![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মানুষ মানুষের জন্য ....................
কানামাছি ভোঁ ভোঁ
খেলছো কি কেহ তোমরা
সখের ঘরে বৌ-জামাই
পুলিশ পুলিশ ঘোমড়া ।
লুকুচুরি ডাংগুটি আর
ইতল বিতল লংকা
সাতচাঁক্কি নাদুস নুদুস
মাংস চুরি পাঙ্গা
খেলছো কি কেও ভরদুপুরে
জাম্বুরার ফুটবল
ব্যাগ পেচিয়ে বল মোড়ানো
পাক্কা ক্রিকেট দল
নাটাই হাতে রোজ বিকেলে
সাদা মেঘের ভেলায়
সাতরঙ্গায় আকাশ হেলে
স্বপ্নঘুড়ির ডানায় ।
পাড়ায় পাড়ায় করতো সফর
ব্রাজিল আর্জেন্টিনা
কেও হতো পেলে মেসি
কেও বা ম্যারাডোনা ।
মারবেল, লেংড়া দৌড়
কিংবা সুতো টান
ছুটির দিনে রোজ বিকেলে
জমতো রংঙ্গের গান
নারকেলের চশমা চোখে
হাতে পাতার ঘড়ি
মাথায় টুপি গোলপাতার
মুখে হরেক দাড়ি
আদুল গায়ে ছানার খুঁজে
ফাঁকি দিয়ে স্কুল
বিলের জলে হিঙ্গাইর খোঁজা
শাপলা তোলার দল
গাঙ্গের জলে সাঁতরে যাওয়া
কিংবা বাশিওয়ালা
শাপলা ডগায় ফুল বিছিয়ে
গলে হরেক মালা
দিনের শেষে সঁন্ধ্যা হলেই
মনে ভীষণ ভয়
আল্লাহ মালুম ডান্ডাবাড়ি
কেমন জানি হয়
তোমরা কি কেও মার খেয়েছো
বাবা কিংবা মা'র
দাদীর আদর ঘুমছে ধরা
সাত ভাই চম্পার ।
আর কত কি কিচ্ছা আছে
শেষ হবে না ভাই
আজকে না হয় পড়তে বসি
হাতেও সময় নাই ।।
____
সিলেট, বাংলাদেশ ।
২৬/০১/২০১৫
২| ৩০ শে জানুয়ারি, ২০১৫ বিকাল ৫:৪১
খোলা বাতাস বলেছেন: ছোট্টবেলাটা চোখের সামনে মেলে ধরলেন ভাই .... +++++++
৩| ৩০ শে জানুয়ারি, ২০১৫ সন্ধ্যা ৬:১৯
নুর ইসলাম রফিক বলেছেন: শৈশবটা মনে করিয়ে দিলেন ছড়ায় ছড়ায়।
অনেক ভালো লাগলো আপনার "দুরন্ত শৈশব"।
আমার লেখাটা পড়ার আমন্ত্রন জানাচ্ছি।
যদি বলি আমার শৈশব ফেরত দাও?
৪| ০১ লা ফেব্রুয়ারি, ২০১৫ রাত ৯:৫৭
এম মিজান রহমান বলেছেন: ধন্যবাদ ।
কালের সময় আপনাকে ।
৫| ০১ লা ফেব্রুয়ারি, ২০১৫ রাত ৯:৫৮
এম মিজান রহমান বলেছেন: খোলা বাতাস " মন্তব্যের জন্য ধন্যবাদ আপনাকে ।
৬| ০১ লা ফেব্রুয়ারি, ২০১৫ রাত ৯:৫৯
এম মিজান রহমান বলেছেন: রফিকভাই ।শুভেচ্ছা ও শুভকামনা আপনার জন্যে ।।
শৈশবটাকে মিস করছি প্রখর ।।ইচ্ছে থাকলেও ফিরে পাব না...
©somewhere in net ltd.
১|
৩০ শে জানুয়ারি, ২০১৫ বিকাল ৫:০৬
কালের সময় বলেছেন: ভালোলাগলো