নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

চলছে চলবে

হাসান কালবৈশাখী

আমি দুর্বার, আমি ভেঙ্গে করি সব চুরমার। আমি কালবৈশাখীর ঝড়! আমার ফেসবুকইডি www.facebook.com/norwstorm

হাসান কালবৈশাখী › বিস্তারিত পোস্টঃ

নিওকোভ নিয়ে আতঙ্কের কিছু নেই

৩০ শে জানুয়ারি, ২০২২ বিকাল ৩:৩৬

নিওকোভ নিয়ে আতঙ্কের কিছু নেই
করোনার কথিত নতুন ভ্যারিয়েন্ট নিওকোভ নিয়ে ভুয়া/অতিরঞ্জিত সংবাদে মিথ্যা আতঙ্ক শৃষ্টি করছে কিছু মিডিয়া।
একটি রিসার্চ পেপারে একটি চাইনিজ বাঁদুড়ের শরীরে করোনা জাতিয় একটি ভাইরাস পাওয়া গেছে বলা হচ্ছে যেটা মিউটেড হলে সম্ভাব‍্য বিপদ হতে পারে বলে বলেছিল কিছু চীনা বিজ্ঞানী।
তারা বলেছেন যদি এই ভাইরাস মিউটেশনের মাধ‍্যমে মানবদেহে প্রবেশের ক্ষমতা পায় তবে এটা ভয়ংকর হতে পারে।
যদি!
যদি তো অনেক কিছুই হতে পারে। প্রানীদেহে কোটি কোটি ভাইরাস আছে। যদি? যদি? যদি? যদি ভাইরাস মিউটেশনের মাধ‍্যমে ...?

কিন্তু বাস্ততা হচ্ছে বায়োলজিক্যাল ভিন্নতার কারনে এসবের ভাইরাসের পক্ষে এখন মানুষকে আক্রান্ত করার ক্ষমতা নাই।
এধরনের বহু ভাইরাস প‍্রানীজগতে আছে যেটা মানুষে চলে আসলে বিপদ হতে পারে। এখনি পৃথিবীতে এরকম ১৫০ টা রোগ আছে যাতে মিলিয়ন মিলিয়ন মানুষ মারা যায়।
বাংলাদেশেই শুধু ক্যানসারে দেড় লাখের মত লোক মারা যায়, প্রতি বছর। প্রতি বছর ক্যান্সার ও হৃদরোগে মৃত্যু ৩ লক্ষের উপরে
আর এখন পর্যন্ত ২ বছরে করোনা মৃত্যু মাত্র ২৮,৩২৯

বাদুড় ভাইরাস নিওকোভ নিয়ে আতঙ্কের কিছু নেই।
এটা সুদূরের একটা সম্ভাবনা। যা ঘটতে পারে কেবল মিউটেশন হয়ে এটা মানব শরীরে প্রবেশের ক্ষমতা পেলে।
এটাকে নিওকোভ চলে এসেছে বলে আতংক ছড়ানোর কোন অর্থ নাই।
বরং সবাই ভিড় এড়িয়ে চলুন, ভিড় এড়াতে না পারলে মাস্ক পরুন। হাত জীবাণুমুক্ত রাখুন। হাত জীবাণুমুক্ত রাখতে না পারলে হাত যাতে চোখে নাকে না যায় সেই চেষ্টা করুন। সামাজিক দূরত্ব বজায় রাখুন। আর অবস্যই টিকা নিন,
আর অশিক্ষিত মিডিয়াগুলি ফলো না করে সঠিক ভেরিফাইড সোর্সের মাধ্যমে যাচাই করুন।
কোন দেশের একটি রিসার্চ পেপারের খন্ডিত অংশ নিয়ে মিডিয়াতে এসব অবৈজ্ঞানিক হাবিজাবি সংবাদে বিশ্বাস করবেন না।
নতুন ভ্যারিয়েন্ট আসলে মার্কিন মহামারি নিয়ন্ত্রন সংস্থা সিডিসি ও বিশ্ব স্বাস্থ‍্য সংস্থাই বক্তব্য দিবে।

মন্তব্য ১৪ টি রেটিং +০/-০

মন্তব্য (১৪) মন্তব্য লিখুন

১| ৩০ শে জানুয়ারি, ২০২২ বিকাল ৫:০৯

জুন বলেছেন: আমিও কাল সম্ভবত আনন্দবাজার পত্রিকায় পড়েছি। আমার কাছে ইদানীং কেন জানি মনে হয় এগুলো সবই ভ্যাক্সিন বিক্রি করার জন্য ক্যানভাসারদের পায়তারা । যা প্রডাকশন দিয়েছে তা মনে হয় সব বেচা হয় নাই B-)

৩০ শে জানুয়ারি, ২০২২ রাত ৯:৪৯

হাসান কালবৈশাখী বলেছেন:
সত্যিই। আনন্দবাজার পত্রিকা এই সব ফালতু গুজব ফলাও করে ছেপে আতঙ্ক শৃষ্টি করে যাচ্ছে।
ভ্যাক্সিন বিক্রি না পত্রিকা বিক্রি/ হিট বাড়ানোর জন্যই।
ধন্যবাদ জুন আপা।

২| ৩০ শে জানুয়ারি, ২০২২ বিকাল ৫:২৭

ঋণাত্মক শূণ্য বলেছেন: আমি বহু আগে থেকে বলি, বিজ্ঞান রিলেটেড বেশীরভাগ জিনিষই এখন পন্য, টাকা উপার্যনের মাধ্যম।

বিজ্ঞান আগে যে অবস্থায় ছিলো, এখন সেটায় নেই। ব্যবসায়ীরা বিজ্ঞানের মাথা কিনে বসে আছেন।

তার সাথে এখন যুক্ত হয়েছে মিডিয়া। কাটতি বাড়ানোর জন্য মিডিয়া যেভাবে হুমড়ি খেয়ে পড়ে, তা আমরা ভারত থেকে ভেসে আসা এক হাতির বাচ্চার থেকে শুরু করে অনেক কিছুতেই দেখেছি।

এখন সবাই ধান্ধা খুঁজে যে কিভাবে মানুষের পকেট থেকে টাকা বের করা যায়। প্রতি বছর যে নতুন ফোন আসছে; আপনার কি ধারণা তা এক বছর আগে বা এক বছর পরে বের করা সম্ভব ছিলো না? সামান্য একটু আপগ্রেড করেই নতুন মডেল, নতুন করে দাম বাড়ানো। আর আমরাও জনতা! :/

৩১ শে জানুয়ারি, ২০২২ ভোর ৪:০৫

হাসান কালবৈশাখী বলেছেন:
পার্ফেক্ট। সঠিক বলেছেন।
করোনা নিয়ে ব্যাবসা করে আমেরিকান কম্পানীগুলো আকাশচুম্বি লাভপবান হয়েছে। অতি ধনীরা আরো ধনী হয়েছে।

৩| ৩০ শে জানুয়ারি, ২০২২ বিকাল ৫:৪২

জুন বলেছেন: আমি শুনেছি আগে মানুষের ব্লাড সুগার ১০ মিলি মোল হলে তার ডায়বেটিস ধরা হতো। তারপর একদিন কিছু ফার্মাসিউটিক্যাল কোম্পানি, ডাক্তার আর পলিটিশিয়ান মিলে এর মান ধরলো ৬ মি.মোল। সাথে সারা দুনিয়ার কোটি কোটি মানুষ ডায়বেটিক হলো আর ইনসুলিন আর মেটফো বিক্রির পরিমাণ আকাশচুম্বি হলো।
শোনেন এটা পুরাই আমার শোনা সুতরাং কোন রকম বাগ বাগিচা এসে যেন আমার পেছনে না লাগে বলে গেলাম কালবৈশাখী =p~

৪| ৩০ শে জানুয়ারি, ২০২২ সন্ধ্যা ৭:০০

কুশন বলেছেন:


আপনি ও আওয়ামী লীগ মিলে সবকিছুকে ঠেকাবেন, ইহাই আমাদের আশা।

৫| ৩০ শে জানুয়ারি, ২০২২ রাত ৮:৩০

সাড়ে চুয়াত্তর বলেছেন: ডঃ বিজন কুমার শীল বলেছেন যে ওমিক্রন টিকার চেয়ে ভালো কাজ করছে। ফেব্রুয়ারির শেষে ওমিক্রনের প্রভাব কমে যাবে। এই বছরের অক্টোবরের মধ্যে করোনা নিয়ন্ত্রণে আসবে।

আমার ধারণা নতুন কোন করোনা জীবাণু না আসলে ওনার কথা সত্যি হতে পারে।

৩১ শে জানুয়ারি, ২০২২ ভোর ৪:২২

হাসান কালবৈশাখী বলেছেন:
হ্যা, সেটাই।
গত বছর অক্টোবরে দেশে করোনা সংক্রমণ পরিস্থিতি কম প্রানহানি ও জিন রূপান্তর নিয়ে একটি যৌথ গবেষণায় দেখা গেছে রাজধানী ঢাকার ৪৫ শতাংশ বাসিন্দা ও ৭৪% দরিদ্র বস্তিবাসি এপ্রিল থেকে আগস্টের ভেতর একটা সময়ে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছিলেন। উপসর্গহীন ভাবে। অজান্তে সেরেও গেছিলেন উপসর্গহীন ভাবে। গবেষনায় রক্ত পরীক্ষায় দেখা গেছে অলরেডি তাদের শরীরে অ্যান্টিবডি উপস্থিতি, তথা হার্ড ইমিউনিটি দেখা গেছে।
দেশে করোনা সংক্রমণ পরিস্থিতি ও জিন রূপান্তর নিয়ে গবেষণার বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়। বাংলাদেশ সরকারের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান (Institute of Epidemiology, Disease Control and Research) ও বেসরকারি আন্তর্জাতিক উদরাময় গবেষণা কেন্দ্র, বাংলাদেশ (icddr,b) যৌথভাবে এই গবেষণা্র ফল প্রকাশ করে।
জরিপের তথ্য তুলে ধরে সেমিনারে জানানো হয়, রাজধানী ঢাকার ২৫টি ওয়ার্ডে ১২ হাজার ৬৯৯ জনের নমুনা পরীক্ষা করে করোনা শনাক্ত হয়েছে ৯ দশমিক ৮ শতাংশের মধ্যে। গবেষণায় দেখা গেছে ঢাকা শহরে ৪৫ শতাংশ মানুষের শরীরে অ্যান্টিবডি পজিটিভ পাওয়া গেছে। এছাড়াও বস্তি এলাকার ৭৪ শতাংশ মানুষ ইতোমধ্যে সংক্রমিত হয়ে অ্যান্টিবডি গেইন করেছিল ।

বর্তমানে অপেক্ষাকৃত কম প্রানঘাতি ভ্যারিয়েন্ট ওমিক্রন সংক্রমন টিকার চেয়ে ভালো কাজ করতেও পারে
ধন্যবাদ সাড়ে চুয়াত্তর ভাই, ভাল থাকবেন।

৬| ৩০ শে জানুয়ারি, ২০২২ রাত ৯:০৮

সাসুম বলেছেন: আপনার এই পোস্ট টি সত্য, বাট আপ্নে সারাদিন যে পরিমান মিথ্যা আর গোয়েবলসীয় বয়ান দেন হাসান মাহ-মদ এর ব্লগীয় ভার্সান হয়ে তাতে নরমাল ব্লগার রাও এটা বিলিভ করবেনা। হাহহাহাহ

যাই হোক- করোনা যাক আর না যাক এইবার ঝেটিয়ে বিদায় করতেই হবে। এই অমিক্রন ই শেষ

৩১ শে জানুয়ারি, ২০২২ দুপুর ২:৫৩

হাসান কালবৈশাখী বলেছেন:

মিথ্যা কোনটা? গুম?
আপনি কি বিশ্বাস করেন দেশে গুম হচ্ছে? নাকি বেশিরভাগ ফিরে এসেছে?
এর আগে যারা গুম হয়েছিল ইলিয়াস আলী বাদে এরা এমন একজন গুমির নাম বলেন তো যে নামী নেতা বা সরকারের জন্য বিপদজনক বড় নেতা ছিল?

জিল্লুরের ৩য় মাত্রাতে প্রতিদিনই বলা হচ্ছে প্রতি বছর শত শত গুম হচ্ছে।
গত বছর কয়টা গুম হইছে?
আইন ও সালিশ কেন্দ্র (আসক) ২০২১ এর রিপোর্টে যে রিপোর্টে (মানবাধিকার লঙ্ঘনের ‘চরমতম বছর) গত এক বছরে তোহা সহ ৬ জন গুম হয়েছিল বলা হয়েছিল বলা হলেও তাদের রিপোর্টেই বলছে ৬ জনের ভেতর ৫ জনই ফিরে আসে বা গ্রেফতার দেখানো হয়। ১ জন এখনো নিখোজ বা গুমি হয়তো শিঘ্রই ফিরে আসবে বা অলরেডি এসে গেছে।

৭| ৩০ শে জানুয়ারি, ২০২২ রাত ১১:২৩

তানীম আব্দুল্লাহ্ বলেছেন: করোনার কারণে দামী দামী রোগের মর্যাদা করে যাচ্ছে !

৮| ৩১ শে জানুয়ারি, ২০২২ দুপুর ১:১৮

রাজীব নুর বলেছেন: নিওকোভ নিয়ে আতঙ্কের কিছু নেই
এই কথা বললে আতঙ্ক আরো বেশি লাগে।

৯| ৩১ শে জানুয়ারি, ২০২২ বিকাল ৪:১৪

শাহিন-৯৯ বলেছেন:

কোভিটের শুরুতে আপনি বলেছেন ৫০০ জন মারা যাবে না বাংলাদেশে!! এখন ২৮০০০ হিসাব দিচ্ছেন যা সরকারি হিসাব!!
কখন কি বলেন?

০১ লা ফেব্রুয়ারি, ২০২২ দুপুর ১:৫৯

হাসান কালবৈশাখী বলেছেন:
ভাই, করোনার শুরুর দিকে সবাই বিভ্রান্ত ছিল।
ডাব্ললিউএইচও করোনা শুরুর দির্ঘদিন বলে গেছে ভয়ের কিছু নেই করোনা মানুষের দেহে ছড়াবে না, এই জীবানু এয়ারবোর্ন না।
আর সিডিসি মাসের পর মাস বলে গেছে এই ভাইরাস এয়ারবোর্ন না, ৬ ফুট দূরে থাকলেই চলবে। মাস্ক লাগবে না।
আমেরিকা্র মত দেশও বিভ্রান্ত হয়ে করোনা শুরুর পর সবচেয়ে বেশী দিন মাস্ক বিহীন ছিল।

দুই বছরে ২৮০০০ হিসাব কমই, বছরে মাত্র ১৪,০০০
এরচেয়ে বেশি মানুষ উষ্ঠা খাইয়ে, বজ্রপাতে মরে।
দেশে প্রতি বছর ক্যান্সারে ও হার্টএটাকে মরে ৩ লাখ, এভরি ইয়ার।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.