নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মেহেদী হাসান৭৫

মেহেদী হাসান৭৫ › বিস্তারিত পোস্টঃ

বিদ্যুতের বাস্তব চিত্র দেখে এলাম গ্রামে

২৮ শে সেপ্টেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:৩২



গ্রামে বিদ্যুতের অবস্থা ভয়াবহ। লোডশেডিং নিয়ে আগে একটি কথা শুনতাম-বিদ্যুৎ যায়না মাঝে মাঝে আসে। কথাটার বাস্তব নমুনা এবার ঈদের ছুটিতে বাড়ি গিয়ে দেখে আসলাম। অবস্থা এত খারাপ ভাবতে পারিনি। ঈদের দিনও ঘন্টার পর ঘন্টা বিদ্যুৎ থাকবেনা তা চিন্তাও করতে পারিনি। কিন্তু সেটাই সত্য। সারা দেশের প্রায় সব কলকারখানা বন্ধ। তারপরও ঈদের দিন তীব্র লোডশেডিং দেখতে হল। একবার বিদ্যুৎ চলে গেলে কয়েক ঘন্টায়ও আর কোন খবর নেই। গ্রামে মোট আটদিন ছিলাম। দিনের বেলায় বিদ্যুৎ থাকেনা বললেই চলে। মোবাইলে চার্জ দেয়ারও সুযোগ হয়নি মাঝে মাঝে। রাতে বিদ্যুৎ থাকে যখন মানুষ ঘুমায়। তাছাড়া যতটুকু সময় বিদ্যুৎ থাকে খুবই লো ভেল্টেজ দেখলাম। ফ্যান ঠিকমত ঘোরেনা। বাতির খুব কাছে বসে পড়তে হয় কোন কিছু।

মন্তব্য ৭ টি রেটিং +১/-০

মন্তব্য (৭) মন্তব্য লিখুন

১| ২৮ শে সেপ্টেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:৩৯

কলাবাগান১ বলেছেন: যারা এমন পোস্ট করে:
"গোলাম আযমের মৃত্যুতে বেগম জিয়ার কাছ থেকে কোন শোকবার্তা না আসা এবং বিএনপির কোন নেতার জানাজায় শরীক না হওয়ার মাধ্যমে অন্তত সেই বার্তাই পেলাম আমরা নতুন করে। "

তাদের কাছ থেকেই শুনবেন দেশে বিদ্যুতের ভয়াবহ অবস্হা। আপনাদের কাছে বিদ্যুত বিহীন খাম্বাই ভাল।

২| ২৮ শে সেপ্টেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:৫৭

কলাবাগান১ বলেছেন: "সারা দেশের প্রায় সব কলকারখানা বন্ধ। "

আপনার কলকারখানা তো সচল

৩| ২৮ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ৮:০২

বিদ্রোহী ভৃগু বলেছেন: সত্য কথা বলেন কেন?
দেখেন না আতে কেমন লঅগে কারো কারো!

সারা শরীরে ঘা নিয় েমূখৈ মেকাপ নিয়ে সুন্দর সেজে থাকবেন! তারা যেমন শুধূ ঢাকা কেন্দ্রীক নিয়ন্ত্রনে রাজনীতি নিয়ন্ত্রন করছে! বিনা নির্ভাচনে ক্ষমতায় সঐরাচার হয়ে ঝেকে বসেছে! তেমনি ভাববেন, খাম্বার ২০ হাজার কোটি টাকার মিথ্যা গল্প রং চড়িয়ে বলতে শিখবেন- যেখানে ঐ সময় বাজেটই ছিল ১৬ হাজার কোটি টাকা!
আর নতুন যুবরাজের শুধূ বাংলাদেশ ব্যাংক দিয়েই ট্রান্সফার হোয়া ১৮ হাজার কোটি টাকা নিয়ে স্পকটি নট থাকবেন! এফবিআই চমকানোর মতো আইডল মানি কারো ব্যাক্তিগত একাউন্টে পড়ে থাকলেও কিভাবে তা জমা তা প্রশ্ন করবেন না!! বিদ্যুতের লুটপাটের জন্য ইন্ডেমনিটি পাশ করলেও তা ওভঅর লুক করবেন!!!!

তবেই আপনি সুশীল! দেশপ্রেমিক! চেতনার! অনুসারী হতে পারবেন!

হায় দেশপ্রেম! হায় চেতনা! হায় হিপোক্রেসি!

৪| ২৮ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ৮:৩৯

Md SaRower HosSain বলেছেন: গ্রামের ছেলে কি আর বল? এটাই বাস্তব সত্য বিদ্যুত যেন মরিচীকা, এই দেখি আছে এই আবার নেই আবার এইযে গেছে ফিরার কোন কথা নেই

৫| ২৮ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ৯:১৪

আল-শাহ্‌রিয়ার বলেছেন: হ্যাঁ ১২ দিনের জন্য এলাকায় গিয়েছিলাম। শুধুমাত্র ঈদের ২ দিন ছাড়া অন্য সব দিন ১০ ঘণ্টার অধিক লোডসেডিং ছিল।

৬| ২৮ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ১০:৪০

এই আমি সেই আমি বলেছেন: আগে কি সুন্দর দিন কাটাইতাম !

৭| ২৮ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ১১:৪০

সাইফুল১৩৪০৫ বলেছেন: আমার গ্রামেতো বিদ্যুৎ আগামী ৫০ বছরেও আসবেনা।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.