![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বাবা, আমি স্কুলে ২১শে ফেব্রুয়ারীতে গান গাইব।
আমার ৬ বছর বয়সী কন্যার দিকে অবাক তাকালাম। ও একটা ইংরাজি স্কুলে পড়ে।তখনি ঠিক করলাম " একটু বাজিয়ে দেখলে হয়", আমি যেন কিছু বুঝতে পারছিনা এমন ভান করে ওর সাথে কথা বললাম :
বাবা: কেন? ২১শে ফেব্রুয়ারীতে গান গাইতে হবে কেন?
মেয়ে: কেনো তুমি জানো না? আমাদের স্কুলে ২১ শে ফেব্রুয়ারীতে ফাংশন হবে, আমি গান গাইবো।
বাবা: কি গান বাবা?
মেয়ে: আমার ভাইয়ের রক্তে রাঙানো, এই গানটা গাইবো।
বাবা: তুমি গানটা জানো ?
মেয়ে: আমাদের টিচার শিখাইসে।জানো বাবা, অনেক কষ্ঠের গান।
বাবা: কষ্ঠের গান কেনো ? কি হইছে ?
মেয়ে: ২১ শে ফেব্রুয়ারীতে ওরা বলছে, তোমরা বাংলায় কথা বলবা না। * "যুদ্ধ" ভাষায় কথা বলবা। পরে ভাইয়ারা, ওই যে রাস্তায় যে ভাইয়ারা থাকে, ( পাঠক, খেয়াল করুন, রাস্তার ভাইয়ারা, বাসার ভাইয়ারা না !
) ওরা বলছে- না,আমরা বাংলা ভাষায় কথা বলবো। তারপর ভাইয়ারা মিছিল করছে আর পুলিশ গুলি করে রক্ত বের করে দিসে। অনেক কষ্ঠের, না বাবা?
এই হইলো আমার মাইয়ার ২১ শে ফেব্রুয়ারী !
* আমার মেয়ে উর্দু শব্দটা না বোঝার কারণে নিজের মতো ওটাকে "যুদ্ধ" করে নিয়েছে।
১১ ই ফেব্রুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৬:৩৫
মোঃ মোশাররফ হোসাইন বলেছেন: ধন্যবাদ ভাই। বড় হলে এমনি শিখে যাবে।
২| ১২ ই ফেব্রুয়ারি, ২০১৪ দুপুর ১:৩১
কবীর হুমায়ূন বলেছেন: এমনি শিখবে না।
শিখতে শিখতে খপ্পরে পড়ে যেতে পারে।
©somewhere in net ltd.
১|
১০ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ৮:২১
কবীর হুমায়ূন বলেছেন: আমাদের দায়ীত্ব তাঁদেরকে (আমাদের সন্তানদেরকে) সত্য ও সুন্দরটাকে সঠিকভাবে তুলে দেয়া।
আমরা কি তা করছি?