নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মেহেদী হাসান৭৫

মেহেদী হাসান৭৫ › বিস্তারিত পোস্টঃ

মানুষ নয় জীবন্ত লাশ

০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৫ বিকাল ৪:১৩

এই ছবি দেখার পর মনের অবস্থা প্রকাশের ক্ষমতা এবং ভাষাজ্ঞান আমার নেই। এটা বলার জন্যও আমি এ স্টাটাস লিখছিনা। আমি জানি যাদের মন দু:খে ছেয়ে গেছে, যারা এখনো মানুষ নামক জীবন্ত লাশ হয়ে যাননি তাদের সামনে এর কারণও হাজির রয়েছে। আমি আরো জানি তারা শুধুমাত্র এই আয়লানের ছবি দেখেই কাঁদছেননা, আরো অনেক আয়লানের ছবির খোঁজ তারা রাখেন এবং তাদের মন সদাই বিষন্ন। ক্ষমতা, আধিপত্য আর লোভের আগুনে পোড়া প্রতিদিন কত আয়লান তাদের মনকে বিষন্ন করে দিয়ে যায়। আরো কত আয়লান আছে যাদের কোন ছবি হয়ত সামনে নেই ক্ষমতা আর আধিপত্যের কুৎসিত এই লড়াইয়ের পেছনে প্রতিদিন যে অগণিত আয়লানরা বলি হচ্ছে তার কল্পনা তারা করতে পারে। মনে আছে সিরিয়ার ওয়াসিম জাকুরের কথা? ছয়/সাত বছরের শিশুটির সামনে মা-বাবাকে আসাদ বাহিনী মেরে ফেলে। ওয়াসিম জাকুর বাড়ি থেকে পালিয়ে আসার সময় সঙ্গে আনতে পেরেছিল শুধু তার বাবার একজোড়া জুতা। সেই জুতা পায় দিয়ে সে ঘুরত দামেস্কের পথে পথে। বিদ্ধস্ত শহরে খুঁজে বেড়াত খাবার। কিন্তু মৃত্যুর আগ পর্যন্ত কেউ তার মুখে কোন খাবার তুলে দিতে পারেনি। যদিও সে একটি রুটির বক্স কুড়িয়ে পেয়েছিল কিন্তু তা খাওয়ার সুযোগ তার হয়নি। তাকে বুকে জড়িয়েই মৃত্যুর মুখে ঢলে পড়ে ছোট্ট ওয়াসিম জাকুর। বাবার জুতা পায়ে রাস্তার পাশে উপুড় হয়ে পড়ে আছে জাকুরের নিথর দেহ। আহ ক্ষমতা! আহ! আধিপত্য আর লোভ! ওহে আসাদ নামক জন্তুরা! তোমাদের আর কত রক্ত চাই?

আয়লান আর জাকুরদের নিথর দেখে আমার মনে হচ্ছে এ পৃথিবী ভরে গেছে মানুষ নামক জীবন্ত লাশে যারা এমন একটি জাত যাদের কাছে পরাজিত বনের পশুর সমস্ত হিংস্রতাও।



মন্তব্য ০ টি রেটিং +১/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.