![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মিসরের নতুন অন্তর্বর্তী সরকারের প্রধান আদলি মনসুরকে অভিনন্দন জানিয়ে শুভেচ্ছাবার্তা পাঠিয়েছেন সৌদি বাদশাহ আবদুল্লাহ। আদলি মনসুর যাতে অর্পিত দায়িত্ব সঠিকভাবে পালন করতে পারেন সেই কামনা করেন সৌদি বাদশাহ।
মিসরীয় প্রেসিডেন্টের মতাচ্যুতিকে স্বাগত জানিয়ে বিবৃতি দিয়েছেন সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদ। সিরিয়ার একটি রাষ্ট্রীয় সংবাদপত্রে প্রকাশিত বিবৃতিতে আসাদ বলেন, ‘মিসরীয় জনগণ তাদের নেতার বিরুদ্ধে যে আন্দোলন করেছে তাতে প্রমাণিত হয়েছে ‘রাজনৈতিক ইসলামের’ সময় শেষ হয়ে গেছে।’
মিসরের বর্তমান পরিস্থিতিকে ‘পরিবর্তন’ উল্লেখ করে স্বাগত জানিয়েছে সংযুক্ত আরব আমিরাত। এই পরিবর্তনের জন্য মিসরীয় সেনাবাহিনীর প্রশংসাও করে দেশটি। আরব আমিরাত সরকারের প থেকে এই বক্তব্য দেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী আবদুল্লাহ বিন জায়েদ আল-নাহায়ান।
©somewhere in net ltd.