নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি দুর্বার, আমি ভেঙ্গে করি সব চুরমার। আমি কালবৈশাখীর ঝড়! আমার ফেসবুকইডি www.facebook.com/norwstorm
বাংলাদেশে নিযুক্ত প্যালেস্টাইনের রাষ্ট্রদুত সংবাদ সম্মেলনে বললেন,"এটা অগ্রহনযোগ্য"
এতবড় কথা বলার অধিকার তাকে কে দিল?
অবস্য কিছু মিডিয়া বলছে বাংলাদেশের পাসপোর্টে এই পরিবর্তনের বিষয়টি এমন সময় হলো, যখন সারা বিশ্বে ফিলিস্তিনি ইস্যুতে নতুন করে ইসরায়েলের বিরুদ্ধে তীব্র ক্ষোভ সৃষ্টি হয়েছে,
ভুল। এটা হটাৎ এই সময়ে হয় নি।
ছয় মাস আগে নতুন পদ্ধতির ই-পাসপোর্ট ব্যাবস্থা চালূ হওয়ার সময়ে সময়ে ইসরাইল শব্দটি বাদ দেয়া হয়েছিল।
কিছু চতুর মিডিয়া এই নাজুক সময়ে এই খবরটি খন্ডিত ভাবে তুলে ধরে।
চ
আর ইসরাইল শব্দটি বাদ দেয়া নিয়ে ফিলিস্তিনি রাষ্ট্রদুতের এত উতলা হওয়ার কারন নেই, কারন মিশর তুরষ্ক, বাহারাইন, আমিরাত সহ মধ্যপ্রাচ্যের বেশিরভাগ মুসলিম প্রধান দেশ ইসরাইল শব্দটি বাদ দেয়া দুরের কথা তাদের ডাইরেক্ট কুটনৈতিক সম্পর্ক আছে, কমবেশী যাতায়াতও আছে। টুরিষ্ট যাতায়াতও আছে।
এই ব্যাটা ফিলিস্তিনি রাষ্ট্রদুতের নিজের দেশেই আছে,
ফিলিস্তিনি পাসপোর্টে 'একসেপ্ট ইসরাইল' শব্দটি নেই। তাদের ইসরাইলে যাতায়াত আছে। প্রতিদিন শত শত ফিলিস্তিনি বাসে করে ইসরাইলে যায় (কর্মস্থলে) বিকেলে ফিরে আসে।
"সকল দেশের জন্য প্রযোজ্য" - পাসপোর্টে এ কথাটিও থাকার কোনো প্রয়োজন দেখি না, কারণ পাসপোর্ট মানেই পৃথিবীর সর্বত্র অবাধ যাতায়াতের ট্রাভেল ডকুমেন্ট।
২৬ শে মে, ২০২১ দুপুর ১:৫৭
হাসান কালবৈশাখী বলেছেন:
বিরাট মাতব্বর অথবা গাধা, অথবা জামাতি টাকা খেয়ে বাংলাদেশী মোল্লাদের খ্যাপানোর কাজ নিছে।
তাদের পাসপোর্টে 'একসেপ্ট ইসরাইল' শব্দটি নেই। তারা ইসরাইলে যাতায়াত করছে।
২| ২৬ শে মে, ২০২১ দুপুর ১:৩০
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: সুন্দর পোস্ট।
২৬ শে মে, ২০২১ দুপুর ২:০০
হাসান কালবৈশাখী বলেছেন: . ধন্যবাদ।
৩| ২৬ শে মে, ২০২১ দুপুর ১:৩৩
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকার সাধারণ জনগণের ওপর
দখলদার ইসরাইলের বর্বর হত্যাযজ্ঞের বিরুদ্ধে আন্তর্জাতিক
অঙ্গনে যে ঐক্যের সুর বেজে উঠেছে, তাতে কণ্ঠ মিলিয়েছেন
নরওয়ের রাজধানী অসলোর বিশপ ক্যারি ভিতেবার্গ।
তিনি ইসরাইলকে বয়কট করার জন্য নরওয়ের গির্জার
প্রধানদের প্রতি আহ্বান জানিয়েছেন। খবর তাসনিম নিউজের।
২৬ শে মে, ২০২১ দুপুর ১:৫৮
হাসান কালবৈশাখী বলেছেন:
নরওয়ে বা ইওরোপিয় কোন দেশ ইসরাইল বয়কট করেছে?
৪| ২৬ শে মে, ২০২১ দুপুর ১:৪২
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: ইসরাইলের সঙ্গে কুটনৈতিক সম্পর্ক স্থাপন করলে বাংলাদেশ অনেক লাভবান হবে।
ইসরাইল অনেক অনেক উন্নত একটি দেশ। ২০২০ সালের ডিসেম্বর পর্যন্ত ইস্রায়েল জাতিসংঘের অন্যান্য ১৯৩ সদস্যের মধ্যে ১৬৪ টি দেশের আন্তর্জাতিক স্বীকৃতি অর্জন করেছে।
কূটনৈতিক সম্পর্ক না রাখার পাশাপাশি ইস্রায়েলের সার্বভৌমত্ব নিয়ে কিছু দেশ অহেতুক বিতর্ক করে।
৫| ২৬ শে মে, ২০২১ দুপুর ১:৫৪
শাহ আজিজ বলেছেন: লেবার ইনসেন্টিভ শুধু তারাই চাইবে । এমন গুন্ডা উদ্বাস্তু লোকেদের স্বাধীন দেশ থাকুক আর নাই থাকুক আমার কিছু আসে যায় যায় না।
২৬ শে মে, ২০২১ দুপুর ২:১৭
হাসান কালবৈশাখী বলেছেন:
সাধারন মেইনল্যান্ডের ফিলিস্তিনিরা তথা নাবলুস হেবরন রামাল্লা জেরুজালেমের ফিলিস্তিনিরা গুন্ডা না। বরং ধর্মনিরোপেক্ষ।
সমস্যা গাজাখোরদের গাজা। আমি ইসরাইলি হামলার বিরোধিতা করি, নিন্দা জানাই।
কিন্তু গাজার হামাস ভিন্ন জিনিষ।
হামাস কট্টরপন্থি জামাত-শিবিরের মত সালাফি পন্থি ব্রাদারহুড জঙ্গি বলা যায়।
১৯৮৮ সালে্র দিকে ঘনবসতি গাজায় গঠিত হয় হামাস নামের একটি সংগঠন, যা তাদের দাবী অনুসারে মুসলিম ব্রাদারহুডের প্যালেস্টাইনের শাখা।
ব্রাদারহুড, যা বিভিন্ন দেশে অসংখ্য জঙ্গি সংগঠনের জন্ম দিয়েছে। ইতিমধ্যে সৌদি আরব, মিশর, সিরিয়া, বাহরাইন, আরব আমিরাত, কাজাকিস্তান, তাজিকিস্তান, রাশিয়া সহ আরো বেশ কিছু দেশ মুসলিম ব্রাদারহুডকে নিষিদ্ধ জঙ্গি সংগঠন হিসেবে ঘোষনা করেছে।
একই কারণে হামাসও ইউরোপিয়ান ইউনিয়ন সহ অনেকগুলো দেশে জঙ্গি সংগঠন হিসেবে নিষিদ্ধের তালিকায় রয়েছে। ১৯৮৮ সালে হামাসের অঙ্গীকারপত্রে আর্টিকেল ২ এ পরিষ্কারভাবে হামাসকে মুসলিম ব্রাদারহুডের শাখা হিসেবে উল্লেখ করা হয়েছে।
৬| ২৬ শে মে, ২০২১ দুপুর ১:৫৪
বিদ্রোহী সিপাহী বলেছেন: পাসপোর্টে এ কথাটা না থাকাই সঠিক। পাসপোর্ট মানেই তো ট্রাভেল ডকুমেন্ট যা দিয়ে পৃথিবীর যে কোন দেশে যাওয়া যাবে। আর যতদিন ফিলিস্তিন পূর্ণ স্বাধীন হবে না ততদিন কি বাংলাদেশীরা আল আকসা মসজিদে যেতে পারবেন না? মাননীয় পররাষ্ট্রমন্ত্রীকে বিষয়টি ভেবে দেখার অনুরোধ জানাই।
৭| ২৬ শে মে, ২০২১ দুপুর ২:২৫
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন বলেছেন, ইসরায়েলকে দেশ হিসেবে স্বীকার করে না বাংলাদেশ। তাই সেখানে কোনো বাংলাদেশি গেলে তাঁর শাস্তি পেতে হবে।
রাজধানীর রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় আজ বুধবার আয়োজিত এক অনুষ্ঠানে পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন এ কথা বলেন। ফিলিস্তিনকে ওষুধসামগ্রী উপহার হস্তান্তর অনুষ্ঠানের পর তিনি এ মন্তব্য করেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঢাকায় নিযুক্ত ফিলিস্তিনের রাষ্ট্রদূত ইউসুফ এস ওয়াই রামাদান, পররাষ্ট্রসচিব মাসুদ বিন মোমেন ও বিকন ফার্মাসিউটিক্যালসের এমডি এবাদুল করিম।
আব্দুল মোমেন বলেন, ‘বাংলাদেশ ফিলিস্তিনের পরীক্ষিত বন্ধু। ১৯৭২ সাল থেকেই আমরা তাদের পাশে থেকেছি। আমরা ইসরায়েলকে দেশ হিসেবে স্বীকার করি না। যত দিন আমরা ইসরায়েলকে স্বীকৃতি না দিচ্ছি, তত দিন কোনো বাংলাদেশি সেখানে যেতে পারবেন না। কোনো বাংলাদেশি সেখানে গেলে শাস্তি পেতে হবে।’
পররাষ্ট্রমন্ত্রী বলেন, বাংলাদেশের কোনো কোনো গণমাধ্যম পাসপোর্ট সংশোধন নিয়ে বিভ্রান্তি তৈরি করছে। তবে ইসরায়েল নিয়ে বাংলাদেশের অবস্থান খুব সুস্পষ্ট। ফিলিস্তিন নীতিতে বাংলাদেশের অবস্থান পরিবর্তন হয়নি
পররাষ্ট্র মন্ত্রণালয়ের সূত্র অনুযায়ী, মাস ছয়েক আগে বাংলাদেশ সরকার ই-পাসপোর্ট থেকে ইসরায়েল প্রসঙ্গটি বাদ দেয়। বাংলাদেশের ই-পাসপোর্ট থেকে ‘ইসরায়েল ছাড়া সব দেশে ভ্রমণ করা যাবে’ কথাটি বাদ পড়ায় হতাশা প্রকাশ করেছিলেন ঢাকায় ফিলিস্তিনি রাষ্ট্রদূত। বাংলাদেশ সরকার বলছে, বাংলাদেশের নাগরিকদের ইসরায়েল ভ্রমণের ওপর নিষেধাজ্ঞা বহাল রয়েছে। এ পরিবর্তন করা হয়েছে পাসপোর্টের আন্তর্জাতিক মানের স্বার্থে।
প্রথম আলো।
৮| ২৬ শে মে, ২০২১ দুপুর ২:৪৪
বিচার মানি তালগাছ আমার বলেছেন: কথায়(পড়ুন লেখায়) যুক্তি আছে। একই জাত না হওয়া সত্ত্বেও আমরা এতদিন ফিলিস্তিনের সাথে সংহতি প্রকাশ করেছি ইসরাইলে নিষেধাজ্ঞা দিয়ে। এখন অনেক আরব দেশই সম্পর্ক স্থাপন করেছে ইসরাইলের সাথে। ইসরায়েলের সাথে আমাদের ভবিষ্যৎ কী হবে সময়ই বলে দিবে...
২৭ শে মে, ২০২১ ভোর ৫:১৭
হাসান কালবৈশাখী বলেছেন:
ফিলিস্তিনের সাথে সংহতি প্রকাশ সমস্যা নেই।
মূল ফিলিস্তিনিরা তথা জর্ডন নদীর পশ্চিমের নাবলুস হেবরন রামাল্লা পশ্চিম জেরুজালেমের ফিলিস্তিনিরা ধর্মনিরোপেক্ষ। এরাই ফিলিস্তিদের মুল জনগোষ্ঠি
এরা ইয়াসির আরাফাতের নেতৃত্বে অসলো চুক্তি স্বাক্ষর করে উভয় দেশকে মেনে নিয়েছিল।
কিন্তু গাজায় গাজাখোররা এই চুক্তি মানে না, গাজার সাথে মেইন ফিলিস্তিনের কোন যোগাযোগ নেই, ছিটমহলের মত রাজত্ব পেয়ে বসেছে। এরা টোটালি মানবতা বিরোধী ব্রাদারহুড খচ্চোর। ইসরাইল টোটালি ধ্বংশ শেষ শেষ ইহুদিকে পর্যন্ত না খতম করা পর্যন্ত তারা ঘরে ফিরবে না। এর পরও তারা থামবে না।
কট্টর ওহাবি আলবদর ব্রাদারহুড মতবাদি হিসেবে ভিন্ন মতাবলম্বি বাকি মুসলিমদের খতম করবে আইএস তালেবানদের আদলে।
আইএস বোকোহারামি তালেবানদের মত এরাও মিলিয়ন বিলিয়ন ডলার সাহায্য পায়, প্রবাসি বাংলাদেশীদের জাকাত ফেত্রার বড় অংশও দাতাদের অজান্তে এদের হাতে আসে।
অসলো চুক্তি না মানার এটাই বড় কারন, বিনা পরিশ্রমে এত অফুরন্ত ডলার পেলে কোন শালা চুক্তিফুক্তি মেনে ডলারের অফুরন্ত শ্রোত বন্ধ করবে। গাজায় তেমন কোন অর্থনীতি নেই বৈধ আয়ের উৎস নেই, এরপরও হামাসের আতিফাতি নেতারাও কোটিটাকা দামের নতুন মার্সিডিস বিএমডাব্লিউতে চলাফেরা করে।
অর্থ অপচয়ের শেষ নেই, চীনে তৈরি দশ টাকা দামের রকেট ইরানের মাধ্যমে দশ হাজার দিয়ে কিনে। দশ হাত বদল করে কালো বাজারিদের কাছ থেকে। রকেট খন্ড খন্ড অংশ গোপন সুরংগ পথে এনে গোপনে জোড়া দেয়। এই ৬ বছরে কোন উছিলা না পাওয়াতে ৩-৪ হাজার রকেট(আতসবাজি) জমা হয়েছিল, জেরুজালেমে ইফতার পার্টি নিয়ে ঝগড়া পাথর নিক্ষেপে পরিস্থিতি উত্তপ্ত হওয়ায় অনেক বছর পর একটা উসিলা পাইলো রকেট হামলার।
অর্থ ও সময়ের এহেন অপচয় আর কোথাও হয় কি না জানিনা।
যাক অনেক বলে ফেললাম, ভাল থাকবেন।
৯| ২৬ শে মে, ২০২১ দুপুর ২:৫৪
অদ্ভুত_আমি বলেছেন: বাংলাদেশের পাসপোর্ট থেকে ইসরায়েল প্রসঙ্গ বাদ দেওয়ার বিষয়ে সরকারের যুক্তি মেনে নিলেও এই সময়ে এই খবর শুনে ব্যথিত বোধ করার কথা জানিয়েছেন ঢাকায় ফিলিস্তিনের রাষ্ট্রদূত ইউসুফ সালেহ ওয়াই রামাদান।
‘ইসরায়েল ব্যতীত বিশ্বের সব দেশের ক্ষেত্রে বৈধ’- বাংলাদেশের পাসপোর্টে লেখা এই বাক্যটি থেকে ‘ইসরায়েল ব্যতীত’ কথাটি বাদ পড়ার খবর সম্প্রতি গণমাধ্যমে আসে।
সোমবার সন্ধ্যায় ঢাকায় নিজ বাসভবনে এ বিষয়ে প্রতিক্রিয়া জানান রামাদান; যিনি দুদিন আগেই ফিলিস্তিনিদের সংগ্রামের প্রতি অব্যাহত সমর্থনের জন্য বাংলাদেশের সরকার ও জনগণের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছিলেন।
সাংবাদিকদের এক প্রশ্নে তিনি বলেন, “এটা অগ্রহণযোগ্য, নিশ্চিতভাবে অগ্রহণযোগ্য। এটা আমাদের কাছে গ্রহণযোগ্য হতে পারে না।
“কিন্তু শেষ কথা হল, বাংলাদেশ একটি সার্বভৌম দেশ, এটাকে আমরা সম্মান করি। যদি আপনি আমি এবং অধিকাংশ ফিলিস্তিনি জনগণের অনুভূতির বিষয়ে জিজ্ঞেস করেছেন, তাহলে আমার অনভূতি হচ্ছে এটা অগ্রহণযোগ্য।”
“সার্বভৌম দেশ হিসাবে হিসাবে যে কোনো সিদ্ধান্ত বাংলাদেশ নিতে পারে। আমরা কেবল সিদ্ধান্ত পরিবর্তনের অনুরোধ জানাতে পারি এবং আশা করি তারা তা করবে,” বলেন ফিলিস্তিনি দূত।
************************************************************************************************************
তথ্য সূত্রঃ বিডিনিউজ24
সে তার অনুভূতি প্রকাশ করতে গিয়ে অগ্রহনযোগ্য শব্দটা ব্যবহার করেছে, যেটা না হলে ভালো হতো । কিন্তু পরবর্তি দুই প্যারার বক্তব্য তো দেখতে হবে, যেখানে সে বলেছে “বাংলাদেশ একটি সার্বভৌম দেশ, এটাকে আমরা সম্মান করি। সার্বভৌম দেশ হিসাবে হিসাবে যে কোনো সিদ্ধান্ত বাংলাদেশ নিতে পারে।”
খন্ডিত বক্তব্য সব সময় সঠিক তথ্য প্রকাশ করে না।
২৭ শে মে, ২০২১ দুপুর ১২:৫৬
হাসান কালবৈশাখী বলেছেন:
আগে পিছে যাই বলুক (আনএক্সেপ্টেবল) 'অগ্রহনযোগ্য' শব্দটিই আপত্তিকর। বেয়াদবির পর্যায়ে পড়ে।
এটা বাংলাদেশের নিজস্য ফরেন পলিসি পাসপোর্ট পলিসি, এটা ভিন্ন দেশের গ্রহন বা না গ্রহনের কি আছে।
১০| ২৬ শে মে, ২০২১ বিকাল ৫:০৮
আমি সাজিদ বলেছেন: এই প্রথম একটা কথা ভালো লাগলো আপনার।
১১| ২৬ শে মে, ২০২১ সন্ধ্যা ৬:৩৭
চাঁদগাজী বলেছেন:
আপনি দেশে নেই, সেই সুযোগে যার মুখে যা আসছে তাই বলছে! হুশিয়ারী দিয়ে দেন!
২৭ শে মে, ২০২১ দুপুর ১:২৫
হাসান কালবৈশাখী বলেছেন:
হুশিয়ারী দিয়ে লাভ নেই
আমার মনে হয় আরব ইসরাইল নিয়ে বাংলাদেশীরা অতিরিক্ত উতলা।
যার বিয়া তার খবর নাই।
এখানকার আরবদের ভেতর কোন প্রতিক্রিয়া দেখিনি, ফিলিস্তিনি সহকর্মির ভেতর বিন্দুমাত্র কোন সিরিয়াসনেস দেখলাম না।
আমার গাড়ী মেরামতকারি লেবানিজ মালিক এমনিতে অনেক বেশী কথা বলে, সেও হেসে উড়িয়ে দেয়, বলে এত টাইম নাই এইসব খবর দেখার।
১২| ২৬ শে মে, ২০২১ সন্ধ্যা ৭:০২
ভুয়া মফিজ বলেছেন: কথাটা কতোটা বড় বুঝায় বললে বুঝতে সুবিধা হইতো।
যে কোনও কিছু পরিপূর্ণভাবে না দেখলে অসুবিধা হওয়ার কথা। যেমন, কোন মানুষের পুরা শরীর না দেখে যদি শুধু দুইটা পা দেখে মন্তব্য করেন, এমন অসম্পূর্ণ মানুষ সৃষ্টি করা সৃষ্টিকর্তার ঠিক হয় নাই.........তাইলে কেমন শোনাবে বলেন দেখি!!!!!!!
২৭ শে মে, ২০২১ দুপুর ১২:৫৯
হাসান কালবৈশাখী বলেছেন:
আগে পিছে যাই বলুক (আনএক্সেপ্টেবল) 'অগ্রহনযোগ্য' শব্দটিই আপত্তিকর। বেয়াদবির পর্যায়ে পড়ে।
এটা বাংলাদেশের নিজস্ব ফরেন পলিসি। পাসপোর্ট পলিসি, এটা ভিন্ন দেশের গ্রহন বা না গ্রহনের কি আছে।
১৩| ২৬ শে মে, ২০২১ রাত ৯:৪২
আমি নই বলেছেন: উনি যা বলেছিলেন পুরোটা পড়েছিলেন??? মনেতো হচ্ছে "এটা অগ্রহণযোগ্য" পর্যন্ত পড়েই গাজায় টান দিছিলেন!!! আজব মেন্টালিটি।
২৭ শে মে, ২০২১ দুপুর ১:০০
হাসান কালবৈশাখী বলেছেন:
আগে পিছে যাই বলুক (আনএক্সেপ্টেবল) 'অগ্রহনযোগ্য' শব্দটিই আপত্তিকর। বেয়াদবির পর্যায়ে পড়ে।
১৪| ২৭ শে মে, ২০২১ রাত ১২:৪৫
অনেক কথা বলতে চাই বলেছেন: আচ্ছা, ডুয়েল সিটিজেনশিপ আছে, এমন কোন বাংলাদেশী যদি বিদেশী একটা পাসপোট্ ব্যবহার করে ইসরাঈল যায়, তাতে কি সমস্যা করবে বাংলাদেশ সরকার? বেথলাহাম গিয়ে হযরত ঈসা (আ-এর জন্মস্হান দেখার শখ আছে আমার।
২৭ শে মে, ২০২১ দুপুর ১:১১
হাসান কালবৈশাখী বলেছেন:
ডুয়েল সিটিজেনশিপ দরকার নেই, একটা বৈধ বাংলাদেশী বা যে কোন দেশের পাসপোর্ট থাকলে ব্যাকগ্রাউন্ড হিস্ট্রি ভাল থাকলে, পকেটে পর্যাপ্ত ডলার থাকলে ইসরাইল ভ্রমনে ভিসা পাওয়া যায়,
বাংলাদেশী অনেকেই গেছেন, এমনকি অনেক ব্লগারও গেছেন। কোন সমস্যা করেনি বাংলাদেশ সরকার।
১৫| ২৭ শে মে, ২০২১ রাত ১:০১
রাজীব নুর বলেছেন: চাঁদগাজী বলেছেন: আপনি দেশে নেই, সেই সুযোগে যার মুখে যা আসছে তাই বলছে! হুশিয়ারী দিয়ে দেন!
১৬| ২৭ শে মে, ২০২১ রাত ১:২৫
ঠাকুরমাহমুদ বলেছেন:
হাসান কালবৈশাখী ভাই, ইসরাইল ফিলিস্তিন নামক দুই দেশ থাকলেই কি না থাকলেই কি? আপনি কখেনো এই দেশে বেড়াতে/কাজে কর্মে/ব্যবসার প্রয়োজনে যাবেন? আমার ধারণা কখনো যাওয়া হবে না। আমারও কখনো যাওয়া হবে না। ইসরাইল ফিলিস্তিন নিয়ে চিন্তা বাদ।
আসুন স্পেনিশ বেদানা খাই। সাথে দু্ইটা বাটার টোস্ট।
১৭| ২৭ শে মে, ২০২১ রাত ২:১৫
মা.হাসান বলেছেন: প্রিয় হাসান কালবৈশাখী ভা আপনাকে প্রচন্ড মিস করতেছিলাম। আপনার অনুপস্থিতির সুযোগে ব্লগে অনেক অপকর্ম হয়ে যাচ্ছে।
কয়েকদিন আগে সাংবাদিক নামের কলঙ্ক এক মহিলা জামার কলারে, চুলের খোপার ভাজে, জামার পকেটে সহ শরীরের বিভিন্ন জায়গায় লুকিয়ে সংবেদনশিল সরকারি গোপন নথি চুরি করে পালানোর সময় হাতেনাতে ধরা পড়ে। অত্যন্ত গোপন সংবেদনশীল এইসব নথি পাচার করার দায়ে ওনার ফাঁসি হওয়ার কথা। কিন্তু বিভিন্ন চেতনা বিহীন বিভিন্ন ব্লগার গন ওনার জামিনের দাবিতে অনবরত পোস্ট দিয়ে আসছিলেন। আপনি ছিলেন না, আমি একা প্রতিবাদ করার সাহস পাই নাই। নিশ্চুপ ছিলাম। আোনি আসায় সাহস পাচ্ছি।
১৮| ২৭ শে মে, ২০২১ রাত ২:১৬
মা.হাসান বলেছেন: টাইপো- আোনি আসায় সাহস পাচ্ছি।
হবে- আপনি আসায় সাহস পাচ্ছি।
১৯| ২৭ শে মে, ২০২১ রাত ২:২৭
মা.হাসান বলেছেন: যাহোক বর্তমান পোস্টের বিষয়ে আসি। ৯ নম্বর মন্তব্যকারী নিশ্চুপ_আমির মন্তব্যের তীব্র প্রতিবাদ জানাচ্ছি। ফিলিস্তিনি রাষ্ট্রদূত আরবি বা ইংরেজী ভাষায় কি বলেছেন উনি তা কি শুনেছেন? স্যাটেলাইটের মাধ্যমে আপনি যা খবর পেয়েছেন তা লিখেছেন , এটাই সত্য।
চেতনা বিহীন বিভিন্ন ব্যক্তিবর্গ এই ইস্যুতে কিছু উল্টাপাল্টা কথা বলছে। যেমন এটা শুনছি - ১৯৭১ সাল থেকে পাসপোর্টে লেখা ছিল -এক্সেপ্ট ইসরায়েল বা ইজরায়েল ব্যতীত। স্বাধীনতার ৫০ বছর পূর্তিতে এটা বাদ দেওয়া হল। এটাকি বঙ্গবন্ধুর অসম্পূর্ণ স্বপ্ন, যা হযরত শেখ হাসিনা পূরণ করলেন? নাকি হযরত শেখ হাসিনার নিজের স্বপ্ন ছিল এটা?
পরবর্তী স্বপ্ন কি ইজরায়েলে বাংলাদেশের দূতাবাস? সেই ক্ষেত্রে আপনাকে আর সমশের ভাইকে রাষ্ট্রদূত এবং ইকোনমিক মিনিস্টার/ মিলিটারি আটাশে হিসেবে প্রস্তাব করে রাখলাম। কে কি হবেন নেটা আপনারা দুইজন মিলে ভাগবাটোয়ারা করে নিয়েন।
বাংলাদেশের পাসপোর্ট এতদিন আন্তর্জাতিক মানের ছিল না, এখন আন্তর্জাতিক মানের হলো। বিশাল ব্যাপার। আপনি বলছেন ছয় মাস আগেই এটা করা হয়েছে। ' হেনলি পাসপোর্ট ইনডেক্স ২০২১' পাবলিশ হয়েছে এবছরের এপ্রিলের দ্বিতীয় সপ্তাহে। সেই ইনডেক্সের বাংলাদেশের অবস্থান ১০০। আর আগের বছর, ২০২০ সালে, যখন এক্সেপ্ট ইজরায়েল লেখা ছিলো, যখন আমাদের পাসপোর্ট আন্তর্জাতিক মানের ছিলো না, সেই সময়ে হেনলি পাসপোর্ট ইনডেক্সে বাংলাদেশের অবস্থান ছিল ৯৮। আন্তর্জাতিক মানের পাসপোর্ট বানানোর পরেও দুই ধাপ পিছানোর পেছনে নিশ্চয়ই পাকিস্তান বা আল-জাজিরার ষড়যন্ত্র আছে।
ফিলিস্তিনিরা পাসপোর্ট রেংকিং এ বাংলাদেশের কয়েক ধাপ পিছনে। কাজেই 'এক্সেপ্ট ইজরায়েল' না লিখেও , তাদের পাসপোর্ট আন্তর্জাতিক মানের হওয়াতেও খুব বেশি লাভ কিন্তু হয় নাই।
সে যাক গে, আপনি যখন বাংলাদেশ থেকে আম্রিকা গেছিলেন, যেই পাসপোর্টে গেছিলেন সেটাতেও একসেপট ইজরায়েল লেখা ছিল। কাজেই ঐটা আন্তর্জাতিক মানের পাসপোর্ট ছিলো না। অতি সত্ত্বর বাংলাদেশি এম্বাসিতে যোগাযোগ করে একটা আন্তর্জাতিক পাসপোর্ট লইয়া লন। বলা যায় না, পরবর্তিতে চাঁদ বা মঙ্গল গ্রহে এম্বাসি খুললে আপনাকেই ওপেন করতে যাওয়া লাগতে পারে।
২৮ শে মে, ২০২১ দুপুর ২:১৭
হাসান কালবৈশাখী বলেছেন:
পাসপোর্ট র্যাঙ্কিং বা বিশ্ববিদ্যালয় র্যাঙ্কিং নিয়ে এতটা উতলা হওয়ার কারন নেই।
বাংলাদেশে পৃথিবীর অন্যতম ঘন বসতি দেশ, জনসংখার চাপে নিরুপায় মানুষ উন্নত দেশে সেটেল্ড হওয়ার প্রবনতা বেশী, এটাই বাস্তবতা।
তাই এসব দেশগুলো বাংলাদেশী পাসপোর্টধারিদের অবাধ ভিসা দিতে দ্বিধা করে, আরো কাগজ পত্র ব্যাঙ্কব্যালেন্স দেখতে চায়। ভ্রমনের কারন জানতে চায়
কিন্তু জাপান বা জার্মান পাসপোর্টধারিদের বাড়তি কাগজ ব্যাঙ্কব্যালেন্স দেখতে চায় না সংগত কারনেই।
এখানে পাসপোর্ট শক্ত না নরম সেটা বিবেচ্চ না, দেশের ইকোনমি ও জনসংখার বহির্মুখি সেটেল্ড প্রবনতাই মুল বিবেচ্য।
আর প্রতি বছর বিশ্ববিদ্যালয় র্যাঙ্কিং নিয়ে লাফালাফি চলে।
বাস্তবতা হচ্ছে বাংলাদেশের বিশ্ববিদ্যালয় গুলো র্যাঙ্কিং সিরিয়ালে তালিকার শেষে থাকলেও আমেরিকা কানাডার বিশ্ববিদ্যালয়ে প্রতিযোগিতামুলক স্কলারশীপ সহ পিএইচডিতে চান্স পেতে কোন বেগ পেতে হয় না, র্যাঙ্কিং নিয়ে বিন্দুমাত্র বৈসম্য দেখিনি।
ঢাবি বুয়েটের কথা বাদই দিলাম খুলনা চট্টগ্রামের মত মফস্বলের বিশ্ববিদ্যালয় স্টুডেন্টরাও ভাল স্কোর করে এখানকার ভাল ইউনিভারসিটিতে চান্স পাচ্ছে , হাজার হাজার। (আমার ছেলেও বুয়েট থেকে পাস করে স্কলারশীপ পেয়ে পিএইচডি করছে)
অনেকেই জানে না বিশ্ববিদ্যালয় র্যাঙ্কিং হয় মুলত ছাত্র আকর্ষনের জন্য। উন্নতদেশের বেশীরভাগ বিশ্ববিদ্যালয় গুলো পর্যাপ্ত ভর্তিচ্ছু স্টুডেন্ট পাওয়া যায় না, (অতি উচ্চ টিউশন ফির কারনে) বিজ্ঞাপন দিতে হয়,লাইব্রেরি আর্টিকেল পাবলিশ ইত্যাদির ফিরিস্তি পরিবেশন করে র্যাঙ্কিং এজেন্সিগুলোর স্মরনাপন্ন হতে হয়। খরচ আছে।
ঢাবি বুয়েট ছাত্র আকর্ষন করতে খরচ করা লাগে না, এক সিটের জন্যই শত শত অপেক্ষমান।
অল্প কথায় বললাম, পরে বিস্তারিত জেনে পোষ্ট দেয়ার ইচ্ছা আছে।
ভাল থাকবেন ভাই, আপনার কমেন্ট পিন মারা হলেও এঞ্জয় করি।
২০| ২৭ শে মে, ২০২১ রাত ২:৩৮
মা.হাসান বলেছেন: ফিলিস্তিনের পাসপোর্টে 'এক্সেপ্ট ইজরায়েল' লেখা না থাকার বিষয়ঃ
ফিলিস্তিন সরকারের প্রায় সকল কর্মকান্ড ইজরায়েল কন্ট্রোল করে। ইজরায়েল সরকারের ক্লিয়ারেন্স ছাড়া ফিলিস্তিন কোন পাসপোর্ট ইস্যু করতে পারে না। ফিলিস্তিনি পাসপোর্ট পাওয়ার জন্য পূর্বশর্ত ইজরায়েল অনুমোদিত আইডি কার্ড থাকা। কে পাসপোর্ট পাবে আর কে পাসপোর্ট পাবে না এটা যেখানে ইজরায়েল ঠিক করে দেয়, সেখানে এই পাসপোর্টে এক্সেপ্ট ইসরাইল লেখা থাকা কি করে সম্ভব?
প্রতিদিন শত শত বা হাজার হাজার ফিলিস্তিনি ইজরায়েলে কাজের জন্য যায়। এদের কাজের জন্য যাওয়ার জন্য পাসপোর্ট লাগে না , ইজরায়েল অনুমোদিত আইডি কার্ড লাগে।
ফিলিস্তিনের ইসু করা এই পাসপোর্টে ইজরায়েল নিজেই স্বীকৃতি দেয় না। ফিলিস্তিনের পাসপোর্ট নিয়ে ইজরায়েলের কোন এয়ারপোর্ট থেকে কোন ফিলিস্তিনি নাগরিক ফ্লাই করতে পারে না। ফিলিস্তিনিদের নিজেদের কোন এয়ারপোর্ট নাই। অন্য কোন দেশে যেতে গেলে গাজা থেকে মিশর হয়ে ফ্লাই করতে হয় অথবা ওয়েস্ট ব্যাংক থেকে জর্ডান হয়ে ফ্লাই করতে হয়। এমনকি ফিলিস্তিনিদের মধ্যে যাদের বিদেশী পাসপোর্ট আছে, কিন্তু ইজরায়েলি ডাটা বেজে তারা ফিলিস্তিনি হিসেবে নিবন্ধিত, তাদের জন্য ইজরায়েলী এয়ারপোর্ট ব্যবহার করে ফ্লাই করা অসম্ভব ব্যাপার (বিশেষ কারণে, ইজরায়েলের প্রয়োজনে ছাড়া)। মহান আমেরিকান সরকার ইজরায়েলের কাছে প্রস্তাব দিয়েছিল- যে সমস্ত ফিলিস্তিনি নাগরিকের কাছে আমেরিকান পাসপোর্ট আছে অন্তত তাদেরকে যেন ইজরায়েল ইয়ারপোর্ট ব্যবহার করে ফ্লাই করতে দেওয়া হয়, বিনিময় আমেরিকান সরকার সমস্ত ঈশ্রায়েলি পাসপোর্ট-ধারীকে তিন মাসের জন্য আমেরিকাতে ভিসা ফ্রী এন্ট্রি দেওয়ার প্রস্তাব রেখেছিল। ইজরায়েল এই প্রস্তাব গ্রহণ করে নাই।
আমার স্যাটেলাইট এর কানেকশন নাই বলে তথ্য ঠিকমত পাইনা ভুলভাল হলে ঠিক করে দেওয়ার অনুরোধ থাকলো।
২৮ শে মে, ২০২১ দুপুর ২:৪৩
হাসান কালবৈশাখী বলেছেন:
আপনার বক্তব্য সঠিক তথ্য ঠিকমতই আছে।
তবে ইজরায়েল ফিলিস্তিনি পাসপোর্ট বানায় না, ফিলিস্তিনিরাই পাসপোর্ট বানায় (গাজার ফিলিস্তিন না। গাজাখোররা মোটামুটি অবরুদ্ধ)
তবে ভিসা বানায় ভিসা দেয় ইসরাইল। গাজা সহ সকল বর্ডার কঠিন ভাবে ইমিগ্রেশন নিয়ন্ত্রন করে ইসরাইল।
চাকুরি পেলে ফিলিস্তিনিরা অবাধে ইসরাইল যেতে পারে।
৫০ হাজারের মত ভেতরে কাজ করে। বেশীরভাগই সকালে যায় বিকেলে ফিরে আসে।
48,000 Palestinians are legally employed in Israel and Israeli settlements, the highest number since the outbreak of the Second Intifada. It also states that according to evaluations, up to 30,000 worked illegally without a work permit. সুত্র উইকি
২১| ২৭ শে মে, ২০২১ ভোর ৫:৩৪
নেওয়াজ আলি বলেছেন: যারা সরকারকে ভালোবাসে তারা খুশি আর খুশি
২২| ২৭ শে মে, ২০২১ ভোর ৬:৪৯
স্বামী বিশুদ্ধানন্দ বলেছেন: ফিলিস্তিন রাষ্ট্রদূত তার অবস্থান থেকে যেটা বলেছেন সেটা কূটনৈতিক দৃষ্টিকোণ থেকে যেমন ঠিক আছে পররাষ্ট্রমন্তীর বক্তব্যও বাংলাদেশের অবস্থান থেকে সঠিক আছে। যে যার নিজ রাষ্ট্রের স্বার্থ দেখবে এটাই স্বাভাবিক - সেটা যেই দেশই হোক না কেন।
২৩| ২৭ শে মে, ২০২১ দুপুর ১২:০৮
নতুন নকিব বলেছেন:
মন্তব্যগুলো দেখলাম। মা.হাসান ভাইয়ের ১৭ নং মন্তব্যটা দারুন। অদ্ভুত_আমি'র ৯ নং মন্তব্য অনুধাবনযোগ্য।
২৪| ১৭ ই জুন, ২০২১ বিকাল ৩:৩২
মহাজাগতিক চিন্তা বলেছেন: @ অদ্ভুত আমি - আপনার সাথে সহমত।
©somewhere in net ltd.
১| ২৬ শে মে, ২০২১ দুপুর ১:২৮
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
তিনায় বিরাট মাতব্বর।