নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মেহেদী হাসান৭৫

মেহেদী হাসান৭৫ › বিস্তারিত পোস্টঃ

আসেন বাইসকুপ দেখি

১২ ই নভেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:৩১



একটি রাষ্ট্র একটি জাতি নিয়ে তারা কী রকম তামাশার খেল খেলতে পারে, কী রকম বউ জামাই পতুল পুতুল খেল খেলছে, কী রকম রান্নাবাটি খেলছে চলেন দেখি। এ সুযোগ ভবে আর মিলবে কি-না, জীবনে আর আসবে কি-না সন্দেহ। চলেন দেইখা মজা লই।

আইনমন্ত্রী ব্যারিস্টার শফিক আহমেদ বলেছেন, আমরা আসলে পদত্যাগের উদ্দেশে পদত্যাগপত্র জমা দেইনি। সংবিধানের ৫৮ অনুচ্ছেদের বিধান অনুযায়ী পদত্যাগপত্র যেভাবে জমা দেওয়ার কথা আমরা সেভাবে জমা দেইনি।



আমরা প্রধানমন্ত্রীর কাছে পদত্যাগের ইচ্ছা প্রকাশ করে সম্বোধন ও তারিখবিহীন একটি পত্র দিয়েছি। এর মাধ্যমে পদত্যাগ হয় না।



তিনি বলেন, জনগণের সাথে প্রতারণা বা রাজনৈতিক জটিলতা তৈরি করার উদ্দেশ্যে নয়। প্রধানমন্ত্রী পদত্যাগের আহ্বান করেছেন আর আমরা তাঁর আহ্বানে সাড়া দিয়েছি। যেহেতু এই পদত্যাগপত্রের কোনো সাংবিধানিক ভিত্তি নেই সেহেতু এটা নিয়ে কোনো জটিলতা তৈরির সুযোগ নেই।



মঙ্গলবার দুপুরে সচিবালয়ে নিজ দপ্তরে এক ব্রিফিংয়ে এসব কথা বলেন আইনমন্ত্রী।



অন্যান্য মন্ত্রীদের সাথে আইনমন্ত্রীও গতকাল সোমবার প্রধানমন্ত্রীর হাতে পদত্যাগপত্র তুলে দেন। এদিন দুপুরে মন্ত্রিপরিষদ সচিব মো: মোশাররফ হোসাইন ভুঁইঞা মন্ত্রীদের পদত্যাগের বিষয়টি সাংবাদিকদের অবহিত করেন।



এরপর থেকে মন্ত্রীদের পদ শূন্য বলে আইনবিজ্ঞরা দাবি করছেন।



এ পরিপ্রেক্ষিতে আজ দুপুরে আইনমন্ত্রী সাংবাদিকদের মুখোমুখি হন। শুরুতেই সাংবাদিকদের প্রশ্নবাণে মন্ত্রী নাস্তানাবুদ হয়ে পড়েন। মন্ত্রীদের পদত্যাগ সংক্রান্ত সংবিধানের ৫৮ নং অনুচ্ছেদের উদ্ধৃতি দিয়ে মন্ত্রী অসংলগ্ন বক্তব্য দেন।



এ পর্যায়ে আইনমন্ত্রী বলেন, সংবিধানে যেভাবে একজন মন্ত্রীর পদত্যাগের কথা বলা হয়েছে। আমরা মূলতঃ সংবিধান অনুযায়ী সেভাবে পদত্যাগপত্র জমা দেইনি। আমরা প্রধানমন্ত্রীর কাছে পদত্যাগের ইচ্ছা প্রকাশ করে সম্বোধন ও তারিখ ছাড়া একটি পত্র দিয়েছি। এর মাধ্যমে পদত্যাগ হয় না।



সম্বোধন ও তারিখ ছাড়া পদত্যাগ পত্র জমা দেওয়ার মাধ্যমে মন্ত্রীরা জনগণের



সাথে প্রতারণা করেছেন কিনা সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে আইনমন্ত্রী বলেন, জনগণের সাথে প্রতারণা করা আমাদের উদ্দেশ্য নয়। প্রতারণার উদ্দেশে আমরা পদত্যাগপত্র জমা দেইনি।



মন্ত্রীরা জেনেশুনে সংবিধান বহির্ভূতভাবে কেন পদত্যাগপত্র জমা দিলেন, এমন প্রশ্নের জবাবে আইনমন্ত্রী বলেন, আমরা সংবিধান লংঘন করিনি।



গতকাল মন্ত্রিপরিষদ সচিব মন্ত্রীদের পদত্যাগের বিষয়টি সাংবাদিকদের কাছে সরকারীভাবে ঘোষণা দিয়েছে। তিনি বলেন, মন্ত্রীরা পদত্যাগ করেছেন আর প্রধানমন্ত্রী যারটা ইচ্ছা রাষ্ট্রপতির কাছে জমা দিবেন।



সচিবের এমন বক্তব্যের পরও আপনি বলছেন সংবিধান অনুযায়ী পদত্যাগপত্র জমা দেননি- এই বক্তব্য পরস্পর বিরোধী কিনা এমন প্রশ্নের জবাবে আইনমন্ত্রী সংবিধানের বইটি খুলে সাংবাদিকদের পড়ে শোনান। তিনি বলেন, এই সংবিধানে যেভাবে বলা হয়েছে আমরা তো সেভাবে জমা দেইনি।



মন্ত্রীদের এসব কর্মকান্ড প্রতারণা কি-না এবং সংবিধান থেকে সরকার দলীয়রা সুবিধা নিচ্ছেন কি-না, এমন প্রশ্নের জবাবে আইনমন্ত্রী বলেন, আমরা দলীয় সুবিধার জন্য সংবিধানকে ব্যবহার করছি না।



গতকাল মন্ত্রীরা প্রধানমন্ত্রীর কাছে যে পত্র জমা দিলেন সেটা কোন ধরণের পত্র এমন প্রশ্নের জবাবে আইন মন্ত্রী বলেন, আমরা যে পত্র জমা দিয়েছি এটাকে আপনারা পদত্যাগপত্র না বলে অন্য যেকোনো পত্র বলতে পারেন।



শীর্ষ নিউজ ডটকম/এসআর/রহমান/টিএইচ



১২ নভেম্বর ২০১৩ -

মন্তব্য ৩ টি রেটিং +০/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ১২ ই নভেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:৩৮

তিক্তভাষী বলেছেন: আইনমন্ত্রীর গরু হারিয়েছে!

গরু হারালে এরকমই হয়!!

২| ১২ ই নভেম্বর, ২০১৩ রাত ৮:৪২

এম এ এইচ রাজ বলেছেন: পুটকিত গু থাকলে জিলাপি বানানো যায়। ওদের পুটকিতে গু আছে জিলাপি বানাইতেছে। আপনি/আমি বা...... ছিড়তে পারবো না।

৩| ১২ ই নভেম্বর, ২০১৩ রাত ৮:৪৮

ইঞ্জিনীয়ার নাহিদ বলেছেন: এরা পদত্যগ করেনি, রিহার্সেল করছে মাত্র ...... :P

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.