![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মোটরসাইকেল অনেকেরই প্রিয়। অনেকে আবার একে মরনসাইকেলও বলে । আমিও এক্সিডেন্ট করে ক্লাভিকল ভেঙ্গেছি, তবুও বাইকের নেশা যায়নি
বাহন হিসেবে মোটর সাইকেলের নিরাপত্তা কম, রোদে পুড়তে হয়, বৃষ্টিতে ভিজতে হয়, শীতে কাপতে হয়, তবুও মোটরসাইকেল প্রিয়। অন্যের কেন হয় জানিনা আমার কাছে দুটি কারন আছে।
১. গতি
২. স্বাধিনতা
আপনি যে বাহনেই চড়েন, মোটরসাইকেলের মতো গতির অনুভবটা আর কোথাও পাবেন না। ফেরারীতে ৩০০কিমি স্পীডে চালানো যা মোটরসাইকেলে ৩০কিমি স্পীডে চালালেও তার থেকে বেশি মজা । অন্যের ক্ষতি না করে, সামর্থের মধ্যে থেকে গতি ।উপভোগ করার জন্য চমতকার বাহন হলো মোটরসাইকেল।
হাইওয়ে, শহরতলী, গ্রামের মেঠোপথ অথবা রিক্সার পাশে চলতে মোটরসাইকেলের জুড়ি নেই। নিজের স্বাধিনমতো চলতে এ বাহন সত্যিই ঈর্ষনীয়।
যারা এখনও তরুন বয়সে আসেন নাই, অথবা কিছুটা বৃদ্ধ বয়সে চলে গেছেন, অথবা যারা নিয়ন্ত্রনের মধ্যে থেকে মোটরসাইকেল চালাতে চান তাদের জন্য ইলেকট্রিক বাইক হতে পারে চমৎকার সমাধান।
ইলেক্ট্রিক বাইক মুলত ব্যাটারি দিয়ে চালিত বাহন। আকৃতি মোটর বাইকের মতো। চমৎকার সব ডিজাইনে পাওয়া যায়। আসুন এর সুবিধা-অসুবিধা নিয়ে আলোচনা করি-
ইলেক্ট্রিক বাইকের সুবিধা:
১. তেল লাগেনা, তাই অনেকটাই পরিবেশ বান্ধব
২. গাড়ির দাম কম
৩. চার্জ খরচ কম
৪. রক্ষনাবেক্ষন খরচ কম
৫. মোটরবাইকের মতোই সুবিধা পাওয়া যায়
৬. (জানামতে) লাইসেন্স করতে হয়না
ইলেক্ট্রিক বাইকের অসুবিধা:
১. প্রায় পুরো বডি প্লাস্টিক দিয়ে তৈরী
২. ২ বছর পর পর ব্যাটারী বদলানোর একটা খরচ রয়েছে(১২০০০-১৬০০০)
৩. এক চার্জে সর্বোচ্চ ৮০ কিমি পথ পাড়ি দিতে পারে । দূরে কোথাও যাওয়া নিরাপদ নয়।
৪. রাস্তায় চার্জ শেষ হয়ে গেলে বিপদ
৫. ফুল চার্জ হতে ৫-৬ ঘন্টা সময় লাগে
৬. সর্বোচ্চ গতি সীমা ৪০-৬০কিমি/ঘন্টা
এটি শতভাগ নিশ্চিত যে একটি মোটর সাইকেল সর্বনিম্ন ১০ বছর নিশ্চিন্তে চালানো যায় সেখানে ইলেক্ট্রিক বাইক ৩-৪ বছরের বেশি টেকার কথা নয়। তবে যত্ন করলে সব জিনিসই অনেকদিন টেকে।
বাংলাদেশে অনেকই ইলেক্ট্রিক বাইক আমদানি করছে। তাদের মধ্যে গ্রীন টাইগার অন্যতম ব্রান্ড। আরো যারা রয়েছে তাদের ইনফো আমি এখনও জানতে পারিনি, পেলে জানাবো।
আগ্রহীরা ইলক্টিক বাইক সম্পর্কে জানতে ঢু মারতে পারেন -http://www.motorcyclevalley.com/?s=3&brand=22
১২ ই মার্চ, ২০১৩ বিকাল ৫:৪৪
মদন বলেছেন: আজকাল লোকজন ৫০-৬০ হাজার টাকা দিয়া সাইকেল কিনতেসে, আর আপনি কন টাকা নাই। আমার দলে আরেকজন বাড়লো
২| ১২ ই মার্চ, ২০১৩ সন্ধ্যা ৬:১৫
আমি রিয়াদ বলেছেন: লেখক বলেছেন: আজকাল লোকজন ৫০-৬০ হাজার টাকা দিয়া সাইকেল কিনতেসে, আর আপনি কন টাকা নাই। আমার দলে আরেকজন বাড়লো
১২ ই মার্চ, ২০১৩ সন্ধ্যা ৬:২৩
মদন বলেছেন: আপনের আবার কিসের অভাব?????
৩| ১২ ই মার্চ, ২০১৩ সন্ধ্যা ৬:২৬
মাক্স বলেছেন: আ িম িরয়াদ বলেছেন: লেখক বলেছেন: আজকাল লোকজন ৫০-৬০ হাজার টাকা দিয়া সাইকেল কিনতেসে, আর আপনি কন টাকা নাই। আমার দলে আরেকজন বাড়লো
১২ ই মার্চ, ২০১৩ রাত ৮:৫০
মদন বলেছেন: :-&
৪| ১৩ ই মার্চ, ২০১৩ সকাল ৯:৪৭
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: CDI ekta ace .Becte mon cay na, maya pore gece. Amar ei durbolotar sujog niye shalar pute rakkhoser mot tel khay.
১৩ ই মার্চ, ২০১৩ দুপুর ১২:১৩
মদন বলেছেন: হোন্ডা সিডিআই এইচএস ১০০??????
ওইটাতো বস বাইক। এই গাড়ীর উপর আমার এক্ট্রা একটা দূর্বলতা আছে।
আমি এই বাইকেই প্রথম চালানো শিখি।
এই বাইকেই প্রথম এক্সিডেন্ট করি।
এই বাইকেই বন্ধুদের নিয়ে দিনের পর দিন ঘুরেছি।
এইবাইক যখন চালানো শিখি তখন আমি ফাইভে পড়ি। ব্রেক করে মাটিতে পা পেতাম না। যে বড় ভাই বাইক চালানো শেখাতো তাকে আগে ইশারা দিতাম, তিনি পা রেডি করতেন তখন আামি ব্রেক করতাম ।
আহ... কি সুখের দিন ছিলো রে...
৫| ২১ শে মার্চ, ২০১৩ রাত ২:৪৩
হাম্বা বলেছেন: +++
২১ শে মার্চ, ২০১৩ বিকাল ৩:১১
মদন বলেছেন: ধন্যবাদ
৬| ২২ শে মার্চ, ২০১৩ বিকাল ৩:৪৫
হাম্বা বলেছেন: ভাই
টিভিএস মেট্রো আর স্ট্যার স্পোটস এর মধ্যে কোনটা তেল কম খায়?
রানানের বুলেট কেমন তেল খায়?
ধারনা থাকলে জানাবেন
২২ শে মার্চ, ২০১৩ রাত ১১:৪৬
মদন বলেছেন: ১০০ সিসি বাইকে কিনতে চাইলে আমি বর্তমানে সবাইকে টিভিএস মেট্রো কিনতে পরামর্শ দেই। দাম-তেল-ডিজাইন-টেকসই বিবেচনা করে এটিই আমার কাছে সেরা মনে হয়।
বুলেট ১০০ আমি নিজে চালাই, ৫৫-৬০ পাওয়া যায়। যতটুকু শুনেছি বুলেট ১৩৫ অনেক তেল খায়। লিটারে কমবেশি ৪০কিমি যায়।
১০০সিসি চাইনিজ বাইক কিনতে চাইলে বুলেট ১০০ বেশ ভালো।
২২ শে মার্চ, ২০১৩ রাত ১১:৪৮
মদন বলেছেন: বুলেট ১০০ এর ব্যবকারীর মন্তব্য দেখতে পারেন। http://www.motorcyclevalley.com/?s=2&bike=1
৭| ২৫ শে মার্চ, ২০১৩ রাত ১২:৩৪
হাম্বা বলেছেন: ধন্যবাদ মদন ভাই
আরেকটা বিষয় টিভি এস মেট্রো নতুন অবস্থায় এবং পুরাতন হয়ে গেলে লিটারে কত কিলোমিটার যায়?
২৫ শে মার্চ, ২০১৩ দুপুর ১২:৫১
মদন বলেছেন: একজন চালায়, ২বছরের পুরাতন। তার দাবী সে ৭০কিমি এর মতো পায়।
২৫ শে মার্চ, ২০১৩ দুপুর ১:০৬
মদন বলেছেন: এখানে দেখতে পারেন Click This Link
৮| ২৬ শে মার্চ, ২০১৩ রাত ১:২০
হাম্বা বলেছেন: আমার অন্যতম প্রিয় ব্লগার মদনকে আবারো ধন্যবাদ
২৬ শে মার্চ, ২০১৩ সকাল ৯:১৫
মদন বলেছেন: বিব্রতভাবে প্রসংশা গৃহিত হলো
©somewhere in net ltd.
১|
১২ ই মার্চ, ২০১৩ বিকাল ৫:৩৩
বোকামন বলেছেন: তথ্য শেয়ারের জন্য অনেক ধন্যবাদ .... কাজে লাগবে
)
(বাইক কিনার টাকা নাই