নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মদন

নামের সাথে কামের কিছু মিলতো থাকবোই

মদন

মদন › বিস্তারিত পোস্টঃ

নেটবুক আর স্মার্টফোনের জায়গা কি ট্যাব দখলে নিচ্ছে?

১৩ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ১২:৩৪





ডেস্কটপ এরপরে ল্যাপটপ এর পরে নোটবুক এরপরে নেটবুট সাথে স্মার্টফোন। প্রযুক্তির বিকাশে ডিভাইস ক্রমান্বয়ে ছোট হচ্ছে কিন্তু সুবিধা বাড়ানো হচ্ছে। এক মোবাইল ফোন আর কথা বলার মাধ্যম হিসেবে নেই। ক্যামেরা, গান শোনা, সিনেমা দেখা ইন্টারনেট ব্রাউজ করা, কি নেই এতে?? হাল জামানায় নতুন এলো ট্যাবলেট পিসি যার আদুরে নাম ট্যাব। আকারে ছোট, পুরোটাই ডিসপ্লে, মোবাইলের সুবিধা, ক্যামেরার সুবিধা, প্লেয়ারের সুবিধা এবং সবচেয়ে বড় কথা হলো কম্পিউটারের প্রায় সুবিধাযুক্ত এই আজব চিড়িয়া। নেটবুক এবং স্মার্টফোনের জায়গা দখল করে নিচ্ছে এই ট্যাব। প্রযুক্তির এই দ্রুত বিবর্তনে হিমশিম খাচ্ছি আমরা আর মানিব্যাগ ভুগছে অপুষ্টিতে।



ট্যাবলেটের বাজারে পরিচিতি ব্র্যান্ডগুলোর আকাশছোয়া দামের কারনে সাধারনের নাগালের বাইরেই ছিলো। আমাদের সাধ এবং সাধ্যের সমন্বয় ঘটাতেই আগমন হয় অনেক চাইনিজ ট্যাবলেট এর। যেগুলো দামেও কম আবার সেবাও মন্দ নয়। আইনল, কবি, ওন্ডা, জিওন ইত্যাদি। সম্প্রতি দেশের বহল সমাদৃত ব্রান্ড সিম্ফনি দুটি ট্যাব এনেছে যেগুলি গ্রামীনফোনের সাথে প্যাকেজ আকারে দেওয়া হচ্ছে। এছাড়াও দেশীয় ব্রান্ড হিসেবে রয়েছে আমারপ্যাড। নামেই বুঝতে পারছেন ১০০% বাংলাদেশী ব্রান্ড, মেইড ইন চায়না। এইসকল ট্যাব গুলোর দাম প্রায় ৮০০০ টাকা থেকে শুরু হয়েছে। যাদের অনেকগুলোতেই মোবাইল সীম সাপোর্ট করে। ফলে শহরের বাইরেও নেট ব্যবহার করা সহজ।



ফ্রীতে আপনাদের এতো জ্ঞান দিলাম কারন http://www.tabletbd.com/



মন্তব্য ২৭ টি রেটিং +২/-০

মন্তব্য (২৭) মন্তব্য লিখুন

১| ১৩ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ১২:৪৫

ইসটুপিড বলেছেন: সামসাং-এর গ্যালাক্সি ট্যাব২ (পি ৫১০০) সামসাং-এর শোরুমে পাওয়া যাইব? এছাড়া আর কই পাওয়া যাইব, ওয়ারেন্টিসহ?

আপনের সাইটে ডাইনে যাওয়া যায় না, ফুলস্ক্রিনেও না :(

১৩ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ১২:৫২

মদন বলেছেন: আপনের সাইটে ডাইনে যাওয়া যায় না, ফুলস্ক্রিনেও না :(

একটা স্ক্রীন শট দিতে পারবেন??? :( প্রবলেম কুতায় হলো খুজে দেখি :(

১৩ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ১:১৪

মদন বলেছেন: রায়ান্স এ পাবেন দাম ৪২৫০০
ফোন +880 1974476731

২| ১৩ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ১২:৫৭

নিঝুম দ্বীপ বলেছেন: চক দিয়ে লিখা যায় নাকি এইটার মধ্যে?

১৩ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ১২:৫৯

মদন বলেছেন: চক, পেন্সিল, কলম সবই চলে :)

ইউএসবি দিয়া কীবোর্ড মাউস লাগাইলেই ফুল কম্পিউটারের সুবিধা :)

৩| ১৩ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ১:০১

মিজভী বাপ্পা বলেছেন: ধন্যবাদ।তবে এখন যে স্মার্ট ডিভাইস একচেটিয়া আধিপত্য করবে সেটা কিন্তু থাকবেই।

আর কোবি তো চাইনিজ না।ও সম্ভবত আমেরিকান একটা ব্রান্ড।চায়নার সাথে জয়েন্ট ভেঞ্চার করে বানায়।

১৩ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ১:০৪

মদন বলেছেন: কেমনে থাকবে???
১০বছর আগের কথা মনে আছে? পত্রিকাতে বিজ্ঞাপন দিতো সিডিতে আপনার ছবি-ভিডিও ১০০ বছর সংরক্ষন করুন। এখন সিডি ই পাওন যায় না :)

টেকনলোজি যে দ্রুত আগাচ্ছে, আমার কপালে শনি আছে :(

৪| ১৩ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ১:১১

রিমন রনবীর বলেছেন: ফ্রীতে আপনাদের এতো জ্ঞান দিলাম কারন http://www.tabletbd.com/ =p~ =p~ =p

১৩ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ১:২৯

মদন বলেছেন: আপনের মেলা বুদ্ধি :)

৫| ১৩ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ১:১৫

মাসুম আহমদ ১৪ বলেছেন: আই লাইক ট্যাব :)

১৩ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ১:৩০

মদন বলেছেন: আমিও। :)
আজ অথবা আগামি কাল ইনশাআল্লাহ কিনে ফেলবো একটা :)

৬| ১৩ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ১:২৮

ইমরান হক সজীব বলেছেন: ধন্যবাদ।
একটা ট্যাব কিনতে হবে, এমন সাইট খুঁজছিলাম, কাজে লাগবে, বুকমার্ক করে রাখলাম।

১৩ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ১:৩৫

মদন বলেছেন: ট্যাব কিনলে একটি মন্তব্য দিতে ভুলবেন ব্যবহারের পর। হয়তো সেটি অন্যের উপকারে লাগবে।

৭| ১৩ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ১:৩৯

ক্ষুধিত পাষাণ বলেছেন: দুটো যন্ত্রই ব্যাবহার করছি তাই আমার মনে হয়না ট্যাব নোট বুকের বিকল্প হতে পারে।

১৩ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ১:৪৯

মদন বলেছেন: আর কিছুদিন গেলে হয়তো আরো ভালো বোঝা যাবে।

৮| ১৩ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ১:৪৬

রাজসোহান বলেছেন: ৮হাজার টাকায় ট্যাব? আমি গতো বছরে বোকার মতো সাড়ে সাত দিয়া স্যামসাংয়ের চ্যাম্প কিনছি।

১৩ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ২:০০

মদন বলেছেন: একবছর আগে থেকেই একটি ভালো জিনিস ব্যবহার করছেন।

৯| ১৩ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ১:৪৮

এস এইচ খান বলেছেন: হ..ইয়া বড় ৩৮৬ একটা মেশিন আর একটা ওকেই-৫৯১ প্রিন্টার কিনছিলাম ১,২৫,০০০/- ট্যাহা দিয়া! কিনার দিন একটা পিকআপ লইয়া গেছিলাম :-B

কি দিন আইল! অহন দেখছি ট্যাবলেট দিয়া সবাই কাম সারছে যার দাম মাত্র ৮,০০০/-!!

১৩ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ১:৫০

মদন বলেছেন: ঐদিনের পিক তাকলে আপলোড মারেন। দেইখা শান্তি পাই :)

১০| ১৩ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ১:৫৪

আমি বীরবল বলেছেন: মদন ভাই, প্রতিটা প্রযুক্তির ব্যাবহার স্থান ও সময়ভেদে ভিন্ন রকম উপযোগীতা। সে বিবেচনায় আমার মনে হয়না কোনটাই কারো অবস্থান টলাতে পারবে। যেমন সব কিছুর পরেও এখনও ডেক্স টপের চাহিদা/প্রয়োজনীয়তা কিন্তু আগেরমতই আছে। তবেসৌখিন ব্যাবহারকারদীর ক্ষেত্রেই এর ব্যাতিক্রম।

পোস্ট ভাল লেগেছে।

১৩ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ১:৫৯

মদন বলেছেন: অনেকাংশেই একমত।
তারপরেও খেয়াল করে দেখুন ডেস্কটপ চলে গেছে ভারী কাজে ব্যবহারের জন্য। সাধারন আর ডেস্কটপ ব্যবহার করে না। অফিসেও জায়গা বাচানোর জন্য ল্যাপটপ ব্যবহার করছে।

ল্যান্ড ফোন এখনও আছে, কিন্তু অনেকটাই শোপিস হিসেবে। ফ্যাক্স মরার জন্য ধুকতেছে। বাটন ভিত্তিক মোবাইল সেটগুলো বাদ হয়ে যাচ্ছে। নেটবুকের সুবিধা ট্যাবলেটে পেলে দামের কারনেই নেটবুক বাদ দিয়ে ট্যাব ইউজ শুরু হয়ে যাবে। একটি নেটবুকের দাম ২০০০০ আর একটি ট্যাব আপনি ১০০০০ এই পাচ্ছেন। অথচ জিনিসটি হচ্ছে হ্যান্ডি এবং স্মার্ট।

১১| ১৩ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ২:১০

বোকামন বলেছেন: নোটবুক ও স্মার্ট-ফোনের সম্মিলিত রূপই হল ট্যাব ।

তবে ৮,০০০ - ১২,০০০ টাকার মধ্যে পাওয়া ট্যাবগুলোর মান স্বাভাবিক ভাবেই নিম্নমানের হলেও গরীবের প্রযুক্তি স্বাদ আহরণের জন্য একমাত্র উপায় .......

১৩ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৩:৫১

মদন বলেছেন: ওর কয় কি? ৩০০০০ টাকা দিয়া কি ট্যাব কিনা সম্ভব? মেইড ইন চায়না জিন্দাবাদ। :)

১২| ১৩ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ২:১৭

অ্যামাটার বলেছেন: স্মার্টফোনের বাজার হয়ত ঠিকই থাকবে। তবে ল্যাপটপ/নোটবুক এর জায়গা ধীরে ধীরে নিয়ে নিবে ট্যাবলেট পিসি। আমার পরিচিত অনেকেই দেখছি এখন ল্যাপটপ না নিয়ে আইপ্যাড নিচ্ছে।
আর বাসাতে ব্লুটুথ/ইউএসবি কিবোর্ড, মাউস দিয়ে তো ডেস্কটপের মতই ব্যাবহারের সুবিধা আছেই।

২০ শে জানুয়ারি, ২০১৩ রাত ১১:৩৭

মদন বলেছেন: ঠিক তাই :)

১৩| ১৪ ই জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:৩২

ইসটুপিড বলেছেন: রায়ান্সে এইটার ওয়ারেন্টি দেয় না:( ট্রান্সকমের কোন শোরুমেও নাই এইটা

১৪ ই জানুয়ারি, ২০১৩ রাত ১১:০০

মদন বলেছেন: তাইলে এতোটাকা দিয়া নেয়া কি নিরাপদ হবে???

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.