![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
এরশাদের নামের আগে স্বৈরাচার শব্দটা আর মানাচ্ছেনা। একদমই না । আমি নিজেও একসময় তার নামের আগে স্বৈরাচার শব্দটা ব্যবহার করতাম লেখার ক্ষেত্রে অন্তত। একটা সময় পর্যন্ত এর একটা মানে ছিল। এখন আর নেই। তাই বহু আগে আমি বাদ দিয়েছি। জনাব আব্দুল্লাহ আবু সায়ীদ সিরাম একটা টার্ম ব্যবহার করলেন কয়েকদিন আগে একটি বৈঠকে। ‘গণতান্ত্রিক স্বৈরতন্ত্র’। তিনি এ গণতান্ত্রিক স্বৈরতন্ত্রকে সামরিক স্বৈরতন্ত্রের চেয়েও ভয়ঙ্কর নিকৃষ্ট বলে আখ্যায়িত করলেন। তার এ টার্মটা আমার সিরাম মনে ধরেছে।
যাহোক গত ২৩ বছরে আমরা গণতান্ত্রিক স্বৈরতন্ত্রের যে রূপ দেখেছি তাতে এরশাদের নামের আগে এ শব্দ আর মোটেই খাটেনা। কিন্তু প্রায় সকল গণমাধ্যমে দেখছি এখনো দেদারছে এরশাদের বিষয়ে সকল খবর পরিবেশনের ক্ষেত্রে স্বৈরাচার শব্দ ব্যবহার করে চলছে । আন্ডা বাচ্চারাও লিখছে। স্বৈরাচার ছাড়া তারা এরশাদের নামই লিখতে পারেনা। হয় তারা স্বৈরাচার শব্দের মানে জানেনা অথবা এর অপপ্রয়োগ করছে। এরশাদকে স্বৈরাচার গালি দেয়া মানে প্রকৃত স্বৈরাচারদের অপমানিত করা, লাঞ্ছিত করা, বেইজজ্জতী করা। গণতান্ত্রিক স্বৈরতন্ত্রের কেদাক্ত রূপ দেখার পরও এরশাদের নামের আগে যদি এখনো স্বৈরাচার শব্দ ব্যবহারের কারো স্বাদ যাগে বা মনের আশ না মেটে তাহলে তারা যেন গত ২৩ বছরের শাসকদের নামের আগে ‘গণতান্ত্রিক স্বৈরতন্ত্র’ টার্মটা ব্যবহার করে অথবা এরশাদের নামের আগে একবার স্বৈরাচার লেখার বিনিময়ে গণতান্ত্রিক স্বৈরাতান্ত্রিকদের নামের আগে যেন অন্তত এক হাজার বার স্বৈরাচার শব্দ লেখে। এ সাহস যদি না থাকে তাহলে আমার অনুরোধ আপনারা আর এরশাদের নামের আগে এভাবে আর স্বৈরাচার শব্দটা ব্যবহার করবেননা। প্রকৃত স্বৈরাচারদের হাসাবেননা।
©somewhere in net ltd.
১|
০৩ রা জানুয়ারি, ২০১৪ রাত ৮:০০
জাহাঙ্গীর জান বলেছেন: প্রধানমন্ত্রী শেখ হাসিনাঃ আর বেগম খালেদাঃ জিয়া একজন আমের আচার অন্যজন তেঁতুলের আচার । আর সংবাদপত্রে কথা বলে লাভ নেই, তাঁরা এরশাদের বাসায় খাওয়া খেয়ে হাত পরিষ্কার করার আগে লেখালিখি শুরু করেন আজ স্বৈরাচার এরশাদের বাসায় এই মাত্র খাবার খেয়ে উঠছি ।