নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মেহেদী হাসান৭৫

মেহেদী হাসান৭৫ › বিস্তারিত পোস্টঃ

ওয়াসিম জাকুরের মৃত্যু

১৫ ই ডিসেম্বর, ২০১৩ বিকাল ৫:০২

দামেস্ক: ২০১১ সালে গৃহযুদ্ধ শুরুর পর সিরিয়ায় শিশু হত্যার ঘটনা নিয়মিত ঘটনায় পরিণত হয়েছে। শিশু হত্যার ঘটনা সিরিয়ার জন্যে এখন আর তেমন কোনো ঘটনা নয়।



কিন্তু কিন্তু কিছু কিছু ঘটনা মানবিক বোধসম্পন্ন মানুষের হৃদয়কে নাড়া দিয়ে যায়। এমনই একটি ঘটনার বর্ণনা দিয়েছেন আল জাজিরার সাংবাদিক ফয়সাল আল-কাসেম। ঘটনাটি আরো বেশি আলোড়িত হয়েছে একটি ছবির জন্যে।



ওয়াসিম জাকুর নামের ছোট একটি শিশুর বাবা-মাকে সরকারি সেনারা গুলি করে হত্যা করে। বাবা-মার সঙ্গে গুলি করে হত্যা না করলেও ওয়াসিমকে ঠেলে দেয়া হয় এক অনিশ্চিত ভবিষ্যতের দিকে। বাবা-মাকে হারানোর পর ওয়াসিমের আর কোনো আত্মীয় ছিল না।



দামেস্কের রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াতে লাগল ছোট শিশু ওয়াসিম জাকুর। ক্ষুধা নামক একটি নীরব ঘাতক ওয়াসিমের পিছু লাগে। ক্ষুধার যন্ত্রণায় রাস্তায় রাস্তায় ঘুরে বেড়ায় ওয়াসিম। কিন্তু মৃত্যুর আগ পর্যন্ত তার মুখে কোনো খাবার ওঠেনি।

না খেয়ে মরে যাওয়ার ঘটনাও হয়তো অহরহই ঘটছে সিরিয়ায়। কিন্তু ওয়াসিম জাকুরের ট্রাজেডিটি অন্য জায়গায়। মারা যাবার আগ মুহূর্তে জাকুর একটি রুটির বক্স খুঁজে পেয়েছিল। কিন্তু সেটি আর মুখে তুলতে পারেনি ছোট জাকুর। মুখে তোলার আগ মুহূর্তে মৃত্যু এসে তার ক্ষুধা মিটিয়ে দেয়। মৃত্যুর পর দামেস্কের ফুটপাতে তার লাশ পড়ে থাকতে দেখা যায়।



আল জাজিরার সাংবাদিক আল কাসেম বলেছেন, “ওয়াসিম জাকুরের বাড়িতে হামলার পর আসাদ বাহিনী তার বাবা-মাকে হত্যা করে এবং বাড়িতে আগুন ধরিয়ে দেয়। ছোট্ট জাকুর তার বাবার একজোড়া জুতা ছাড়া আর কিছুই সঙ্গে নিয়ে আসতে পারেনি। সূত্র: ওয়েবসাইট



নতুন বার্তা

মন্তব্য ১ টি রেটিং +০/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ১৫ ই ডিসেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:০৪

আছিফুর রহমান বলেছেন: খুব দুঃখজনক। পিছনের কারন খুজতে গেলে পাওয়া যাবে সেই ক্ষমতা। যার কারনে মৃত্যু হয় ওয়াসিম জাফরের মতো হভাগ্য বালকদের।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.