![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
অতীতে জাতীয় নির্বাচন মানেই ছিল দিনের শুরুতে উৎসব আমেজ, দিনভর আনন্দ উৎসব আর সন্ধ্যার পর যখন ফলাফল আসতে শুরু করে তখন টিভির সামনে বসে টান টান উত্তেজনা, টেনশনে আক্রান্ত হওয়া। এরপর চূড়ান্ত ফলাফল ঘোষনার পর ফলাফল পক্ষে গেলে চূড়ান্ত আনন্দ আর বিপক্ষে গেলে তীব্র মনোকষ্ট।
যখন থেকে রাজনীতির পাঠ শুরু হয়েছে, যখন থেকে ভোট দেয়ার সুযোগ হয়েছে তখন থেকেই এ পর্যন্ত হয়ে আসা প্রতিটি নির্বাচনের ক্ষেত্রে এরকমই ছিল অনুভূতি। তবে আজকের নির্বাচনেও কম আনন্দ পাইনি। ব্যাপক আনন্দ পাইছি। সারাদিনই শুধু আনন্দ আর আনন্দ। আগের ভোটে তবু সন্ধ্যা থেকে ভোট গননার পর থেকে একটা টেনশন শুরু হত। কিন্তু আজকের আনন্দে কোন রিস্ক নাই। শুধু বিনোদন। খাঁটি বিনোদন। কে জিতল কে হারল কোন টেনশন নাই।
সকালেই ঘুম থেকে উঠে টিভির সামনে বসেছি তামাশা দেখার জন্য। পরিবারের লোকজন নিয়ে টিভিতে অনেক তামাশা দেখলাম। এর মাঝে এক কলিগ ফোন দিলেন। তাকে বল্লাম অফিসে যাওয়ার জন্য রেডি হচ্ছি। অনেকক্ষন তামাশা দেখেছি। একা একা এতবড় তামাশা দেখে আর যুৎ পাচ্ছিনা। অফিসে গিয়ে সবার সাথে মিলে টিভি, নেটের সামনে বসে সারা দেশের সব তামাশা আয়েশ করে দেখতে চাই। দ্রুত চলে আসলাম অফিসে। ফেবু, ব্লগ, অনলাইন নিউজ এবং টিভির পর্দা সব একসাথে সামনে নিয়ে তামাশা দেখতে আছি। খালি বিনুদন আর বিনুদন। ফেবুতে বিচিত্র সব কমেন্ট, ছবি, পোস্টার আসতে আছে। এসব দেখে কখনো কখনো হাহাহা করে হেসে উঠি। সত্যি বলছি অতীতের কোন নির্বাচনে এত ব্যাপুক বিনোদন আর পাইনি।
২| ০৫ ই জানুয়ারি, ২০১৪ রাত ৮:১২
মিজভী বাপ্পা বলেছেন: ইয়ো হাছই কইছেন, ঝাতি সেইরম বিনুদিত হইচে
©somewhere in net ltd.
১|
০৫ ই জানুয়ারি, ২০১৪ রাত ৮:১২
ক্ষমতাসীন দল বলেছেন: ব্যাফক বিনুদুন ।
হে হে হে