেছিল ভারাটে ইহুদি রিটা কাডজ, তার সাইটে। দুতাবাসের কাছে তাবেলা সিজার ও এক বিদেশিনী হত্যা পর আতঙ্কে বিদেশীরা দেশ ছাড়া শুরু করেছিল

পরে কঠোর হস্তে দমনের পর এইটুকু প্রমাণিত যে এসব আইএসের কাজের না।
আধুনিক অস্ত্র ব্যাবহারকারি ভয়ঙ্কর সন্ত্রসি আইএস মানুষ মারতে সাধারন লোকাল ছ্যাচ্চোর ভাড়া করবেনা,
লোকাল মেইড পটকা ইউজ করার কথা না। অস্ট্রেলিয়া সফর ভেস্তে দেয়া ও আন্তর্জাতিক পর্যায়ে বাংলাদেশকে পঙ্গু করে একটি অসুভ দলের কায়েমি স্বার্থ বাস্তবায়ন করাই ছিল মুল মোটিভ।

৮| ১১ ই ফেব্রুয়ারি, ২০২১ রাত ৯:৫৬

অজ্ঞ বালক বলেছেন: এইগুলারে কেরাসিন ঢাইলা পুড়াইয়া মারলেও একটা দীপনদার পায়ের কাইন আঙ্গুলের বিনিময় হইবো না।

৯| ১২ ই ফেব্রুয়ারি, ২০২১ রাত ৩:০৮

রাজীব নুর বলেছেন: এই বিচার আরো আগে হওয়া দরকার ছিলো।

১০| ১৩ ই ফেব্রুয়ারি, ২০২১ রাত ৮:৫৯

শাকিল ওসমান বলেছেন: বড়ই হাস্যকর আপনাদের ফ্যালাসি। দীপন হত্যার অনুপুঙ্খ ঘটনাবলি আমার নখদর্পনে। আপনাদের মত শিশুদের কাছে এহেন নানাবাড়ির গল্প বড়ই আলোচনার বিবেচক। আমাদের বাসার পরিচারিকাও জানে দীপনকে কেন হত্যা করা হয়েছিল, আর মিডিয়া কি প্রোপাগাণ্ডা ছড়াইছিলো। হায়রে, হুজুগে বাঙালি! রেফারেন্স টাইনো না, হলুদের হলুদিয়া কাহিনী শুনতে বড়ই সৌন্দর্য।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.