নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

চলছে চলবে

হাসান কালবৈশাখী

আমি দুর্বার, আমি ভেঙ্গে করি সব চুরমার। আমি কালবৈশাখীর ঝড়! আমার ফেসবুকইডি www.facebook.com/norwstorm

হাসান কালবৈশাখী › বিস্তারিত পোস্টঃ

কোটা আন্দোলন কি বড় কোনো ইস্যু?

১৬ ই জুলাই, ২০২৪ রাত ১১:২২

কোটা আন্দোলনে ছাত্রদের মূল দাবি ছিল - মুক্তিযোদ্ধা কোটা ৩০ ভাগ থেকে কমিয়ে অর্ধেকে বা আরো কম আনতে হবে।
এবং তারা বারবার বলছিল যে কোটা সম্পূর্ণ বাতিল চাই না।

এটাই তো মূল দাবি?

কিন্তু এই দাবিটা অর্থহীন ছিল। কারণ মুক্তিযোদ্ধা কোটা এযাবৎ কখনো 30% কোটা পূরণ করতে পারেনি যোগ্য প্রার্থীর অভাবে।

কখনো এক ভাগ কখনো দশমিক একভাগ কখনো আটভাগ এভাবেই চলছিল, একবার মাত্র সর্বোচ্চ ১৪% পেয়েছিল।
গড় হিসাব করে দেখা গেছে গড়ে মাত্র ৮% পেয়েছিল।

তাহলে দেখা যাচ্ছে আন্দোলনের দাবি ১৫% বা সবচেয়ে কম ১০% কোটা যেহেতু অতিক্রম করেনি, তাহলে আন্দোলন কেন যুক্তিতে?
কোন পক্ষতো ক্ষতিগ্রস্ত হচ্ছিল না।

যেহেতু প্রতিবছর ৫ বা ৭ শতাংশের বেশি উত্তীর্ণ প্রার্থী পাওয়া যাচ্ছিল না, সরকার ১০% দাবিও মেনে নিত।
একটু আদালতের ফাইনাল রায় হয়নি সরকার অপেক্ষা করছিল।
আন্দোলনকারীরা থামছিল না। কারণ তাদের নেপথ্যে শিবির চক্র ছিল।
তারাই কৌশলে 'আমি রাজাকার' স্লোগান তাদের মুখে তুলে দিয়েছিল নিজেদের ফায়দা হাসিলের জন্য। পরে প্রবল বিতর্ক দেখা দিলে স্লোগান পরিবর্তন করে স্লোগনের নিচে একটি লাইন যোগ করে।
কিন্তু আন্দোলনের যা ক্ষতি তা অলরেডি হয়ে গেছে।

মন্তব্য ২৫ টি রেটিং +০/-০

মন্তব্য (২৫) মন্তব্য লিখুন

১| ১৬ ই জুলাই, ২০২৪ রাত ১১:৩৬

রিয়াজ হান্নান বলেছেন: আপনারা যে কোন আন্দোলন কে শিবির জামাত বিএনপির আন্দোলন বানিয়ে ফেলেন কেন? এইটা কোন ধরণের বিদ্যা আপনাদের? কোটা যদি ফিলাপ না ই হয় তবে এইটা রাখার কোন মানেই হয়না,মুক্তিযোদ্ধাদের পরিবারে ৫ সন্তান হলে সে ৫ সন্তানের ঘরে আরো দুজন করে হলে সেই দুজন করে হিসেব করলে ১০ জন,মানে বুঝেন আপনি? একটা কিছু হলেই শিবিরের আন্দোলন,একটা কিছু হলেই রাজাকার ট্যাগ দেয়া এই ধরণের বিদ্যা পরিহার করে ব্রেইন কে কাজে লাগান। আন্দোলন হচ্ছে ছাত্র আন্দোলন, এখানে রাজাকারের বাচ্চা নাতিপুতিদের কথা কেন বলবে একটা রাষ্ট্রের প্রধানমন্ত্রী? ধরে নিলাম উনি স্টুডেন্টসদের বলেনি,তাইলে এই প্রসঙ্গ বা কথা আনাই তো উনার অপরাধ হইছে,উনার কাছে মুক্তিযোদ্ধা লিস্ট যেমন আছে তেমনি কি রাজাকারের লিস্ট নাই? সেটা যাচাই না করে ঢালাও ভাবে কেন মন্তব্য করলো? এমন কাউকে কি আন্দোলনে দেখা গিয়েছে যে রাজাকারের বাচ্চা বা নাতিপুতি? শোনেন,টপিক এভাবেই আপনারা বছরের পর বছর শিবির জামাত বিএনপির উপর দিয়ে আন্দোলন বানচাল করে দিয়েছেন,না পারলে সন্ত্রাসী সংগঠন ও টোকাই এনে মেধাবীদের উপর হামলা করেছেন,পুলিশ বাহিনী দিয়ে হত্যা করেছেন। আপনাদের লজ্জা হওয়া উচিৎ এমন চাটুকারিতা এখনো করে যাওয়ার জন্য,আপনাদের বাবা মায়ের লজ্জা হওয়া উচিৎ,আত্মীয়স্বজনের লজ্জা হওয়া উচিৎ। আর রাষ্ট্রের যে অবস্থা কোন ছাত্র সংগঠন কিংবা রাজনৈতিক দল যদি আন্দোলনে অংশগ্রহণ ও করে এতে আপনাদের সমস্যা কি? এত ভয় কিসের যদি স্বচ্ছ হয়ে থাকেন? এই বাংলাতে কি রাজনৈতিক অধিকার কারোর নাই? কিছু হলেই বলে ফেলেন অমুকের হাত তমুকের হাত সরকার পতনের টেকনিক। রাজনৈতিক ভাবেই তো আপনারা ব্যর্থ৷ চা দোকান থেকে শুরু করে অলিতে গলিতে আপনাদের মানুষজন কিভাবে গালিগালাজ করে তা কি মাথায় ঢুকেনা? কেন করে? একবার ও নিজের ব্রেইন ইউজ করছেন? ফালতু কোথাকার

১৬ ই জুলাই, ২০২৪ রাত ১১:৪৪

হাসান কালবৈশাখী বলেছেন:
প্রধান মন্ত্রী কি বলেছেন ছাত্ররা কি বলেছেন শিবির কি করছে এসব এখন আর বিবেচ্চ নয়।
কারন অনেক দেরি হয়ে গেছে, কারন উভয় পক্ষের সন্ত্রাসিরা মাঠে নেমে পরেছে। ও সব বাদ দেন।
এখন বলেন -
এখন কোটা নিয়ে আপনাদের মুল দাবী কি?

২| ১৭ ই জুলাই, ২০২৪ রাত ১২:০২

কামাল১৮ বলেছেন: আন্দোলন এখন আর কোটার মধ্যে সিমাবদ্ধ নাই।আন্দোলন চলে গেছে রাজাকার আর মুক্তিযোদ্ধা প্রশ্নে।মুক্তিযোদ্ধার পক্ষের শক্তি ক্ষমতায় থাকবে নাকি রাজাকারের পক্ষের শক্তি ক্ষমতায় আসবে।

৩| ১৭ ই জুলাই, ২০২৪ রাত ১২:০৯

এক্সম্যান বলেছেন: ছাত্রদের স্লোগান ছিল

আমি কে তুমি কে, রাজাকার রাজাকার
কে বলেছে কে বলেছে, সরকার সরকার।

তারা কখনই নিজেদের রাজাকার দাবী করে নাই। আপনারা সুবিধাবাদীরা শুধু প্রথম লাইনটা নিয়ে টুইস্ট করে জামাত-শিবির ব্লা ব্লা শুরু করেছেন। তারা পিএ এর কথা ভুল বুঝেই হোক মনের ক্ষোভেই হোক তারা বলেছে, তাই বলে তাদের উপর সন্ত্রাসী লেলিয়ে দিতে হবে?

এই আন্দোলন বেশ কয়েকদিন থেকেই চলছে, তারা শাহবাগে, মহাসড়কে আন্দোলন করেছে, ছাত্রলীগ নামক সন্ত্রাসী সংগঠন হামলা করার আগ পর্যন্ত কোথাও কোনো অপ্রিতিকর ঘটনা ঘটেনাই। তাহলে উভয় পক্ষকে সন্ত্রাসি বলার অর্থ কি? যে ছয়টি তাজা প্রান ঝরে গেল এর দায়ীত্ব কে নেবে? আপনি না আপনাদের পোষা সন্ত্রাসী বাহিনি?

আর এবারই প্রথম নয়, নিরাপদ সড়ক আন্দোলনেও আমরা দেখেছি শান্তিপুর্ন আন্দোলনে কিভাবে আপনারা আপনাদের পোষা সন্ত্রাসীদের হায়েনার মত বাচ্চা বাচ্চা শিক্ষার্থীদের উপর লেলিয়ে দিয়েছিলেন।

লজ্জা থাকা উচিৎ।

১৭ ই জুলাই, ২০২৪ রাত ২:৫১

হাসান কালবৈশাখী বলেছেন:

স্লোগান শুধু উপরের এক লাইনই ছিল।
আমি স্লোগানে এ যাবত যে আট দশটা ভিডিও দেখেছি সবগুলোতেই ওই একটি লাইন।
পরদিন সর্বত্র প্রবল বিতর্ক উঠায় তারা স্লোগানের নিচে আরেকটি লাইন যোগ করেছে। এবং পরবর্তীতে এই ধরনের স্লোগান আর দেওয়া হয়নি।
যেহেতু বারবার অবস্থান পরিবর্তন করছে, স্লোগান পরিবর্তন করছে। তাহলে বোঝা যায় তাদের ভিতর বোঝা পড়ার একটা বিশাল ভুল ছিল। এবং নেপথ্যে থেকে কেউ তাদের চালনা করছে।

প্রধানমন্ত্রী কিছুই বলেননি। তাকে একটি সুনির্দিষ্ট প্রশ্ন করা হয়েছিল তাই তিনি কিছু বলেছেন।
তাকে এক সাংবাদিক প্রশ্ন করেছেন।
প্রশ্নটি ছিল - চাকুরী প্রার্থীদের ভেতর মুক্তিযোদ্ধার সন্তান এবং রাজাকারের সন্তান, কে অগ্রাধিকার পাবে?
প্রধানমন্ত্রী সেটার জবাব দিয়েছেন।

৪| ১৭ ই জুলাই, ২০২৪ রাত ১২:৩৮

হাসান মাহবুব বলেছেন: ঠিক বলেছেন। ছাত্রলীগ আর পুলিশ মিলে মাইর দিয়ে একদম সাইজ করে দিয়েছে। একদম চিন্তা করবেন না।

৫| ১৭ ই জুলাই, ২০২৪ রাত ১:২৭

নূর আলম হিরণ বলেছেন: অনেকে বলছেন এটাকে কেনো জামাত শিবিরের আন্দোলন বলা হচ্ছে? এখানে যে জামাত শিবির প্রাধান্য বিস্তার করছে তা তো স্পষ্টই দেখা যাচ্ছে।
জামাত শিবির যে আন্দোলনে ঢুকবে সে আন্দোলন মাঠে মারা যাবে, প্রাণহানি হবে।

৬| ১৭ ই জুলাই, ২০২৪ রাত ১:৫৮

আরেফিন৩৩৬ বলেছেন: আপনি একটা গর্বিত ছুপা, তাই আন্দোলনে ভিন্ন কিছু খোঁজেন। এটা সাধারণ শিক্ষার্থীদের দাবি, আর অবৈধ মাননীয় প্রধানমন্ত্রীর উদ্ধৃত আচরণ

১৭ ই জুলাই, ২০২৪ দুপুর ১২:২৪

হাসান কালবৈশাখী বলেছেন:
সাধারণ শিক্ষার্থীদের দাবিটা কি?
কোটা কমানো?
আর আপনাদের দাবিটা কি? আশায় আছেন? সরকারের পতন? তাহলে বোকার স্বর্গে বাস করছেন।

৭| ১৭ ই জুলাই, ২০২৪ রাত ৩:১৪

এক্সম্যান বলেছেন: লেখক বলেছেন:

স্লোগান শুধু উপরের এক লাইনই ছিল।
আমি স্লোগানে এ যাবত যে আট দশটা ভিডিও দেখেছি সবগুলোতেই ওই একটি লাইন।
পরদিন সর্বত্র প্রবল বিতর্ক উঠায় তারা স্লোগানের নিচে আরেকটি লাইন যোগ করেছে। এবং পরবর্তীতে এই ধরনের স্লোগান আর দেওয়া হয়নি।
যেহেতু বারবার অবস্থান পরিবর্তন করছে, স্লোগান পরিবর্তন করছে। তাহলে বোঝা যায় তাদের ভিতর বোঝা পড়ার একটা বিশাল ভুল ছিল। এবং নেপথ্যে থেকে কেউ তাদের চালনা করছে।


আর এ কারনেই আপনারা ছাত্রলীগের সন্ত্রাসীদের লেলিয়ে দেবেন? কোনো কিছুই সন্ত্রাসী ছাত্রলীগের কর্মকান্ডকে গ্রহনযোগ্য করেনা। আর আপনার ঐ গাটস নাই যে সাদা কে সাদা কালোকে কালো বলতে পারবেন।

প্রশ্নটি ছিল - চাকুরী প্রার্থীদের ভেতর মুক্তিযোদ্ধার সন্তান এবং রাজাকারের সন্তান, কে অগ্রাধিকার পাবে?
প্রধানমন্ত্রী সেটার জবাব দিয়েছেন।


এটা স্বাভাবিক প্রশ্ন মনে হয়? মুক্তিযোদ্ধার সন্তানদের না হয় চেনা যাবে, রাজাকারের সন্তান চিনবেন কেমন করে? তার মানে মুক্তিযোদ্ধার সন্তান ছারা বাকি সবাই রাজাকারের সন্তান? প্রধানমন্ত্রীতো বলতে পারতেন প্রশ্নটাই ভুল।

১৭ ই জুলাই, ২০২৪ দুপুর ১২:১৩

হাসান কালবৈশাখী বলেছেন:

প্রশ্নটি অযৌক্তিক হবে কেন? আর রাজাকার চিনবেন কেমন করে?

একজন সাংবাদিক যে কোন প্রশ্ন করতে পারে। এটা তার স্বাধীনতা।
আর রাজাকার নামটা নিলে আপনাদের পিত্তি জ্বলে যায় কেন? এর আগেও মইনুল হোসেনকে রাজাকার নিয়ে সাদামাটা একটা সাদামাটা প্রশ্ন করায় তার পিত্তথলি জ্বলে গিয়েছিল এবং এক মহিলা সাংবাদিককে জঘন্য ভাষায় গালি দিয়ে বসেছে।
যেখানে মুক্তিযোদ্ধা কোটা বাতিল করার জন্য এত কিছু। যেখানে মূল ব্যাপারটা মুক্তিযোদ্ধা কোটা। তাই রাজাকার নামটা বারবার আসবেই।
রাজাকারকে রাজাকার বলা হলে একমাত্র রাজাকারের গায়ে লাগবে।
কিন্তু আপনাদের গায়ে লাগছে কেন? কোথায় কে বা কাহারা রাজাকার নিয়ে প্রশ্ন করেছে আর আপনি গায়ে পড়ে কিভাবে আপনি রাজাকারিত্ত নিজের গায়ে নিচ্ছেন? আবার প্রশ্নের মধ্যে ষড়যন্ত্র খুঁজছেন। আশ্চর্য হয়ে যাই।
আপনি নিচ্ছেন কারণ এই আন্দোলনের নেপথে মাস্টারমাইন্ড আছে জামাত শিবির চক্র।
এর আগে আন্দোলনেও কিছু আন্দোলনকারীর বুকে লেখা ছিল আমি রাজাকার।
এর সবকিছুই করা হয়েছে মূলত জামাত শিবিরের রাজাকার অপবাদ হালকা করার জন্য।

৮| ১৭ ই জুলাই, ২০২৪ ভোর ৫:৩৮

রানার ব্লগ বলেছেন: কোটা নামক যৈক্তিক আন্দলন কে রাজনৈতিক ট্যাগ লাগিয়ে প্রশ্নবিদ্ধ করা হলো। এটা আর কোটা বিরোধী আন্দলন নাও এটা এখন সরকার বিরধী আন্দলোন যার সাথে কোটার কোন সম্পর্ক নাই।

৯| ১৭ ই জুলাই, ২০২৪ ভোর ৬:১৭

এক্সম্যান বলেছেন: আপনার জন্য এই ভিডিও, এর পরেও না বুঝলে আপনার মানসিক চিকিৎসার প্রয়োজন আছে।

১৮ ই জুলাই, ২০২৪ দুপুর ১২:৩৬

হাসান কালবৈশাখী বলেছেন:
সাংবাদিকের প্রশ্ন- মুক্তিযোদ্ধার নাতি এবং রাজাকারের নাতি এর মধ্যে কার চাকরি অগ্রধিকার?
উত্তর- মুক্তিযোদ্ধার নাতিকে দিবো নাকি রাজাকারের নাতিকে দিবো, দেশবাসির কাছে প্রশ্ন।

এখানে তিনটি পক্ষ- মুক্তিযোদ্ধার নাতি, রাজাকারের নাতি, আর দেশবাসি।
আন্দোলনকারিরা নিজেদের দেশবাসি মনে না করে রাজাকারের নাতি ভাবলো কেন?
কারণ আন্দোলনের মাষ্টারমাইড শিবির চক্র।

১০| ১৭ ই জুলাই, ২০২৪ সকাল ৭:১১

রানার ব্লগ বলেছেন: এটা আর কোটার আন্দলন নাই। একটা যৌক্তিক আন্দলন কে নষ্ট করা হলো।

১১| ১৭ ই জুলাই, ২০২৪ সকাল ১১:০৬

শেরজা তপন বলেছেন: @ এক্সম্যান- ভিডিওর জন্য ধন্যবাদ।

১৭ ই জুলাই, ২০২৪ দুপুর ১২:২৬

হাসান কালবৈশাখী বলেছেন:

আপনার বক্তব্য কিছু বলেন। একটু ঝাইরা কাশি দেন

১২| ১৭ ই জুলাই, ২০২৪ সকাল ১১:৪৬

ধুলো মেঘ বলেছেন: এই সাংবাদিকেরা কি পরিমাণ বদমাশ সেটা চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিল। পরিষ্কারভাবেই এখন দেশে মুক্তিযোদ্ধা বা রাজাকার ছাড়া আর কিছুর অস্তিত্ব নেই। এখন গেজেটেড মুক্তিযোদ্ধা ছাড়া আর কেউ যেহেতু মুক্তিযোদ্ধা বলে নিজেকে দাবি করতে পারবেনা - তাই ঐ লাখখানেক ছাড়া বাকি সবাই হয়ে গেছে রাজাকার।

১৭ ই জুলাই, ২০২৪ দুপুর ১২:১৭

হাসান কালবৈশাখী বলেছেন:
যে কোন প্রসঙ্গে রাজাকার শব্দটি এলে আপনাদের পিত্তি জ্বলে যায় কেন?
যে কোন প্রসঙ্গে রাজাকার শব্দটি এলে সেই রাজাকারী অপবাদ নিজের ঘাড়ে নিয়ে নিতে হবে?

১৩| ১৭ ই জুলাই, ২০২৪ দুপুর ১২:২৯

নিমো বলেছেন: @ এক্সম্যান,একটু অংক করে জানানতো লাখের ৫৬ শতাংশ আর কোটির ৪৪ শতাংশের মধ্যে কোনটা বিশাল সংখ্যা? আসলে অযোগ্যতা ও বৈষম্যটা হচ্ছে কোথায় সেটা জানান? পরীক্ষা না ূিয় বা শূন্য পেয়ে কারা পদায়ন হয়েছে জানান।

১৪| ১৭ ই জুলাই, ২০২৪ দুপুর ১২:৪৩

ধুলো মেঘ বলেছেন: আমাদের এত শখ হয়নি যে রাজাকারী অপবাদ যেচে নিজের ঘাড়ে নেব। যখন স্কুলে পড়তাম, তখন দুষ্টু পোলাপান খেপানোর জন্য নানান নামে ডাকতো। একজন বলতো বেঙ্গু বাবা, বেঙ্গু বাবা! বেশির ভাগ সময় এড়িয়ে যেতাম - এরা তাতে থামতো না, বরং আরো মজা পেত। একদিন আমি কোমরে হাত দিয়ে দাঁড়িয়ে ওদের মুখোমুখি হয়ে বললাম, 'হ্যাঁ, আমি বেঙ্গু বাবা। এখন কি করবি?'

বলা বাহুল্য, ওরা ভয় পেয়ে গিয়েছিল। এই বেঙ্গু বাবা ডাক আমাকে এর পরে আর কখনও শুনতে হয়নি। আপনাদের লাগাতার বুলিংয়ের কারণে আমরা এখন স্বীকার করে নিয়েছি যে হ্যাঁ, আমরা রাজাকার। এখন কি করবেন করেন।

তবে ভবিষ্যতে যদি 'আমি তুমি রাজাকার' নামে বিষ মেশানো স্লোগান শুনতে না চান , তাহলে এই শব্দ প্রয়োগের ব্যাপারে সাবধান থাকবেন আশা করি।

১৭ ই জুলাই, ২০২৪ দুপুর ১:৫৪

হাসান কালবৈশাখী বলেছেন:
রাজাকার একটি ঘৃণাব্যঞ্জক শব্দ, মুক্তিযোদ্ধা শ্রদ্ধাব্যঞ্জক! এটুকু বোঝার জ্ঞান নাই!
কে বা কাহারা যে কোন প্রসঙ্গে রাজাকার শব্দটি এলে সেই রাজাকারী অপবাদ নিজের ঘাড়ে নিয়ে নিতে হবে? যেহাদ?
যেহাদ। পাপিষ্ঠ জামাত শিবিরের রাজাকার অপবাদ হালকা করার জন্য।

১৫| ১৭ ই জুলাই, ২০২৪ দুপুর ১:১৭

মাহমুদুর রহমান সুজন বলেছেন: ছাত্র/ছাত্রীরা তাদের নিজের ভালোটাই দাবী করেছে। এই আন্দোলনে যাদের সম্পৃক্ততা তারা অহেতুক কোন দাবী নিয়ে সরকারকে বেকায়দায় ফেলার প্রয়াসে আসেনি। শুধু দাবী করেছে সরকার ওদের সাথে বসে সুন্দর ফায়সালা দেওয়া উচিত ছিল তার বদলে যা করেছে তা একটা সভ্য দেশের সভ্য সরকারের কাজ হতে পারে না!

১৬| ১৭ ই জুলাই, ২০২৪ দুপুর ২:০৫

কাঁউটাল বলেছেন: ছত্রাক লীগ এই ভাবে মাইর খাইল !! ছি ছি

১৭| ১৮ ই জুলাই, ২০২৪ দুপুর ১২:৪০

দি এমপেরর বলেছেন: উনি ছাত্রদের ডেকে নিয়ে বিবেচনার আশ্বাস দিলেই সব সমাধান হয়ে যেত। কিন্তু উনি সেটা না করে রাগ দেখিয়ে দিলেন। এখন এর প্রতিক্রিয়া কী হচ্ছে সেটা তো দেখতেই পাচ্ছেন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.