নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মদন

নামের সাথে কামের কিছু মিলতো থাকবোই

মদন

মদন › বিস্তারিত পোস্টঃ

(পল্টি মারছে কালের কন্ঠ) পথ হারাচ্ছে আন্দোলন, গণজাগরণ মঞ্চ শক্তি হারিয়েছে বিভক্তি আর দলীয়করণে

১৭ ই মার্চ, ২০১৩ রাত ১:২৯

যুদ্ধাপরাধীদের সর্বোচ্চ শাস্তি ও জামায়াত-শিবির নিষিদ্ধের দাবিতে গড়ে ওঠা শাহবাগের গণজাগরণ মঞ্চ শক্তি হারিয়ে এখন যেন দিশাহীন। দলীয়করণ, আন্দোলনে বিভক্তি এবং দাবি আদায় না হওয়ার ফলেই আন্দোলনটি পথ হারাতে বসেছে। আর এ সুযোগে আন্দোলন যাদের বিরুদ্ধে সেই জমায়াতের যুদ্ধাপরাধীদের পক্ষে নেমেছে বিভিন্ন গোষ্ঠী। জামায়াতের পাশাপাশি এ আন্দোলনের বিরোধিতায় নেমেছে প্রধান বিরোধী দল বিএনপিও। অথচ নব্বই-পরবর্তী সময়ে এমন শক্তিশালী আন্দোলন আর গড়ে ওঠেনি।

শহীদ জননী জাহানারা ইমামের নেতৃত্বে গড়ে ওঠা ঘাতক দালাল নির্মূল কমিটির আন্দোলনও একইভাবে দলীয়করণের শিকার হওয়ার কারণে অসমাপ্ত রয়ে যায়। আশঙ্কা করা হচ্ছে, দলীয়করণের বৃত্ত থেকে গণজাগরণ মঞ্চ বেরোতে না পারলে তৈরি হবে আরো বড় কোনো হতাশার ইতিহাস।



Click This Link

মন্তব্য ১৭ টি রেটিং +৩/-০

মন্তব্য (১৭) মন্তব্য লিখুন

১| ১৭ ই মার্চ, ২০১৩ রাত ১:৩২

তানভির আলম অভি বলেছেন: ভাল লিখেছেন।

১৭ ই মার্চ, ২০১৩ রাত ১:৩৮

মদন বলেছেন: আমি লিখি নাই, কালের কন্ঠের সংবাদ।

২| ১৭ ই মার্চ, ২০১৩ রাত ১:৩৫

তুহিন আল মামুন বলেছেন: এ কারণেই মনে হচ্ছে অগ্নিকন্যা লাকিকে আর মিডিয়া দেখাচ্ছে না

১৭ ই মার্চ, ২০১৩ রাত ১:৪৬

মদন বলেছেন: তাই?

৩| ১৭ ই মার্চ, ২০১৩ রাত ১:৩৬

রবিন আলম বলেছেন: উদ্দেশ্যহীন সকল আন্দোলনই ব্যর্থ হতে বাধ্য।

৪| ১৭ ই মার্চ, ২০১৩ রাত ১:৩৯

রয়েল বেঙ্গল টাইগার বলেছেন: পল্টি মারার কিছু নাই।
শাহবাগ গতিপথ পরিবর্তনের সাথে সাথে জনসমর্থন কমছে।

একুশে বইমেলার ক্রেতা, গার্মেন্টসের কর্মী দিয়া জনসমর্থন দেখানোর চেষ্টা করা হচ্ছে এখন। জনগণ বুঝে গেছে। নেতৃত্ব চলে গেছে প্রতিক্রিয়াশীলদের হাতে।

১৭ ই মার্চ, ২০১৩ সকাল ১০:৪৫

মদন বলেছেন: এর ভবিষ্যত?

৫| ১৭ ই মার্চ, ২০১৩ রাত ১:৫২

বিকারগ্রস্থ মস্তিস্ক বলেছেন:
মনে হয় রাজনীতি করন করলে সব কিছুই দুষিত হয় --


৬| ১৭ ই মার্চ, ২০১৩ রাত ১:৫৯

আমি সাজিদ বলেছেন: আমি হতাশ।

১৭ ই মার্চ, ২০১৩ সকাল ১০:৫০

মদন বলেছেন: কেন?

৭| ১৭ ই মার্চ, ২০১৩ রাত ২:০৩

সেলিম জাহাঙ্গীর বলেছেন: আপনার লিখার শিরোনাম পল্টি মারছে কালের কন্ঠ আমি ভেবেছিলাম কালেরকণ্ঠ উল্টে যাচ্ছে।

১৭ ই মার্চ, ২০১৩ সকাল ১০:৫৬

মদন বলেছেন: রিপোর্ট তাইই বলে না??? এটাকি তাদের একধরনের উল্টে যাওয়া নয়?

৮| ১৭ ই মার্চ, ২০১৩ রাত ২:০৯

বাংলার হাসান বলেছেন: শহীদ জননী জাহানারা ইমামের নেতৃত্বে গড়ে ওঠা ঘাতক দালাল নির্মূল কমিটির আন্দোলনও একইভাবে দলীয়করণের শিকার হওয়ার কারণে অসমাপ্ত রয়ে যায়। আশঙ্কা করা হচ্ছে, দলীয়করণের বৃত্ত থেকে গণজাগরণ মঞ্চ বেরোতে না পারলে তৈরি হবে আরো বড় কোনো হতাশার ইতিহাস। ১০০% সহমত।

৯| ১৭ ই মার্চ, ২০১৩ রাত ২:২৬

উড়োজাহাজ বলেছেন: কালের কণ্ঠ পল্টি মারলে সাথে বাংলাদেশের পল্টি মারতে হবে, বাংলা নিউজের পল্টি মারতে হবে, ডেইলি সানের পল্টি মারতে হবে।তাছা শাহআলম সাহেবের ইষ্টওয়েস্ট মিডিয়া গ্রুপ পুরোটাই পল্টি মারবে। এটাই স্বাভাবিক নিয়ম। মিডিয়া পল্টি নিলো মানে মিডিয়ার মালিকের পল্টি নেওয়া। মনে হয় না এরা পল্টি মারবে।

১০| ১৭ ই মার্চ, ২০১৩ রাত ২:৩২

এম এস টি জালাল বলেছেন: দলীয়করণ, আন্দোলনে বিভক্তি এবং দাবি আদায় না হওয়ার ফলেই আন্দোলনটি পথ হারাতে বসেছে।

আপনার এই কথা গুলোর সাথে আমাকে একমতে আসতে হচ্ছে কারন আমি আমার তিনটি লিখাতেও সেই সন্দেহ করেছিলাম, লিংক গুলো শেয়ার করলাম।

ইমরান এইচ সরকার ও ব্লগার অ্যান্ড অনলাইন অ্যাকটিভিস্টদের প্রতি যুক্তির খোলা চিঠি।
Click This Link

থাবা_বাবা ~বাক স্বাধীনতা~রাজনীতির গন্ধ।
Click This Link

আন্দোলনটা যেন কারো পেট ভরার জন্য না হয়
Click This Link

১১| ১৭ ই মার্চ, ২০১৩ ভোর ৫:০৯

পিচ্চি পোলা বলেছেন: লেবু বেশি চটকালে তিতা হয়ে যায়। এক্ষেত্রে তাই হৈছে /:)

১২| ১৭ ই মার্চ, ২০১৩ সকাল ১০:০১

কামরুল ইসলাম (সুমন) বলেছেন: ৪ নং কমেন্টে +

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.