নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

“Sometimes the strength of motherhood is greater than natural laws.”

মেহেরুন

"কষ্ট সহজ, বুকের ভেতর কষ্ট পোষা, সহজ না ... স্পর্শ সহজ, হৃদয় দিয়ে হৃদয় ছোঁয়া, সহজ না ... দুঃখ সহজ, হত্যা সহজ, জীবন সহজ ... শুদ্ধতম জীবনযাপন, সহজ না ..."

মেহেরুন › বিস্তারিত পোস্টঃ

ভালোবাসার ঘুণপোকা

১২ ই নভেম্বর, ২০১২ সকাল ৯:৪৮



লাইব্রেরীতে বসে আড়চোখে চেয়ে আছে আবির। অনেক দূরে একটা টেবিলে খুব মন দিয়ে পড়ছে সুপ্তি। আবির একটু চুপচাপ আর শান্ত স্বভাবের ছেলে। খুব একটা কথা সে বলে না। প্রয়োজন ছাড়া তো একেবারেই না। ওর এই স্বভাবের কারনে খুব একটা বন্ধু নেই ওর। মেডিকেল এর তৃতীয় বর্ষের ছাত্র সে। বাবামায়ের একমাত্র সন্তান।



একদিন হঠাত করেই দেখা হয় সুপ্তির সাথে। লাইব্রেরি থেকে ফেরার পথে সুপ্তি ডেকে বলেছিল, ভাইয়া আপনাদের অফিস রুমটা কোনদিকে বলবেন একটু? আবির যেহেতু মানুষের সাথে তেমন একটা কথা বলে না তাই প্রথমে একটু ঘাবড়ে গিয়েছিলো। কিছুটা কাঁপা স্বরে উত্তর দিলো সামনে এগিয়ে গেলেই পাবেন। সুপ্তি হেসে বলল, ধন্যবাদ ভাইয়া। আমি এখানে নতুন ভর্তি হয়েছি। আজ ই প্রথম আসলাম। আমার নাম সুপ্তি। আবির খানিকটা হেসে বলল, আমি আবির। তৃতীয় বর্ষে পরছি। কোন প্রয়োজন হলে জানাবেন।



সুপ্তি মধ্যবিত্ত পরিবারের মেয়ে। দেখতে শ্যাম বর্ণের, কিন্তু অসম্ভব মায়া কাড়া চেহারা। সুপ্তির ছোটবেলায় ওর বাবা মারা যায়। চার ভাইবোনের বিশাল সংসার ওর মা অনেক কষ্টে চালিয়েছেন। সুপ্তির বাবার খুব ইচ্ছে ছিল সুপ্তি ডাক্তার হবে। বাবার স্বপ্ন পুরন করাই সুপ্তির লক্ষ্য।



প্রথম দিন দেখেই সুপ্তিকে ভালো লেগে যায় আবিরের। রোজ সুপ্তিকে দেখার জন্য তীর্থের কাকের মত দাড়িয়ে থাকে। দূর থেকে দেখে কিন্তু কাছে যায় না।এর মাঝেই আবির জানতে পারে সুপ্তি অন্য এক ছেলেকে ভালোবাসে। ছেলেটির সাথে সুপ্তির অনেক দিনের সম্পরক।একদিন আবির দূর থেকে ছেলেটিকে দেখতে পায় সুপ্তির সাথে। সুপ্তি আবির কে দেখে হাতের ইশারায় কাছে যেতে ডাকে। আবির খুব লজ্জায় পড়ে যায়। কিছুটা ইতস্তত করে অবশেষে কাছে যায়। সুপ্তি বলে ওঠে, আরে আবির ভাইয়া।ওখানে কি করছিলেন? আসেন পরিচয় করিয়ে দেই। ও হচ্ছে রনি। এলএলবি করছে। আমাদের এলাকাতেই থাকে।

রনিকে দেখেই আবিরের মনটা খারাপ হয়ে গেলো। কারন, রনিকে দেখে তার ভালো ছেলে মনে হয় নি। কোথায় যেন কিছু একটা ঝামেলা আছে বলে মনে হল। সুপ্তির মত ভালো একটা মেয়ে জীবনে এতো বড় ভুল সিদ্ধান্ত কিভাবে নিলো আবির ভেবে পেলো না।

এভাবে প্রায় বছর খানেক চলে গেলো। একদিন শরতের এক বিকেলে সুপ্তির মন খারাপ দেখে এগিয়ে যায় আবির। জানতে চায়, কি হয়েছে? সুপ্তি বলে, কোই কিছু না আবির ভাই। আবির বলে, কিছু একটা হয়েছে আমি জানি। তুমি না বলতে চাইলে থাক। তবে বললে ভালো হবে। হয়তো আমি সাহায্য করতে পারি তোমাকে।



সুপ্তি অনেক ভেবে বলা শুরু করলো। আবির ভাই, আমার জীবনটা এলোমেলো হয়ে যাচ্ছে। রনিকে চিনতে আমি ভুল করেছি। ও আসলে এতদিন আমাকে যা বলেছে সব মিত্থ্যা ছিল। ও কোন পড়াশুনা করে না। বাবা মায়ের কাছ থেকে টাকা নিয়ে নেশা করতো আর বন্ধুদের সাথে ঘুরে বেড়াতো। এলাকায় মাস্তানি করতো। আমার বাসায় রনির কথা জানার পর থেকে সবাই আমার সাথে কথা বলা বন্ধ করে দিয়েছে। এদিকে রনি আমাকে বলেছে, আমি যদি তাকে বিয়ে না করি তবে আমার জন্য তা খারাপ হবে। এখন আপনি বলেন আমি কি করবো?

আবির খুব শান্ত ভঙ্গিতে জানতে চাইলো, সুপ্তি সত্যি করে একটা কথা বল আমাকে, তুমি কি রনিকে বিয়ে করতে চাও? থাকতে চাও ওর সাথে? সুপ্তি মাথা নেড়ে বলল, না আবির ভাইয়া। ওর মত একটা মিত্থ্যাবাদীর সাথে থাকা সম্ভব না। আবির সুপ্তিকে বলে, তবে ওকে নিয়ে আর ভেব না। যা হবার হবে। দেখা যাবে।

আজ অনেকদিন পর দূর থেকে সুপ্তিকে দেখে আবিরের বুকের গভিরে জমানো ভালোবাসা মোচড় দিয়ে ওঠে। অনেক সাহস নিয়ে আবির সিদ্ধান্ত নিয়ে ফেলে আজ সে সুপ্তিকে তার মনের কথা বলবে। ধীর পায়ে উঠে সে সুপ্তির টেবিলের কাছে গিয়ে দাড়ায়। সুপ্তিকে বলে, সুপ্তি আমার কিছু কথা আছে। একটু বাইরে আসবে?



সুপ্তি বের হয়ে আসে। আবির খুব সাহস নিয়ে সুপ্তির হাতটা আলতো করে ধরে। তারপর বলে, সুপ্তি তোমাকে আমি ভালোবাসি। অল্প না অনেক বেশি ভালোবাসি। কোনদিন বলা হবে ভাবিনি। তবে আজ যখন সুযোগ এসেছে বলার সাহস করেছি। আজ থেকে নয়, প্রথম যেদিন দেখেছি সেদিন থেকে ভালোবাসি। আমি তোমার হাত সারাজীবন ধরে রাখতে চাই। থাকবে আমার সাথে?

সুপ্তি ভেজা কণ্ঠে বলে ওঠে, আবির ভাই! আপনি তো জানেন সব ই। তারপরেও?? আবির বলে, হুম!! তারপরেও আমি তোমাকেই ভালোবাসি। তুমি যেমনি হউনা কেন, আমি সকল অবস্থায় শুধু তোমাকেই চাই।সুপ্তি আরও কিছু বলতে চাইছিল কিন্তু চোখের জলে বলা হল না। আবির বলে ওঠে, এখন থেকে আর আবির ভাই নয়, শুধু আবির বল।

আবিরের হাতে হাত রেখে আজ সুপ্তির মনে হচ্ছে এতদিনে সে খুঁজে পেয়েছে তার আসল ঠিকানা। তার স্বপ্নলোকের চাবি, সত্যিকারের ভালোবাসা। সুপ্তি ভাবছে, কখনোকি পারবে দিতে আবিরের ভালোবাসার প্রতিদান!!

মন্তব্য ১০৩ টি রেটিং +১৯/-০

মন্তব্য (১০৩) মন্তব্য লিখুন

১| ১২ ই নভেম্বর, ২০১২ সকাল ৯:৫৩

নিলু বলেছেন: ধন্যবাদ

১২ ই নভেম্বর, ২০১২ সকাল ৯:৫৯

মেহেরুন বলেছেন: আপনাকেও ধন্যবাদ। ভালো থাকবেন।

২| ১২ ই নভেম্বর, ২০১২ সকাল ১০:০১

আমিনুর রহমান বলেছেন: প্রথম ভালো লাগা রইল। ভালো হয়েছে।





কেমন আছো???

১২ ই নভেম্বর, ২০১২ সকাল ১০:০৮

মেহেরুন বলেছেন: ধন্যবাদ ভাইয়া। :)

কেমন আছি বুঝতে পারছি না। কাল রাতে জোড় ছিল। আজ সকালে অফিস এ আসছি। এখন মেজাজ টা কেমন যেন তেঁতো হয়ে আছে :(

তুমি কেমন আছো ভাইয়া???

৩| ১২ ই নভেম্বর, ২০১২ সকাল ১০:০৪

মেহেদী হাসান ভূঁঞা বলেছেন: :( :( :(
গপ্প ভালো হয়েছে। পোষ্টে ++++++

১২ ই নভেম্বর, ২০১২ সকাল ১০:০৯

মেহেরুন বলেছেন: ধন্যবাদ :) কিন্তু মন খারাপ কেন আপনার???

৪| ১২ ই নভেম্বর, ২০১২ সকাল ১০:১১

অনীনদিতা বলেছেন: valo laga dilam.. :)
valo theko shob shomoy..

১২ ই নভেম্বর, ২০১২ সকাল ১০:২৩

মেহেরুন বলেছেন: ধন্যবাদ :)

আপনার জন্য রইলো অনেক শুভকামনা।

৫| ১২ ই নভেম্বর, ২০১২ সকাল ১০:২৫

নেক্সাস বলেছেন: গল্প ভালো হয়েছে।

কাহিনীতে আরেকটু বৈচিত্র দরকার

১২ ই নভেম্বর, ২০১২ সকাল ১১:০৯

মেহেরুন বলেছেন: ধন্যবাদ। পরের বার চেষ্টা করবো। :)

৬| ১২ ই নভেম্বর, ২০১২ সকাল ১০:৩২

নীলপথিক বলেছেন: অবশেষে একটা সুখের গল্প পাওয়া গেলো মনে হয়। বাস্তব ঘটনা?

১২ ই নভেম্বর, ২০১২ সকাল ১১:১২

মেহেরুন বলেছেন: :) :) ধন্যবাদ নীল ভাই। হুম! বাস্তব ঘটনা, তবে বাস্তবে আরও লম্বা ছিল কাহিনী। লিখতে গেলে অনেক বড় হয়ে যেতো আর কি।

৭| ১২ ই নভেম্বর, ২০১২ সকাল ১০:৩৫

হিমু্_017 বলেছেন: :( :( আজকালকার ভালোবাসাতে এমন সুন্দর এনডিং হয়না কেন??আপু :(

১২ ই নভেম্বর, ২০১২ সকাল ১১:১২

মেহেরুন বলেছেন: জানি নারে ভাই। আজকাল সবাই স্বার্থ নিয়ে ভালোবাসে তো তাই হয়তোবা :)

৮| ১২ ই নভেম্বর, ২০১২ সকাল ১০:৪১

অনাহূত বলেছেন:
সুন্দর গল্প। ভাল লাগা রেখে গেলাম।

১২ ই নভেম্বর, ২০১২ সকাল ১১:১৩

মেহেরুন বলেছেন: ধন্যবাদ ভাইয়া :) আশা করি ভালো আছেন। শুভকামনা রইলো।

৯| ১২ ই নভেম্বর, ২০১২ দুপুর ১২:০৯

শার্লক বলেছেন: বাস্তবে দেখছি অনেক মেয়ে নেশাখোরদের প্রেমে পড়ে বেশি যদিও তারা জানে ছেলেটা নেশাখোর।

১২ ই নভেম্বর, ২০১২ দুপুর ১২:১৪

মেহেরুন বলেছেন: এটা ঠিক ভাইয়া। বাস্তবে এমন ঘটনা অনেক ঘটে।

কেমন আছেন????

১০| ১২ ই নভেম্বর, ২০১২ দুপুর ১২:৪০

শহিদুল ইসলাম বলেছেন: বেশ রোমান্টিক , মায়াময় ...

পড়ে মনটা ভালো হয়ে যায় ...

১২ ই নভেম্বর, ২০১২ দুপুর ১:১৭

মেহেরুন বলেছেন: ধন্যবাদ শহীদ ভাইয়া :)

ভালো আছেন তো??? শুভকামনা নেবেন। :)

১১| ১২ ই নভেম্বর, ২০১২ দুপুর ১:১২

শার্লক বলেছেন: ভাল আছি। আপনি কেমন আছেন? আমি এরকম দুই তিনটা ঘটনা জানি ।

১২ ই নভেম্বর, ২০১২ দুপুর ১:১৯

মেহেরুন বলেছেন: আপনার জানা ঘটনা গুলো শেয়ার করেন না ভাইয়া। আমরাও জানি।

আছি ভাইয়া আলহামদুলিল্লাহ :)

ভালো থাকবেন।

১২| ১২ ই নভেম্বর, ২০১২ দুপুর ১:৫৭

শার্লক বলেছেন: আচ্ছা দিব একসময়। :)

১২ ই নভেম্বর, ২০১২ দুপুর ২:০২

মেহেরুন বলেছেন: :) :)

১৩| ১২ ই নভেম্বর, ২০১২ দুপুর ২:০৭

আহমেদ আলাউদ্দিন বলেছেন:
ভালো লাগলো আপু ।

১২ ই নভেম্বর, ২০১২ দুপুর ২:১৭

মেহেরুন বলেছেন: ধন্যবাদ ভাইয়া। ভালো থাকবেন।

১৪| ১২ ই নভেম্বর, ২০১২ দুপুর ২:২৮

মামুন রশিদ বলেছেন: গল্পের শেষটা খুবই রোমান্টিক, ছোট করে লেখা কিন্তু পড়ে প্রাণটা জুড়িয়ে গেলো :) :)

সপ্তম ভালোলাগা জানিয়ে গেলাম ।

১২ ই নভেম্বর, ২০১২ দুপুর ২:৪২

মেহেরুন বলেছেন: অনেক ধন্যবাদ মামুন ভাই। শুভকামনা নিবেন।

আশা করি ভালো থাকবেন সবসময়।

১৫| ১২ ই নভেম্বর, ২০১২ দুপুর ২:৫২

যুবায়ের বলেছেন: সুন্দর লিখেছেন
পোষ্টে ভালোলাগা রইলো

১২ ই নভেম্বর, ২০১২ দুপুর ২:৫৬

মেহেরুন বলেছেন: অনেক ধন্যবাদ ভাইয়া। আপনার নতুন লেখা কবে পাচ্ছি?? আপনার ছেলে কেমন আছে??

শুভকামনা রইলো। :)

১৬| ১২ ই নভেম্বর, ২০১২ দুপুর ২:৫৭

দুঃখিত বলেছেন: নাইশ :)

১২ ই নভেম্বর, ২০১২ দুপুর ২:৫৯

মেহেরুন বলেছেন: ধন্যবাদ :)

আশা করি ভালো আছেন। ভালো থাকবেন।

১৭| ১২ ই নভেম্বর, ২০১২ দুপুর ২:৫৮

সিয়ন খান বলেছেন: ভাল লাগলো।

১২ ই নভেম্বর, ২০১২ দুপুর ২:৫৯

মেহেরুন বলেছেন: ধন্যবাদ ভাইয়া :)

শুভকামনা রইলো।

১৮| ১২ ই নভেম্বর, ২০১২ বিকাল ৩:০২

আমি ইহতিব বলেছেন: ভালোবাসার গল্প কাহিনি ভালো লাগে। ভালো লাগলো এটাও।

১২ ই নভেম্বর, ২০১২ বিকাল ৩:৪৬

মেহেরুন বলেছেন: অনেক ধন্যবাদ :) ভালো থাকবেন সবসময়।

১৯| ১২ ই নভেম্বর, ২০১২ বিকাল ৩:২২

িনহাজ রিমন বলেছেন: গতবারের গল্প দুঃখ দিয়ে শেষ হল আর এইবার আনন্দ দিয়ে শেষ হল।
ধন্যবাদ আপ্নাকে।কেমন আছেন?

১২ ই নভেম্বর, ২০১২ বিকাল ৩:৪৮

মেহেরুন বলেছেন: কি করবো বলেন, গতবার আপনি মন খারাপ করলেন যে। তাই মন ভালো করার গল্প দিলাম :)

ভালো থাকবেন।

২০| ১২ ই নভেম্বর, ২০১২ বিকাল ৩:২৪

একজন আরমান বলেছেন: অনেক ভালো লাগলো আপু।
++

১২ ই নভেম্বর, ২০১২ বিকাল ৩:৫১

মেহেরুন বলেছেন: অনেক ধন্যবাদ আরমান :)

কেমন আছো??? দিন কাল কেমন চলছে?????

২১| ১২ ই নভেম্বর, ২০১২ বিকাল ৩:৫৮

রুদ্রনীল আর নীলকষ্ট বলেছেন: অনেক সুন্দর হইছে ছোট-দি। ভাললাগা রেখে গেলাম। :) :) :)

১২ ই নভেম্বর, ২০১২ বিকাল ৪:০০

মেহেরুন বলেছেন: :) :) :) অনেক অনেক ধন্যবাদ বড়দা।

ভালো আছো তো????

শুভকামনা নিও।

২২| ১২ ই নভেম্বর, ২০১২ বিকাল ৪:০৭

ভিয়েনাস বলেছেন: রোমান্টিক এন্ডিং , ভালো লাগলো :)

১২ ই নভেম্বর, ২০১২ বিকাল ৪:০৮

মেহেরুন বলেছেন: :) ধন্যবাদ।

ভালো থাকবেন।

২৩| ১২ ই নভেম্বর, ২০১২ বিকাল ৪:১৯

একজন আরমান বলেছেন: এইতো আপু।
ইন্টার্নশিপ চলছে। এই মাসের মধ্যে ইন্টার্নশিপ রিপোর্ট এর প্রিভিউ কপি জমা দিতে হবে। অনেক চাপের মধ্যে আছি। যদিও ভালোই আছি, কারণ ব্যাস্ততার মাঝে মন খারাপ করার ফুসরত কম মেলে। :)

তোমার খবর কি?

১২ ই নভেম্বর, ২০১২ বিকাল ৪:২৩

মেহেরুন বলেছেন: বাহ! ভালো খবর জানলাম। তোমার ইন্টার্নশিপ কি ব্যাংক এ চলছে নাকি অন্য কোথাও?? আমার ছোট বোনেরও ইন্টার্নশিপ চলছে :) তোমার কথা ঠিক, ব্যস্ত থাকলে মন খারাপের সময় পাওয়া যায় না :)

আমার জ্বর এর সাথে ডেটিং চলতেসে :) অনেক ভালোবাসা দিচ্ছে আমাকে।

তোমার জন্য অনেক শুভকামনা রইলো।

২৪| ১২ ই নভেম্বর, ২০১২ বিকাল ৪:৩০

একজন আরমান বলেছেন: হা হা। ওষুধ খাও না?

ডেভেলপার কোম্পানি।

হুম। বাস্তবতা থেকে শিক্ষা নিচ্ছি তো, কথা তো ঠিক হতেই হবে আপু। :P

১২ ই নভেম্বর, ২০১২ বিকাল ৪:৫২

মেহেরুন বলেছেন: খাচ্ছি তো :)

২৫| ১২ ই নভেম্বর, ২০১২ বিকাল ৪:৩৫

ঘুড্ডির পাইলট বলেছেন: ‍.
ইস ছুট বেলায় দুস্টামি করতাম দেইখা মাইয়ারা প্রেমই করতে চাইতো না :( :( কইতো পুংটা পুলা ।


গল্প ভালৈছে :D পোষ্ট প্লাসের ঝরো হাওয়ায় দোলানো হউক ।
১০ এ ১০ ভালো লাগা।

সুন্দর একটা লাভ ইসটুরি উপহার দেবার জন্য লেখক কে বেইলিরোডের চটপটি পেট ভইরা খাওয়ানো হোক।

১২ ই নভেম্বর, ২০১২ বিকাল ৪:৫৫

মেহেরুন বলেছেন: ভালো লাগার জন্য ধন্যবাদ রাফাত ভাই :)

সুন্দর একটা লাভ ইসটুরি উপহার দেবার জন্য লেখক কে বেইলিরোডের চটপটি পেট ভইরা খাওয়ানো হোক। :) কবে খাওয়াবেন??? আমি রেডি :)

২৬| ১২ ই নভেম্বর, ২০১২ বিকাল ৫:০২

সৈয়দ মশিউর রহমান বলেছেন:
আসুন সব্বাই মিলে ফুসকা খাই।




বসে পড়ুন তাড়াতাড়ি।

১৩ ই নভেম্বর, ২০১২ সকাল ৯:৪৭

মেহেরুন বলেছেন: ধন্যবাদ ভাইয়া সবাইকে ফুচকা খাওয়ানোর জন্য :)

২৭| ১২ ই নভেম্বর, ২০১২ বিকাল ৫:২৮

চুক্কা বাঙ্গী বলেছেন: বেশিরভাগ মেয়েরাই সবসময় বখাটে ছেলে পছন্দ করে। ২-৩ বছর প্রেম করে তারপর ধরা খায় এবং সবশেষে একটা মাথামোটা টাইপ ছেলে ধরে বিয়েতে ঝুলে পড়ে। বেচারা আবির!! পোলাটার জন্য আমার দু:খ লাগতেসে।

১৩ ই নভেম্বর, ২০১২ সকাল ৯:৪৭

মেহেরুন বলেছেন: থাক ভাইয়া আর দুঃখ করিয়েন না। আছেন কেমন?

২৮| ১২ ই নভেম্বর, ২০১২ সন্ধ্যা ৭:১৪

অপূর্ণ রায়হান বলেছেন: ১১ তম ভালোলাগা :)


গল্পটা অনেক সুন্দর হয়েছে :) কেমন আছো তুমি আপু ?



আর তোমার সেই বজ্জাত (!!) বসের খবর কি ;) হিহিহিহিহি

১৩ ই নভেম্বর, ২০১২ সকাল ৯:৪৮

মেহেরুন বলেছেন: ধন্যবাদ অপূর্ণ :) এত দেরী হল কেন আসতে??? :( :(

আছি ভালোই। তোমার খবর কি???

২৯| ১২ ই নভেম্বর, ২০১২ রাত ১১:১১

নীলপথিক বলেছেন: একটু অপ্রাসঙ্গিক কথা বলি।
একটু সাহায্য করুন পোস্ট টি স্টিকি করতে। যদি আপনি বা আপনার পরিচিত কেউ মডারেটর হয়ে থাকেন, অনুরোধ করুন পোস্ট টা স্টিকি করতে। আমাদের দেশের জন্যে কিছু করুন।

Click This Link

১৩ ই নভেম্বর, ২০১২ সকাল ৯:৫০

মেহেরুন বলেছেন: হুম!! বুঝলাম

৩০| ১২ ই নভেম্বর, ২০১২ রাত ১১:১৪

আমি বাঁধনহারা বলেছেন:
ভালো লাগল+++++

১৩ ই নভেম্বর, ২০১২ সকাল ৯:৫২

মেহেরুন বলেছেন: ধন্যবাদ :) ভালো থাকবেন।

৩১| ১৩ ই নভেম্বর, ২০১২ রাত ১২:১২

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: সুপ্তির জীবন সুখময় হোক।

১৩ ই নভেম্বর, ২০১২ সকাল ৯:৫২

মেহেরুন বলেছেন: :) :) ভালো থাকবেন ভাইয়া।

৩২| ১৩ ই নভেম্বর, ২০১২ ভোর ৪:৫৫

শোশমিতা বলেছেন: গল্প ভালো লাগলো +
কেমন আছো আপু?

১৩ ই নভেম্বর, ২০১২ সকাল ৯:৫৩

মেহেরুন বলেছেন: ধন্যবাদ আপুনি। এই তো আছি আর কি। চলে যাচ্ছে এক রকম। তুমি কেমন আছো??? নতুন পোস্ট দাও জলদি। :)

ভালো থেকো।

৩৩| ১৩ ই নভেম্বর, ২০১২ সকাল ১০:২৭

সায়েম মুন বলেছেন: সুন্দর। ভাল লাগা সুখছোঁয়া লেখা।

১৩ ই নভেম্বর, ২০১২ সকাল ১০:৩৭

মেহেরুন বলেছেন: ধন্যবাদ সায়েম ভাই। কেমন আছো???

ভালো থেকো সবসময় :)

৩৪| ১৩ ই নভেম্বর, ২০১২ দুপুর ২:১১

অনীনদিতা বলেছেন: আপু ,জর ভাইয়া কি এখনো আছে?
উনাকে তারাতারি বিদাই করো। X(

১৩ ই নভেম্বর, ২০১২ দুপুর ২:৪৩

মেহেরুন বলেছেন: না আপুনি আজকে সে আসে নি :) তুমি কেমন আছো আপুনি??

৩৫| ১৩ ই নভেম্বর, ২০১২ দুপুর ২:৪৬

অনীনদিতা বলেছেন: সে না আসলেইম ভালো। :)
ভালো আছি আপু।

১৪ ই নভেম্বর, ২০১২ দুপুর ১২:১৬

মেহেরুন বলেছেন: ভালো থেকো।

৩৬| ১৩ ই নভেম্বর, ২০১২ রাত ১০:১৭

মো: আবু জাফর বলেছেন: :(

১৪ ই নভেম্বর, ২০১২ দুপুর ১২:১৭

মেহেরুন বলেছেন: :( :(

৩৭| ১৪ ই নভেম্বর, ২০১২ ভোর ৪:৩৮

একজন আরমান বলেছেন: জ্বর এর কি অবস্থা আপু? সেরেছে?

১৪ ই নভেম্বর, ২০১২ দুপুর ১২:১৭

মেহেরুন বলেছেন: এই তো আরমান, ভালো হয়েছে :) তোমার কি খবর???

৩৮| ১৪ ই নভেম্বর, ২০১২ দুপুর ১২:২৬

একজন আরমান বলেছেন: কয়টার খবর? ১২ টা না ১ টা? :P

১৪ ই নভেম্বর, ২০১২ দুপুর ১২:৩৩

মেহেরুন বলেছেন: প্রতি ঘণ্টার সংবাদ দাও :) কেমন চলছে ইন্টার্নশিপ???

৩৯| ১৪ ই নভেম্বর, ২০১২ দুপুর ১:১৫

সেলিম আনোয়ার বলেছেন: ভ্যালেন্টাইন ভাললাগা (১৪ তম) শুভকামনা। আমার একটি কবিতা পড়ার অনুরোধ রইলো।

১৪ ই নভেম্বর, ২০১২ দুপুর ১:২০

মেহেরুন বলেছেন: ভাইয়া ধন্যবাদ :) আপনার অনুরোধের আগেই কবিতা পড়া শেষ :)

৪০| ১৪ ই নভেম্বর, ২০১২ দুপুর ২:০৫

একজন আরমান বলেছেন: ভালো।
স্যার তো জ্বালিয়ে মারলো।:((:((
বলে সব তো কপি পেস্ট ই করবা। এই নাও গুগল স্কলার এর ঠিকানা। এইবার মামার কাছ থেকে রিলেটেড টপিক এর আর্টিকেল নাও আর তোমার কোম্পানির সাথে কনফ্লিকট খুঁজে বের করে লিটারেচার রিভিউতে দিবা। এইটাই হবে তোমার রিপোর্ট এর নতুনত্ব ! আমি জানি তুমি পারবা।:D তাই তোমাকে একটু কঠিন টাই দিলাম।:-/ সবাই তো শুধু কপি পেস্ট করে তুমি না হয় আর একটু বেশী ই করলা। X(X((

বোঝ ঠেলা ! বাঁশও দিলো আবার পাম ও দিলো। /:)/:)

১৪ ই নভেম্বর, ২০১২ বিকাল ৪:৪১

মেহেরুন বলেছেন: হাহাহাহা!!!!!!!

৪১| ১৫ ই নভেম্বর, ২০১২ রাত ১:২৯

একজন আরমান বলেছেন: হাইসো না। এক সপ্তাহ পর আবার দেখা করতে বলছে।
আমার অবস্থা তো হালুয়া টাইট হয়ে যাবে। /:)/:)

১৫ ই নভেম্বর, ২০১২ সকাল ১০:০৬

মেহেরুন বলেছেন: আচ্ছা যাও হাসবো না :) বেস্ট অফ লাক আরমান :)

৪২| ১৫ ই নভেম্বর, ২০১২ দুপুর ২:৩৮

ডানাহীন বলেছেন: আপনার লেখার হাত চমৎকার ..

১৫ ই নভেম্বর, ২০১২ বিকাল ৪:০২

মেহেরুন বলেছেন: ধন্যবাদ :)

৪৩| ১৫ ই নভেম্বর, ২০১২ বিকাল ৪:২৭

মাক্স বলেছেন: সুন্দর।+++++

১৫ ই নভেম্বর, ২০১২ বিকাল ৪:৫৯

মেহেরুন বলেছেন: ধন্যবাদ মাক্স :) ভালো থাকবেন।

৪৪| ১৫ ই নভেম্বর, ২০১২ বিকাল ৪:২৮

জাতি_ধর্ম_বর্ণ বলেছেন: ভালো, খুব ভালো।

১৫ ই নভেম্বর, ২০১২ বিকাল ৫:০০

মেহেরুন বলেছেন: অনেক ধন্যবাদ :) ভালো থাকবেন।

৪৫| ১৬ ই নভেম্বর, ২০১২ সন্ধ্যা ৬:৩৬

নক্ষত্রচারী বলেছেন: রোমান্টিক !!

লেখাটা বাস্তবসম্মত মনে হলো, পড়ে ভালো লাগলো ।

১৬ ই নভেম্বর, ২০১২ রাত ৮:২৪

মেহেরুন বলেছেন: ধন্যবাদ :) শুভকামনা রইলো।

৪৬| ১৭ ই নভেম্বর, ২০১২ রাত ৩:০৭

megher_kannaa বলেছেন: ভাল লাগল।

১৭ ই নভেম্বর, ২০১২ দুপুর ১:১৮

মেহেরুন বলেছেন: ধন্যবাদ

৪৭| ১৭ ই নভেম্বর, ২০১২ সকাল ১০:৩৮

আমিনুর রহমান বলেছেন: শুভ সকাল, মেহেরুন।
কেমন আছো আপু???

১৭ ই নভেম্বর, ২০১২ দুপুর ১:১৯

মেহেরুন বলেছেন: শুভ দুপুর ভাইয়া। ছুটির দিনে ঘরের কাজ থাকে, সকালে ব্লগ এ ঢুকি নি। আছি ভাইয়া কোন রকম। তুমি কেমন আছো??

৪৮| ১৭ ই নভেম্বর, ২০১২ দুপুর ২:১৪

আমিনুর রহমান বলেছেন: ওহ! কি আরাম তোমার তাই না ২ দিন ছুটি :) আমার আবার একদিন ছুটি। তবে ছুটির দিন খুব ছোট মনে হয়। কিভাবে যেন সময় পার হয়ে যায়। আমি ভালো আছি।

১৮ ই নভেম্বর, ২০১২ সকাল ৯:১৫

মেহেরুন বলেছেন: :) :)

৪৯| ১৯ শে নভেম্বর, ২০১২ বিকাল ৪:২৮

কালা মনের ধলা মানুষ বলেছেন: আপু, আপনার গল্পের হাত কিন্তু ফাটাফাটি।
+++++++++++

যদিও আবির সুপ্তির প্রেম টা একটু সহজলভ্য হয়ে গেছে।

১৯ শে নভেম্বর, ২০১২ বিকাল ৪:৩১

মেহেরুন বলেছেন: ধন্যবাদ ভাইয়া। এটা গল্প হলেও সত্যি কাহিনী। :)

কেমন আছেন ভাইয়া???

ভালো থাকবেন।

৫০| ১৯ শে নভেম্বর, ২০১২ বিকাল ৫:২৫

কালা মনের ধলা মানুষ বলেছেন: সত্যি কাহিনী? আহারে, তাহলে বুঝি শুধু আমার জীবনেই শুধু জটিলতা !!

আলহামদুলিল্লাহ, আপু ভাল আছি। আপনিও ভাল থাকবেন।

৫১| ৩০ শে নভেম্বর, ২০১২ সকাল ১১:৫১

মেহেরুন বলেছেন: asolei jibon khub odvut vaia...ghotona purai sotti...
valo thakben. r jotilota..se to thakbei ektu.na hole jiboner moja ki kore bujhben

৫২| ২৬ শে মে, ২০১৩ বিকাল ৫:৪৯

সাকিব-আল-নাহিয়ান বলেছেন: নিখাদ ভালোবাসা দেখা যাচ্ছে... 8-|

৫৩| ১২ ই জানুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৭:৫২

অপ্রচলিত বলেছেন: সাদামাটা গল্প, কিন্তু সহজ সরল ভাষায় খুব সুন্দর করে লিখেছেন। খুব ভালো লাগলো। +++++

সর্বদা ভালো থাকুন এই কামনায়।

১৫ ই জানুয়ারি, ২০১৪ দুপুর ২:৩০

মেহেরুন বলেছেন: ধন্যবাদ :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.