![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মানুষ মানুষের জন্য ....................
কতদিন হলো হয়নি আঁকা
পালকখানি পাখিদের
হয়নি ছোঁয়া রাতের তারাকে
ঘুম হেরিনু আখিঁদের।
হয়নি যাওয়া তেপান্তরের
নীলাভ খোলা মাঠে
হয়নি বাওয়া ডিঙ্গি নৌকা
সুজন বেদের ঘাটে।
হয়নি দেখা টাপুরটুপুর
পদ্ম পাতার জলে
দিন দুপুরে ইতল বিতল
জাম্বুরার ফুটবলে।
ঝড় এলেই জমে না আর
আম কুড়ানোর ধুম
চোখ মুদে বুবুর ভয়ে
আসে না আর ঘুম।
হয়নি পড়া লুকিয়ে আর
তিন গোয়েন্দাগিরি
হয়নি ওঠা দল বেঁধে ফের
লাল পাহাড়ের সিঁড়ি।
হয়নি শোনা দাদুর মুখে
গল্পের ফুলঝুড়ি
সেথায় নাকি বসত করে
গপ্পো চাঁদের বুড়ি ।
আগের মতো নাই যে এখন
বাবার কড়া শাসন
নিজের রাজ্যে নিজেই বানাই
বালির বাধেঁ আসন।
(২৪/০৪/২০১৬)
সিলেট, বাংলাদেশ।
©somewhere in net ltd.