নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

চলছে চলবে

হাসান কালবৈশাখী

আমি দুর্বার, আমি ভেঙ্গে করি সব চুরমার। আমি কালবৈশাখীর ঝড়! আমার ফেসবুকইডি www.facebook.com/norwstorm

হাসান কালবৈশাখী › বিস্তারিত পোস্টঃ

দেশে শিক্ষিত বেয়াদব ধান্দাবাজ লোকের সংখ্যা ক্রমেই বেড়ে চলছে

২৪ শে জুন, ২০২১ দুপুর ১২:৫১




আমাদের দেশে শিক্ষিত বেয়াদব ধান্দাবাজ লোকের সংখ্যা ক্রমেই বেড়ে চলছে। সত্যি চিন্তার বিষয়।।

নওম চমস্কি পৃথিবীর অন্যতম জীবিত দার্শনিক, বুদ্ধিজীবী, বলা যায়, উনি একটি প্রতিষ্ঠান।
এত বড় একজন মহামানবকে যে সাক্ষাৎকার দেয়ার জন্য রাজী করাতে পেরেছিলেন তিনি --এটা একটা বিরাট ব্যাপার। দুই বছর চেষ্টার পর ইন্টারভিউয়ের জন্য রাজি করিয়েছিলেন বাংলাদেশের এক চ্যাংড়া সাংবাদিক, চিটাগং থেকে। কিন্তু ওনার বোকামির (বা চালাকির) জন্য পুরো জিনিসটাই ভেস্তে গেল। বাংলাদেশের সুনামও ক্ষু্ন্ন হলো।

একজন বিখ্যাত মানুষের সাথে কিভাবে কথা শুরু করতে হয়, ইন্ট্রোডিয়স করাতে হয় জানেনা, যে দেশের জন্মের ইতিহাস সম্পর্কে অজ্ঞ মুক্তিযুদ্ধের ইতিহাস জানে না, নিহতের সংখা জানে না, ভাল ইংরেজি জানে না আমেরিকা-বাংলাদেশ রিসেন্ট টাইম জোন জানে না এবং নিজের ভুল হলে স্যরি বলতে হয় জানেনা, সে কেন নোয়াম চমস্কিকে আমন্ত্রন জানাবে? বয়োবৃদ্ধ নোয়াম চমস্কি ১ ঘন্টা ওয়েট করেছেন, ই মেইল করেছেন, সেই ইমেইল ফেসবুকে আপ্লোড করে বাহবাও কুড়াতে চেয়েছে সে, নিজস্ব বিরক্ত মার্কেটিং করেছে।

বাংলাদেশের মুক্তিযুদ্ধে যুক্তরাষ্ট্রের ভূমিকা প্রসঙ্গে চমস্কিকে বলতে শোনা যায়, হেনরি কিসিঞ্জার বেইজিং এ একটি গোপন সফরের পরিকল্পনা করেছিলেন। তিনি সেই সফরকে দেখতে চাইছিলেন নিজের বড় সাফল্য হিসেবে। আর এ জন্য পাকিস্তানের স্থল সীমান্ত ওপর নির্ভর করতে হত তাঁকে। এ কারণে তাদের অপরাধকেও তিনি মেনে নেন। নৌবহর পাঠিয়ে ভারতকে নিষ্কৃয় করে অবরোধ করতে চেয়েছিল।
উনি আরো কিছু বলতে চেয়েছিলেন কিন্তু ছ্যামড়াটা কথা শেষ করার আগেই আরেকটি প্রশ্ন করে বসে, ছাগল।


২ বছর চেষ্টা করে রাজি করানো। দুই মাস ধরে প্রচারণা চালিয়ে আয়োজক সাহেব এক ঘন্টা দেরিতে অনুষ্ঠানে উপস্থিত হয়েছে! চিন্তা করা যায়??!!
বেচারা চমস্কি বসে থেকে অধৈর্য হয়ে ইমেইলে জিজ্ঞেস করেন- I am waiting, Are we scheduled for now?'
এই গর্দভ সেই মেসেজের স্ক্রিনশর্ট দিয়ে আবার বাহবা নিচ্ছে- - চমস্কি ইন্টারভিউ এর জন্য অধীর আগ্রহে বসে আছে!

চমস্কি ক্যামেরার সামনে এসেই বললেন- 'It's too late. We need to reschedule'
তারপরও সরি না বলে মুখের উপর বলে "লেট মি স্টার্ট"। এরপর ভুল ইংরেজিতে প্রশ্ন করা - পুরো বাংলাদেশের মান-সম্মান নিয়ে প্রশ্ন।
এদিকে নিজস্ব বিজ্ঞাপন ঠিকই যাচ্ছে- Sponsor by Mohur Fashion House.
মানুষের বদান্যতা নিয়ে অসততার এই নজির, সাংবাদিক হিসাবে অতি নিম্নমান দেশকেকে শুধু লজ্জিতই করে নি, বাংলাদেশের মান-সম্মানকেও ভূলুণ্ঠিত করেছে। এইসব গর্দভ, এটেনশন লোভী, সর্বপোরী অসৎ সাংবাদিক নামের ভাইরাল-লিপ্সু প্রাণীদের সামাজিক মাধ্যমে রীতিমতো বয়কট করা উচিত।
পুনশ্চ: ইন্টারভিউয়ের সময় নিয়ে না হয় ভুল হতে পারে, মানলাম। কিন্তু দুই বছর ধরে প্রস্তুতি এর পর ২ মাস ধরে প্রচারনা, এরপরও লিখিত প্রশ্নে যদি - ১৯৭১ মুক্তিযুদ্ধে ৩০ লাখ শহীদ কে দুই লাখ বলা হয়, তবে তাকে কী বলা যাবে? ব্লান্ডার?
না কি চতুরতার সাথে সেই জামাত-শিবিরিও পরিকল্পিত ইতিহাস বিকৃতি?


মন্তব্য ৩৩ টি রেটিং +১২/-০

মন্তব্য (৩৩) মন্তব্য লিখুন

১| ২৪ শে জুন, ২০২১ দুপুর ১:০৩

নিয়াজ সুমন বলেছেন: ভিডিও দেখেছি। গা জ্বলে উঠলো, এমন ব্যক্তি সাথে কিভাবে শুর আর শেষ করতে হয় তাও শিখেনি ঐ ছেলেটা..
ভদ্রতার বালাই ছিলো না। আর তার পেছনে তো এমন অবস্থা করে রাখছে যা খুব দৃষ্টিকটু লাগলো..।
রুচিবোধ বলে কিছু আছে বলে মনে হয়নি..।
সত্যি খুব লজ্জাজনক..

২৪ শে জুন, ২০২১ দুপুর ১:২৫

হাসান কালবৈশাখী বলেছেন: সব কিছুই দৃষ্টিকটু, আবার শাড়ীর বিজ্ঞাপনও ঝুলাইছে।

আমার মনে হয় ২০০৯ এ একটি টিভিতে সাংবাদিক ফিরোজ আলমের একটি অসাধারণ সাক্ষাতকার এবং উপস্থাপনায় মুগ্ধ হয়ে হয়তো খুব সহজ সমীকরণে আবারও রাজী হয়ে গিয়েছিলেন বাংলাদেশের কাউকে সুযোগ দিতে।,

২| ২৪ শে জুন, ২০২১ দুপুর ২:০৬

ঠাকুরমাহমুদ বলেছেন:




অসুস্থ সাংবাদিকতা। অনলাইন মার্কেটিং। ইন্টারনেটের বিভিন্ন মাধ্যমে দেশের নামে নানা ধরনের প্রপাগান্ডা ছড়াতে ছড়াতে দেশের এতো ক্ষতি করেছে এই সাংবাদিক আর অনলাইন মার্কেটিং করা ফেসবুকার, ইউটিউবার তা কল্পনা করা যায় না।

আমি একটি বিষয় খুব আাশ্চর্য হয়ে লক্ষ্য করছি দেশের সাধারণ জনগণের মাঝে যে সকল মানুষ সামাজিক যোগাযোগ মাধ্যমে লেখালেখি করছেন ইউটিউবে ভিডিও আপলোড দিচ্ছেন তারা অধিকাংশ নেগেটিভ কথাবার্তা লেখালেখি করছেন এবং এরই জয়জয়কার! এতোটা ফ্রাস্টেড জাতি কিভাবে তৈরি হলো?

আর সময়জ্ঞান নিয়ে প্রশ্ন করলে স্মার্টনেস চলে আসবে। স্মার্ট কি এই বিষয়ে আমরা এখনও অজ্ঞ আছি। অজ্ঞতার কারণে দেশের ১৭ কোটি জনতা আজ ওভারস্মার্ট।

২৬ শে জুন, ২০২১ রাত ৩:১১

হাসান কালবৈশাখী বলেছেন:
ফেবুতে অনেকে ছেলেটির সাফাই গাইছে দেখলাম।
বলছিল "সে সুনিদৃস্ট করে ২৫ শে মার্চ রাতে মানে এক রাতে ২ লক্ষের করা বলেছেন,নয় মাসে নয়"।

বাস্তবতা হচ্ছে সে বলতে চেয়েছিল ২৫শে মার্চ থেকে শুরু টু হান্ড্রেড থাউজেন্ড গণহত্যার আজো স্বীকৃতি মিলেনি কেন,
এখানে কোন গণহত্যার আন্তর্জাতিক রিকগনেশান চাওয়া হচ্ছিল? ১দিনের?
বাংলাদেশে কোন গণহত্যার আন্তর্জাতিক রিকগনেশান চাওয়া হয়?

৩| ২৪ শে জুন, ২০২১ দুপুর ২:০৮

শূন্য সারমর্ম বলেছেন: চমস্কি মনে হয় না আর কখনো বাংলাদেশের কাউকে সুযোগ দিবে। সঠিকভাবে ইতিহাস জানে দেশের ৩০ ভাগ মানুষ।

২৫ শে জুন, ২০২১ রাত ৩:৪৯

হাসান কালবৈশাখী বলেছেন:
সঠিকভাবে ইতিহাস জানে দেশের ৯৯.৯৯ ভাগ মানুষ।
কিন্তু ৩০ ভাগ বিম্পিজামাত-শিবির বাংপাকি জেনেও ইচ্ছাকৃত মিথ্যাচার করে।

৪| ২৪ শে জুন, ২০২১ বিকাল ৩:২১

আমি সাজিদ বলেছেন: রীতিমত অভদ্র লোক দেখছি। এভাবে বিজ্ঞাপন আর সময়জ্ঞানহীনতা!

২৫ শে জুন, ২০২১ রাত ৩:৫৪

হাসান কালবৈশাখী বলেছেন:
ধন্যবাদ সাজিদ ভাই।
শুধু চরম অভদ্র না, এই ছেলের গেটআপ পুরাই শিবির মার্কা..!

৫| ২৪ শে জুন, ২০২১ বিকাল ৪:১৯

ঠাকুরমাহমুদ বলেছেন:



আমি পুরো ভিডিওটি দুইবার দেখলাম। এই প্রতিবন্ধী শিশুমানব জনাব নওম চমস্কি’র ইন্টারভিউ নিয়ে দেশের চুরান্ত অপমান করেছে। প্রতিবন্ধী শিশুমানবকে বলা হয়নি জনাব নওম চমস্কি‘কে স্যার সম্বোধন করতে হবে। - এই শিক্ষাটি যারা দেয়নি তারা আরো বড় বেয়াদব।

লাইভে শাড়ির বিজ্ঞাপন চলছিলো কারণ এই শিশুমানবের দেহ আবরণের বস্ত্র শাড়ি।

২৫ শে জুন, ২০২১ রাত ৩:৩৯

হাসান কালবৈশাখী বলেছেন:
বসকে নাম ধরে ডাকা সমস্যা নেই, কিন্তু সব দেশেই যে কোন বয়ষ্ক লোককে স্যার সম্বোধন করতে হয়।


চমস্কি অত্যন্ত ভদ্রভাবে অনুরোধের সূরে ৫ বারের বেশি বলেছেন
1. I'm afraid, we'll have to cancel this?
2. I can't do it right now,
3. I'll have to leave,
4. Now, but I'm afraid I have to leave,
5. So, maybe we can arrange for other time but I'll have to leave now.
অথচ এই মুর্খ পাত্তাই দিলনা, বা ইরেজি বুঝলো না। উলটো সম্পুর্ন অপ্রসাংগিক ভাবে বেসুরে বলে উঠলো ১৯৭১ এ শহীদের সংখ্যা ২ লাখ ।

৬| ২৪ শে জুন, ২০২১ বিকাল ৪:৪৫

নতুন বলেছেন: আই এম রিপন ভিডিও দেখলাম। এর সাথে তিনি ইন্টারভিউয়ে রাজি হইলেন কেমনে?

তার মতন মানুষকে সন্মান করার মতন অনুভুতি তার আছে বলে মনে হয় না।

২৫ শে জুন, ২০২১ রাত ৩:৫৭

হাসান কালবৈশাখী বলেছেন:
উনি ইন্টারভিউ দিতে রাজি হয়েছেন এটা ডেইলিস্টারের মত ইংরেজি পত্রিকায় একদিন আগে ফলাও করে ছাপা হয়েছিল।

৭| ২৪ শে জুন, ২০২১ বিকাল ৫:১২

রিফাত হোসেন বলেছেন: হুম, মন খারাপ হয়ে গেল। প্রশ্ন ফাসের যুগে কিছু বলার নাই।

ভুল বাক্য মেনে নেওয়া যায় যেহেতু মাতৃভাষা নয় কিন্তু বিনয়ের অভাবকে কোনভাবেই মেনে নেওয়া যায় না। তবে এ ধরনের ক্ষেত্রে দেশকে উপস্থাপনের প্রয়োজনে ভাষাগত দিকে প্রস্তুতি নেওয়া উচিত ছিল।

২৫ শে জুন, ২০২১ সকাল ১০:২২

হাসান কালবৈশাখী বলেছেন:
ভুল ইংরেজি মেনে নেওয়া যায় যেহেতু মাতৃভাষা নয়।
প্রশ্ন ফাসের যুগেও বাংলাদেশী বাংগালীরা তুর্কি আরব বা রাশীয়ানদের চেয়ে অনেক সুদ্ধভাবে ইংরেজি বলে।
ভুল ইংরেজি মেনে নেওয়া যায়, তবে বেয়াদবি মানা যায় না, ৭১ নিয়ে জামাতি এজেন্ডা প্রচার মেনে নেয়া যায় না।

৮| ২৪ শে জুন, ২০২১ সন্ধ্যা ৬:১৪

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: চড়িয়ে ছাগলটার দাঁত ফেলে দেয়া প্রয়োজন ছিলো ।

২৫ শে জুন, ২০২১ সকাল ১০:৩৯

হাসান কালবৈশাখী বলেছেন:
একদম পার্ফেক্ট বলেছেন।
৫ মিনিট যাবৎ খাতা দেখে দেখে ফালতু কিছু প্রশ্ন করছিল, তাও ভুলভাল ইংরেজিতে, দেখে মেজাজ ঠিক রাখতে পারি নি।

ধন্যবাদ কাল্পনিক_ভালোবাসা ভাই। মন্তব্যের জন্য।
একটা ছবি ব্লগ রেডি করতেছি, দেখবেন। হয়তো আপনার ভাল লাগতে পারে।
আবারও ধন্যবাদ।

৯| ২৪ শে জুন, ২০২১ সন্ধ্যা ৭:৪১

স্বপ্নাশিস বলেছেন: অন্তসারশূন্য।

১০| ২৪ শে জুন, ২০২১ রাত ৮:৪০

কামাল১৮ বলেছেন: তার আরো বেশি হোমওয়ার্ক করা প্রয়োজন ছিল।

২৬ শে জুন, ২০২১ রাত ২:৪২

হাসান কালবৈশাখী বলেছেন:
২ বছর হোম ওয়ার্ক করেছে, আর কত? এরপর বার বার খাতা দেখেও উলটাপালটা ....

১১| ২৪ শে জুন, ২০২১ রাত ৯:০২

ইফতেখার ভূইয়া বলেছেন: চমস্কি স্যারকে একবার কোন একটা বিষয়ে ইমেইল করেছিলাম, তিনি দেরীতে হলেও আমার ইমেইলের উত্তর দিয়েছিলেন। তখনই বুঝতে পেরেছিলাম তিনি কতটা উঁচু মাপের মানবিকগুণ সম্পন্ন একজন মানুষ। দু'দশকের বেশী সময় ধরে তার লিখা, লেকচার ফলো করছি। জীবনে তিনি কখনো সামনে এসে দাঁড়ালে বা তার সাথে কথা বলার সুযোগ পেলে হয়তো আমি শ্রদ্ধায় কিছুক্ষণ বাকরুদ্ধ হয়ে থাকবো। সেই মানুষটি যখন একজন বাঙালীকে তার সাথে কথা বলার সুযোগ দিলো তখন এই গর্দভ শুধু নিজের নয়, পুরো জাতির মান-সম্মান একটা প্রশ্নবোধক জায়গায় দাঁড় করিয়ে দিলো। খুব সম্ভবত এই জন্যই ড. শহীদুল্লাহ স্যার বলেছিলেন, "যে দেশে গুণের সমাদর নেই, সেখানে গুণী জন্মায় না"। স্যার আমাদের স্বরূপ চিনতে পেরেছিলেন।

আমি নিশ্চিত করে বলতে পারি, চমস্কি স্যার খুব সম্ভবত এই রকম গর্দভ নিজেও কখনো দেখেন নি।

২৫ শে জুন, ২০২১ দুপুর ১:০৭

হাসান কালবৈশাখী বলেছেন:
তৃতীয় বিশ্বের একজন তরুন ভেবেই হয়ত নোম চমস্কি সময় দিয়েছিলেন।

১২| ২৪ শে জুন, ২০২১ রাত ১০:১০

আখেনাটেন বলেছেন: ছাগল হয়ে হাতির বোঝা বহন করতে গিয়েই কেঁচেগুন্ডুস করে ফেলেছে। সাথে বেয়াদবিটা অমার্জনীয়...।

২৫ শে জুন, ২০২১ দুপুর ১:৪৩

হাসান কালবৈশাখী বলেছেন:
তৃতীয় বিশ্বের একজন তরুন ভেবেই হয়ত নোম চমস্কি সময় দিয়েছিলেন।
কিন্তু ছাগলটা নিজেকে পুলিটজার পুরস্কারপ্রাপ্ত সাংবাদিকের ভান ধরেছিল। যদিও বারবার খাতা দেখে ভুলভাল ইংরেজি বলছিল।
ছাগল হয়ে হাতির বোঝা বহন করতে গিয়েই সব কেঁচেগুন্ডুস।

ম্যাসাচুসেটস সময় রাত ৮ টায় ইন্টারভিউ।
ডে লাইট সেভিংস বা যে কোন কারনেই সময় নিয়ে ভুল হওয়ার সম্ভাবনা থাকার কথা না। আমার জানামতে জুম, উইন্ডোজ বা এন্ড্রয়েড ক্যালেন্ডার যে কোন স্ক্যাডিউল বর্তমানে যে স্থানে আছে সেই টাইম জোনে অটো সেট হয়ে যায়, নেট চালু থাকলে।
ভুলটা ইচ্চছাকৃত কিনা সেটাও প্রশ্ন।
ধন্যবাদ ভাল থাকবেন, আপনার ও অনেকের ছবিব্লগ দেখারও টাইম পাচ্ছিনা কাজের চাপে।

১৩| ২৪ শে জুন, ২০২১ রাত ১০:২৬

মেঘনা পাড়ের ছেলে বলেছেন: আশ্চর্য লাগছে! কতটা ছাগল হলে এই কাজ করা যায় সে চিন্তা করছি!

২৬ শে জুন, ২০২১ ভোর ৪:০৪

হাসান কালবৈশাখী বলেছেন: হ্যা সেটাই।
ধন্যবাদ মেঘনা পাড়ের ছেলে।

১৪| ২৫ শে জুন, ২০২১ দুপুর ১২:৪৮

রানার ব্লগ বলেছেন: এই আধা দামড়ার নামে মানহানী মামলা করা উচিত। রাস্ট্রের মানহানি হয়েছে।

১৫| ২৫ শে জুন, ২০২১ রাত ১১:২২

পলাশ বাউরি বলেছেন: পড়লাম।
আমি ভারতীয় কিন্তু প্রতিবেশী ভাইবোনদের সম্মান ক্ষুণ্ন হলে আমার ও আমাদেরও সম্মান ক্ষুণ্ন হয়।
আজকাল সোশ্যাল মিডিয়ায় যুগে এখন "প্ল্যাটফর্মের" ছড়াছড়ি। সেই পপুলারিটির সুযোগে অনেক সুযোগসন্ধানী মানুষ শুধু ঝুড়ি ঝুড়ি লাইক/কমেন্ট কুড়িয়ে নিজেকে বিশাল কিছু ভাবে।
দেশের সম্মান নষ্টের অপরাধে এদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া প্রয়োজন।

১৬| ২৭ শে জুন, ২০২১ রাত ১১:১৫

রিফাত হোসেন বলেছেন: লেখক: প্রশ্ন ফাসের যুগেও বাংলাদেশী বাংগালীরা তুর্কি আরব বা রাশীয়ানদের চেয়ে অনেক সুদ্ধভাবে ইংরেজি বলে।

তুর্ক, আরাব, রাশানরা নিজ ভাষায় অনেক শক্তিশালী। এমনকি আন্তর্জাতিক কাজেও প্রয়োজনে এর দ্বোভাষী ব্যবহার করে! জাতিগতভাবে কি রকম উন্নতি স্বাধন করলে এরূপ পর্যায়ে যেতে পারে! রূপপুর পারমানবিক কেন্দ্র নির্মানে অনেক রাশিয়ান দ্বোভাষী নিয়োগ করা হয়েছে। ইংরেজীর প্রতি এদের অনেক অনীহা থাকতে পারে। অনীহাটা যৌক্তিক কারণেই। কিন্তু তাদের সাথে আমাদের তুলনা দিয়ে লাভ নাই। তাদের যারা ভাল পারার তারা ইংরেজী নয় বরং একাধিক ভাষায় পারদর্শী।

২৯ শে জুন, ২০২১ সকাল ৮:৩৬

হাসান কালবৈশাখী বলেছেন:
আন্তর্জাতিক কাজেও প্রয়োজনে পদে পদে দ্বোভাষী ব্যবহার করা হলে সেই ভাষাকে শক্তিশালী বলা যায়?

তুর্ক, আরব, রাশানরা নিজ ভাষায় হ্য়তো অনেক শক্তিশালী।
কিন্তু বাংলা ভাষার চেয়েও কি শক্তিশালী?
বাংলাভাষা পৃথিবীর অন্যতম সমৃদ্ধ বর্নমালা দ্বারা শক্তিশালী একটি ভাষা, এই ভাষায় সবদেশী বেশীরভাগ সব্দই সঠিক ভাবে উচ্চারন করা যায় লেখা যায়।

কিছু উদাহরন দেই।
আরবী বর্ণমালায় কয়েকটি বর্ণ অনুপস্থিত প বর্ণ (P) নেই, পাকিস্তানকে বলে বাকিস্থান
ইরেজিতে ট (T) বর্ণ আছে কিন্তু ত নেই।
রাশীয়ান ও তুর্কি ভাষায় আবার ট বর্ণ (T) নেই, আছে ত (মোহম্মদকে বলে মোহামেত)
বাংলা বর্নমালায় ত প ও ট সবগুলোই আছে।

তুর্কি ভাষা এমনিতেই একটি তৃটিপুর্ন দুর্বল ভাষা। মাত্র ৬-৭ কোটি জনগোষ্ঠি এই ভাষায় কথা বলে,
আর বাংলাভাষায় কথা বলে পৃথিবীর ২৫ থেকে ৩০ কোটি একটি বিশাল জনগোষ্ঠি।
তুর্কি ভাষা আরো দুর্বল হয়ে গেছে তার অরিজিনাল নিজস্ব সমৃদ্ধ আদী আরবী স্টাইল বর্নমালা (তুচ্ছ টাইপরাইটিং সুবিধার কারনে) বিলুপ্ত করে ল্যাটিন এলফাবেট চালু করার পর। এতে কবি সাহিত্যিকদের শৃজনশীলতা অনেক কমে গেছে।
আর আরবি ভাষা ধর্মিয় ও বিভিন্ন কারনে সাহিত্য, কাব্য সংগিত তেমন বিকশিত হয় নি।

জাতিগত ও সংস্কৃতিগত ভাবে বাংলাভাষা তুর্কি ভাষা থেকে অনেক বেশী উন্নত রিসোর্স সমৃদ্ধ।
বাংলা ভাষায় যে পরিমান উন্নত সাহিত্য, কাব্য সংগিত, কাব্যগ্রন্থ কবি গান পল্লিগিতী ভাওয়াইয়া, কাওয়ালী, মুর্সিদিগান খনার বচন রচনা হয়েছে তুর্কি বা আরবী ভাষায় এর ধার কাছেও নেই।
ধন্যবাদ রিফাত ভাই।

১৭| ২৯ শে জুন, ২০২১ সকাল ৯:০৯

সাসুম বলেছেন: ছাগল দিয়ে যেমন হালচাষ হয় না তেমন আর কি। বলদের গুহ্যদ্বার দিয়ে বের হয়ে এলে কি আর চমস্কির সাথে পাল্লা দেয়া যায়? গদর্ভ টা নিজের টাট্টিখানার দরজা খোলা রাইখা চমস্কির সাক্ষাৎকার নিতে গিয়ে বুঝাইচ্ছে সে একটা টাট্টীখানার মাল।

যদিও যদ্দেশে যদাচার। এই চোর বাটপার মাফিয়া রাস্ট্রের একজন থার্ড ক্লাস তরুণ যদি অনেক ভাল করে দেশ কে উপস্থাপন করত , রংচং চাপিয়ে তাইলে জিনিষ টা আরো বরং বিচ্ছিরি দেখাতো।

চোরের দেশের চোরা পাব্লিক এর মত রিপন বিডিও এর রিপন এর লাইভ। একদম পাক্কা।

এর চেয়ে বেটার হত- যদি হাসান মাহ-মদ সাহেব কে এই সাক্ষাতকার নিতে দেয়া হত। সকল সমস্যা লন্ডন প্রবাসী মিস্টার ১০% এর কান্দে দিয়ে উনি দেশে শেখ সাহেবের সোনার বাংলার ভবিষ্যৎ নিয়ে চমস্কির অনুভূতি জানতে চাইতে পারতেন।

নেক্সট থেকে চমস্কি র সাক্ষাতকার নিতে মাহ-মদ সাহেব কে অনুরোধ জানাই।

১৮| ২৯ শে জুন, ২০২১ সকাল ৯:৪৮

খায়রুল আহসান বলেছেন: পোস্টের শিরোনামটার সাথে সম্পূর্ণ একমত পোষণ করছি, আর পোস্ট পড়ে নিদারুণ লজ্জিত বোধ করছি।
আমাদের সমস্যা স্মার্টনেসের অভাব নয়, বরং ওভারস্মার্টনেসের আধিক্য।

০২ রা জুলাই, ২০২১ সকাল ৮:৪৭

হাসান কালবৈশাখী বলেছেন:
স্মার্টনেস সমস্যা নয়, বরং ওভারস্মার্টনেস মুর্খতা।

আরো কিছু বলার ছিল। সময়মত জবাব দিতে পারিনি। দুঃখপ্রকাশ করেও এই অপরাধের ক্ষমা হয় না।
এদেশে করনার প্রকপ কমে যাওয়াতে মাস্ক সহ সকল বিধিনিষেধ তুলে নেয়া হয়েছে, সবাই কর্মমুখর। তাই কাজের চাপ অসম্ভব বেড়ে গেছে, ব্লগে আসার সময় পাওয়া কঠিন হয়ে গেছে।
ধন্যবাদ খায়রুল আহসান ভাই। ভাল থাকবেন।

১৯| ২৯ শে জুন, ২০২১ বিকাল ৪:৪৪

রিফাত হোসেন বলেছেন: @লেখক আপনার যুক্তিগুলি সঠিক। একটিও ভুল নেই। কিন্তু তবুও বলব তারা নিজ ভাষায় শক্তিশালী। এটাই আমি বলব। ধর্মীয় খুতবা যখন দেওয়া হয়। তুর্কীরা আরবিতে দেয় না। তারা স্কুলে-কলেজে যখন কথা বলে তখন শুদ্ধ মাতৃভাষায় কথা বলে। আমি এই পড়াশুনা তাদের দেশের কথা বলছি না, তারা যখন ভিন্ন দেশে অবস্থান করে বিদেশী হিসেবে। ঐ দেশে জন্মগ্রহণ করে নাগরিক হিসেবে তার পূর্ব পুরুষেরাও কয়েক যুগ ধরে ভিন্ন দেশে অবস্থান করার পরও তারা মাতৃভাষা ছাড়েনি। তখনই ব্যবহার করে যখন নিজ জাতির কোন মানুষের সাথে কথা বলে। ভিন্ন জাতির সাথে আবার স্থানীয় ভাষার সঠিক ব্যবহার করছে। নিজেরা কথা বলার সময় খুব কমই বাংলিশ এর মত মিশ্রিত বলে থাকে, প্রায় বলেই না। এটা আরব,তুর্কী, রাশিয়ান, গ্রীক সহ যতগুলি দেখেছি একই ভাবে নিজ ভাষায় প্রধান্যটাই দেখেছি।

সেদিকে বাংলাদেশীরা ১ ধাপ সরেষ। :) ছেলেপেলেরা জন্মগ্রহণও বিদেশে করে নাই কিন্তু বড় হয়েই মা-বাবার সাথেই বিকৃত/মিশ্রিত বাংলায় কথা বলে। অন্য বাঙ্গালীর সাথে কথোপকথন তো বাদই দিলাম। অনেকেই বর্ণমালাই পারে না, অনেক পারলেও বাক্য রচনার যোগ্যতা নেই। কোনমতে মিশ্রিত বাংলা বলে।
আমি মোটেও ব্যাকরণ টানছি না। বাংলায় ব্যাকরণ সমৃদ্ধ। কিন্তু এটার প্রতি সুবিচার করা হয়নি। বাংলা ভাষা শক্তিশালী হতে পারে কিন্তু বাংলা ভাষায় বাঙালী তথা বাংলাদেশীর শক্তিশালী নয়।

আরবীও কম সমৃদ্ধ নয়, আরবিতে অনেক কিছু প্রকাশ করা যায় সঠিকভাবে যা বাংলায় কেন অন্য ভাষায়ও নেই। সে জন্যই আল্লাহ আরবীতেই কোরআন শরীফের ব্যবস্থা করেছেন। আমি যেহেতু আরবী ভাষার পরদর্শী নই তাই বিস্তারিত বলতে পারলাম না। আমি একটি লাইব্রেরীর বই এর কোন এক অনুচ্ছেদ এ পড়েছিলাম।

বাংলা একাডেমির কিছু বললাম না, হতাশা ছাড়া কিছু বের হবে না। কিন্তু এদের সহ সবার সম্মিলিত চেষ্টা প্রয়োজন। শুধু সরকার সরকার করলে হবে না। সরকার বানাচ্ছি আমরাই। যেমন আমরা তেমন আমাদের সরকার হবে। এটা শুধু আমার কথা নয় আল্লাহও তাই বলেন। আয়াতটি মনে নাই, তবে ভাবানুবাদ তাই হবে।

কিন্তু বাংলা ভাষাকে সম্মান এর অভাব, গুরুত্বের অভাব। এটা আপনি স্বীকার করেন আর না করেন, এটা বাহির থেকে বোঝা যায়। ভাষা প্রকাশ এর মাধ্যম। এখন যদি নতুন যুগ বাংলাকে ডিজুস পর্যায়ে নিয়ে যেতে চায়। আমার আর আপনার বড় কিছু করার নেই। কিন্তু দায় এড়ানোর সুযোগ নেই। পূর্ব যুগের সাহিত্যিকরা দায় এড়াতে পারবে। তারা এগিয়ে দিয়েছে কিন্তু আমরা আমাদের সময়কে এগিয়ে দিতে পারছি না। তবে মনের শান্তনা দিতে পারি।

আপনি দেশের ও জাতির ভাল চান। আমিও দেশের ভাল চাই, জাতির ভাল চাই। সুতরাং আর বিতর্কে যাব না। এই বিষয়ের পোস্টে শেষ মন্তব্য। ব্লগে আপনি লেখেন এইটা ভাল লাগে। বার্তা পাওয়া যায়। মানুষ কি ভাবছে বুঝা যায়। আশা করি এভাবেই সামু লিখে যাবেন, পড়ে যাব। আলোচনা হতেই পারে। ধন্যবাদ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.