নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

চিন্তার বহিঃপ্রকাশ করতে ভালবাসি বলেই একটু আধটু লিখি ।

অদৃশ্য প্রতিভা

কুটিল আমি। তাই জটিলকে সহজ করিয়াই দিবা যাপন করি। ভালো লাগে লিখতে, তাই লিখি।

অদৃশ্য প্রতিভা › বিস্তারিত পোস্টঃ

অগোছালো কিছু স্মরণিকা

২৬ শে আগস্ট, ২০১৮ দুপুর ১২:৩৩

কোন কালেই ভাল ছাত্র ছিলাম না!
কোনমতে পাশ করতাম আর কি!
ঐ যে লোকে বলে না, এভারেজ স্টুডেন্ট!!
যদি ভাল ছাত্রই হতাম তাহলে আরকি প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে পড়তাম! আমাদের সমাজের এই ট্রেন্ডের সাথে বেসরকারি বিশ্ববিদ্যালয় পড়ুয়া সকল ছাত্র-ছাত্রী ই মোটামুটি অভিজ্ঞতালব্ধ!

ঐ তো সেদিন আমার এক বন্ধু "বুয়েট/চুয়েট/ঢাবি" এর উদাহরণ দিয়ে যাচ্ছেতাই বলে দিল! এক কথায় সোডা দিয়ে ধুয়ে দিলো!

যেই রেজাল্ট আমার তা দিয়ে চাকরি পাওয়াই দুস্কর!

অগোছালো কিছু কথা লিখলাম আরকি!

হ্যা, বন্ধুরা, আমি টেক্সটাইল ইঞ্জিনিয়ার হিসেবেই একটা প্রাইভেট প্রতিষ্ঠানে চাকরি করছি!
প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে পড়েছি তাই প্রাইভেট প্রতিষ্ঠানেই জব!!

সরকারী চাকরি দিল্লী বহুদূরের মত আমার কাছে!!!

মন্তব্য ৩ টি রেটিং +০/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ২৬ শে আগস্ট, ২০১৮ দুপুর ১২:৫০

জুনায়েদ বি রাহমান বলেছেন: কি আর করা! মেনে নেওয়া ছাড়া উপায় নেই।

২| ২৬ শে আগস্ট, ২০১৮ দুপুর ১:১৭

ফেনা বলেছেন: মানলাম সরকারিশিক্ষা প্রতিষ্ঠান ভাল। কিন্তু সরকারি থেকে লেখা পড়া করে কয় জন কয়টা বাল ছিড়ছে??? রক্তের হুলিখেলা আর নেশা করা ছাড়া আর ভংকর নোংড়া রাজনীতির শিক্ষা দেওয়া হয়। এখন ভাল কিছু চখে পড়ে না।
আবার বেসরকারি শিকষা প্রতিষ্ঠান যে ধুয়া তুশি পাতা তা নয়। ঐটা হল শিক্ষা নামক পন্যের বেপারী।

সব শালার পুটকি একজায়গায়। রশুনের মত।

এই সুন্দর দুনিয়ার এক আজব দেশে বাস করি আমরা।

৩| ২৭ শে আগস্ট, ২০১৮ দুপুর ২:১২

রাজীব নুর বলেছেন: বেঁচে থাকাটাই বড় কথা।
চাকরি করতে হয় বেঁচে থাকার জন্য।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.