![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
২০০০ সালে প্রতিষ্ঠিত হওয়া রানার অটোমোবাইলস লি: সাফল্যের সাথে ডায়াং এবং ফ্রীডম নামে দুটি চাইনিজ ব্রান্ডের মোটরাসাইকেল আমদানী করে আসছে। পাশাপাশি মোটরসাইকেলের খুচরা যন্ত্রাংশও তৈরী করে আসছে। ২০০০ এর অধিক ডিলার এবং ৪০০০ এর অধিক সেলস সেন্টারের মাধ্যমে তাদের কার্যক্রম পরিচালিত হচ্ছে।
"রানার" তার প্রযুক্তিগত সাফল্যে ইতমধ্যেই সকলের আস্থা অর্জন করে নিয়েছে। বিশেষকরে ৫০সিসি এবং ৮০ সিসি বাইকের জগতে রানার অবস্থান শীর্ষে।
ডায়াং এবং ফ্রীডমের পাশাপাশি এখন রানার এর মনযোগ পরিপূর্ন দেশীয় ব্রান্ড হিসেবে রানারকে প্রতিষ্ঠা করা। ইতমধ্যেই তার কার্যক্রম শুরু হয়ে গেছে। এবং বাংলাদেশে প্রস্তুত এই বাইকগুলো দেশের বাইরেও রপ্তানী করা হবে।
মোটরবাইক জগতে দেশীয় পন্য হিসেবে পরিচিত ওয়াল্টনের পাশাপাশি রানার এর আগম এই শিল্পে বিপ্লব সৃষ্টি করবে বলেই আমার বিশ্বাস। দেশীয় প্রতিষ্ঠানগুলো তাদের পন্যের মান উন্নয়নে আরো বেশি সচেষ্ট হবে বলে আমি বিশ্বাস করি।
পন্যের গায়ে হাত দিয়ে যেন বুকের মধ্য থেকেই উচ্চারিত হয়- "মেইড ইন বাংলাদেশ"
রানার বাইক http://www.motorcyclevalley.com/?s=3&brand=24
২৮ শে মে, ২০১৩ বিকাল ৪:৩৩
মদন বলেছেন: কারন, রানার ২/১ টি বড় যন্ত্রাংশ বাদে মোটরসাইকেলের সকল যন্ত্রাংশই এখন বাংলাদেশে তৈরী করছে। বাংলাদেশে ডাংয়াং এবং ফ্রীডম গাড়ীর প্রায় সকল যন্ত্রাংশই বাংলাদেশে তৈরী। যেগুলো রানার তৈরী করছে।
২| ২৮ শে মে, ২০১৩ বিকাল ৪:৪৩
বাবু বিসি বলেছেন: আমি ডায়াং বুলেট চালাই। তেল খরচ বেশি। রি সেল ভ্যালু ভালো না। তাই বিক্রিও করতে পারছি না।
২৮ শে মে, ২০১৩ বিকাল ৫:০০
মদন বলেছেন: আমিও বুলেট চালাই। ২বছর হলো। আরো ৩ বছর চালানোর ইচ্ছে আছে। এরপর বিক্রি করার ইচ্ছে আছে। তেল খরচ আমার কাছে সহনীয়ই মনে হয়েছে। তবুও দেখতে পারেন http://www.motorcyclevalley.com/?s=2&bike=1
৩| ২৮ শে মে, ২০১৩ বিকাল ৪:৫৩
s r jony বলেছেন: আমরা গর্বিত
২৮ শে মে, ২০১৩ বিকাল ৫:০৩
মদন বলেছেন: এভাবে প্রতিটি ক্ষেত্রকেই দেখতে চাই।
বিশেষকরে প্লাস্টিক পন্যে বাংলাদেশের অবস্থান ইর্ষনীয় বলেই আমি মনে করি। আরএফএল, এনমো:, হ্যামকো, তানিন ইত্যাদি ব্রান্ডের প্লাস্টিক পন্যগুলো অসাধারন।
৪| ২৮ শে মে, ২০১৩ সন্ধ্যা ৭:১৭
বাংলার হাসান বলেছেন: এগিয়ে চলুক স্বদেশ।
২৮ শে মে, ২০১৩ রাত ১০:২৬
মদন বলেছেন: এগিয়ে চলুক স্বদেশ।
৫| ২৮ শে মে, ২০১৩ রাত ৯:২৪
ক্ষুদ্র খাদেম বলেছেন: এভাবেই আমরা এগিয়ে যাচ্ছি আর যাব ও
২৯ শে মে, ২০১৩ সকাল ১০:৩৫
মদন বলেছেন: ইনশাআল্লাহ
৬| ২৮ শে মে, ২০১৩ রাত ১০:২১
লাইলী আরজুমান খানম লায়লা বলেছেন: পন্যের গায়ে হাত দিয়ে যেন বুকের মধ্য থেকেই উচ্চারিত হয়- "মেইড ইন বাংলাদেশ",,,,,,,,,,,,,,সাবাস
২৯ শে মে, ২০১৩ রাত ১১:৪১
মদন বলেছেন: ধন্যবাদ
৭| ২৯ শে মে, ২০১৩ দুপুর ১:৫৩
জাহাজ ব্যাপারী বলেছেন: বাংলাদেশী পণ্য নিয়ে গর্বিত হতে চাই। বিশ্বব্যাপী ছড়িয়ে পড়ুক “মেড ইন বাংলাদেশ”।
কিন্তু রানার-কে যেন ‘প্রগতি’-র মতো ষড়যন্ত্রের শিকার হতে না হয়। হিরো হোন্ডা, বাজাজ ওরা কিন্তু ছলে, বলে কৌশলে আমাদের রানার-কে অকর্মন্য করতে চাইবেই। কাজেই সাবধান।
২৯ শে মে, ২০১৩ দুপুর ২:৪৬
মদন বলেছেন: আপনার সন্দেহ ভুল প্রমানিত হোক, এই শুভ কামনা আমাদের থাকবে এবং ভুল প্রমানের প্রচেষ্টা রানার এর দায়িত্বে।
মন্তব্যের জন্য ধন্যবাদ।
৮| ২৯ শে মে, ২০১৩ বিকাল ৩:০৮
মুসাফির৭৫৮৪ বলেছেন: মোদন মাম্মা সামনে ইলেকশন আমি জ্ঞানী মাম্মা পার্টি বানায়ালিসি আমাগো রানার হুন্ডা দিবা তুমারে ভালো হাতখরছ দিমু যদি দাও তাইলে ইলেশনে জিত্তা তুমারে মাম্মা জ্ঞ্যানী দলে নিমু আর শ্লোগান দিম্য গ গ জ্ঞ্যানী মাম্মা পার্টি অপ অপ অপ
২৯ শে মে, ২০১৩ সন্ধ্যা ৬:৫৩
মদন বলেছেন:
©somewhere in net ltd.
১|
২৮ শে মে, ২০১৩ বিকাল ৪:০৭
রিফাত হোসেন বলেছেন: Made in Bd ! Hoy kam na ? Das hi company hoyte Paare kintu ' 'oita hoy kam na ?