নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মেহেদী হাসান৭৫

মেহেদী হাসান৭৫ › বিস্তারিত পোস্টঃ

দেশের উন্নয়ন করা কি তাদের দয়া?

২৫ শে অক্টোবর, ২০১৩ সন্ধ্যা ৬:১৩

আওয়ামী লীগকে ভালবাসেন এমন অনেকে গত ৫ বছরে আওয়ামী লীগ সরকারের বিভিন্ন কর্মকান্ডের উন্নয়নের ফিরিস্তি দিয়ে শেষে বলেন, অমুক অমুক (তত্ত্বাবধায়ক বাতিল, বিরোধীদের প্রতি দমন পীড়ন, শেয়ার বাজার, হলমার্ক, আবুল, শাহবাগ, হেফাজত, যুদ্ধাপরাধ, সোনালি) অপকর্মগুলো যদি না করত তাহলে আগামীতে তাদের আবার ক্ষমতায় আসতে কোন সমস্যাই হতনা। অনেক উন্নয়ন তারা করেছে। কিন্তু বড় বড় কিছু অপকর্মের কারনে সব উন্নতি চাপা পড়ে গেছে।

ঠিক একই ধরনের খেদোক্তি অতীতে বিএনপি সরকারের শেষ সময়েও বিএনপিকে যারা ভালবাসে তাদের মুখে শুনতে পেয়েছি।



আমার প্রশ্ন দেশের যে উন্নয়নের কথা তারা স্ব স্ব দলের হয়ে বলেন তা করা কি তাদের করুনা এদেশের প্রতি ? ওইসব উন্নতি যদি তাদের এদেশের প্রতি করুনা হয়ে থাকে তাহলে তাদের কাজটা ছিল কি ক্ষমতায় এসে?



বরং বাস্তবতা হল গত ৪০ বছরে এদেশে উন্নয়ন খাতে যে পরিমান টাকা বরাদ্দ হয়েছে তা যদি ঠিকঠাকমত ব্যয় করা যেত, সীমাহীন লুটপাট, দুর্নীতি, অপচয়, অব্যবস্থাপনা অনাচার দুরাচার দূর করা যেত তাহলে দৃশ্যত আমাদের উন্নতি চিত্র মালয়েশিয়া বা এরকম কোন দেশের মতই হওয়ার কথা ছিল। আর যদি যোগ্য নেতৃত্বের অধীনে সঠিক পরিকল্পনা অনুযায়ী এগিয়ে যাবার সুযোগ এদেশ তাহলে আমাদের অবস্থান আজ কোথায় হত তা নাইবা বললাম।









মন্তব্য ১ টি রেটিং +০/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ২৫ শে অক্টোবর, ২০১৩ সন্ধ্যা ৭:৫৮

উল্যাহ ১১ বলেছেন: sohomot.......

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.