নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

চিন্তার বহিঃপ্রকাশ করতে ভালবাসি বলেই একটু আধটু লিখি ।

অদৃশ্য প্রতিভা

কুটিল আমি। তাই জটিলকে সহজ করিয়াই দিবা যাপন করি। ভালো লাগে লিখতে, তাই লিখি।

অদৃশ্য প্রতিভা › বিস্তারিত পোস্টঃ

বিশ্ব পানি দিবস সমাহার

২৩ শে মার্চ, ২০১৫ দুপুর ২:৪০

খুব হঠাৎ করেই পালিত হয়ে গেল "বিশ্ব পানি দিবস "। অনেক জায়গায় পানির তাৎপর্যপূর্ণ. লিখা ব্যানার নিয়ে শোভাযাত্রাও বের হয়েছিল । পানির সঠিক ব্যবহার" এই প্রতিপাদ্য সামনে নিয়ে সেমিনার ও হয়েছে অনেক । কিন্তু প্রশ্ন হল সত্যি কি পানিকে যথাযথ ভাবে ব্যবহার করা হচ্ছে ? উত্তরটা হয়তো না ই হবে । ঢাকার পাশে অবস্থিত বেশ কয়েকটি নদীর দিকে তাকালেই বুঝা যায় কেমন করে পানি ব্যবহৃত হচ্ছে !
পানির অপর নাম জীবন অথচ একটা বিষয় লক্ষ্য করে দেখুন এই জীবন বাঁচাতে মানুষ কি করছে! নিজের মৃত্যুর ফাঁদ নিজেই তৈরী করছে । দূষণে ভরা বাংলাদেশের পানি । এ নিয়ে পত্র-পত্রিকায় অনেক লেখালেখি হয়েছে । কিন্তু পরিতাপের বিষয় এরকম একটি স্পর্শকাতর বিষয় নিয়ে নীতিনির্ধারকদের কেউই মাথা ঘামায় নি ।
দিন দিন পানি দূষণের হার বেড়েই চলছে । যার অপকারিতা কতটুকু তা মানুষ ঠিকই টের পাচ্ছে । পানি দূষণের দরূণ অনেক পানিবাহিত রোগ দেশের অনেক জায়গায় মহামারি আকার ধারণ করেছে ।
পানির অপব্যবহার পানির স্তরকে নিচে নামিয়ে দিয়েছে । ঢাকার অনেক জায়গায়ই টিউবওয়েল থেকে পানি উঠেনা । কারণটা আগের লাইনেই বলা হয়েছে । অহরহ ঢাকাতে পানি সংকট তীব্র থেকে তীব্রতর হচ্ছে । জানিনা এর ভবিষ্যৎ আরও কতটা করুন হবে ।
ইতোমধ্যেই পানি গবেষণাবিদরা তাদের রিপোর্টে বলেছেন যে আগামী ২০৩০ সাল নাগাদ পৃথিবীতে তীব্র পানি সংকট দেখা দিবে ।
নদীমাতৃক বাংলাদেশ হওয়া সত্বেও এ দেশে বিশুদ্ধ পানির অভাব এখনই পরিলক্ষিত হচ্ছে । সামনে যে কি হবে তা আল্লাহ ভাল জানেন ।
তাই আর দেরি না করে যত শীঘ্রই সম্ভব পানির সঠিক ব্যবহারে যাতে কর্তৃপক্ষ যথাযথ উদ্যোগ নেয় ।

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ২৪ শে মার্চ, ২০১৫ দুপুর ২:৩৩

অদৃশ্য প্রতিভা বলেছেন: ভালো লিখেছেন ।

২| ২৪ শে মার্চ, ২০১৫ দুপুর ২:৩৯

অদৃশ্য প্রতিভা বলেছেন: সুন্দর কথন ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.