নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
কন্যার সাথে সেলফি, চিলপাড়া ব্রিজ , চৌদ্দগ্রাম , কুমিল্লা ।
মেয়ের স্কুলে প্রথম বারের মতো প্রবাসী বাবা। মুনতাহিনা জাহান - আমার মেয়ে - তার জন্মের পরথেকে বাবাকে তেমন কাছে পায়নি। আমার আট বছর যাবৎ দেশে যাওয়া হয়নি। এরমধ্যে অবশ্য তারা ভিজিট ভিসায় সৌদি আরব এসে কিছুদিন থেকে গেছে। সব মিলিয়ে আমার কন্যা তার প্রবাসী বাবাকে কাছে পেয়েছে মাত্র নয়মাস। এখন তার বয়স নয় বছর! প্রবাসী জীবনের ইতিকথা, এইসব দিনরাত্রি প্রায় প্রতিটি প্রবাসীর নিয়তি।
আট বছর পর আমার দেশে যাওয়া। প্রথমবার মেয়ের স্কুলে যাওয়া। মুনতাহিনা ৪র্থ শ্রেণীর, তার ক্লাস তখনো শুরু হয়নি। আমাকে এক স্যারের কাছে নিয়ে পরিচয় দিচ্ছে আমার বাবা। আমার চোখে তখন অশ্রু টলমল করছিল, যেখানে আমি স্যার কে বলার কথা আমার মেয়ে মুনতাহিনা! প্রবাসী বাবারা দেশে পৌঁছাতে পৌঁছাতে - অধিকাংশ সময়ই দীর্ঘ বিরতির নিয়তিতে সন্তানের পরিচয়ে পরিচিত হয়ে ওঠেন। এই অশ্রু আসলে বেদনা ও আনন্দের যৌথ অনুভূতি।
সেই ক্লাস টিচার আমাকে অফিসে গিয়ে বসতে বললেন। আমি অফিসের দিকে রওনা হলাম। মেয়েকে বললাম আসো বাবা। তার হাতে ছিল খাবের কিছু একটা। আমি গেটের সামনে থেকে তাঁকে ডাকছি, মুমতাহিনা না এসে একটু দূরে চলে গেল। আমি দাঁড়িয়ে খেয়াল করলাম, সে তার হাতের খাবারটি খেয়ে তারপর অফিসের ভিতরে এসেছে। আমার কন্যার এই সামান্য কাজটিও আমার খুবই ভালো লেগেছে। প্রবাসী বাবা-দের সন্তানের সবকিছুই ভালো লাগে!
কিছু সময় অফিসে কথা বলে বিদায় নেওয়ার সময় সিএনজি কাছাকাছি এসেছে মুনতাহিনা। গাড়িতে বসা ছিল তার ছোটভাই মুসতাকিম। সে এখনো স্কুল যাওয়া শুরু করেনি। তার হাতে ১০০ টাকা ছিল। নিজের টাকা! আপু দিয়ে দিয়েছে কিছু খেতে। বন্ধন!
প্রবাসী বাবারা সন্তানদের বেড়েওঠা, স্কুলের খোঁজখবর নেওয়া মন চাইলেও হয়ে উঠে না। বছর পরপর খুব কম প্রবাসীর ভাগফ্যে জোটে দেশে যাওয়া। অধিকাংশই আমার মতো।
উন্নত জীবনের আশায় বাহিরে পড়ে থাকা প্রবাসীদের সন্তানেরা বেড়েওঠে বাবার আদর বিহীন মায়ের আঁচলে। প্রবাসে সুখের আশায় রক্তের বাঁধনের মানুষ গুলোকে পিছনে রেখে কষ্ট আর হাহাকার নিয়ে সুখের আশায় এই দৌড়ঝাঁপ দিতে দিতেই আমাদের জীবন নিভে যায়।
আট বছরে মাত্র একমাস দেশে, ছুটি শেষে ফিরে এসেছি নিজ কর্মস্থল জেদ্দায়। নিজের মা-বাবা আর সন্তানদের ও তাদের মায়ের কথা বারবার মনে পড়ে। যখন আকাশে বিমান ওড়ে আবারও চলে যেতে মন চায়। কিন্তু অল্প বেতনের চাকুরি করা ছেলেটি উড়তে পারেনা, কেবল চেয়ে থাকে। কবে মাস শেষ হবে বেতন হাতে পাবে, বছর কবে শেষ হবে দেশে যাবে।
প্রবাস জীবনে আজ অবধি অনেক চাহিদাই আল্লাহ পূরণ করেছে। একটাই কমতি ছিল, পরিবারের সাথে দৈনন্দিন সময় বিভিন্ন উদ্যাপন উপভোগ করে কাটানো। সেটাও কিছুটা পূরণ হয়েছে। পরিবার ছেড়ে ৬ হাজার মাইল দূরে মরুর দেশ সৌদি আরবে এসেছি একযুগেরও বেশি সময়। চলছে জীবন নামের আশায় বসতি প্রবাস-রেলগাড়ি। অতিসম্প্রতি প্রধানমন্ত্রীর সার্বজনীন পেনশন স্কীম সেই আশার প্রদীপকে সবুজ-রঙ্গিন করেছে। প্রবাসীদের সার্বজনীন পেনশন স্কীম সফল হোক।
মুনতাহিনা ও মাসফি , ভাই বোন।
২৫ শে সেপ্টেম্বর, ২০২৩ ভোর ৫:১৩
মোবারক বলেছেন: দোয়া করবেন।
২| ২৫ শে সেপ্টেম্বর, ২০২৩ ভোর ৫:১৩
সোনাগাজী বলেছেন:
পেনশন স্কিমটা সংক্ষেপে বলুন; আমি আরো ১২/১৩ বছর আগের থেকে এই পদক্ষেপটি নেয়ার ব্যাপারে লিখেছিলাম।
২৫ শে সেপ্টেম্বর, ২০২৩ ভোর ৫:১৮
মোবারক বলেছেন: প্রবাসীরা, ১০ হাজার, সাড়ে ৭ হাজার ও ৫। যার সেটা পছন্দ অনুযায়ী করবে। ধরেন আমার এনআইডি আমি ২০ বছর ৬০ বছর হয়ে যাবে। আমি ২০ বছর ৫ করে প্রবাস স্কিমে টাকা জমা দিলাম, আমি ৬১ বছর থেকে আজীবন ২৪ হাজার ৩২০ টাকা করে পাবো প্রতিমাসে।
আমি যদি ৬১ বছরের মাথায় মারা যা-ই, আমার ফ্যামিলি পাবে আমার বয়স ৭৫ বছর পর্যন্ত।
৩| ২৫ শে সেপ্টেম্বর, ২০২৩ ভোর ৫:১৫
সোনাগাজী বলেছেন:
বেকারভাতাও ( যারা ৬মাসের বেশী কাজ করার পর চাকুরীচ্যুত হয় ) চালু করা খুব সহজ কাজ।
২৫ শে সেপ্টেম্বর, ২০২৩ ভোর ৫:১৯
মোবারক বলেছেন: প্রবাস স্কিমে টাকা জমা করার পদ্ধতি পছন্দ হয়নি।
৪| ২৫ শে সেপ্টেম্বর, ২০২৩ সকাল ৭:১৬
কামাল১৮ বলেছেন: প্রবাসে থাকলে পরিবারের সাথে নিয়মিত যোগাযোগ রাখতে হয়।নয়তো কিছু কিছু সমস্যা দেখা দেয়।আমার এক বন্ধু আমেরিকায় ছিলো ১০/১২ বছর দেশে এশে দেখে ছেলে মেয়ে দুটিই বকে গেছে।অবস্য এর মাঝে সে দেশে যেতে পারে নি।
টাকে জমা দিতে সমস্যা কি?
২৫ শে সেপ্টেম্বর, ২০২৩ দুপুর ২:৪৮
মোবারক বলেছেন: বেশি দিন পরে যাওয়া বোকামি। অভিজ্ঞতা।
প্রবাস স্কিমে টাকা জমা দিতে হয়, আপনার ব্যাংক কার্ড। অর্থাৎ ডলারে জমা দিতে হবে। এটি অনেক জঠিল। আমি পেরেছি তবে ৮০% প্রবাসী করবে না।
৫| ২৫ শে সেপ্টেম্বর, ২০২৩ সকাল ৭:৫০
অহরহ বলেছেন: মেয়ের স্কুলে প্রথম বারের মতো প্রবাসী বাবা[/si
মেয়ের ভবিষ্যৎ উজ্জল হোক......
২৫ শে সেপ্টেম্বর, ২০২৩ দুপুর ২:৪৯
মোবারক বলেছেন: ধন্যবাদ
৬| ২৫ শে সেপ্টেম্বর, ২০২৩ সকাল ৯:২৯
আহমেদ জী এস বলেছেন: মোবারক ,
হাযারো কষ্টের মাঝে সময় করে ব্লগে এসে এই যে মনের ভাবাবেগের কথা লিখলেন, তা মনে হয় পাঠকদের নাড়া দেবেই।
প্রবাসে উদয়াস্ত পরিশ্রমের মাঝেও পরিবারের সান্নিধ্যের জন্যে হাহাকার, তাদের মঙ্গলাকাঙ্খার চিন্তায় অস্থির হয়ে থাকা, সবই যে কতো কঠিন ও বেদনাময় বাস্তব; প্রবাসী ব্লগারদের লেখা থেকে আমরা বুঝতে পারি।
আপনার পরিবারের সকলের জন্যে শুভেচ্ছা রইলো। আপনার অনুপস্থিতির অভাববোধ যেন তাদের পীড়িত না করে সেই প্রার্থনাও রইলো।
প্রবাসীরা সকলে ভালো থাকুন।
২৫ শে সেপ্টেম্বর, ২০২৩ বিকাল ৩:২৫
মোবারক বলেছেন: প্রবাসে যারা ব্যাবসা করে সাকসেস হয়েছে একমাত্র তারাই বেশি ভালো আছে। যারা চাকুরী করে কোন রকম টেনেটুনে যায় দিন। ধন্যবাদ আপনাকে সুন্দর মন্তব্যর জন্য।
৭| ২৫ শে সেপ্টেম্বর, ২০২৩ সকাল ১০:১৩
জুন বলেছেন: ছবিটা খুব সুন্দর, মন ছুয়ে যাওয়া বাবা মেয়ের সাথে অপরূপা প্রকৃতি।
+
২৫ শে সেপ্টেম্বর, ২০২৩ বিকাল ৩:২৫
মোবারক বলেছেন: ধন্যবাদ
৮| ২৫ শে সেপ্টেম্বর, ২০২৩ সকাল ১০:২৫
করুণাধারা বলেছেন: বাবা মেয়ের হাসিমুখের ছবি দেখে খুব ভালো লাগলো। দোয়া করি, আপনার পুত্র কন্যা যেন সারা জীবন আপনার জন্য প্রশান্তি দায়ক হয়।
২৫ শে সেপ্টেম্বর, ২০২৩ বিকাল ৩:২৬
মোবারক বলেছেন:
৯| ২৫ শে সেপ্টেম্বর, ২০২৩ দুপুর ১:৪০
রাজীব নুর বলেছেন: পরিবার কে আপনার কাছে নিয়ে যাচ্ছেন না কেন?
২৫ শে সেপ্টেম্বর, ২০২৩ বিকাল ৩:২৭
মোবারক বলেছেন: বেতনের সাথে কথা বলেছি, চেষ্টা করে দেখেছি হয় না। ভাই
১০| ২৫ শে সেপ্টেম্বর, ২০২৩ দুপুর ১:৪৮
রাজীব নুর বলেছেন: প্রথম ছবিটা সুন্দর হয়েছে।
২৫ শে সেপ্টেম্বর, ২০২৩ বিকাল ৩:২৭
মোবারক বলেছেন: ধন্যবাদ ভাইয়া
১১| ২৫ শে সেপ্টেম্বর, ২০২৩ দুপুর ২:১৫
শাওন আহমাদ বলেছেন: পৃথিবী এমন একটি জায়গা যেখানে কম্ব প্যাকেজ বলে কিছুই নেই, কিছু একটা পেতে হলে অন্যকিছু একটাকে বিসর্জন দিতে হয়!
২৫ শে সেপ্টেম্বর, ২০২৩ বিকাল ৩:২৮
মোবারক বলেছেন: বাস্তব
১২| ২৫ শে সেপ্টেম্বর, ২০২৩ দুপুর ২:২৬
মোহামমদ কামরুজজামান বলেছেন: হায়রে জীবন, প্রবাস জীবন ।
শুধু জীবনে একটু ভালভাবে চলার জন্য কত কিছুই না ত্যাগ করতে হয় ----------------
কন্যা+ছেলের জীবনের জন্য শুভ কামনা রইলো । সাথে সাথে চাওয়া রইলো আপনার শারীরিক ও মানষিক সুস্থতাও।
২৫ শে সেপ্টেম্বর, ২০২৩ বিকাল ৩:২৯
মোবারক বলেছেন: ধন্যবাদ জানাই।
১৩| ২৫ শে সেপ্টেম্বর, ২০২৩ দুপুর ২:২৬
মনিরা সুলতানা বলেছেন: খুব ভালো লাগলো আপনার সন্তানদের সাথে আনন্দ মুহূর্তের বর্ণনা !
শুভ কামনা।
২৫ শে সেপ্টেম্বর, ২০২৩ বিকাল ৩:২৯
মোবারক বলেছেন:
১৪| ২৫ শে সেপ্টেম্বর, ২০২৩ বিকাল ৪:১৮
আমি সাজিদ বলেছেন: পুত্র ও কন্যার জন্য শুভকামনা। আট বছর দেশে আসলেন না যে!
২৫ শে সেপ্টেম্বর, ২০২৩ রাত ৮:৪২
মোবারক বলেছেন: টাকা পয়সার ঝামেলায় যাওয়া হয়নি।
©somewhere in net ltd.
১| ২৫ শে সেপ্টেম্বর, ২০২৩ ভোর ৫:১১
সোনাগাজী বলেছেন:
আপনার পরিবারের সদস্যদের জন্য শুভকামনা।