নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সত্য সুন্দর ! তাই সত্যের কথা বলি ।

পালবিহীন জাহাজ

ছাত্র, কবি, ব্লগার, মানবাধিকার কর্মী ।

পালবিহীন জাহাজ › বিস্তারিত পোস্টঃ

নীতিকথা তবে বাস্তব সত্য ( পর্ব ২)

১৫ ই জুলাই, ২০১৬ সকাল ৮:২৯



***প্রেম শুধু ভালবাসাতেই সীমাবদ্ধ নয়। আনুষঙ্গিক অন্যান্য
বিষয়াদি মেনে চলতে হয়। তা না হলে ঐ প্রেম শুধুই
বিষাদের। বি.দ্র : সম্মান, মিউচুয়ালিটি, আপোষ আর অগ্রাধিকার
ইত্যাদি আনুষঙ্গিক দিকগুলি বজায় রাখতে হয়।

***কারো পাওনা ১৬আনাকে যদি আপনি ৪আনা দিয়ে বুঝিয়ে
দেন তাহলে মনে রাখবেন জীবনের কোন না কোন
এক পর্যায়ে আপনাকে তার চরম মূল্য দিতে হবে ।
কাউকে জেনেশুনে ঠকাবেন না।

***নির্দিষ্ট বিষয়ে দক্ষ হয়ে লাভ নেই। অলরাউন্ডার
ব্যক্তিরাই সর্বাগ্রে স্থান পায়।

***সত্যকে তারাই চিনেনা যারা মিথ্যের উপর প্রতিষ্ঠিত। তাই তারা
সর্বদাই গলদে পড়ে থাকে।

***স্বশিক্ষিতের বড়ই অভাব এই পৃথিবীতে। যারা আছে
তাদের বেশিরভাগই বই পড়া শিক্ষিত। নৈতিকতার বড়ই অভাব
এসকল শিক্ষিতদের মধ্যে।

***আজকাল যে কেউ নাটক করতে পারে। আর আমরা তা
বাস্তব বলে বিশ্বাস করি। তাই কেউ আল্লাহু আকবর বলে
চিৎকার করলেই কোন নির্দিষ্ট ধর্মের অনুসারী হয়ে
যায়না। মুখ যেহেতু মানুষের তাই সেই বোলমার্কা মুখ
দিয়ে যেকোনো ধর্মের আয়াত উচ্চারণ করতে
পারে। তাই বলে সেই ব্যক্তিটি ঐ ধর্মের অনুসারী হয়ে
যায়না।

***পৃথিবীতে ভন্ডরাই সামনেকার সারিতে স্থান পায় আর
প্রকৃত ব্যক্তিত্বসম্পন্ন ব্যক্তিরা পড়ে থাকে পেছনের
সারিতে।

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ১৫ ই জুলাই, ২০১৬ সকাল ৯:১০

চাঁদগাজী বলেছেন:




আপনি স্বশিক্ষিত, বেগম খালেদা জিয়াও স্বশিক্ষিত

২| ১৫ ই জুলাই, ২০১৬ সকাল ৯:৪০

পালবিহীন জাহাজ বলেছেন: ভাই চাঁদগাজী, আমি কোন রাজনৈতিক দলকেই সমর্থন করিনা। সত্যকে সামনে রেখে সমালোচনা
করার অধিকার আমার আছে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.