নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি দুর্বার, আমি ভেঙ্গে করি সব চুরমার। আমি কালবৈশাখীর ঝড়! আমার ফেসবুকইডি www.facebook.com/norwstorm
করোনা মহামারির ভেতরেও ষড়যন্ত্র থেমে নেই।
লোকটিকে ধরে নিয়ে গুম করা হয় নি।
প্রথমআলো সহ পত্রিকাগুলো বলছিল বাসা থেকে ধরে মাইক্রবাসে নেয়ার পর নিখোজ।
লোকটাকে অবস্য ধরে এনে সাহে সাথেই বিএসএমএমইউ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
কারন এক মানুষ ১ টিকা নিলেই জ্বরে কাহিল হয়, একবারে ৩টিকা নিলে মরেও যেতে পারে, তাই তাকে ধরে হাসপাতালে আনা হয়েছিল। পরিবারসদস্যরা বলে কোথায় নিয়েছে জানি না , নিখোজ। পত্রিকাগুলো বলছিল মাইক্রোবাসে উঠিয়ে গুম করার সন্দেহ।
পরে কঠিন জিজ্ঞাসাবাদে সে স্বীকার করে টিকা ১টিই দেয়া হয়েছে।
এরপরও তার মুখের কথায় সন্তুষ্ট হয় নি, পর্যবেক্ষন টেবিলে শুইয়ে তার দুই হাতে টিকার ছিদ্র কয়টি ম্যাগনিফ্লায়িং গ্লাস দিয়ে তন্ন তন্ন করে চেক করা হয়েছে। দিয়ে ব্লাড টেষ্টে ও ইউরিনে টিকার নমুলা মাত্রা পরিক্ষাকরে নিশ্চিত হওয়া গেছে যে টিকা একটি দেয়া হয়েছে।
এই আলোচিত সৌদিগামী যুবকের নাম ওমর ফারুক। তার বাড়ি নারায়ণগঞ্জ। তিনি সোমবার সকালে ঢাকায় আসেন টিকা দিতে।
ওমর ফারুক টিভি ক্যামেরার সামনে বলেছিলেন,
"আমি যখন টিকা কেন্দ্রে ঢুকলাম তখন আমাকে একজন বলল ডান সাইডের কর্নারে যেতে। ওইখানে যখন টিকা দেওয়া শেষ হলো জিজ্ঞেস করলাম, কোথায় যাব? উনি বলল, সামনের দিকে। সামনে আসলাম, ওইখানেও একটা টিকা দিল। ওনাকে জিজ্ঞাস করলাম কোথায় যাব উনিও বলল সামনের দিকে যেতে। সামনে আসলাম আর কিছু জিজ্ঞেস করে নাই। আরেকটা টিকা দিয়ে দিছে। মোট তিনবার টিকা দিয়েছে। বাইরে এসে যখন বাকিদের জিজ্ঞেস করলাম আপনার কয়বার টিকা দিয়েছে, ওনারা বলল একবার টিকা দিয়েছে।"
এমনিতেও টিকাদান ব্যাবস্থ্যায় ১ জন ৩ টিকা নেয়া অসম্ভব।
গ্রামের টিকাদান কেন্দ্র হলে হলে না হয় কিছু বলা যেত, এটি দেশের সবচেয়ে বড় মেডিকেল প্রতিষ্ঠান খোদ বিএসএমএমইউ।
প্রথমেই টিকা কার্ডে সিগন্যাচার দিয়ে এক অংশ রেখে দেওয়া হয়।
তারপর টিকা দিয়ে টিকা কার্ডে তারিখ, টিকার নাম, কবে পরবর্তীতে টিকা কবে দেয়া হবে সেটাও লেখা হয়। একইসময়ে রেজিট্রি খাতায় বা কম্পিউটারে এন্ট্রি হয়, ২য় ডোজ টিকা দিবে সেটাও লেখা হয়।
ইচ্ছাকৃত ভাবে আবার টিকারুমে ঢুকলে কাগজেই ধরা পড়বে।
এরপর কাগজ বাদে কেউ টিকা পাওয়া অসম্ভব, পরপর ২বার ভুল করা টোটালি অসম্ভব।
এরপরও ভুল হতে পারে, হয়ত কাগজ বাদেই সবাই টিকা দিয়ে দিল, সেটাও অসম্ভব।
কারন টিকা দেয়া মাত্র টিকার ছিদ্রে একটি ছোট ব্যান্ডেজ টেপ লাগিয়ে দেয়া হয়।
এরপরেও এক হাত লুকিয়ে কাগজ বাদে কোন মতে আরেক হাতে নিতে পারলেও ৩য় বার দু হাতের টেপ লুকিয়ে কোন ভাবেই টিকা নেয়া সম্ভব না।
এরপরেও যদি টিকা দিতে হয় সেটা দিতে হবে নিতম্বে।
আগেও দেখা গেছে এ ধরনের দাড়ীওয়ালারা ইচ্ছাকৃত ভাবে মিথ্যা বলে থাকে। রাষ্ট্রব্যাবস্থাকে বিপাকে ফেলতে।
কদিন আগে আবু ত্ব-হা মোহাম্মদ আদনান নামে একজন ইসলামী বক্তা ফরহাদ মাজহারের মত 'ব্যক্তগত কারনে' কিছুদিনের জন্য গা ঢাকা দেন। 'ব্যক্তিগত' কাজও হল, গুম এর কাজও হলো। রাষ্ট্রকেও একহাত নেয়া হল, দেশবাসিকেও বিপাকে ফেলা হল।
তোহাকে অনেকে না চিনলেও সবাই গুমের গুজব ছড়িয়ে দেন, তার অনুসারিরা মিডিয়া সোশাল মিডিয়াতে ছড়িয়া সারাদেশ তোলপার করে ফেলে ১০টা দিন। এমনিষ্টি, হিউমেনরাইটসওয়াচ পর্যন্ত বিবৃতি দিয়ে মতপ্রকাশের কারনে তোহাকে আটকে রাখার নিন্দা জানায়।
ত্ব-হা গাইবান্ধায় তার চর সিয়াম ইবনে শরীফের বাড়িতে মুরগীর মাংশ ভাত খেতে খেতে আত্মগোপনে ছিলেন।
নিজ বাড়ীতে লুকিয়ে রেখে সিয়াম তার সন্ধান দাবিতে দুটি মানববন্ধনেও অংশ নিয়েছিলেন বলে সিয়াম স্বীকার করেছেন।
একারনে জঙ্গি সন্দেহে সিয়ামকে চাকুরিচুত করে গ্রামিনফোন।
ধরা খাওয়ার পর সিয়াম অযুহাত দেয় কথিত গুমের শিকার ত্ব-হা ৭ দিন তার বাড়িতে আছেন এটি তার জানা ছিল না।
তাহলে চাল ডাল মুরগীর মাংশ বাজার করে দিচ্ছিলেন কার জন্য?
সিয়াম বলে তার মা এ বিষয়ে তাকে কিছু জানাননি। মা বলেছে এই ৭ দিন টিভি বা পত্রিকা দেখিনি, তাই অতিথিরা কারা বুঝতে পারিনি। না জানার কারণে তিনি বন্ধুর সন্ধান দাবিতে করা মানববন্ধনেও অংশ নেন। পরে যখন বলা হয়, তার বাড়িতে ত্ব-হা ও তার সঙ্গীরা ছিলেন তখন অনেকটা অবাক হওয়ার ভান করেন। একযোগে পরিবার সহ সবাই মিথ্যা বলা।
এত মিথ্যা ধরার পরও এদের লজ্জা নেই, অনুসারিদেরও লজ্জা নেই।
৩০ শে জুলাই, ২০২১ দুপুর ১২:২৩
হাসান কালবৈশাখী বলেছেন:
সরকার হাংগামার ভয়ে কিছু করতে চায় না।
ইচ্ছাকৃত আত্নগোপন করে গুমের গুজব ছড়িয়ে ১০ দিন মিডিয়া তোলপার করা ত্বোহাকেও বেকসুর খালাস দেয়া হয়েছে।
২| ৩০ শে জুলাই, ২০২১ দুপুর ১২:২৫
হাবিব বলেছেন: লোকটিকে ধরে থাপরানো উচিত। সাথে মিডিয়ার লোকদেরকেও
৩০ শে জুলাই, ২০২১ দুপুর ১:২৭
হাসান কালবৈশাখী বলেছেন:
কিছুই হবেনা, হাসপাতালে কয়েকদিন রেখে ছেড়ে দিবে।
তার অনুসারিরা গতানিগতিক ভাবে বলবে 'গুমের ভয়ে মুখ বন্ধ'।
৩| ৩০ শে জুলাই, ২০২১ দুপুর ১২:৫২
নতুন বলেছেন: পরে কঠিন জিজ্ঞাসাবাদে সে স্বীকার করে টিকা ১টিই দেয়া হয়েছে।
এরপরও তার মুখের কথায় সন্তুষ্ট হয় নি, পর্যবেক্ষন টেবিলে শুইয়ে তার দুই হাতে টিকার ছিদ্র কয়টি ম্যাগনিফ্লায়িং গ্লাস দিয়ে তন্ন তন্ন করে চেক করা হয়েছে। দিয়ে ব্লাড টেষ্টে ও ইউরিনে টিকার নমুলা মাত্রা পরিক্ষাকরে নিশ্চিত হওয়া গেছে যে টিকা একটি দেয়া হয়েছে।
আমাদের দেশে এই ঘটনা ঘটা অবশ্যই সম্ভব। যারা টিক দিচ্ছেন তারা এতো কিছু খেয়াল করেনা।
এখন সরকার ইমেজ সংকটে পড়বে বলে তাকে যদি চাপ দিয়ে ১টার কথা বলতে বাধ্য করা ঠিক না। ভুল হলে সেটা সুধরে নেওয়ার মাঝে কোন লজ্জা নাই।
দিয়ে ব্লাড টেষ্টে ও ইউরিনে টিকার নমুলা মাত্রা পরিক্ষাকরে নিশ্চিত হওয়া গেছে যে টিকা একটি দেয়া হয়েছে
এই ঘটনা মনে হয় বিশ্বে প্রথম তাই এতো তারাড়াতি ব্লাড এবং ইউরিনে টিকার মাত্রা পরিক্ষার পদ্বতী আমাদের দেশের টেকনিসিয়ানরা পেয়ে গেলো?
অবশ্য আয়ামীল্যাব টেকনিসিয়ানরা অবশ্যই পারবে বলে আমার বিশ্বাস।
৩০ শে জুলাই, ২০২১ দুপুর ১:০৮
হাসান কালবৈশাখী বলেছেন:
আপনার সব মানলাম।
সব ভুয়া হলেও টিকার ছিদ্র লুকানো সম্ভব না।
আমি টিকা দিয়েছি টিকার ফুটো লাল হয়েছিল ৪ দিন। এরপর ৭ দিন পর্যন্ত সেই যাগাটা দেখা যেত, খালি চোখেই।
আর ১ টিকা দেয়া ব্যাক্তির পেশাব ৩ টিকা দেয়া ব্যাক্তির পেশাব আলাদা ভাবে পরিক্ষা করলে নমুনা ভিন্ন হবেই। প্যাথলজি বা সাধারন কেমিক্যাল টেষ্টেই বোঝা যাওয়ার কথা,
৪| ৩০ শে জুলাই, ২০২১ দুপুর ১:০৩
অপু তানভীর বলেছেন: দুইদিন আগে রাতে খাওয়ার সময় এ তথ্যটা আমার মা আমাকে বলে । শুনে খানিকটা অদ্ভুতই লাগলো । বারবার মনে হল কিভাবে সম্ভব এটা । পরে সংবাদ দেখলাম । কিন্তু স্পষ্ট কিছুই পেলাম না । কেবল একজনের মুখের কথায়ই এসব হয়ে গেল? ফ্যাক্টটা কেউ দেখলো না? টিকার ব্যাপারটা তো এই রকম না আমি গেলাম মুখে বললাম আর দিয়ে দিল? আপনি যে প্রোসেসটা বললেন প্রতিটা টিকা নেওয়ার সময়ই সেই কাজ গুলো করা হয় । তাহলে কিভাবে সম্ভব দ্বিতীয় তৃতীয়বারের মত ভুলটা হওয়ার?
এই গুলো কেউ চিন্তা করলো না ? এই বেটা বলল যে সে তিনবার টিকা দিয়েছে আর সবাই নাচতে শুরু করলো ।
মিথ্যা বলার জন্য এই বেটাকে শাস্তির আওয়ায় আনা উচিৎ ।
৩০ শে জুলাই, ২০২১ দুপুর ১:২০
হাসান কালবৈশাখী বলেছেন:
মিডিয়াগুলো তাকে দিয়ে এতগুলো কথা বলালো কিন্তু আস্তিন উঠিয়ে ৩ টিকা দেয়ার যায়গাটা দেখালোনা। নিজেরাও দেখলো না।
মুখের কথাই ধন্নান্তরি সত্য।
৫| ৩০ শে জুলাই, ২০২১ দুপুর ১:০৯
রাজীব নুর বলেছেন: সরকার চাইলে দিনকে রাত করতে পারে।
আমার ধারনা লোকটি মিথ্যা বলে নাই। তাকে দিয়ে এখন বলা হচ্ছে সে একটা টিকা নিয়েছে।
৩০ শে জুলাই, ২০২১ দুপুর ১:২৪
হাসান কালবৈশাখী বলেছেন:
আসসামামুআলাইকুম! কেমন আছেন?
১ মাসের জেল সরি জেনারেল খেটে ভাল হয়ে একজন ইতিবাচক ভদ্র হয়ে গেছেন। জেনে ভাল লাগলো।
৬| ৩০ শে জুলাই, ২০২১ দুপুর ২:২৩
বারবোসা বলেছেন: প্রিয় হাসান কালবৈশাখী ভাই,আপনি আপনার পোস্টে নিরপেক্ষতা বজায় না রেখে শুধু দাড়িওয়ালাদের প্রতি নিজের ক্ষোভই ব্যক্ত করেছেন,দাড়ি নিয়ে রেসিজম,যাই হোক,আমার পরিচিত একজনকেই দুটি টিকা দেয়া হয়েছে,আবার আজকের নিউজে দেখা গেল কুষ্টিয়াতেও একজনকে দুটি টিকা দেয়া হয়েছে,তাদের দাবি অবশ্য সত্য,কারণ তাদের দাড়ি নাই। যারে দেখতে নারি,তার চলন বাঁকা।
৭| ৩০ শে জুলাই, ২০২১ বিকাল ৩:০৬
নতুন বলেছেন: লেখক বলেছেন:
আপনার সব মানলাম।
সব ভুয়া হলেও টিকার ছিদ্র লুকানো সম্ভব না।
আমি টিকা দিয়েছি টিকার ফুটো লাল হয়েছিল ৪ দিন। এরপর ৭ দিন পর্যন্ত সেই যাগাটা দেখা যেত, খালি চোখেই।
আর ১ টিকা দেয়া ব্যাক্তির পেশাব ৩ টিকা দেয়া ব্যাক্তির পেশাব আলাদা ভাবে পরিক্ষা করলে নমুনা ভিন্ন হবেই। প্যাথলজি বা সাধারন কেমিক্যাল টেষ্টেই বোঝা যাওয়ার কথা,
ভাই টিকা আমিও নিসি ২ টা, আমার ফুলে নাই। স্ত্রীর টা শক্ত হয়ে ছিলো কয়েক দিন।
আর আপনি যেহেতু বলেছেন তাই অবশ্যই প্যাথলজি বা সাধারন কেমিক্যাল টেষ্টেই বোঝা যাওয়ার কথা। আমি তো বলেছি যে আয়ামীপ্যাথোলজিস্টরা অবশ্যই একটা ফরমুলা পাবে কিভাবে এই টেস্ট করতে হয়।
৩১ শে জুলাই, ২০২১ রাত ১২:০১
হাসান কালবৈশাখী বলেছেন:
আচ্ছা ঠিক আছে আপনার সব মানলাম।
আওয়ামী ল্যাব টেষ্ট ভুয়া।
টিকার ফুটো লাল হয় নি ফুলেও নি। টিকার চিহ্ন সাথে সাথে সব বিলিন হয়ে গেছে।
কিন্তু টিকা কেন্দ্রে বেশিরভাগ গেঞ্জি শার্ট পরিহিত থাকলেও লোকটি পায়জামা- পা পর্যন্ত লম্বা পাঞ্জাবি পরিহিত ছিল।
গোল টুপিও ছিল, সবার চেয়ে আলাদা গেটাপ।
তিনবার টিকা নিলে পাঞ্জাবির হাতা তিনবার ওঠানো লাগছে, আতরের বিকট গন্ধের কথা বাদ দিলাম, কত সময় লাগছে?
গেইম্যান ভলান্টিয়া্রে চোখে আটকাবেই টিকা যারা দিচ্ছেন সেই নার্সরাও বিরক্ত হওয়ার কথা।
এ অবস্থায় পাঞ্জাবী টুপিওয়ালা এই লোক বঙ্গবন্ধু মেডিক্যালের এতগুলো লোককে ৩ বার বোকা বানানো সম্ভব?
৮| ৩০ শে জুলাই, ২০২১ বিকাল ৫:০৮
মাসউদুর রহমান রাজন বলেছেন: বারবোসার সাথে একমত। লেখার শুরুটা ঠিক ছিলো। কিন্তু দাঁড়ি প্রসঙ্গে আইসা লেখাটারে পক্ষপাতদুষ্ট ও একপেশে বিবেচনার মনে হইছে।
৩০ শে জুলাই, ২০২১ রাত ১০:২৬
হাসান কালবৈশাখী বলেছেন: দাড়ী সমস্যা না।
দাড়ী আমারও আছে আপনারও আছে নরেন্দ্রমদিরও আছে। আমি ভন্ড লেবাসধারি দাড়ীওয়ালাদের কথা বলেছি।
আমি নিরোপেক্ষ নই।
আমি মুক্তিযুদ্ধের আদর্শে ন্যায়ের পক্ষে অনুপ্রানিত। এবং এইপক্ষ সমর্থনকারি।
আমার বিভিন্ন লেখায় ভন্ড লেবাসধারি ধার্মিক নামের ধর্ম ব্যাবসায়ীদের বিরুদ্ধে আমার অবস্থান পরিষ্কার।
৯| ৩০ শে জুলাই, ২০২১ বিকাল ৫:৪০
ফাহিমা আক্তার বলেছেন: আগেও দেখা গেছে এ ধরনের দাড়ীওয়ালারা ইচ্ছাকৃত ভাবে মিথ্যা বলে থাকে।
কথাটা কেমন জানি ভাই মানানসই না
৩০ শে জুলাই, ২০২১ রাত ১১:১০
হাসান কালবৈশাখী বলেছেন:
কেন মানানসই হবে না কেন?
দাড়ীওয়ালা ভন্ড লেবাসধারি ধার্মিক নামের ধর্ম ব্যাবসায়ীদের সায়েদি আজহারি মামু্নুল তোহাদের কার্যকলাপ দেখুন।
মিথ্যা এক জিনিষ আর মিথ্যা বলে দেশে দাংগা হাংগামা বাধিয়ে প্রাণহানি ঘটানো আরেক জিনিষ।
মামুনুল এর দল সারাদেশে তান্ডব ধ্বংশকান্ড চালালো, ডাকা চট্টগ্রাম রোড় অগ্নিকুন্ডে পরিনত করে ২১ জন মানুষ মারা গেল।
এর পরপরই নারী নিয়ে ফুর্তি করতে গেল ৫০১ নিং রুমে, কিন্তু ধরা পড়ে মিথ্যা বললো। বললো বিয়ে করা ২য় বউ, কিন্তু ১০ দিনেও কোন তথ্যপ্রমান দিতে পারেনি।
রাষ্ট্রব্যাবস্থাকে বিপাকে ফেলতে কদিন আগে আবু ত্ব-হা মোহাম্মদ আদনান নামে একজন ভন্ড 'ব্যক্তগত কারনে' কিছুদিনের জন্য গা ঢাকা দেন। 'ব্যক্তিগত' কাজও হল, গুম এর কাজও হলো। রাষ্ট্রকেও একহাত নেয়া হল, দেশবাসিকেও বিপাকে ফেলা হল।
তার অনুসারিরা সবাই গুমের গুজব ছড়িয়ে দেন, মিডিয়া সোশাল মিডিয়াতে সারাদেশ তোলপার করে ফেলে ১০টা দিন। এমনিষ্টি, হিউমেনরাইটসওয়াচ পর্যন্ত বিবৃতি দিয়ে মতপ্রকাশের কারনে তোহাকে আটকে রাখার কারনে বাংলাদেশকে নিন্দা জানায়।
অতচ ত্ব-হা গাইবান্ধায় তার মুরিদ সিয়াম ইবনে শরীফের বাড়িতে মুরগীর মাংশ ভাত খেতে খেতে আত্মগোপনে ছিলেন।
সেও মিথ্যা বলেছিল। বলে এই দশদিন টিভি দেখেনি, পত্রিকা পড়েনি।
১০| ৩০ শে জুলাই, ২০২১ সন্ধ্যা ৭:৪৭
শেরজা তপন বলেছেন: যাইহোক টিভিতে দেখলাম সাংবাদিকরা আগে তার পরিবারের কাছে আর থানায় দৌড় ঝাঁপ করছে
শেষে এসে বলল বি এস এম ইউ স্বীকার করেছে ভদ্রলোক তাদের কাছে আছে। আজব
করোনার ভুয়া লকডাউনে ঘরে বসিয়ে এরা এইসব ত্যানা প্যাচানো সংবাদ গিলতে বাধ্য করছে।
৩০ শে জুলাই, ২০২১ রাত ১১:৩১
হাসান কালবৈশাখী বলেছেন:
এখানে পত্রিকা মিডিয়া সবই জানতো
কিন্তু হিট বাড়ানোর জন্য ইচ্ছাকৃত ভাবে বিভ্রান্তি ছড়িয়ে সন্ধ্যা পর্যন্ত দেশবাসিকে অন্ধকারে রেখেছিল।
অতচ দুপুর থেকেই সব মিডিয়া জানে।
কালের কন্ঠ সাংবাদিক যা বলেছে -
"ওমর ফারুকের এক প্রতিবেশী জানান, বুধবার দুপুর সাড়ে ১২টার সময় গাড়িতে করে ওমর ফারুককে নিয়ে যাওয়া হয়েছে। এ সময় তাদের পরিচয় জানতে চাইলে তারা বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় থেকে এসেছেন বলে জানান। তিন ডোজ টিকা নেয়ার কারণে ওমর ফারুককে চিকিৎসা ও পর্যবেক্ষণে রাখা হবে বলেও তারা জানান"।
নিউজ বিডিকে ফোনে।
‘আমার ছেলে ওমর ফরুক। আজ বেলা সাড়ে ১১টার সময় দুইটা গাড়ি আমার বাড়িতে আসে। তাতে ১০ থেকে ১৫ জন লোক ছিল। তাদের কাছে আমার ছেলেকে কোথায় নিয়ে যাচ্ছেন জানতে চাইলে তারা বলেন, আমরা পিজি হাসপাতাল থেকে এসেছি। ওনাকে পিজিতে নিয়ে যেতে হবে। এরপর নিয়ে চলে যায়।’
সাংবাদিকের প্রতি ক্ষিপ্ত হয়ে তিনি ক্ষোভের স্বরে বলেন,
‘আপনি সাংবাদিক হয়ে থাকলে পিজি হাসপাতালের ভিসিকে ফোন করেন। আমার ছেলে ৭টার সময় ফোন করে আমার সঙ্গে কথা বলেছে। সে বলছে, আমি পিজি হাসপাতালে আছি। এখানে আমার একটা টেস্ট করা হবে। তাই আমাকে পিজি হাসপাতালে থাকতে হবে। তুমি চিন্তা করো না।’
১১| ৩১ শে জুলাই, ২০২১ রাত ১:১৩
নতুন বলেছেন: আপনি সম্ভবত দেশে নাই থাকলে বুঝতে পারতেন এই ঘটনা কতটা স্বাভাবিক আমাদের দেশের জন্য।
আমেরিকা বা অন্য কোন দেশে টিকা দেবার জন্য নিদৃস্ট পন্থা অনুসরন করে।
আমাদের দেশে সবই সম্ভব। যিনি বলতেছেন ৩টা টিকা পাইছে তিনিও জানেন না কয়টা টিকা নিতে হবে। বোঝেন কোন লেভেলের বেআক্ক্যেল?
৩১ শে জুলাই, ২০২১ সকাল ৯:০৯
হাসান কালবৈশাখী বলেছেন:
আপনার কথা ঠিক আছে।
কিন্তু ব্যাপারটা শুধু মামুলি টিকাদান সম্পর্কিত না।
লোকটি বেআক্ক্যেল না। এটিএন বাংলা টিভির ভিডিও প্রচারিত হওয়ার পর একটা ধুর্ত রাজনৈতিক দূরঅভিসন্ধি এর সাথে জরিত হয়ে যায়।
দেশের টিকাদান কার্যক্রকম প্রশ্নবিদ্ধ করে বানচাল করতে
প্রথমে তিন টিকার গুজব ছড়িয়ে তোলপার
এবং পরবর্তীতে কতৃপক্ষ তাকে হাসপাতালে নিয়ে তিনটি টিকা আদৌও দেয়া হয়েছে কি না পরীক্ষা করতে নিয়ে গেলে সবাই মিলে এরা গুম করার গুজব ছড়িয়ে দেন।
অর্থাৎ সে এবং তার পরিবার ও সেই ছাগুচক্র ও সোসাল মিডিয়ায় তাদের শক্তিশালি নেটওয়ার্ক সেই আলোচিত ইসলামি বক্তা ত্বহার স্টাইলে গুম হওয়ার গুজব ছড়িয়ে রাষ্ট্রের বিরুদ্ধে মিথ্যাচার করার ষড়যন্ত্রে মেতে উঠে।
দেশের লিডিং নিউজপেপারগুলো সব জানার পরও বলছিল বাসা থেকে ধরে মাইক্রবাসে উঠিয়ে নেয়ার পর নিখোজ। লোকটি হাসপাতালে নিরাপদ আছে জানার পরও মিডিয়া ৮ ঘন্টা পর্যন্ত আবল তাবল নিউজ দিয়ে সোশাল মিডিয়াকে বিভ্রান্ত করছিল ইচ্ছাকৃত ভাবে।
১২| ৩১ শে জুলাই, ২০২১ দুপুর ১২:৫৯
নতুন বলেছেন: বারবোসা বলেছেন: প্রিয় হাসান কালবৈশাখী ভাই,আপনি আপনার পোস্টে নিরপেক্ষতা বজায় না রেখে শুধু দাড়িওয়ালাদের প্রতি নিজের ক্ষোভই ব্যক্ত করেছেন,দাড়ি নিয়ে রেসিজম,যাই হোক,আমার পরিচিত একজনকেই দুটি টিকা দেয়া হয়েছে,
ব্লগার বারবোসা এর পরিচিত একজনকে ও ২টা দিওয়া হয়েছে!!
তাহলে উনিও মিথ্যা বলছেন?
৩১ শে জুলাই, ২০২১ রাত ১১:০৩
হাসান কালবৈশাখী বলেছেন:
"আমার পরিচিত একজনকে দুটি টিকা দেয়া হয়েছে"
এই কথাটি ফেবুতে অন্তত ১০-১২ জাগায় দেখেছি, খুজলে আরো পাওয়া যাবে। ঘটনাটা কি?
মাল্টিভ্যাক্সিন ভিক্টিম কি ১০-১২জন?
নাকি একই ভিক্টিমের পরিচিত ১০-১২জন? ('বারবোসা' সহ )
বারবোসা সাহেব অবস্য খুবই ধার্মিক মানুষ মিথ্যা বলার কথা না, হয়তো ঘটনা সত্য হতেও পারে।
কোন প্রচলিত গণমাধ্যমে অবস্য আলোচিত খবরটি আসে নি, তাই না জেনে কোন মন্তব্য করতে পারছিনা।
০১ লা আগস্ট, ২০২১ রাত ১২:৪২
হাসান কালবৈশাখী বলেছেন:
আমি দেশের বাহিরে থাকলেও প্রতি বছর ডিসেম্বরের মাঝামাঝি ১ মাসের জন্য দেশে আসি। দেশের খবরটবর রাখি।
এই বিতর্ক উঠার পর আমার আত্নিয় স্বজন বন্ধুবান্ধব যারা টিকা নিয়েছেন তাদের সাথে কথা বলেছি। যা জানলাম।
যত বিশৃক্ষলাই থাকুক জাতীয় পরিচয়পত্র নম্বর বাদে টিকা পাওয়া অসম্ভব।
একই নাম্বারে একাধিক টিকা পাওয়াও অসম্ভব।
টেক্টস মেসেজ আসার পর সেই তারিখে লাইনে দাড়াতে হয়।
১. প্রথমে টিকার জন্য এসএমএস দেখে রেজিস্ট্রেশন চেক করা।
২. জাতীয় পরিচয়পত্র নম্বর দিয়ে কম্পিউটারে এন্ট্রি করা
৩. টিকার কার্ডে নামধাম টিকারদান তারিখ সময় ইত্যাদি তথ্য লিখে দিয়ে সিল দিয়ে কার্ডের একটি অংশ রেখে দেয়া
৪. এরপর টিকা দেওয়ার জন্য নাম ধরে ডাক দেয়া।
৫. এরপর সেই কার্ডের বাকি অংশ নিয়ে টেবিলের সামনে বসা, টিকা দেয়া। টিকার যাগায় ছোট ব্যন্ডেজ দেয়া।
৬. এরপর টিকা দেয়া শেষ হলে সেই টেবিলেই কার্ডের সিলের যাগায় সাক্ষর করে ডেট দিয়ে পরবর্তি টিকা কবে দিতে হবে লিখে দেয়া হয়।
আর লোকটি দাবী করছিল।
"আমি যখন টিকা কেন্দ্রে ঢুকলাম তখন আমাকে একজন বলল ডান সাইডের কর্নারে যেতে। ওইখানে যখন টিকা দেওয়া শেষ হলো।
এরপর জিজ্ঞেস করলাম, কোথায় যাব? উনি বলল, সামনের দিকে। সামনে আসলাম, ওইখানেও একটা টিকা দিল।
এরপর ওনাকে জিজ্ঞাস করলাম কোথায় যাব উনিও বলল সামনের দিকে যেতে।
সামনে আসলাম আর কিছু জিজ্ঞেস করে নাই। আরেকটা টিকা দিয়ে দিছে। মোট তিনবার টিকা দিয়েছে।
আর কিছু বলার আছে?
আসলে একটি অপদার্থ লোকের জন্য লিখে আমাদের টাইম নষ্ট।
অবস্য কুচক্রিদের উদ্দেস্য আংশিক সফল হয়েছে।
সবটা সফল হলে হতো দক্ষীন আফিকা বা তিউনিশিয়ার মত দাংগা বাধানো।
১৩| ৩১ শে জুলাই, ২০২১ দুপুর ২:১০
বারবোসা বলেছেন:
হাসান কালবৈশাখী ভাই
শুরুতে যখন মিডিয়া বলল তিন টিকা,সেটা আপনি বিশ্বাস করেন ইয়োলো জার্নালিজম হিসেবে,
কিন্তু এখন মিডিয়া যখন সব মিটমাট করে দিলো,তখন সেই ইয়োলো ট্যাগিং কি বুড়িগঙ্গার পানি দিয়ে ধোয়া হলো?
৩১ শে জুলাই, ২০২১ রাত ১১:৩৯
হাসান কালবৈশাখী বলেছেন:
আবারো উলটা বুঝলেন মিয়া। মিডিয়া নিজে কিছুই বলে নি।
লম্বা পাঞ্জাবী পরা লোকটি একটি ভিডিওতে দাবি করছিল ৩ টিকা নেয়ার কথা।
বিএসএমএমইউ কতৃপক্ষ তার কথার সত্যতা যাচাইয়ের উদ্দেশ্যে তাকে হাসপাতালে নিয়ে বিভিন্নভাবে পরিক্ষা নিরিক্ষা করে তার দেহে শুধু ১ টিকার চিহ্নই পাওয়া যায় বলে জানায়।
এরপর মিডিয়া বিএসএমএমইউ কতৃপক্ষের ও লোকটির পিতার বক্তব্য প্রচার করে সব খোলাসা করে।
মিডিয়া নিজের বক্তব্য কিছুই বলে নি।
আপনি নিজেও চেষ্টা করে প্রমান করতে পারেন।
এখন সর্বত্র টিকার সংকট, লাইনে দাঁড়ানো লোকগুলো টিকার জন্য উম্মাদ ঠ্যালাঠেলি, আপনিও লাইনে দাঁড়িয়ে যান।
দেখেন বিশৃক্ষলার ভেতরে কাগজে বা বিনা কাগজে ভুলে ২-৩টা টিকা পেয়েও যেতে পারেন।
১৪| ৩১ শে জুলাই, ২০২১ বিকাল ৩:৪৮
রাজীব নুর বলেছেন: লেখক বলেছেন:
আসসামামুআলাইকুম! কেমন আছেন?
১ মাসের জেল সরি জেনারেল খেটে ভাল হয়ে একজন ইতিবাচক ভদ্র হয়ে গেছেন। জেনে ভাল লাগলো।
জনাব, আমি আজন্ম ভদ্র। আমি ভালো আছি।
৩১ শে জুলাই, ২০২১ রাত ১১:৪৬
হাসান কালবৈশাখী বলেছেন:
আরে কি যে বলেন!
আই লাভ ইউ ম্যান! আমি শুরু থেকেই আপনাকে লাইক করি। আপনি আমাদের পক্ষের লোক। আপনি আমাদের লোক।
১৫| ০১ লা আগস্ট, ২০২১ রাত ১২:২০
বারবোসা বলেছেন:
হাসান কালবৈশাখী ভাই
কুষ্টিয়ায় একজন ব্যক্তিকে একইদিনে দুটি টিকা দেয়া হয়েছে এই খবর প্রকাশিত হয়েছে মূলধারার পত্রিকা প্রথম আলোতে
আর আমার বাসা কুষ্টিয়ায় না। তো আমার জানামতে মাল্টিভ্যাক্সিন ভিক্টিম দুইজন।এনাদের নিয়ে আলোচনায় আপনার মর্জি হোক।
আমার পরিচিতজনের ঘটনা সংগত কারণেই বলতে পারছি না।এই নাদান ধার্মিক মানুষটারে কোনদিন কি করেন বলা যায় না।আপনাদের মতি গতি বোঝা বড়ই দায়।
০১ লা আগস্ট, ২০২১ রাত ১:০২
হাসান কালবৈশাখী বলেছেন:
কুষ্টিয়ায় একজন ব্যক্তিকে একইদিনে দুটি টিকার খবর দিয়েছিল 'প্রথম আলো' নামের একটি ভুয়া সাইট। অরজিনাল সাইটে নেই।
থাক ভাই, আপনার পরিচিত ধার্মিক ভাইয়ের ২টিকা ঘটনাটি এখানে না বলাই ভাল।
ধার্মিক মানুষ কখনো মিথ্যা বলেনা, এই নাদান বেচারা যদি গুম হয়ে যায় আমি নিজেই বিপদের পড়ে যাব। দেশে মাঝে মাঝে আসতাম সেটাও বন্ধ হয়ে যাবে।
১৬| ০১ লা আগস্ট, ২০২১ রাত ১:২২
বারবোসা বলেছেন:
হাসান কালবৈশাখী
আজকাল http বাদে https শুরুতে রেখেও যে ভুয়া সাইট চলছে এটা যেনে কৃথার্থ হলাম।
০১ লা আগস্ট, ২০২১ ভোর ৬:০২
হাসান কালবৈশাখী বলেছেন:
আপনার দেয়া লিঙ্কে 'প্রথম আলো'র অরজিনাল সাইটে খবরটি নেই।
বর্তমানে 'প্রথম আলো'র ভুয়া সাইটেও খবরটি নেই। আপনার কাছে থাকলে একটা স্ক্রিনশট দেন।
আপনি অযথা এসব ভুয়া মুয়ার পিছে লেগে আছেন, কোন লাভ নেই।
এদেশে আফ্রিকা বা তিউনিশিয়ার মত 'কোভিড দাংগা' লাগানোর চেষ্টা করাটা বৃথা।
দেখুন লাখো মানুষ রাস্তায় ফেরিঘাটে সবাই মরিয়া হয়ে কাজের জন্য ছুটছে,
সরকারি বাধা, পুলিশ আর্মি কিছুই মানছে না। কাজে যেতে চায়, ব্যাপক বিপর্যয়ের পরও দেশে এখনো কাজের ক্ষেত্র বহাল আছে। সেতু প্রায় সমাপ্ত, মেট্রোরেল চালু হলেও জানজট কমবে কাজ আরো বাড়বে। মানুষ কাজ করে খেতে চায়।
এরা হরতাল দাংগা চোঙ্গা অনেক আগেই পরিত্যাগ করেছে। হাজার গুজব ছড়িয়েও রাস্তার এই লাখো কর্মমুখর জনগোষ্ঠিকে দিয়ে সরকারের গদিতে আগুন লাগাতে পারবেন না।
১৭| ০১ লা আগস্ট, ২০২১ ভোর ৬:২৫
বারবোসা বলেছেন: সহমত ভাই
০১ লা আগস্ট, ২০২১ রাত ৯:১২
হাসান কালবৈশাখী বলেছেন:
ধন্যবাদ ভাই। ভাল থাকবেন।
©somewhere in net ltd.
১| ৩০ শে জুলাই, ২০২১ দুপুর ১২:১৫
সেলিম আনোয়ার বলেছেন: এহেন মিথ্যার জন্য কঠোর শাস্তি হওয়া উচিৎ। এরা ধর্মকে নবীর সুন্নতকে কলুষিত করছে হেয় করছে। ধর্মীয় লেবাসকে অপমানিত করছে। জুতো পেটা করা উচিৎ।।যদি ঘটনা সত্য হয়ে থাকে। প্রতারক প্রতারকই। প্রতারণা মামলা আটক করে মাথা ন্যাড়া করে মাথায় ঘুল ঢেলে সারা শহরে ঘুরানো উচিৎ।