![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মানুষ মানুষের জন্য ....................
এই তো আর বেশি দূর নয়...
সামনে একটা ছোট্ট গাঙ
ছোট্ট একটি সাঁকো
অতঃপর মেঠোপথ ;
বটতলার ডানের রাস্তাদিয়ে মিনিট দুয়েক হেঁটে বামে একটি পুকুর...
পুষ্কুরিনীর পুবের বাড়িই চৈতালিদের বাড়ি ।।
চৈতালির পিচ্চি একটা ভাই আছে ; যেতে যেতে দেখবে জারুল তলায় খেলা করতেছে ও....
কপালে আলতো একটা টিপ দিয়ে অমল'কে বলিও, "তোর দাদা ভালো আছে.... "
আর বলে দিও, সামনের মাসে বাড়িতে এলে তার জন্যে একটা টুপি আর একটা ভুঁতের বই আনবো ।।
অমলকে আরো বলে দিও,
আমার সখের টিয়া পাখিটাকে যেন একটু বাড়তি সযতনে রাখে ।।
০৩ রা এপ্রিল, ২০১৫ ভোর ৪:৪৪
এম মিজান রহমান বলেছেন: ইদানিং চৈতালি'র কাছে চিঠি লিখতে ইচ্ছে হয় না আর।।
চৈত্রের খাঁ খাঁ মাঠে বাসা বুনছে গোগড়ার দল....
২| ০২ রা এপ্রিল, ২০১৫ রাত ১০:৩২
তাপস কুমার দে বলেছেন: অল্পের মধ্যে আনকে,ভালো.
০৩ রা এপ্রিল, ২০১৫ ভোর ৪:৪৫
এম মিজান রহমান বলেছেন: আর এই অল্পের মধ্যে পূর্ণতার ছোঁয়া লেগেছে আপনার মন্তব্যের মাধ্যমেই ।
শুভেচ্ছা নিন..,
৩| ০৩ রা এপ্রিল, ২০১৫ রাত ১২:০৪
সুমন কর বলেছেন: দিঠি নাকি চিঠি হবে?
০৩ রা এপ্রিল, ২০১৫ ভোর ৪:৪১
এম মিজান রহমান বলেছেন: জনাব,
চিঠি নয় ; দিঠি হবে...
©somewhere in net ltd.
১|
০২ রা এপ্রিল, ২০১৫ রাত ১০:১৫
শায়মা বলেছেন: এটা কি চৈতালীর চিঠি?