![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সহজ সরল
‘মুমিনগণ পরস্পর ভাই ভাই। সুতরাং তোমরা তোমাদের দুই ভাইয়ের মাঝে মীমাংসা করে দাও। আল্লাহকে ভয় কর, যাতে তোমরা রহমতপ্রাপ্ত হও।
‘হে মুমিনগণ! কোনো পুরুষ যেন অপর পুরুষকে উপহাস না করে। সে (অর্থাৎ যাকে উপহাস করা হচ্ছে) তার চেয়ে উত্তম হতে পারে। এবং কোনো নারীও যেন অপর নারীকে উপহাস না করে। সে (অর্থাৎ যে নারীকে উপহাস করা হচ্ছে) তার চেয়ে উত্তম হতে পারে। তোমরা একে অন্যকে দোষারোপ করো না এবং একে অন্যকে মন্দ উপাধিতে ডেকো না। ঈমানের পর ফিসকের নাম যুক্ত হওয়া কত মন্দ! যারা এসব থেকে বিরত হবে না তারাই জালেম।
‘হে মুমিনগণ! অনেক রকম অনুমান থেকে বেঁচে থাক। কোনো কোনো অনুমান গুনাহ। তোমরা কারো গোপন ত্রুটি অনুসন্ধান করবে না এবং একে অন্যের গীবত করবে না। তোমাদের কেউ কি তার মৃত ভাইয়ের গোশত খেতে পছন্দ করবে? এটা তো তোমরা ঘৃণা করে থাক। আল্লাহকে ভয় কর। নিশ্চয়ই তিনি বড় তওবা কবুলকারী, পরম দয়ালু।
‘হে মানুষ! আমি তোমাদেরকে সৃষ্টি করেছি এক পুরুষ ও এক নারী থেকে এবং তোমাদের মাঝে বিভিন্ন সম্প্রদায় ও গোত্র বানিয়েছি। যাতে একে অন্যকে চিনতে পার। নিশ্চিত জেনো, তোমাদের মধ্যে আল্লাহর কাছে সেই সর্বাপেক্ষা বেশি মর্যাদাবান, যে তোমাদের মধ্যে সর্বাপেক্ষা বেশি মুত্তাকী। নিশ্চয়ই আল্লাহ সব কিছু জানেন, সমস্ত খবর রাখেন।’
-সূরা হুজুরাত (৪৯) : ১০-১৩।
২৩ শে এপ্রিল, ২০১৩ রাত ১০:৫০
এম এম হোসাইন বলেছেন: ধন্যবাদ। আপনাকেও অনেক অনেক শুভেচ্ছা ।
২| ২৩ শে এপ্রিল, ২০১৩ রাত ১০:৪৩
বাংলাদেশী দালাল বলেছেন:
অতি পরিচিত কথা গুল আমরা খুব দ্রুত ভুলে যাই।
মনে করিয়ে দেয়ার জন্য অসংখ্য ধন্যবাদ ভাই।
২৩ শে এপ্রিল, ২০১৩ রাত ১০:৫১
এম এম হোসাইন বলেছেন: আল্লাহ তায়ালার এই কথাগুলি মনে রেখে আমল করতে পারলে আমাদের জীবনটা কতই না মধুর হত!
৩| ২৫ শে এপ্রিল, ২০১৩ রাত ২:০০
মিষ্টি মেয়ে বলেছেন: অনেক ভালো একটা পোস্ট।
ভালো থাকবেন। আমার জন্য দোয়া করবেন।
©somewhere in net ltd.
১|
২৩ শে এপ্রিল, ২০১৩ রাত ১০:৩৮
কসমিক- ট্রাভেলার বলেছেন:
পুরোপুরি একমত
শুভেচ্ছা সতত