নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

চলছে চলবে

হাসান কালবৈশাখী

আমি দুর্বার, আমি ভেঙ্গে করি সব চুরমার। আমি কালবৈশাখীর ঝড়! আমার ফেসবুকইডি www.facebook.com/norwstorm

হাসান কালবৈশাখী › বিস্তারিত পোস্টঃ

বর্তমান তালেবান চিফ কে?

১৬ ই আগস্ট, ২০২১ ভোর ৫:১৫




কাবুল দখল। তালেবানের নিয়ন্ত্রণে আফগানিস্তান।
একটা দিন পার হয়ে গেল এরপরও নেতার কোন কথাবার্তা শোনা যাচ্ছে না, সিএনএন ও আলজাজিরার ২ মহিলা সাংবাদিক কয়েক ঘন্টা আগেও দেখলাম, আছে।
কিন্তু আজ বিবিসি আলজাজিরা টিভি বা সাইটে খোজাখুজি তালেবানের বর্তমান প্রধানের কোন বক্তব্য বা অন্তত নামটি পর্যন্ত খুজে হয়ারান হয়েছি। দেশী পত্রিকাগুলোতেও খুজলাম। নেই।
যারা তালেবানি উত্থানে লাফাচ্ছে জিজ্ঞেস করলে, মোল্লাওমর বাদে কারো নাম বলতে পারে না।
মোল্লা ওমর বহু আগেই বিগত, বা দৃশ্বপটের বাইরে বহুদিন জাবৎ।

এখন বর্তমান তালেবান চিফ কে?
তালেবানের ৩ প্রধান নেতার নাম কেউ জানে? নাকি এমনেতেই লাফাচ্ছে।
কোন দেশী বিদেশী মিডিয়ায় এখনো কোন নাম বা কিছু দেখা যাচ্ছে নাক।


আপডেট
১৮ ই আগস্ট, ২০২১

তালেবান দখলের ৪ দিন পার হয়ে গেল, এখনো জানা যাচ্ছে না সরকার প্রধান কে।
৪ দিন পর একটি সংবাদ সম্মেলন, নেতা অচেনা, জাবিউল্লাহ মুজাহিদ।
বিবিসি ও আলজাজিরায় নাম দেয়া ৬ প্রধান নেতার ভেতর ওনার নাম খুজে পাওয়া যায় নি।


বিবিসির দেয়া নেতা তালিকা।


আজ সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নেরও উত্তর একজন অনুবাদকের মাধ্যমে দিয়েছেন মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ।

সরকার গঠনের লক্ষ্যে তালেবান আলোচনার মাধ্যমে সক্রিয়ভাবে কাজ চলছে।
“সব পক্ষ, সব গোষ্ঠী, সবার অন্তর্ভুক্তি আমরা নিশ্চিত করব,
কাজ সম্পূর্ণ হলে আমরা সরকার গঠন করে এরপর ঘোষণা করব,”

কর্মক্ষেত্রে নারীদের অধিকার কী হবে, সে বিষয়ে জানতে চাইলে জাবিউল্লাহ বিষয়টি এড়িয়ে যান।
তিনি বারবারই বলার চেষ্টা করেছেন ইসলামিক আইনের আওতায় থেকে নারীরা কাজ করতে পারবেন।
তবে সেটা ‘সরকারের গঠনের পর সিদ্ধান্ত নেওয়া হবে কোন আইনে দেশ চলবে।
ওনি বার বার উল্লেখ করে বলেন - একটা জিনিস বলতে চাই, আমরা সরকারের গঠনের জন্য গভীরভাবে কাজ করে যাচ্ছি। কাজ শেষ হলে সব ঘোষণা করা হবে।

মন্তব্য ২৪ টি রেটিং +০/-০

মন্তব্য (২৪) মন্তব্য লিখুন

১| ১৬ ই আগস্ট, ২০২১ ভোর ৫:২৯

চাঁদগাজী বলেছেন:



হাইবাতুল্লাহ আখুনজাদা।

১৬ ই আগস্ট, ২০২১ সকাল ৮:৩৫

হাসান কালবৈশাখী বলেছেন:
গুগল ফুগল দেখে বললে তো আমিই পারতাম।

১৭ ই আগস্ট, ২০২১ সকাল ৯:৫৬

হাসান কালবৈশাখী বলেছেন:
আখুনজাদা হোক বা বারদার হোক।
আজ ৩ দিন হয়ে গেল এখনো কেউ সরকার গঠন করে নি, কোন নেতার কোন বক্তব্য নেই। জাতির উদ্দেস্যে কেউ ভাষন দেয় নি।
চীন রাশিয়া মনে হয় বৈঠকের পর বৈঠক করছে, কাকে বসাবে।

২| ১৬ ই আগস্ট, ২০২১ সকাল ৭:৪৯

বিজন রয় বলেছেন:
.
০১. মোল্লা আব্দুল ঘানি বারদারি
০২. সিরাজুদ্দিন হাকানি
০৩. মোল্লা ইয়াকুব।

সাসুমের পোস্ট থেকে পেলাম এই নামগুলো।

১৬ ই আগস্ট, ২০২১ সকাল ৯:২১

হাসান কালবৈশাখী বলেছেন:
গুগল সে রকমটাই বলছে।
তবে কয়েকটি ভিন্ন সুত্রে জানা যায়, তালেবান আন্দোলন প্রতিষ্ঠাতাদের অন্যতম হচ্ছেন মোল্লা আবদুল গনি বারাদার।
উনি সাবেক নেতা মোল্লা ওমরের সবচেয়ে ঘনিষ্ঠ ছিলেন।
দক্ষিণ আফগানিস্তানে অধিকাংশ তালেবান জঙ্গি কর্মকাণ্ডের অধিনায়ক এই মোল্লা গনি।
কাবুলে ক্ষমতার চেয়ারে উনিই বসছেন মনে হচ্ছে।

৩| ১৬ ই আগস্ট, ২০২১ সকাল ৮:০৯

সাসুম বলেছেন:

১৬ ই আগস্ট, ২০২১ সকাল ৯:০৩

হাসান কালবৈশাখী বলেছেন:
গুগল দেখে সবই বলা যায়।
তবে গুগল কখনো নির্ভরযোগ্য মাধ্যম না, বেশীরভাগ সোর্স যা বলে গুগল সেটাই দেখায়।
নেতার নাম, আদেশ, কথাবার্তা এগুলোতো এই সময়ে বহুল আলোচিত হওয়ার কথা।

আমি আজকের বিবিসি সিএনএন আলজাজিরা নিউইয়র্কটাইমস, প্রথমআলো ইত্তেফাক দেখে কোন নাম পেলাম না।

৪| ১৬ ই আগস্ট, ২০২১ সকাল ৯:০৭

সাসুম বলেছেন: আমি আজকের বিবিসি সিএনএন আলজাজিরা নিউইয়র্কটাইমস, প্রথমআলো ইত্তেফাক দেখে কোন নাম পেলাম না।

আব্দুল ঘানি বারদার এর নাম দুনিয়ার মোটামুটি সবাই জানে যারা তালেবান মুভমেন্ট ফলো করছে কারন উনি দোহাতে হেডঃ অফ তালেবান পলিটিক্স হিসেবে প্রতিটা নিউজে আসেন।

মোল্লা ওমরের পোলা- মোল্লা ইয়াকুব মিলিটারি লিডার।

আর তাদের আমীরুল মুমিনিন আখুন্দাজা আলোচনার আসে ২০১৬ তেই যখন মোল্লা ওমরের ছেলে নিজে তালেবান এর হেড না হয়ে আখুন্দাজা কে সাপোর্ট করে।

আর উপরের আমার দেয়া নিউজ এর ছবি- আল জাজিরা থেকে নেয়া।

১৬ ই আগস্ট, ২০২১ সকাল ৯:৩১

হাসান কালবৈশাখী বলেছেন:
হ্যা বারদারের নামটি পেয়ে, উপরে বিজন দাদাকে কমেন্ট করেছি।
ইত্তেফাকের অনলাইন ভার্ষানে এখন দেখলাম। সিএনএন ফক্স সরসরি দেখছি, কোন নেতার নাম বা ছবি দেখছি না।

আমি যা বলছিলাম - আজকের বিবিসি সিএনএন আলজাজিরা নিউইয়র্কটাইমস, প্রথমআলো ইত্তেফাক এর খবর দেখে দেখে কোন নাম পেলাম না।
যেটা এসময়ে বহুল আলোচিত হওয়ার কথা।

৫| ১৬ ই আগস্ট, ২০২১ সকাল ৯:২৫

জুন বলেছেন: বিভিন্ন পত্রিকায় লিখেছে আফগানিস্তান থেকে মার্কিনিদের শুন্য হাতে ফিরতে হয়েছে। তো তাদের কি নিয়ে ফেরার কথা ছিল! আর বর্তমান মার্কিন প্রেসিডেন্ট এর আভ্যন্তরীণ বা পররাষ্ট্র কোন নীতিতেই তেমন কোন কারিশমা দেখি না। এটা আমার ব্যাক্তিগত অবজার্ভেশন।
অবশ্য এই ব্যাপারে বেশি কিছু বলতে চাই না কারন এই মুহূর্তে কেউ এসে আমাকে নীচু সংকীর্ণ মানসিকতার অধিকারী বলে ভুষিত কর‍তে পারে।

১৬ ই আগস্ট, ২০২১ সকাল ১০:৫৫

হাসান কালবৈশাখী বলেছেন:
তবে মার্কিনিরা একদম শুন্য হাতে ফিরেনি।
জঙ্গি-সন্ত্রাসিদের মহাগুরু লাদেন ও আবুবকর বাগদাদির নাম মুছে ফেলেছে।
উচ্চ নজরদারি উচ্চ প্রযুক্তি ব্যাবহার করে আমেরিকা ও সভ্য দেশগুলো বর্তমানে প্রায় সম্পুর্ন নিরাপদ।

বিমান ছিনতাই ১০০% বন্ধ হয়েছে।
আইডি বার্থসার্টিফিকেট ও পাসপোর্ট তাৎক্ষনিক ভেরিফাই সম্ভব হওয়াতে জঙ্গি-সন্ত্রাসিদের বিমানে উঠা অসম্ভব হয়ে দাড়িয়েছে।
ট্রেনে বাসে বোমা হামলা, নাশকতা বর্তমানে প্রায় বন্ধ।
বড়ধরনের গাড়ীবোমা হামলা সব দেশেই বন্ধ হয়েছে,
ভেরিফায়েবল আইডি ফিঙ্গারপৃন্ট কারনে জঙ্গি-সন্ত্রাসিরা গাড়ি কিনতে বা গাড়ি ভাড়াও পাচ্ছেনা।
এখন জংলিরা কি আর করবে, অন্যের গাড়ী চুরি করে খালি গাড়ী নিয়ে রাস্তায় ফুটপাতে মানুষ চাপা দেয়।
বর্তমান উচ্চ টেকনলজিতে সেটাও বন্ধ হচ্ছে, ২০১০ মডেল পরবর্তি গাড়ীগুলো উচ্চপ্রযুক্তির। ডুব্লিকেট চাবি বানিয়ে বা ইগনিশানের তারজোড়া দিয়েও দিয়ে স্টার্ট করা যায় না, চাবি কেড়ে নিয়েও বেশীদুর যেতে পারে না, ৫ মিনিট পরই স্টপ।
এখন অবস্য একাই ছুরি নিয়ে কিছু একটা করার চেষ্টা করতে দেখা যায়।

বিদেশে আমেরিকান অভিযানে ও বিভিন্ন পদক্ষেপে মেইনল্যান্ড আমেরিকা বর্তমানে বহিরাগত জঙ্গি-সন্ত্রাসিদের হাত থেকে সম্পুর্ন নিরাপদ।

আমেরিকা ইচ্ছে করলে উচ্চশক্তি প্রয়গ করে তালেবান সম্পুর্ন নিচিহ্ন করতে পারতো।
কিন্তু তালেবান থাকে, হামাসের মতই নারী-শিশুদের চিপায়, একটা শয়তান মারতে গেলে ২৫টা নিরিহ মারা যায়। বোমা মারলে হাজারো নিরিহ মারা যায়।
সিরিয়াতে আইএস পতনের পর 'আবুবকর বাগদাদি"ও দেহরক্ষীরা একদল শিশুকিশোর দিয়ে মানব ঢাল তৈরি করে রাখতো।
প্রতিপক্ষের ধাওয়া খেয়ে নিশ্চিত ধরাপরার আগে আত্নঘাতি বিষ্ফোরন ঘটায়, এতে সেই শিশুগুলোও আহত-নিহত হয়েছিল।

মামুনুলরাও একই মোটিভে একদল শিশুকে মিছিলের সামনে, দাংগাকারি হিটার দলের সামনে রাখতো, পুলিশের সাথে ধাওয়া পালটা ধাওয়ায় সে সময় ২১ জন শিশু কিশোর ছাত্র পদদলিত/লাঠিপেটা/গুলিতে মারা গেছিল, অবিবেচকদের কারনে এদের মৃত্যুতে কারো কোন বিকার দেখা যায় নি।

আমেরিকা বোমা মারলে বহু নিরিহ মারা যায়।
তাই অনেক ব্যায়বহুল ড্রন মারফত উচ্চমুল্যের সিলেক্টিভ ছোট একুরেট মিসাইল ব্যাবহার করতে বাধ্য হচ্ছিল, এতে তেমন কাজ হচ্ছিল না।

আমেরিকা অলরেডি করদাতাদের ১ ট্রিলিয়ন ডলার কাছাকাছি খরচ করে ফেলেছে, বিতর্ক বাড়ছিল। অন্যান্ন বড় ধনী দেশের সহায়তা পাচ্ছিলনা, একা আর কত ব্যয় করবে? একা আর কতো গণহত্যার দায় নিবে?
তবে আমেরিকা খালি হাতে ফিরেনি।
লাদেন খতম বাগদাদি খতম। আর সার্বিক পদক্ষেপে আমেরিকাও বহিরাগত হামলা থেকে ১০০% নিরাপদ। এটাইতো বড় প্রাপ্তি।
আর কেন জঙ্গলে অকারন গুতোগুতি।

৬| ১৬ ই আগস্ট, ২০২১ সকাল ৯:৩৫

সাসুম বলেছেন:
আমি যা বলছিলাম - আজকের বিবিসি সিএনএন আলজাজিরা নিউইয়র্কটাইমস, প্রথমআলো ইত্তেফাক এর খবর দেখে দেখে কোন নাম পেলাম না।
যেটা এসময়ে বহুল আলোচিত হওয়ার কথা।


Key leaders of Taleban

Photo: From AL Zazeera

১৬ ই আগস্ট, ২০২১ সকাল ১১:০২

হাসান কালবৈশাখী বলেছেন:
আপনি আবারো ভুল বুঝছেন।
আমি যা বলছিলাম -
আজকের অন এয়ার (নট ওয়েবসাইট) বিবিসি সিএনএন আলজাজিরা নিউইয়র্কটাইমস, প্রথমআলো ইত্তেফাক এর খবর দেখে দেখে কোন নেতার নাম, ছবি বা বক্তব্য বা নেতার নাম আলোচিত হচ্ছে এমনটা পেলাম না।
যেটা এসময়ে বহুল আলোচিত হওয়ার কথা।

দিনের হট নিউজ গুগল বা ওয়েবসাইট গুতোগুতি করে খুজতে হবে কেন?

৭| ১৬ ই আগস্ট, ২০২১ সকাল ১০:৩৮

বিটপি বলেছেন: তালেবানের নেপথ্য ও আসল চীফ হল শি জিন পিং আর ভ্লাদিমির পুতিন। এটা জানতে পেরেই বাইডেন আর ঘানি সমানে ভেগেছে।

৮| ১৬ ই আগস্ট, ২০২১ সকাল ১১:১২

সাসুম বলেছেন: আপনি আপনার পোস্টে ক্লিয়ার করে বলেছেন- নিউজ বা সাইটে খোজাখুজি করে খুজে পাচ্ছেন না।

আমি ভয়েস অফ আমেরিকা সাইটে, আল জাজিরাতে তালেবান এর দের নেতার নাম আর নিউজ ১২ আগস্ট থেকে রেগুলার দেখে আসছি।। ইভেন এখনো আল জাজিরার আফগান নিউজ সেকশানে ১ম পাতায় আছে এই নিউজ।

সেই জন্যোই আপ্নারে খুজে দিলাম- কারন আপনি ওয়েবসাইট থেকে খুজে পাচ্ছেন না।

আর বাকি পত্রিকার নিউজের কথা আমি জানিনা, কারন আমি আগে সকালে দুনিয়ার সব পেপার পড়ি এরপর বেলা গড়ালে ১২ টার পর পু আলো খুজে দেখি। সো, পু আলো আমার কাছে ভেলু নাই।

আর আজকের নিউজে এখনো কেন এই নেতাদের নিউজ দেয় নাই সেটা তো আর আমি জানিনা, তবে যখন দিছে তখন হয়ত আপ্নে টিভির সাম্নে ছিলেন না কিংবা তারা যখন এই নিউজের কাটতি মনে করবে তখন নিউজ করবে।

আমি শুধু ওয়েব সাইট এর কথা বলেছি এবং সেটাই বুঝাতে চেয়েছি।

১৬ ই আগস্ট, ২০২১ সকাল ১১:৩৯

হাসান কালবৈশাখী বলেছেন:
ওকে নো প্রবলেম।

যাক। আপনার পোষ্ট পড়লাম, সাহস করে অনেক ভাল লিখেছেন।
কমেন্টেও বেশ ভাল আলোচনা দেখলাম। বিস্তারিত আলোচনায় অনেক প্রশ্ন উঠে এসেছে। আমারো কিছু বলার ছিল।
কিন্তু কাল সোমবার, সপ্তাহ শুরু, প্রচুর কাজ জমে আছে, সকালে উঠেই দৌড়াতে হবে।
ধন্যবাদ।

৯| ১৬ ই আগস্ট, ২০২১ সকাল ১১:৪১

সাজিদ! বলেছেন: পাকিস্তান।

১৬ ই আগস্ট, ২০২১ সকাল ১১:৫৯

হাসান কালবৈশাখী বলেছেন:
তালেবানদের অস্ত্র সর্বরাহকারি হচ্ছে পাকিস্তান।

অস্ত্র কেনার টাকা?
আর তালেবানদের টাকার কোন অভাব নেই, ৩ গুন ৫ গুন বেশী দামে সর্বাধুনিক অস্ত্র কিনে গেছে তালেবান।
অস্ত্র গোলাবারুদ বেচাকেনা করে ৩ গুন ৫ গুন লাভবান হচ্ছে পাকিস্তান।
সীমান্ত এলাকায় বিপুল নিরাপদ আফিম চাষ ও বাজারজাত হচ্ছে ভায়া পাকিস্তান।
কুয়েত শ সব মধ্যপ্রাচ্যের দেশইগুলো অকাতরে টাকা দিচ্ছিল তালেবানদের। সরকার দিচ্ছে না, ধনী শেখরা দিচ্ছে।
আর সবচেয়ে বেশী অর্থ আসছে আমেরিকা কানাডা ইউকে ইয়োরোপের হাজার হাজার মসজিদে রহিঙ্গাদের নামে আফ্রিকার অভুক্তদের নামে, আফ্রিকায় সুদানে মসজিদ তৈরির নামে অকাতরে টাকা উঠায়। নিউইয়র্কে এক মসজিদে এক শুক্রবারেই মিলিয়ন ডলারের উপর চাঁদা উঠতে আমি নিজের চোখে দেখেছি।
অবাক হওয়ার কিছু নেই আমাদের মত গবিব দেশেই মামুনুল-বাবুনগরীদের বিভিন্ন একাউন্টে হাজারো কোটি কোটি টাকা,
বাট্টু মাওলানারও কম ছিলনা, হেলিকপ্টারে চড়ে।

১০| ১৬ ই আগস্ট, ২০২১ দুপুর ১:০২

জুন বলেছেন: আমেরিকা তো অনেক কিছুই পেল দেখলাম আমার মন্তব্যের উত্তরে। খুবই ভালো কথা কিন্ত সাধারণ আফগান জনগনের জন্য তারা কি রেখে আসলো? মাটি আর পাথরের স্তুপে মিশে যাওয়া সকল সভ্যতার এক দেশ যার এক সময় নাম ছিল আফগানিস্তান!!

১৬ ই আগস্ট, ২০২১ দুপুর ২:০৯

হাসান কালবৈশাখী বলেছেন:
সাধারণ আফগান জনগনের জন্য তারা কি রেখে আসলো?
সেটাই বড় প্রশ্ন।

১১| ১৬ ই আগস্ট, ২০২১ বিকাল ৪:৫২

শেরজা তপন বলেছেন: গনি সাহেব নাকি মোল্লা ওমরের মেয়ের জামাই।

১৭ ই আগস্ট, ২০২১ সকাল ১১:১১

হাসান কালবৈশাখী বলেছেন:

বারদার গনি মোল্লা ওমরের মেয়ের জামাই। মোল্লা ইয়াকুব মোল্লা ওমরের ছেলে,(সেকেন্ড কমান্ডেন্ট)
আজ ৩ দিন হয়ে গেল আখুনজাদা বা বারদার কেউ এখনো কোন বক্তব্য দেয় নি, কেউ সরকার গঠন করে নি, কোন নেতার কোন বক্তব্য নেই। জাতির উদ্দেস্যে কেউ ভাষন দেয় নি।
চীন রাশিয়া মনে হয় বৈঠকের পর বৈঠক করছে, কাকে বসাবে।
তার অর্থ আমার সন্দেহ সঠিক, আমার পোষ্টে প্রশ্নও সঠিক।

১২| ১৭ ই আগস্ট, ২০২১ রাত ১২:২৫

রাজীব নুর বলেছেন: বর্তমান তালেবান চিফ কে?

আমি।

১৮ ই আগস্ট, ২০২১ রাত ২:৫৬

হাসান কালবৈশাখী বলেছেন:

কৈ? টিভিতে তো দেখলাম না।

তালেবান দখলের ৪ দিন পার হয়ে গেল, এখনো জানা যাচ্ছে না সরকার প্রধান কে।
৪ দিন পর একটি সংবাদ সম্মেলন, নেতা অচেনা, জাবিউল্লাহ মুজাহিদ।
বিবিসি ও আলজাজিরায় নাম দেয়া ৬ প্রধান নেতার ভেতর ওনার নাম খুজে পাওয়া যায় নি।
আজ সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নেরও উত্তর একজন অনুবাদকের মাধ্যমে দিয়েছেন মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ।

সরকার গঠনের লক্ষ্যে তালেবানরা আলোচনার মাধ্যমে সক্রিয়ভাবে কাজ চলছে।
“সব পক্ষ, সব গোষ্ঠী, সবার অন্তর্ভুক্তি আমরা নিশ্চিত করা হবে,
কাজ সম্পূর্ণ হলে আমরা সরকার গঠন করে এরপর সবকিছু ঘোষণা করব,”

কর্মক্ষেত্রে নারীদের অধিকার কী হবে, সে বিষয়ে জানতে চাইলে জাবিউল্লাহ বার বার বিষয়টি এড়িয়ে যান।
বলেন সব হবে তবে সেটা ‘সরকারের গঠনের পর সিদ্ধান্ত নেওয়া হবে কোন আইনে দেশ চলবে।
উনি বার বার উল্লেখ করে বলেন - একটা জিনিস বলতে চাই, আমরা সরকারের গঠনের জন্য গভীরভাবে কাজ করে যাচ্ছি। কাজ শেষ হলে সব ঘোষণা করা হবে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.