![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মানুষ মানুষের জন্য ....................
দিন ছিলো বাধঁনহারা
আকাঁ বাঁকা ছুটে যাওয়ার
স্বপ্ন ছিল পাগলপারা
জীবনকে খুঁজে নেওয়ার....
একা ছিলাম
সঙ্গী পেলাম
আবার হলাম একা
সাংঘ দিলাম
পথ্য নিলাম
লভিছে সুখ রেখা ।।
জীবন নামের খেলাগৃহে
ব্রত অবিরত
ছায়ানটে শুষ্ক তনু
প্রাপ্তি কত শত-
এই তো সময় জেগে ওঠার
চক্ষু মেলে দুনিয়া দেখার
হাকিছেঁ সমুদ্দুর-
সবুজাভ প্রান্তরে অবিরাম মর্মরে
মুক্ত বাতায়নে দখিনা সমীরণে
যাত্রা বহুদূর ।।
অতীত স্মরিয়া
খামোখা মরিয়া
লাভ নাই আর লাভ নাই
বিকল্প খুঁজি
অভিনব
যাহা চাই তাহা নাহি পাই ।
••••••••
¤দুপুর
¤২৯ আগস্ট ২০১৪খ্রিঃ
¤সিলেট, বাংলাদেশ ।
©somewhere in net ltd.
১|
০৫ ই আগস্ট, ২০১৫ দুপুর ২:৪৪
নৈশ শিকারী বলেছেন: Not bad