নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মেহেদী হাসান৭৫

মেহেদী হাসান৭৫ › বিস্তারিত পোস্টঃ

তারা ঢাকা আসলে তিনি করবেন কি?

২৪ শে ডিসেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:৪২

আমি আজ অবধি বেগম খালেদা জিয়ার কোন বক্তব্য কাজ বাদ দিয়ে পুরোপুরি শুনিনি। অনেকবার শুনতে চেয়েছি কিন্তু পারিনি। ইচ্ছা হয়নি। শোনার মত মনে হয়নি। শোনার অধীর আগ্রহ নিয়ে টিভির সামনে বসতাম। কিছুক্ষন পরে আবার টেবিলে এসে কাজে মনোযোগী হতাম ভাষন শোনা বাদ দিয়ে। আজো টেবিলে বসে কাজ করার সময় টিভিতে তার ভাষন শুরু হয়েছে দেখলাম। মনে করলাম এটাও অতীতেরই আরেকটি ভাষনের মতই হবে। তাই টেবিলে বসে কাজ চালিয়ে যাচ্ছিলাম। কিন্তু কাজের ফাঁকে কানে কিছু শব্দ, বাক্য ভেসে আসতে লাগল এবং আমি কাজ বাদ দিয়ে টিভির সামনে চলে যেতে বাধ্য হলাম। আমি যখন তার বক্তব্য শুনছিলাম তখন মনে হচ্ছিল আমি বেগম খালেদা জিয়ার এ যাবতকালের শ্রেষ্ঠ একটি বক্তব্য শুনছি এবং বক্তব্য শেষ হলে শুধু এক লাইনে একটি স্টাটাস লিখব “খালেদা জিয়ার এ যাবতকালের শ্রেষ্ঠ বক্তব্য শুনলাম” । কিন্তু শেষ পর্যন্ত তা লিখতে পারলামনা। বক্তব্য এ যাবতকালের শ্রেষ্ঠ হয়েছে তাতে কোন সন্দেহ নাই। কিন্তু মার্চ ফর ডেমোক্রেসি নামে ঢাকা অভিমুখে যাত্রার যে কর্মসূচী তিনি ২৯ ডিসেম্বর দিলেন তা নিয়ে একটু চিন্তা করতে ছিলাম। এর আগেও তিনি বহুবার মানুষকে ঢাকায় ডেকে এনেছেন। তার ডাকে সারা দেশ থেকে লক্ষ জনতা সব কিছু উপেক্ষা করে অনেক আশা নিয়ে ঢাকায় এসেছেন। কিন্তু সমাবেশ শেষে তার বক্তব্য শেষে একরাশ হতাশা নিয়ে তারা আবার ফিরে গেছেন। আমার মনে প্রশ্ন জাগল জনগন আবার ঢাকা আসল । তারপর তিনি কি করবেন? তিনি বহুবার বহু আল্টিমেটাম দিয়েছেন। সব আবার পানি করে ফেলেছেন নিজেরাই নানান মহল, চক্র থেকে নানামুখী আশ্বাসে এবং ম্যানেজ গেমের আশায়। আর বারবার মুক্তিকামী জনতাকে করেছেন হতাশ, ব্যর্থ। ২৯ ডিসেম্বর মার্চ ফর ডেমোক্রেসি হওয়ার আগেই ডেমোক্রেসির লাশ জানজা, দাফন কাফন শেষে কুলখানিও হয়ে যাবেনাতো?

















মন্তব্য ১৩ টি রেটিং +০/-০

মন্তব্য (১৩) মন্তব্য লিখুন

১| ২৪ শে ডিসেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:৪৬

মোঃ আনারুল ইসলাম বলেছেন: বুদ্ধিদীপ্ত কর্মসূচী। ধন্যবাদ। ইনশা আল্লাহ এইবার জনগণের দাবি আদায় হবে। তবে ঢাকা অভিমুখী জনস্রোত ঠেকানোর জন্য সরকার নিজেই ঢাকাকে অবরুদ্ধ করবে।

২| ২৪ শে ডিসেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:৫০

জনাব মাহাবুব বলেছেন: এর আগেও তিনি বহুবার মানুষকে ঢাকায় ডেকে এনেছেন। তার ডাকে সারা দেশ থেকে লক্ষ জনতা সব কিছু উপেক্ষা করে অনেক আশা নিয়ে ঢাকায় এসেছেন। কিন্তু সমাবেশ শেষে তার বক্তব্য শেষে একরাশ হতাশা নিয়ে তারা আবার ফিরে গেছেন।



আপনার সাথে পুরোপুরি সহমত।


এত কষ্ট করে সবাইকে ঢাকা আনার পর একটি সমাবেশ করে বলবেন এবার বাড়ী ফিরে যান। মানুষ বাড়ীও ফিরে যাবে কিন্তু তাতে লাভটা হলো কি? :-< :-< :-<

৩| ২৪ শে ডিসেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:৫১

এস বাসার বলেছেন: খালেদার কর্মসূচিটা ভালো। কিন্তু ককটেল,বোমা আর আগুনের যে রাজনীতি উনি বা উনার সহযোগীরা চালিয়ে যাচ্ছেন তাতে সাধারন মানুষ এসব কর্মসূচিকে এখন ভয়ে এড়িয়ে চলে। জন সম্পৃক্ত না হয়ে দিন দিন উনি জন বিচ্ছিন্ন হয়ে গেছেন। ফলাফল তার ১০০% যৌক্তিক দাবীতেও মানুষ রাস্তায় নামেনি।

৪| ২৪ শে ডিসেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:৫৮

HHH বলেছেন: আপনার সাথে দ্বিমত করতে পারলাম না। কিন্তু এবার ভিন্ন কিছু হবে বলে আশা করি

৫| ২৪ শে ডিসেম্বর, ২০১৩ রাত ৮:০১

বিদ্রোহী ভৃগু বলেছেন: @এস বাসার কি ঢাকায় থাকেন? মানে ৩২ নম্বর বা বঙ্গবন্ধু এভিনিউ!!!;)



নইলে পুরা দেশের হাল জানলেতো এমন কথা শুধু দলীয় অন্ধ সমর্থক ছাড়া কেউ বলার কথা না!!!

৬| ২৪ শে ডিসেম্বর, ২০১৩ রাত ৮:১৭

এম আর ইকবাল বলেছেন: ককটেল,বোমা আর আগুনের যে রাজনীতি উনি বা উনার সহযোগীরা চালিয়ে যাচ্ছেন তাতে সাধারন মানুষ এসব কর্মসূচিকে এখন ভয়ে এড়িয়ে চলে। জন সম্পৃক্ত না হয়ে দিন দিন উনি জন বিচ্ছিন্ন হয়ে গেছেন। ফলাফল তার ১০০% যৌক্তিক দাবীতেও মানুষ রাস্তায় নামেনি ।

এস বাসার আপনার সাথে একমত ।

৭| ২৪ শে ডিসেম্বর, ২০১৩ রাত ৮:৪৯

অলওয়েজ এ্যান্টি গর্ভণমেন্ট বলেছেন: কথা চলুক।

সবাইকে ঢাকা আসতে বলে কি করে বি এন পি নেতারা তা সবাই খেয়ালে রাখি।

পাশাপাশি আওয়ামী লুটেরা গুলো কি করে তাও নজরে রাখতে হবে।

৮| ২৪ শে ডিসেম্বর, ২০১৩ রাত ৮:৪৯

পাঠক১৯৭১ বলেছেন: ঢাকায় কিছু হবে না; বাহিরে মানুষ মারা যাব।

৯| ২৪ শে ডিসেম্বর, ২০১৩ রাত ৯:২২

কলাবাগান১ বলেছেন: " খালেদার কর্মসূচিটা ভালো। কিন্তু ককটেল,বোমা আর আগুনের যে রাজনীতি উনি বা উনার সহযোগীরা চালিয়ে যাচ্ছেন তাতে সাধারন মানুষ এসব কর্মসূচিকে এখন ভয়ে এড়িয়ে চলে। জন সম্পৃক্ত না হয়ে দিন দিন উনি জন বিচ্ছিন্ন হয়ে গেছেন। ফলাফল তার ১০০% যৌক্তিক দাবীতেও মানুষ রাস্তায় নামেনি।"

১০| ২৪ শে ডিসেম্বর, ২০১৩ রাত ৯:২৭

ক্ষমতাসীন দল বলেছেন: বুদ্ধিদীপ্ত কর্মসূচী। ধন্যবাদ। ইনশা আল্লাহ এইবার জনগণের দাবি আদায় হবে। তবে ঢাকা অভিমুখী জনস্রোত ঠেকানোর জন্য সরকার নিজেই ঢাকাকে অবরুদ্ধ করবে।

১১| ২৪ শে ডিসেম্বর, ২০১৩ রাত ৯:২৮

HHH বলেছেন: ্কলাবাগান১
আপনারা তো তাই চান, যেন গণমানুষের ১০০ ভাগ ন্যায় দাবীতে কেউ যেন কথা বলতে না পারে।

এই যে অন্যায়ের সঙ্গ দিচ্ছেন, নিজের বিবেক কি একবারও ভিতর থেকে বলে না যে "তুমি যা করছো তা অন্যায়, পাপ" ??

বিবেক কে কীভাবে হত্যা করলেন, একটু শিখাবেন কি?

এই শালা বিবেকের জন্য অনেক টাকা, সুবিধা হাতের কাছে এসেও চলে গেছে।

যে ধর্মই করেন না কেন, সেই ধর্ম নিশ্চই ভালকেই মানতে শিখায়।
আর যদি ধর্ম না করেন, কিছু বলার নাই। আপনাদের দ্বারা সবই সম্ভব

১২| ২৫ শে ডিসেম্বর, ২০১৩ রাত ৩:৫০

জাহাঙ্গীর জান বলেছেন: বেগম জিয়া এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনাঃ উনারা রাজনীতি করে জেনারেল পাবলিকদের জন্য এতে সাধারণ পাবলিক শুধু ব্যবহার হচ্ছে সেটাও মনে রাখা উচিত ।

১৩| ২৫ শে ডিসেম্বর, ২০১৩ রাত ৩:৫৫

েফরারী এই মনটা আমার বলেছেন: বাংলাদেশ অপার সম্পদ এবং সম্ভাবনায় পূর্ণ একটি দেশ । কিন্তু তারপরও এই দেশ কাঙ্খিত ভাবে এগিয়ে যেতে পারছে না । এর কি কারণ ? এর মুল কারন হলো সঠিক ও যোগ্য এবং দেশ প্রেমিক নেতৃত্বের অভাব।।আর রাস্ট্রীয় সর্বচ্চো পর্যায় হতে সর্ব নিম্নপর্যায় পর্যন্ত দূর্নীতি ।আমরা সকলেই জানি যে,আমাদের দেশের কোন রাজনৈতিক দলের কোন নেতাই দেশ বা জনগনের জন্য রাজনীতি করে না, আদর্শে জন্য করে না ।সবাই নিজের জন্যেই রাজনীতি করে । বড়জোর নিজ পরিবারের জন্য। সে বর্তমান প্রধানমণ্ত্রীই হোক আর বিরোধীদলীয় নেত্রীই হোক,এরশাদ সাহেবই হোক আর সাবেক প্রেসিডেন্ট বদরূদ্দোজা চৌধূরীই হোক। সে ৭১'রণান্গনে বীর যোদ্বা আবদুল কাদের সিদ্দীকিই হোক আর দেলোয়ার হোসেন সাইদীই (দেইল্ল্যা রাজাকার) হোক। সাকাচৌই হোক আর তেতুঁল হুজুর(যদিও এদের নামের সাথে হুজুর শব্দটি লেখা ঠিক নয )শফি সাহেবই হোক। এদের মধ্যে কেউ একত্তরের চেতনা ফেরী করে বন্ধু বেশে শত্রু প্রতিবেশী দাদাদের আশির্বাদের(!) জন্য দেশের স্বার্থ বিকিয়ে দেয়,কেউ বা জাতীয়তাবাদী চেতনা ফেরী করে বন্ধুবেশি শত্রু , বিশ্ব সন্ত্রাসী মার্কিন যুক্তরাস্ট্রের আস্থা অর্জনের জন্য সবকিছু করার অন্গীকার করে,কেউ ইসলাম রক্ষার দোহাই দিয়ে জণগনের জানমালের ক্ষতি করে বেড়ায় ইত্যাদি ইত্যাদি ।সম্প্রতি লক্ষ্য করা যাছ্ছে যে, বাংলাদেশের অভ্যণ্তরীণ রাজনৈতিক জটিলতার সুযোগে বিভিন্ন দেশের রাষ্ট্রপতি-পররাষ্ট্র মণ্ত্রী-রাষ্ট্রদুত ,জাতিসংঘের মহাসচিব -বিশেষ দুত ইত্যাদি সকলে আন্তর্জাতিক কূটণৈতিক শিষ্টাচার লং্ঘন করে বাংলাদেশের অভ্যণ্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করে যাছ্ছে । আর আমাদেরদেশপ্রেমিক(???) নেতা-নেত্রীগণ সাদরে বরণ করছে । শু তাই নয় , আয়োজন করে একে অপরের বিরূদ্দে তাদের কাছে নালীশ দিছ্ছে । একজনতো আরো একধাপ এগিয়ে জিএসপি সুবিধা বািতলের আবেদন পর্যন্ত করেছে। হায়রে দেশপ্রেম ???

মূলতঃ এরা সকলেই এক ও অভিন্ন আদর্শে (?) বিশ্বাসী। সেটা হলো দেশ ও জাতীর জন্য সর্ব্বোচ্চ ত্যাগের কিছু গৎবাধাঁ বুলি আওড়াও , জণগন নামক একদল গাধাঁর সামনে একগাদা মিথ্যা আশ্বাসের মুলা ঝুলিয়ে ছলে বলে কৌশলে ক্ষমতায় যাও ।আর দূর্নীতির মাধ্যমে জনগনকে ন্যয্য অধিকার থেকে বন্চিত করে রাস্ট্রের কোটি কোটি টাকা চুরি করে টাকার পাহাড় গড়ে তোল । তাদের সময় কোথায় দেশ ও জনগকে নিয়ে ভাবার ।আর তারই ফলে আজকে বাংলাদেশে কাঙ্খিত উন্নয়ন হছছে না । হচছে আজকের এই জ্বালাও-পোড়াও রাজনীতি ।সুতারাং এখন সময় এসেছে আমাদের সাবধান হওয়ার।
যাদের লোভ ও লালসার আগুনে পুড়ছে ছাপ্পান্ন হাজার বর্গমাইল , তাদের প্রত্যাখান করার জন্য না ভোটের পূণঃ প্রচলন চাই।
Click This Link

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.