নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মেহেদী হাসান৭৫

মেহেদী হাসান৭৫ › বিস্তারিত পোস্টঃ

‘আমার কোন আইনজীবী নেই, সরকারের নির্দেশ মতো আদেশ দিন’

১১ ই এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৬:০৫



লায়েকুজ্জামান ও সিরাজুল ইসলাম, আদালত চত্বর থেকে: আমার দেশের ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমান আদালতে কোন আইনজীবীকে তার পক্ষে নিয়োগ করেননি। রিমান্ড আবেদনের শুনানির সময় তিনি নিজেই কথা বলেন। তাকে যেসব মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে তার কোন একটিও চলতে পারে না উল্লেখ করে তিনি বিচারকের উদ্দেশ্যে বলেন, আমার কোন আইনজীবীর প্রয়োজন নেই। আইনজীবী নিয়োগ দিলে তারা রিমান্ডের বিরোধিতা করবে। জামিন চাইবে। আপনি তা দিতে পারবেন না। সরকার আপনাকে যে নির্দেশ দিয়েছে সে অনুযায়ি আদেশ দিন। বেলা সাড়ে তিনটায় ঢাকার অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের আদালতে মাহমুদুর রহমানের ১৩ দিনের রিমান্ড মঞ্জুর হয়েছে। শুনানিতে মাহমুদুর রহমান বক্তব্য রাখার সময় তার পক্ষের ও বিপক্ষের আইনজীবীদের মধ্যে তীব্র উত্তেজনা বিরাজ করে।

তার সম্পর্কে পিপি’র উপস্থাপন করা তথ্য ভুল উল্লেখ করে তিনি বলেন, এখানে আমার পক্ষে অনেক আইনজীবী উপস্থিত আছেন। তারা কেউ আমার পক্ষে কথা বলবেন না। কারণ আমি তাদের কাউকে আমার পক্ষে নিয়োগ করছি না। আইনজীবী নিয়োগ করলে তারা আমার রিমান্ড বাতিল এবং জামিন চাইবেন। যা আপনি নিতে পারবেন না। আপনার প্রতি সরকারের যে নির্দেশ আছে আপনি তা পালন করুন।

আদালত অবমাননার অভিযোগের বিষয়ে তিনি বলেন, আমি আদালত অবমাননা করিনি। স্কাইপে যা প্রকাশিত হয়েছিল তাই আমার দেশে প্রকাশিত হয়েছে। এ বিষয়ে মামলা আদালতে বিচারাধীন আছে। এ নিয়ে নতুন করে মামলা চলতে পারে না। গাড়ি পোড়ানোর মামলা প্রসঙ্গে তিনি বলেন, আমি দীর্ঘ দিনে থেকে আমার দেশ কার্যালয়ে বন্দি। আমি বন্দি থেকে গাড়ি পোড়াব কি করে। মাহমুদুর রহমান বলেন, আমি কোন অপকর্ম করিনি। অপকর্ম করলে করেছেন স্কাইপ কেলেঙ্কারির সঙ্গে জড়িত বিচারপতি ও আইনজীবী জিয়াউদ্দিন। অপকর্ম মেনে নিয়ে বিচারপতি পদত্যাগ করেছেন। গাড়ি পোড়ানোর মামলায় আমাকে গ্রেপ্তার করে সরকার কতোটা নির্লজ্জ তা প্রমাণ করেছে। Click This Link



মন্তব্য ১৬ টি রেটিং +৪/-০

মন্তব্য (১৬) মন্তব্য লিখুন

১| ১১ ই এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৬:১২

মুহাম্মদ ফয়সল বলেছেন: চোরায় শুনায় ধর্মের কাহিনী! কতকিছু যে দেখতে হবে এই কলিকালে

২| ১১ ই এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৬:১৬

বিদ্রোহী ভৃগু বলেছেন: গ্রেফতার নিয়ে পুলিশ কর্মকর্তার বিবৃতী শুনে মনে হল- চোরে চুরি করবে। তুমি চুরি কইরা চুরির খবর বাইর করলা কেন?
এইটা অপরাধ । আর সেই সত্য তথ্য যখন তৃতীয় জন প্রকাশ করল- সেই হল মহা অপরাধী!!!! এই অপরাধেই তাকে গ্রফতার করা হল!!!

যেখানে বিচারপতি নিজে পদত্যাগের মাধ্যমে তার কেলংকারীর দায় মাথায় নিয়েছেন- তারপরও উদোর পিন্ড বুধোর ঘাড়ে চাপিয়ে দিল হাম্বা সরকার!!!!

মগের মুল্লুক শুনেছেন। না শুনলে দেখে নিন। হাম্বা মগের মুল্লুক এখন প্রিয় স্বদেশ :((

৩| ১১ ই এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৬:২৫

প্রভাষ প্রদৌত বলেছেন:

৪| ১১ ই এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৬:৪৬

ক্লান্ত দুচোখ বলেছেন: মাহমুদুর বলেন, ‘আমি জানি, এই মামলায় আমাকে জামিন দেওয়া হবে না। রিমান্ড বাতিল করা হবে না। আইনজীবী নিয়োগ দিলে তাঁরা বোকার মতো জামিন চাইতেন এবং রিমান্ড বাতিলের আবেদন করতেন। এই মামলায় আমাকে জামিন দেওয়া হবে না। রিমান্ড দেওয়া হবে। তাই মাননীয় আদালত, আমি নিজেই আমার বিষয়ে শুনানি করছি। আমি কোনো আইনজীবী নিয়োগ দিইনি। এখন আপনি আদেশ দিতে পারেন।’

- http://www.prothom-alo.com


অ্যাডভোকেট মাসুদ আহমেদ তালুকদার তাকে আইনজীবী নিয়োগের জন্য ওকালতনামায় স্বাক্ষর করার অনুরোধ জানালে তিনি বলেন, ‘‘আমি কোন ওকালতনামা স্বাক্ষর করবো না। কেননা আমি কোনো আইনজীবী নিয়োগ করবো না। কেননা এ আদালতের প্রতি আমার কোনো আস্থা নেই। আমার পক্ষে কোনো দরখাস্ত কিংবা আবেদন করারও কোনো দরকার নেই।’’
--www.banglanews24.com






"সরকার আপনাকে যে নির্দেশ দিয়েছে সে অনুযায়ি আদেশ দিন।" এইটা আপনে কই পাইলেন?

১১ ই এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৬:৫৪

মেহেদী হাসান৭৫ বলেছেন: the question may be placed to manabzamin reporters.

৫| ১১ ই এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৬:৪৬

আশফাক সুমন বলেছেন: বিদ্রোহী ভৃগু বলেছেন: গ্রেফতার নিয়ে পুলিশ কর্মকর্তার বিবৃতী শুনে মনে হল- চোরে চুরি করবে। তুমি চুরি কইরা চুরির খবর বাইর করলা কেন?
এইটা অপরাধ । আর সেই সত্য তথ্য যখন তৃতীয় জন প্রকাশ করল- সেই হল মহা অপরাধী!!!! এই অপরাধেই তাকে গ্রফতার করা হল!!!
হল মহা অপরাধী!!!! এই অপরাধেই তাকে গ্রফতার করা হল!!!


ঠিক বল(ছন ভাই।

শাহবাগের গণজাগরণ মঞ্চ থেকে মাহমুদুর রহমানের গ্রেপ্তারের ঘটনায় উল্লাস প্রকাশ করা হয়েছে। বোঝা গেল তারা ফ্যাসিবাদের পক্ষে ।
শাহবাগের যেমন মত প্রকাশের অধিকার আছে তেমনি মাহ মুদুর রাহমানেরও আছে ।

আল্লাহর ন্যায় বিচার আজ হোক আর কাল হোক প্রকাশ পাবেই ।
জালিমের শাস্তি হবেই.।।


৬| ১১ ই এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৬:৪৭

মরু বালক বলেছেন:



সরকারের নির্দেশ মতো আদেশ দিন’

৭| ১১ ই এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৭:০০

বাবা তুষার বলেছেন: গ্রেফতার নিয়ে পুলিশ কর্মকর্তার বিবৃতী শুনে মনে হল- চোরে চুরি করবে। তুমি চুরি কইরা চুরির খবর বাইর করলা কেন? এইটা অপরাধ । আর সেই সত্য তথ্য যখন তৃতীয় জন প্রকাশ করল- সেই হল মহা অপরাধী!!!! এই অপরাধেই তাকে গ্রফতার করা হল!!! যেখানে বিচারপতি নিজে পদত্যাগের মাধ্যমে তার কেলংকারীর দায় মাথায় নিয়েছেন- তারপরও উদোর পিন্ড বুধোর ঘাড়ে চাপিয়ে দিল হাম্বা সরকার!!!! মগের মুল্লুক শুনেছেন। না শুনলে দেখে নিন। হাম্বা মগের মুল্লুক এখন প্রিয় স্বদেশ

৮| ১১ ই এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৭:০১

মীর্জা প্রীয়ম বলেছেন: হায়রে হাচিনা ! আর কত খেল দেখাবি। পাপ বাপকেউ ছাড়েনা...। তোর বাপকে পাপ ছেড়ে কথা বলেনি-তোকেও ছাড়বে না। তোর ধ্বংস অনিবার্য...।

৯| ১১ ই এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৭:০৬

ম্যাংগো পিপল বলেছেন: জয় বাবা বাকশাল

১০| ১১ ই এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৭:১৪

প্রভাষ প্রদৌত বলেছেন: আর যারা আওয়ামী বিরোধীতা করবে গণহারে ট্যাগিংবাজি করেই তা উদ্ধার হবে বলে মনে করেন?

বাক-স্বাধীনতা মতপ্রকাশের স্বাধীনতা কি শুধু ইসলামের বিরুদ্ধে লিখা প্রকাশের ক্ষেত্রেই সীমাবদ্ধ!!!!

এই হিপোক্রসি দিয়ে আবার গণতন্ত্রমনা দাবী করেন?

শাহবাগ নিয়ে আমারও আবেগে আপ্লুত কবিতা আছে।
কিন্তু যখনই দলিয় এজেন্ডা নিয়ে গিরগিটি হয়ে গেছে- আমি বাধ্য হয়েছি দেশের পক্ষে যেতে।

আপনি যদি সত্যি মুক্ত মনের মানুষ হন- একজন শত্রুর প্রতি অন্যায়েও আপনি প্রতিবাদী হবেন।

আজকের এই প্রাকটিস কি কালকে আপনার উপর আসবে না?

নিজের বিবেককে প্রশ্ন করুন।

এক মাহমুদুর মরে যাক। ফাসি হয়ে যাক।

আওয়ামী ৪ বছরের ব্যর্থতা কি শুদ্ধ হয়ে যাবে?

জনগণের ৪ বছরের কষ্ট কি মুছে যাবে?

দ্রব্যমূল্যের উদ্ধগতিতে নাভীম্বাস উঠা জনগনকি ভুলে যাবে- না খেযে থাকার পরামর্শের কথা?

১১| ১১ ই এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৭:১৫

মুহাম্মদ ফয়সল বলেছেন:

১২| ১১ ই এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৭:৩৮

প্রগতিশীল ইকবাল বলেছেন: বাবা তুষার বলেছেন: গ্রেফতার নিয়ে পুলিশ কর্মকর্তার বিবৃতী শুনে মনে হল- চোরে চুরি করবে। তুমি চুরি কইরা চুরির খবর বাইর করলা কেন? এইটা অপরাধ । আর সেই সত্য তথ্য যখন তৃতীয় জন প্রকাশ করল- সেই হল মহা অপরাধী!!!! এই অপরাধেই তাকে গ্রফতার করা হল!!! যেখানে বিচারপতি নিজে পদত্যাগের মাধ্যমে তার কেলংকারীর দায় মাথায় নিয়েছেন- তারপরও উদোর পিন্ড বুধোর ঘাড়ে চাপিয়ে দিল হাম্বা সরকার!!!! মগের মুল্লুক শুনেছেন। না শুনলে দেখে নিন। হাম্বা মগের মুল্লুক এখন প্রিয় স্বদেশ

১৩| ১১ ই এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৭:৫৩

শিপু ভাই বলেছেন:
আমাদের সাংবাদিক জগতের কলংক এই মাহমুদুর রহমান। সাংবাদিকতার মত একটি মহৎ পেশাকে উনি অন্যায় স্বার্থসিদ্ধির হাতিয়ার হিসেবে ব্যবহার করেছেন।

১৪| ১১ ই এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৭:৫৬

এম আবু জাফর বলেছেন: বাকশালী শাষন কাকে বলে বুজে নিন।

১৫| ১২ ই এপ্রিল, ২০১৩ দুপুর ১২:৪০

শরীফ িবিড বলেছেন: আমি কোন ওকালতনামা স্বাক্ষর করবো না। কেননা আমি কোনো আইনজীবী নিয়োগ করবো না। কেননা এ আদালতের প্রতি আমার কোনো আস্থা নেই। আমার পক্ষে কোনো দরখাস্ত কিংবা আবেদন করারও কোনো দরকার নেই।

"সরকার আপনাকে যে নির্দেশ দিয়েছে সে অনুযায়ি আদেশ দিন।"


আইনের শাসন, আস্থা পুরোপুরি ভেঙ্গে পড়েছে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.