![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সহজ সরল
আজকাল ইন্টারনেটের এডগুলো যথেষ্ট আপত্তিকর হয়ে গেছে, বিশেষ করে ফেইসবুকের এডগুলোর দিকে আর তাকানো যায় না। আপনারা যদি Google Chrome, Safari, Opera ব্যবহার করেন, তাহলে এটি ইন্সটল করে নিন—
getadblock.com/
সব এড গায়েব হয়ে যাবে, ইন্টারনেট অনেকখানি পবিত্র হয়ে যাবে। এছাড়াও আপনার ইন্টারনেট-এর ব্যান্ডউইথ খরচ কমে যাবে, ওয়েবসাইটগুলো আগের থেকে দ্রুত লোড হবে, কম্পিউটারের প্রসেসিং পাওয়ার কম খরচ হবে, কম গরম হবে এবং ল্যাপটপ ব্যাটারিতে আরও বেশি সময় চলবে। কারণ এডগুলো শুধু বাড়তি ব্যান্ডউইথই খায় না, একই সাথে বাড়তি সিপিইউ খরচ করতে থাকে।
Firefox ব্যবহারকারীরা এটি ইন্সটল করুন—
http://addons.mozilla.org/en-US/firefox/addon/adblock-plus
[[Collected from View this link]
২| ১৭ ই মার্চ, ২০১৪ সকাল ১০:১৯
দালাল০০৭০০৭ বলেছেন: Flock এর জন্য কি কোন এডব্লক সার্ভিস আছে??
২৯ শে নভেম্বর, ২০১৪ সকাল ১১:৫২
এম এম হোসাইন বলেছেন: আমার জানা নাই।
৩| ১৭ ই মার্চ, ২০১৪ সকাল ১০:৪১
বোধহীন স্বপ্ন বলেছেন: প্রিয়তে
৪| ১৭ ই মার্চ, ২০১৪ সকাল ১০:৪৯
শাকিল ১৭০৫ বলেছেন: কাজের জিনিষ! শেয়ার করার জন্য ধন্যবাদ!
©somewhere in net ltd.
১|
১৭ ই মার্চ, ২০১৪ সকাল ৯:১৭
পানকৌড়ি বলেছেন: কার্যকরী জিনিষ ,কাজে লাগালাম। ধন্যবাদ আপনাকে.....আরো কয়েকজনের জন্য প্রিয়তে রাখলাম ।