নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

চলছে চলবে

হাসান কালবৈশাখী

আমি দুর্বার, আমি ভেঙ্গে করি সব চুরমার। আমি কালবৈশাখীর ঝড়! আমার ফেসবুকইডি www.facebook.com/norwstorm

হাসান কালবৈশাখী › বিস্তারিত পোস্টঃ

\'সামিট ফর ডেমোক্র্যাসি\' আহামরি কোন জিনিষ নহে।

০৫ ই ডিসেম্বর, ২০২১ সকাল ১১:৩৫

এটা যাষ্ট একটা জুম মিটিং।
যার যার দেশ থেকে ভার্চুয়ালি যোগ দিবেন ভিডিও কলে।
'সামিট ফর ডেমোক্র্যাসি' আহামরি কোন জিনিষ নহে।
গণতন্ত্রের বাবা আমেরিকার পররাষ্ট্র দফতর সমর্থিত একটি এনজিওর ফর্মাল ভার্চুয়াল সম্মেলন বা মিটিং, ফালতু মিটিং বলা যায়।
আমেরিকার জিওপলিটিক্স স্বার্থের সম্মেলন। মুলত মার্কিন সামাজ্যবাদি হস্তক্ষেপ তথা গণতন্ত্র হত্যা করতে তথ্য সংগ্রহ করা আরকি।
বিভিন্ন দেশের গণতন্ত্রের তথ্য সংগ্রহ, শিক্ষা ও আমেরিকান ইন্সটিটিউট গুলোর প্রশিক্ষন এর প্রধান উদ্দেশ্য। এবারই প্রথম এই সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে, এর প্রাথমিক পর্বে পৃথিবীর অর্ধেক দেশের উপস্থিতি নেই, ইসরাইল মিশর সহ মধ্যপ্রাচ্যের দেশগুলো নেই। চীন রাশিয়া সৌদিআরব তুরষ্ক থাইল্যান্ড ভিয়েতনাম সিঙ্গাপুর বাংলাদেশ সহ পৃথিবীর অর্ধেক সংখক দেশকে আমন্ত্রণ জানানো হয়নি।




আমন্ত্রন আবার কি? কাউকে তো আমেরিকা ডাকেনি, কাউকে যেতেও হবে না।
এটা যাষ্ট একটা জুম মিটিং যার যার দেশ থেকে ভার্চুয়ালি যোগ দিবেন ভিডিও কলে।
সম্মেলনটি আমেরিকায় হচ্ছে না যার যার দেশ থেকে ভার্চুয়ালি ভিডিও কলে কথা বলবে। সরকার প্রধানগন সবাই থাকবেন না, সেক্রেটারি বা প্রতিনিধী কেউ একজন থাকবেন।
প্রেসিডেন্ট বাইডেন শেষ দিন একটা ভার্চুয়ালি ভিডিও বক্তব্য দিবেন। ব্যাস সামিট শেষ। এসব ফালতু জিনিষ নিয়ে লাফালাফির কি আছে? বাংলাদেশের কিছু বিরোধী নেতা আর কিছু কুবুদ্ধিজীবি বাদে কেউ লাফাচ্ছে না।

মন্তব্য ১১ টি রেটিং +০/-০

মন্তব্য (১১) মন্তব্য লিখুন

১| ০৫ ই ডিসেম্বর, ২০২১ দুপুর ২:০৮

সাজিদ! বলেছেন: জন্মদাতা দেশ আর অন্নদাতা দেশ দুইটা আলাদা টার্ম আছে। আপনি দেখি আপনার অন্নদাতা দেশকে পারলে জবাই করেন B-) । আমেরিকাতে এখনও গনতন্ত্র আছে দেখে ক্যাপিটালে গুন্ডামি করেও বাইডেনের প্রেসিডেন্ট হওয়া থামাতে পারে নাই। দেশ দুইভাগ হোক, দশভাগ হোক, আইনের শাসন - রাষ্ট্রযন্ত্র নিজের নিয়মেই চলছে। ছোট বড় প্রতিটা ইলেকশনে ভোট জালিয়াতি হয় নাই। রাতের ভোটে কেউ রানীও হয় নাই। এইটাই বা কম কি? আর অবশ্যই এই যুগে গনতন্ত্রে নতুনত্ব কিছুটা হলেও আবশ্যক, তবে সেটা কোনভাবেই মাথায় বন্দুক ঠেকিয়ে নয়। হাসান ভাই, আমেরিকান স্টাইলে গনতন্ত্র যে বিশুদ্ধ আমি তা বলছি না কিন্তু তাকে ছোট করতে গিয়ে বাংলাদেশের গনতন্ত্রের সাথে তুলনা দেওয়া ডাহা বোকামী। আর এই বোকামীটা আপনি সেখানে বসে করলেও কেউ কিছু বলার নেই, কি অদ্ভুত সুন্দর না?

০৫ ই ডিসেম্বর, ২০২১ বিকাল ৩:২০

হাসান কালবৈশাখী বলেছেন:
আমেরিকান স্টাইল গনতন্ত্রের সাথে বাংলাদেশের গনতন্ত্রের সাথে তুলনা দেওয়ার কোন চেষ্টাই করি নি। কোথায় করলাম?
ওদের গণতন্ত্র সমস্যা না, সমস্যা ফরেন পলিসি
আমি বলতে চেয়েছি বাংলাদেশী কুবুদ্ধিজীবিরা দিনের পর দিন প্রথম আলোতে এই ফালতু জুম মিটিং নিয়ে বাংলাদেশ বিরোধী নিবন্ধ লিখে যাচ্ছে।

২| ০৫ ই ডিসেম্বর, ২০২১ দুপুর ২:১৩

সাজিদ! বলেছেন: একবার আপনিই লিখেছিলেন কোভিডের মাঝে বাংলাদেশী মুসলমানরা আমেরিকান মসজিদে মোনাজাতে আমেরিকার পতন চেয়েছে আর আফগানিস্তানে তালিবানের ক্ষমতা দখলে সন্তুষ্ট হয়েছে। ওই ক্যাটাগরিতে আপনিও পড়েন। তফাতটা ডান আর দিকবেদিহীন আরকি! দুটাই উগ্র।

০৫ ই ডিসেম্বর, ২০২১ বিকাল ৩:২৯

হাসান কালবৈশাখী বলেছেন:
যেসব বুদ্ধিজীবি বলে ফেয়ার ইলেক্সন হলে পালানোর পথও পাবে না। যারা বলে আল জাজিরাকে, "এবার আর এসব ভুল করবেনা অপজিশন। হাসিনাকে টুকরো টুকরো করা হবে! আসিফনজরুলও বলেছে - "ফেয়ার ইলেকশন হলে পালানোর পথও পাবে না কাবুল এয়ারপোর্টের মত বিমানে ঝুলে ঝুলে পালাবে।
এদের কাছে ফেয়ার ইলেকশান মানে ১৫ই আগষ্টের মত পরিস্থিতি।
এরা গণতন্ত্র বা ঘনতন্ত্র দিয়ে করবেটা কি? তালেবানতন্ত্র?

৩| ০৫ ই ডিসেম্বর, ২০২১ দুপুর ২:৪৪

ঠাকুরমাহমুদ বলেছেন:




অনেক দিনের পুরোনো কথা। বাঙালী কাঁঠাল কিলিয়ে পাকায় অথবা শিক দিয়ে। যে কোনো বিষয় এনে সামনে রেখে দিন লেবু চিপে তিতা না করা পর্যন্ত আর ছাড় নেই।

০৬ ই ডিসেম্বর, ২০২১ দুপুর ১:১৬

হাসান কালবৈশাখী বলেছেন:
বাইডেনের গণতন্ত্র সম্মেলনে বাংলাদেশ নেই কেন?
এরচেয়ে বলা ভালো বাংলাদেশ থাকবে কেন? থাকতে হবে কেন?
৭১এর মুক্তিযুদ্ধের বিরোধী শক্তিকে মদদ দিয়েছিলো অস্ত্রসস্ত্র দিয়েছিল এই আম্রিকা।
ঐ দেশেরই এক চিকা কূটনীতিবিদ এদেশকে তলাবিহীন ঝুড়ি বলেছিলো।
এই কিছুদিন আগে আরেক ইদুর কূটনীতিবিদ পদ্মাসেতুর তলা ফুটো করে দিয়ে দিয়েছিল।
আম্রিকা যেখানে হাত দিছে কোন দেশটা ভাল আছে বলতে পারেন?

বাঙালী কাঁঠাল কিলিয়ে পাকায় অথবা শিক দিয়ে। আমাদের কিছু বুদ্ধিজীবি এই কাহিনী নিয়ে প্রথম আলোতে ৫-৬ টা নিবন্ধ লিখে যাচ্ছে। আরো লিখছে।
অতচ সামান্য একটা জুম মিটিং
বিভিন্ন দেশের গণতন্ত্রের তথ্য সংগ্রহ, শিক্ষা ও আমেরিকান ইন্সটিটিউট গুলোর প্রশিক্ষন এর প্রধান উদ্দেশ্য। এবারই প্রথম এই সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে, এর প্রাথমিক পর্বে পৃথিবীর অর্ধেক দেশের উপস্থিতি নেই, মুলত টেকনিকেল কারনে, জুম স্ক্রিনে এত মাথা, হিবিজিবি লেগে যাবে, যায়গা দিতে পারবেনা, দিলেও চেনা যাবে না। বা ভিন্ন কারনে। গণতন্ত্র কারন না। বাংলাদেশের চেয়ে অনেক নীচের ধাপের দুর্বল গণতন্ত্র পাকিস্তান উগান্ডা, বুরুন্ডি ইত্যাদি আফিকান দেশ স্থান পেয়েছে।

৪| ০৫ ই ডিসেম্বর, ২০২১ বিকাল ৫:২৩

চাঁদগাজী বলেছেন:



বাংলাদেশে গণতন্ত্র নিয়ে লিখলে কে পড়বে? ব্লগে লিখে দেখেন, শুন্য ( ০ ) মন্তব্য ও ২০টি ক্লিক পাবেন।

০৬ ই ডিসেম্বর, ২০২১ দুপুর ১:১৮

হাসান কালবৈশাখী বলেছেন:
গণতন্ত্র নিয়ে লিখি নি। কিলিয়ে কাঁঠাল পাকানো নিয়ে লিখলাম।

৫| ০৫ ই ডিসেম্বর, ২০২১ রাত ৯:০৩

রাজীব নুর বলেছেন: আমাদের দেশের মানুষ বক বক বেশি করে। কাজ কম করে।

৬| ০৬ ই ডিসেম্বর, ২০২১ সকাল ৭:৫৫

স্বামী বিশুদ্ধানন্দ বলেছেন: বাংলাদেশ তো গণতান্ত্রিক দেশ নহে - সে ক্ষেত্রে এই সামিটে তার আমন্ত্রণ পাওয়া বা যোগদান দেয়ার প্রশ্নই আসে না। আপনি কেন খামোকা এই নিয়ে এতো চিন্তা করে ব্লাড প্রেশার হাই করে ফেলছেন ? আপনি অসুস্থ হয়ে পড়লে তো বাংলাদেশ সরকার আপনার দেখভাল করবে না। বরং বাইডেন বাবাজির রাজ্যেই আপনি স্বাস্থ্য সেবা নিবেন - তাই না ?

০৬ ই ডিসেম্বর, ২০২১ বিকাল ৩:২৩

হাসান কালবৈশাখী বলেছেন:
আমি অসুস্থ হয়ে পড়লে বাংলাদেশ আমার দেখভাল করবে না। কিন্তু কম টাকায় চিকিৎসা সম্পন্ন করা যাবে।
আম্রিকায় বাইডেন বাবাজির দেশে মাগ্না স্বাস্থ্য সেবা দিবে না। ইনশুরেন্স থাকায় বিল একটু কম আসবে, এরপরও নিজ দেশের চেয়ে বেশী।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.