![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
প্রতিবাদের মাধ্যম হিসেবে বাংলাদেশে অন্যতম জনপ্রিয় মাধ্যম হলো হরতাল। বাংলাদেশে ঈদের দিন বাদে সব সময়ে সব ধরনের হরতাল ইতমধ্যেই হয়ে গেছে। আধা বেলা হরতাল, এক বেলা হরতাল, টানা হরতাল, দিনে হরতাল, রাতে হরতাল।
বিরোধীদল মনে করে হরতাল তাদের প্রতিবাদের অন্যতম হাতিয়ার। আমরা বাংলাদেশের মানুষ প্রতিবাদের মাধ্যম হিসেবে শান্তিপুর্ন সমাবেশ দেখলে অবজ্ঞার হাসি হেসে থাকি। কাজেই সমাবেশ, অনশন, রেলী কোনো কিছুই আমাদের গ্রহনযোগ্য হয়না, সেটাকে আমরা প্রতিবাদ হিসেবে গন্যই করি না। কিন্তু আসলে হচ্ছে টা কি?
হরতাল দিয়ে সরকার পতন হয়? হয় না।
হরতাল দিয়ে দেশের উপকার হয়? হয় না।
হরতাল দিয়ে কি হয়? শুধুই ক্ষতি..
তাহলে দিনের পর দিন হরতাল দিয়ে আসলেই কি সরকারের কিছু করা যায়? এখন পর্যন্ত হয়েছে কি? হয়নি।
তাহলে কেনো হরতালের নামে এই নৈরাজ্য, এই ক্ষতি?
দেশের ক্ষতি করে সরকারের সামান্যতমও সমস্যা না করে এই হরতাল দিয়ে লাভ টা কোথায়?
এ প্রশ্ন প্রথমেই আওয়ামীলীগের কাছে কারন তাদের মাধ্যমে বাংলাদেশে হরতাল একটি শিল্পের পর্যায়ে চলে গেছে। এরপরে বিএনপি-জামায়াত-জাতীয়পার্টি সহ অন্যান্য দলগুলোর কাছে।
১৪ ই মে, ২০১৩ বিকাল ৩:০০
মদন বলেছেন: বিষয়টা অনেকটা এইরকমই হয়ে গেছে
©somewhere in net ltd.
১|
১৩ ই মে, ২০১৩ দুপুর ১২:০৩
s r jony বলেছেন: আগে মানুষ বলিতঃ "নাই কাজ তো খই ভাজ"
এখন কইবঃ "নাই কাজ তো হরতাল দে"