নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মেহেদী হাসান৭৫

মেহেদী হাসান৭৫ › বিস্তারিত পোস্টঃ

অরবিন্দ কেজরিওয়ালের প্রতি ুদ্র একটা অনুরোধ

২৪ শে ডিসেম্বর, ২০১৩ বিকাল ৫:৫৩

অভিনন্দন অরবিন্দ কেজরিওয়াল। আপনার বিস্ময়কর উত্থানে আমি অভিভুত, আনন্দিত । আপনি সফল হোন। তবে ুদ্র একটি অনুরোধ, আপনি আম আদমিদের যে প্রতিশ্রুতি দিয়ে তাদের সমর্থন লাভ করেছেন তা বাস্তবায়নের পথে যদি কোন বাঁধা আসে এবং বাস্তবায়ন করা অসম্ভব মনে করেন তাহলে সাথে সাথে ক্ষমতা ছেড়ে দিয়েন। কারণ ইতোমধ্যে বিজেপি এবং কংগ্রেস ঘোষনা দিয়েছে আপনি যেসব জনহিতকর প্রতিশ্রুতি দিয়েছেন তা বাস্তবায়ন করা কস্মিনকালেও সম্ভব নয়।

বর্তমান বিশ্বব্যবস্থায় ক্ষমতা এবং শাসন ব্যবস্থা এক জটিল মাফিয়া চক্রে আবদ্ধ হয়ে গেছে । তারা কখনোই আপনাদের বরদাশত করবেনা। তারা তাদের স্বার্থ এবং বুনিত জালচক্র টিকিয়ে রাখার জন্য পারেনা হেন কাজ নেই। তাদের কালো লম্বা হাত এবং জাল ছিন্ন করা অতিশয় কঠিন কাজ। তবে তাদের জন্য নয় যারা অন্যায়ের কাছে মাথা নত করার চেয়ে মৃত্যুকেই শ্রেয় মনে করে। তারা চাইলে অনেক কিছু ছিন্নভিন্ন করে দিতে পারে। শয়তান চক্র তাদের নিয়ে খুবই পেরেশান থাকে। আমার বিশ্বাস তারা এখন পেরেশানে আছে।



মন্তব্য ৩ টি রেটিং +০/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ২৪ শে ডিসেম্বর, ২০১৩ বিকাল ৫:৫৭

পাঠক১৯৭১ বলেছেন: @লেখক,


আপনার লেখা থেকে,
"আপনি আম আদমিদের যে প্রতিশ্রুতি দিয়ে তাদের সমর্থন লাভ করেছেন তা বাস্তবায়নের পথে যদি কোন বাঁধা আসে এবং বাস্তবায়ন করা অসম্ভব মনে করেন তাহলে সাথে সাথে ক্ষমতা ছেড়ে দিয়েন। "


ক্ষমতা ছেড়ে না দিয়ে, আপনার সাহায্য নিলে বোধ হয় ভালো হতো!

২| ২৪ শে ডিসেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:৩২

মেনন আহমেদ বলেছেন: @পাঠক১৯৭১ ,

ভালো কথা আপনাকে আবার চুলকানি দিলো কেনো ভাই???

"আপনি আম আদমিদের যে প্রতিশ্রুতি দিয়ে তাদের সমর্থন লাভ করেছেন তা বাস্তবায়নের পথে যদি কোন বাঁধা আসে এবং বাস্তবায়ন করা অসম্ভব মনে করেন তাহলে সাথে সাথে ক্ষমতা ছেড়ে দিয়েন। "


কথাটা খুব-ই স্বচ্ছ এবং সুন্দর কথা, কারো সুন্দর গঠনশীল চিন্তাকে এভাবে আঘাত করা কোন ভালো মানুষের কাজ হতে পারেনা।


আপনি আমাকেও কিছু বলতে পারেন,কেননা আপনাকে কিছু কথা বলেছি আমি।

৩| ২৪ শে ডিসেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:০০

সাদা মনের মানুষ বলেছেন: আমাদের ও এখন আম জনতা পার্টি দরকার।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.