নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মেহেদী হাসান৭৫

মেহেদী হাসান৭৫ › বিস্তারিত পোস্টঃ

শুধু গরিবরাই কেন বারবার এভাবে মরে?

২৬ শে এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৬:১৩



সাভারে যেদিন ভবন ধ্বসে পড়ল সেদিন আমি আমার এক কলিগের সাথে বসে চা খাচ্ছিলাম। আমার কলিগ দু:খ করে বললেন, শুধু গরিবরাই কেন বারবার এভাবে মরে। আল্লাহ এদের এভাবে কেন মারেন? সে একজন ব্যক্তির নাম ধরে বলল অমুকদের আল্লাহ এভাবে মারতে পারেননা? অমুকদের ভবন ধ্বসে পরতে পারেনা?

আমার কলিগ ধর্মভিরু। আল্লাহ’র এখতিয়ার এবং ইচ্ছা /অনিচ্ছা নিয়ে এভাবে মন্তব্য করার পর সে একটু ভয় পেল। এভাবে বলা ঠিক না। তাই একটু পরেই সে বলল, নাহ আল্লাহ যা করেন ভাল’র জন্যই করেন। এর মধ্যে তার হয়ত আল্লাহর কোন মহাপরিকল্পনা, কৌশল আছে যা আমরা জানিনা।

আমার কলিগের সাথে যখন এ আলাপ করছিলাম তখন একটি তথ্য আমার কাছে ছিলনা। পরে জানলাম ভবনটি ধ্বসে পড়ার আগে ফাটল দেখা দিয়েছিল। ভবন খালি করার জন্য বলা হয়েছিল। কিন্তু সে নিষেধ অমান্য করে ভবন মালিক এবং গার্মেন্টস মালিকরা জোর করে শ্রমিকদের ভবনে নিয়ে এসেছে কাজের জন্য, চাকরির ভয় দেখিয়ে। তাদের দিয়ে হরতাল বিরোধী মিছিল করানোরও পরিকল্পনা ছিল তাদের। এরপরে ভবন মালিক যুবলীগ নেতা রানার আরো কুকর্ম বের হয়ে আসতে লাগল। ভবনটি একজন হিন্দুর জমির দখল করে তৈরি করাসহ নানা অনিয়মের তথ্য কিছুক্ষন পরে জানতে পারলাম সংবাদ মাধ্যমের বরাতে। এসব তথ্য হাতে আসার পর আমার কলিগের প্রশ্নের জবাব পেলাম। আল্লাহ কেন এভাবে বার বার গরিব মানুষদের মারে।



আসলে এখানে আল্লাহকে দোষ দিয়ে কোন লাভ নেই। আমার কোরআনের বেশ কয়েকটি আয়াতের কথা মনে পড়ল। কোরআনে আল্লাহ বলেছেন, আমি কোন জাতিকে ধ্বংস করিনা তাদের মধ্যে সতর্ককারী প্রেরন ব্যতিরেকে। অর্থাৎ কোন জাতি ধ্বংস করার পূর্বে তাদেরকে তিনি নবী রসুল পাঠিয়ে সতর্ক করেন। কোরআনে বেশ কয়েক স্থানে এর উল্লেখ আছে। সাভার ভবনটি একবারে ধ্বসে পড়তে পারত পূর্ব ফাটল ছাড়াই। কিন্তু ফাটল সৃষ্টি হওয়া থেকে আমার মনে যে অর্থ তৈরি হয়েছে তা হল এর মাধ্যমে ওই ভবনবাসীকে সতর্ক করেছেন আল্লাহ। ভবন ফাটলের বিষয়টি সবাই জেনেছেন। ভবন খালি করারও সিদ্ধান্ত হয়েছে। ব্র্যাক ব্যাংকের সব গুটিয়ে নেয়া হল। কিন্তু পাপাচারি ভবন মালিক এবং গার্মেন্টস মালিকরা জোর করে শ্রমিকদের ডেকে আনল কাজে যোগ দেয়ার জন্য। তাদের মৃত্যুর দিকে ঠেলে দিল তারা জোর করে। পাপিষ্ঠ এবং পথভ্রষ্ট ভবন মালিক ও গার্মেন্টস মালিকরা সীমালঙ্ঘন করেছে এত বড় সতর্কতা উপেক্ষা করে। তারাই দায়ী এ গনহত্যার জন্য। আল্লাহ নন।

আপনি যদি ধর্মের দৃষ্টিতে এর ব্যাখ্যা কারতে না চান তাতেও কোন অবস্থাতেই আল্লাহকে দোষ দেয়া যায়না এ ঘটনার জন্য।



ভবনটি আল্লাহ বানননি। বানিয়েছে রানা। দেখুন এখন সব ফাঁস হয়ে গেছে। ভবনটি শুধু জোর করে হিন্দুর জমি দখল করেই তৈরি করা হয়নি। ভবন তৈরির প্রতি পরতে পরতে অনিয়ম, সীমালঙ্ঘনের দৃষ্টান্ত রয়েছে। আপনি অনিয়ম করবেন, পাপাচার করবেন, সীমালঙ্ঘন করবেন আর আল্লাহর দোষ দেবেন তা কি ঠিক?

আল্লাহ কোরআনে বলেছেন জ্বলে স্থলে এবং অন্তরীক্ষে যে বিপর্যয় ছড়িয়ে পড়েছে তা সবই তোমাদের হাতের কামাই।

আমি মনে করি এ ঘটনা বিরাট বড় নির্দশণ যাদের অন্তর আছে তাদের জন্য। এত মানুষ মারা গেল আর ভবন মালিক বেঁচে গেল!!!সে মারা গেলে হয়ত মানুষের কিছু সহানুভূতি তার প্রতি যেত। কিন্তু দেখুন সে বেঁচে যাওয়ার মধ্য দিয়ে সরকারের আরেক নোংরা চেহারা ফুটে উঠেছে তাকে নিয়ে। সাভারে রাস্তাঘাটে হাজার হাজার পোস্টার/ব্যানার বলছে সে যুবলীগের নেতা। আর প্রধানমন্ত্রী সংসদে দাড়িয়ে বলছেন সে যুবলীগের কেউ নয়। স্থানীয় এমপি কর্তৃক তাকে রক্ষা করা, তাকে এখনো গ্রেফতার না করা, তাকে নিয়ে এবং এ ঘটনা নিয়ে সরকারের যে আচরন তার মধ্যেও অনেক নির্দশন রয়েছে যাদের হৃদয় আছে তাদের জন্য। জাতি আবারো জানল হিন্দুদের জমি কারা কিভাবে দখল করে। সরকার দলের লোক হবার সুবাধে তেলের ঘানি টানা সামান্য কুলুরাও কিভাবে কোটিপতি হতে পারে রাতারাতি তারও একটি দৃষ্টান্ত এঘটনা। বস্তুত দেশময় ক্ষমতাসীনদের যে সর্বব্যাপী, সর্বগ্রাসী লুটপাট, দখল, অনাচার দুরাচার চলছে তার সামান্য একটি উদাহরন হল রানা। আমার মতে এ ঘটনার মধ্যে আরো অনেক নিদর্শন রয়েছে যার অর্থ আমাদের জানা নেই। আমি আল্লাহর কাছে দোয়া করছি হে আল্লাহ তুমি মারা যাওয়া শ্রমিকদের বিনা হিসেবে বেহেশত দাও। তারা মজলুম। আর যারা এজন্য দায়ী তাদের তুমি কঠোর থেকে কঠোরতর শাস্তি দাও এবং জগৎবাসীর জন্য দৃষ্টান্ত স্থাপন কর যাতে মানুষ শিক্ষা লাভ করে।

মন্তব্য ২ টি রেটিং +২/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ২৬ শে এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৬:১৯

মোঃ_হাসান_আরিফ বলেছেন: সাভারে রানা প্লাজা বিপর্যয় ঘটার পর এপর্যন্ত আলোচিত উক্তি

লিংক
Click This Link

২| ২৭ শে এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৭:৫৯

রাজনীতির ভাষা বলেছেন: আল্লাহ কোরআনে বলেছেন জ্বলে স্থলে এবং অন্তরীক্ষে যে বিপর্যয় ছড়িয়ে পড়েছে তা সবই তোমাদের হাতের অর্জন।

আমি আল্লাহর কাছে দোয়া করছি হে আল্লাহ তুমি মারা যাওয়া শ্রমিকদের বিনা হিসেবে বেহেশত দাও। তারা মজলুম। আর যারা এজন্য দায়ী তাদের তুমি কঠোর থেকে কঠোরতর শাস্তি দাও এবং জগৎবাসীর জন্য দৃষ্টান্ত স্থাপন কর যাতে মানুষ শিক্ষা লাভ করে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.