নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মেহেদী হাসান৭৫

মেহেদী হাসান৭৫ › বিস্তারিত পোস্টঃ

ম্যানেজ গেমের মাইনকা চিপায় জামায়াত বিএনপি

২৬ শে নভেম্বর, ২০১৩ রাত ৮:৫৯

যেহেতু টিকফা চুক্তি স্বাক্ষরের অধিকার এ সরকারের নেই এবং তারপরও তারা এটি করেছে এবং যেহেতু ভবিষ্যতে যেকোন সরকার একে অবৈধ চুক্তি বলে বাতিল করে দিতে পারে সেহেতু মার্কিন যুক্তরাষ্ট্রের এখন দায়িত্ব হয়ে পড়েছে তাদের স্বার্থবাহি এ চুক্তিকে টিকিয়ে রাখার জন্য এ সরকারকে যুগ যুগ ধরে ক্ষমতায় টিকিয়ে রাখার ব্যবস্থা করা।



আর জনগনকে বাদ দিয়ে এই মার্কিন যুক্তরাষ্ট্রেরই দিনরাত পা চাটছে বিএনপি জাময়াত ক্ষমতায় আসার জন্য । দর কষাকষি এবং প্রতিযোগিতা চলছে ক্ষমতায় টিকে থাকার জন্য এবং ক্ষমতায় আসার জন্য কে কত বেশি দাসখত দিতে পারে, কে কত বেশি দেশকে বিলিয়ে দিতে পারে, কে কত বেশি দেশকে উজাড় করে দিতে পারে লুটপাটের জন্য ক্ষমতায় টিকে থাকা এবং ক্ষমতায় আরোহনে সহায়তাকারী প্রভুদের পায়ে। প্রতিযোগিতা চলছে কে কত বেশি মীরজাফর হতে পারে, কে কত বেশি লেন্দুপ দর্জি হতে পারে, কে কত বড় গোলাম হতে পারে, কে কত বেশি নির্মম হিংস্র হতে পারে ক্ষমতায় টিকে থাকা এবং ক্ষমতা আরোহনের জন্য।



গত ৫ বছরে বিএনপি জামায়াত জনগনের কোন ইস্যুতে কোনদিন কোন আন্দোলন সংগ্রাম করেনি, দেশ ও জনগনের জীবন মরনের কোন ইস্যুতে সোচ্চার হয়নি-শুধু ক্ষমতায় যাবার তত্ত্বাবধায়ক ইস্যু ছাড়া। কিন্তু এই ইস্যুতেও তারা কখনো জনগনকে সাথে নিয়ে তেমন কোন বড় আন্দোলন গড়ে তোলেনি। বিএনপির প্রতি বিপুল জনগোষ্ঠীর বিপুল সমর্থনের কোন তোয়াক্কা তারা না করে সবসময় প্রভুদের ম্যানেজ করে ম্যানেজ গেমের মাধ্যমে ক্ষমতায় আসার ধান্ধা করেছে আর পা চাটছে। আজ যুক্তরাষ্ট্রকে বর্তমান সরকার টিকফা চুক্তির মাধ্যমে ম্যানেজ করার চেষ্টা করছে। তাই এ প্রভুর কাছে এখন বিএনপিকে হয়ত দাসখত দিতে হবে তারা ক্ষমতায় আসলে এ চুক্তি তারা টিকিয়ে রাখবে কিনা সে মর্মে। অন্যথায় যুক্তরাষ্ট্র হয়ত এই সরকারকেই রক্ষা করবে চুক্তি টিকিয়ে রাখার জন্য। দেখুন দেশ বিরোধী এতবড় চুক্তির বিরুদ্ধেও আজ তাদের একটি কথা উচ্চারনেরও হিম্মত নেই; এমনভাবেই তারা ক্ষমতা আরোহনের ম্যানেজ গেমের মাইনকা চিপায় আটকা পড়েছে।



আমি বিশ্বাস করি জাময়াত বিএনপি যদি গত ৫ বছরে শুধুমাত্র জনগনের ইস্যুতে, দেশের ইস্যুতে, এই সরকারের জনবিরোধী, গণবিরোধী, দেশবিরোধী অপকর্ম, লুটপাট নৈরাজ্যের বিরুদ্ধে সদা সোচ্চার থাকত শুরু থেকে তাহলে আজ আলাদা করে আর তত্ত্বাবধায়ক ইস্যুতে আন্দোলন করতে হতনা। ও জিনিসি বহু আগেই জনগন তাদের আদায় করে দিত। আর শুরু থেকেই সোচ্চার থাকলে আজ বিএনপি জামায়াতকে দিনে দিনে এভাবে সরকার ছারখার করতে পারতনা, এভাবে দানবীয় আকারে তাদের ওপর সওয়ার হতে পারতনা।



কিন্তু দেশ বিলিয়ে দিয়ে পরের ধন বিলিয়ে দিয়ে এত সহজে যেখানে ম্যানেজ করে ক্ষমতায় আসার সুযোগ রয়ে গেছে সেখানে কে এত হৈ হাঙ্গামার পথে পা বাড়ায়? এখন বোঝেন ম্যানেজ গেম কে কিভাবে খেলে এবং খেলতে পারে।



মন্তব্য ৭ টি রেটিং +০/-০

মন্তব্য (৭) মন্তব্য লিখুন

১| ২৬ শে নভেম্বর, ২০১৩ রাত ৯:১৩

কে এম শিহাব উদ্দিন বলেছেন: খুবই ভালো বিশ্লেষণ
প্লাস!!

২৬ শে নভেম্বর, ২০১৩ রাত ৯:২৬

মেহেদী হাসান৭৫ বলেছেন: thanks

২| ২৬ শে নভেম্বর, ২০১৩ রাত ৯:২৫

নূর আদনান বলেছেন: প্রতিযোগিতা তো ভালই চলছে..... আর আমরা আম-জনতাও তা খুব আয়েশ করেই দেখছি... কেননা আমাদের তো কিছুই করার নাই(!) তাই না? কি দরকার ভাই বলেন নিজেদের মত প্রকাশ করার ? নিজের অধিকার আদায়ে সোচ্চার হওয়ার? ককটেল ফুটবে, মানুষ আগুনে পুড়বে, কেউ দেশ উজার করে দেবে..... শান্তি-প্রিয় জাতি হিসেবে আমাদের এসব কিছু শুধু নিরবে দেখে যাওয়াই ভাল (!) খুব বেশি হলে মাঝে-মধ্যে চায়ের কাপে একটু-খানি ঝর তুললেই হয়ে যাবে। দেশ তো উনাদের (!) ওনারা দেশের অভিভাবক (!)

৩| ২৬ শে নভেম্বর, ২০১৩ রাত ৯:৩৮

সালটু বলেছেন: আওয়ামীলীগ কোন চিফায় আছে, অইডাও একটু কন। ভারতীয় স্বার্থ জন্য তো সাব দিয়া গেছে। একটু বিস্তারিত দিলে আরাম হইত।

শরণ সাব তো জয়, রেহেনা আর নি কমিশন আর মন্ত্রী গ লগে কিসের এত মিটিং করে?

আজ দেখলাম মজিনা হেতেও মাননীয় প্রধান মন্ত্রীর সাথে গোপন মিটিং করলো।

আমরা আম জনতা খালি চাইয়া চাইয়া দেহি।

২৬ শে নভেম্বর, ২০১৩ রাত ৯:৪৪

মেহেদী হাসান৭৫ বলেছেন: তারা তো সব দিয়া স্বর্গেই আছে। স্বর্গে থাকার জন্য আরো যারে যা দেয়া দরকার দিবে; তাতো সবাই দেখতেছি।

৪| ২৬ শে নভেম্বর, ২০১৩ রাত ৯:৪৮

সেমিবস বলেছেন: রাজনীতি পঁচা ডিমের মত লাগে................

ড. মুহম্মদ জাফর ইকবাল স্যারের পদত্যাগ শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে এবং পরের কথা.............................................

৫| ২৬ শে নভেম্বর, ২০১৩ রাত ১০:৪৪

হাসান কালবৈশাখী বলেছেন:

প্রবল বিরোধিতা থাকার পরও একটি ব্যাপারে প্রধান দুটি দল আওয়ামীলীগ ও বিএনপি-জামাত বিষ্ময়কর ভাবে একমত, ১০০% একমত। এরশাদের জাতীয় পার্টি ও ছোট ইসলামী মৌলবাদি দল গুলো ... এমনকি হেফাজতও একমত!
Click This Link

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.