![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
কুটিল আমি। তাই জটিলকে সহজ করিয়াই দিবা যাপন করি। ভালো লাগে লিখতে, তাই লিখি।
সম্পদ ও সম্পত্তির পার্থক্য থেকে বুঝা যায় যে, সম্পদ স্থানান্তরযোগ্য নয় এবং তাহা বিক্রি করা যায় না।
অন্যদিকে সম্পত্তিকে স্থানান্তরিত করা যায় এবং তাহার বিক্রয়মূল্যও রয়েছে! অর্থাৎ সম্পত্তিতে হাত বদলের প্রভাব আছে।
আজকালকার ছেলে-মেয়েদের প্রায়ই বলতে শোনা যায় যে, অমুক আমার সম্পত্তি! এটা সেটা!
এখন প্রশ্ন হলো, ভালোবাসার প্রিয় মানুষটি সম্পদ না সম্পত্তি?
অবশ্যই সম্পদ যদি আপনি সত্তিকারার্থেই ভালোবাসেন, সম্পত্তি নয়!
সম্পদ এই অর্থে বলছি যে আপনার ভালোবাসার মানুষটি সর্বদাই আপনার হৃদয়ে তথা আপনার অনুভূতির সকল স্তরেই স্থান পায়! সেই সূত্রে আপনি কখনোই তাহাকে ছাড়তে বা হাত বদলের সুযোগ দিবেন না!
সম্পদেও মাঝেমধ্যে গণ্ডগোল বাধে। যেমন, আপনার কণ্ঠস্বর হলো সম্পদ! ঠান্ডা লেগে তাহাতে কিছুটা পরিবর্তন আসেই!
ভালোবাসার মানুষের বেলায় গণ্ডগোল হলো রাগ, অভিমান কিংবা খানিক খুঁনসুটি!
কেন সম্পত্তি নয়, তার যুক্তিঃ
ভালোবাসার মানুষকে কখনোই সম্পত্তি ভাবতে নেই। এখানে হাত বদল তথা সময়কার ব্রেক আপ কিংবা ইমোশনাল ব্ল্যাকমেইলিং এর ব্যাপার থাকে। যে লোক আপনাকে তাহার সম্পত্তি ভাববে, মনে রাখবেন আপনি অবশ্যই মূল্যবান কিছু হারাতে যাচ্ছেন। সে আপনাকে ব্যবহার করে ছুঁড়ে ফেলে দিবে।
আজকাল প্রায়ই পত্রিকায় দেখা যায়, "বন্ধুদের সাথে নিয়ে প্রেমিকাকে ধর্ষণ" নামক শিরোনাম!
এটা কেন?
এর কারণ হলো, ঐ ছেলেটি মেয়েটিকে সম্পত্তি ভেবেছিলো, ব্যবহারের বস্তু হিসেবে যাহাকে চাইলেই বিকিয়ে দেয়া যায়!
আমি আমার যুক্তি কিছুটা তুলে ধরলাম।
ভালোবাসার মানুষটাকে নিজের সম্পদ ভেবে চললে আজকের এই অনর্থক/অপ্রত্যাশিত ঘটনাগুলো ঘটতো না।
তাই আসুন ভালোবাসার মানুষকে সম্পত্তি না ভেবে সম্পদ ভাবি।
২| ০৩ রা আগস্ট, ২০১৭ রাত ১১:০৭
চিটাগং এক্সপ্রেস বলেছেন: ভালোবাসার মানুষ কখনই সম্পদ বা সম্পত্তি নয়। সে আমার কাছে সবসময়ই আমানত।
©somewhere in net ltd.
১|
০৩ রা আগস্ট, ২০১৭ রাত ১১:০৪
প্রামানিক বলেছেন: সুন্দর যুক্তিপূর্ণ লেখা। ধন্যবাদ