![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
জ্বালানী তেলের দাম বৃদ্ধির প্রতিবাদে ১৮ দলীয় জোট রোববার হরতাল ডেকেছে। রোববারের এই হরতালকে সমর্থন করতাম যদি তারা এ রহতালের মাধ্যমে সরকারকে তেলের দাম কমাতে বাধ্য করতে পারত। যদি ১৮ দল এমন হরতাল দিত যে, তেলের দাম না কমানো পর্যন্ত হরতাল চলবে। এবং সরকার তেলের দাম কমাতে বাধ্য হবে। কিন্তু তাতো হবেনা। ১৮ দলের হরতাল একদিনেই শেষ হয়ে যাবে। তেলের দাম যা বেড়েছে সেরকমই থাকবে। হয়তো দুই দিন পর আবারো বাড়াবে সরকার।
কাজেই এ হরতাল হল স্টান্টবাজির হরতাল। এ হরতালে আমাদের কোন লাভ হবেনা, কাজে আসবেনা। বরং ডিমের হালি হয়ত হরতালের কারনে ২ টাকা বেশি দিয়ে কিনতে হবে।
বিএনপি জামায়াত গত ৪ বছরে জনগনের কোন কোন ইস্যুতে কোন হরতাল বা অন্য কোন কর্মসূচী সিরিয়াসলি দেয়নি। দুয়েকটি যা করেছে তা আইওয়াশ, স্টান্টবাজির কর্মসূচী ছিল। কাজেই ভাওতাবাজির হরতাল চাইনা। জনগনের দাবি আদায় হয়, সরকার দাবি মেনে নিতে বাধ্য হয় এমন সত্যিকারের হরতাল চাই। বিএনপির এ পর্যন্ত যা মতিগতি দেখেছি তাতে এটা পরিষ্কার যে, তারা বিদেশী প্রভুদের ম্যানেজ করে আগামীতে ক্ষমতায় আসার স্বপ্নে বিভোর হয়ে আছে। সেজন্য জনগনের জীবন মরনের কোন ইস্যুতে তাদের কোন কিছু যায় আসেনা। সরকার জনগনের ওপর যতই চড়াও হোক তারা শীতনিদ্রায় আছে।
বিএনপির প্রতি অনুরোধ বিদেশী প্রভুদের ম্যানেজ করে ক্ষমতায় আসার পরিকল্পনা থেকে সরে এসে জনগনের কাতারে আসুন। জনগনের ইস্যুতে কথা বলুন এবং সিরিয়াস হোন। জনগন ক্ষমতায় আনতে সহায়তা করবে আপনাদের। এতে দল এবং গণতন্ত্র শক্তিশালী হবে। বিদেশী প্রভুদের ম্যানেজ করে ক্ষমতায় এসে আপনারা জনগনের জন্য কিছু করতে পারবেননা। কারণ তখন সুতা বাইরে বাঁধা থাকে। ইচ্ছা থাকলেও কিছু করা যায়না।
জ্বালানী তেলের দাম বৃদ্ধির প্রতিবাদে ১৮ দলীয় জোট রোববার হরতাল ডেকেছে। রোববারের এই হরতালকে সমর্থন করতাম যদি তারা এ রহতালের মাধ্যমে সরকারকে তেলের দাম কমাতে বাধ্য করতে পারত। যদি ১৮ দল এমন হরতাল দিত যে, তেলের দাম না কমানো পর্যন্ত হরতাল চলবে। এবং সরকার তেলের দাম কমাতে বাধ্য হবে। কিন্তু তাতো হবেনা। ১৮ দলের হরতাল একদিনেই শেষ হয়ে যাবে। তেলের দাম যা বেড়েছে সেরকমই থাকবে। হয়তো দুই দিন পর আবারো বাড়াবে সরকার।
কাজেই এ হরতাল হল স্টান্টবাজির হরতাল। এ হরতালে আমাদের কোন লাভ হবেনা, কাজে আসবেনা। বরং ডিমের হালি হয়ত হরতালের কারনে ২ টাকা বেশি দিয়ে কিনতে হবে।
বিএনপি জামায়াত গত ৪ বছরে জনগনের কোন কোন ইস্যুতে কোন হরতাল বা অন্য কোন কর্মসূচী সিরিয়াসলি দেয়নি। দুয়েকটি যা করেছে তা আইওয়াশ, স্টান্টবাজির কর্মসূচী ছিল। কাজেই ভাওতাবাজির হরতাল চাইনা। জনগনের দাবি আদায় হয়, সরকার দাবি মেনে নিতে বাধ্য হয় এমন সত্যিকারের হরতাল চাই। বিএনপির এ পর্যন্ত যা মতিগতি দেখেছি তাতে এটা পরিষ্কার যে, তারা বিদেশী প্রভুদের ম্যানেজ করে আগামীতে ক্ষমতায় আসার স্বপ্নে বিভোর হয়ে আছে। সেজন্য জনগনের জীবন মরনের কোন ইস্যুতে তাদের কোন কিছু যায় আসেনা। সরকার জনগনের ওপর যতই চড়াও হোক তারা শীতনিদ্রায় আছে।
বিএনপির প্রতি অনুরোধ বিদেশী প্রভুদের ম্যানেজ করে ক্ষমতায় আসার পরিকল্পনা থেকে সরে এসে জনগনের কাতারে আসুন। জনগনের ইস্যুতে কথা বলুন এবং সিরিয়াস হোন। জনগন ক্ষমতায় আনতে সহায়তা করবে আপনাদের। এতে দল এবং গণতন্ত্র শক্তিশালী হবে। বিদেশী প্রভুদের ম্যানেজ করে ক্ষমতায় এসে আপনারা জনগনের জন্য কিছু করতে পারবেননা। কারণ তখন সুতা বাইরে বাঁধা থাকে। ইচ্ছা থাকলেও কিছু করা যায়না।
২| ০৪ ঠা জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:৩৩
দেশে ভালোবাসা নাই বলেছেন: সহমত
৩| ০৪ ঠা জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:৫৪
নেংটি ইদুর বলেছেন: হু আমিও হাসমত স্যরি সহমত
৪| ০৪ ঠা জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:২৩
স্বপ্ন কাঠি বলেছেন: কাজেই এ হরতাল হল স্টান্টবাজির হরতাল। এ হরতালে আমাদের কোন লাভ হবেনা, কাজে আসবেনা। বরং ডিমের হালি হয়ত হরতালের কারনে ২ টাকা বেশি দিয়ে কিনতে হবে।
আমিও কঠিন ভাবে সহমত
৫| ০৪ ঠা জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:২৭
লোনলিফাইটার বলেছেন: সহমত +++
৬| ০৪ ঠা জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:৪১
রোড সাইড হিরো বলেছেন: sahomat...
©somewhere in net ltd.
১|
০৪ ঠা জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:৩২
হেডস্যার বলেছেন:
পুরাই একমত।