![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বাংলাদেশের তাপমাত্রা দিনকে দিন রুক্ষতর হচ্ছে। শীতের দিনে তীব্র শীত আবার গরমের দিনে তীব্র গরম। শীতের দিনে তবুও লেপ/কম্বলে ঢুকে পড়লে রাত পাড়ি দেয়া যায় কিন্তু গরমের দিনে পোহাতে হয় যন্ত্রনা। প্রচন্ড গরমে ফ্যানের বাতাস যেমন গায়ে লাগে না তেমনি যেটুকু লাগে তাও গরম বাতাস। ফলে কষ্ট আরো বেড়ে যায়। যাদের এসি কেনার সাধ্য আছে তাদের কথা আলাদা কিন্তু সাধ্যের বাইরে গিয়ে এসি কিনলেও রয়েছে হাজারো ঝামেলা। যেমন বিদ্যুত বিল, বিদ্যুত অফিসের পারমিশন আবার আমরা যারা ভাড়া বাসায় থাকি সেখানে এসি সেট করা যেমন ঝামেলা তেমনি বাসা পরিবর্তন করলে আরেক ঝামেলা। এমনি হাজারো ভিড়ে কি তাহলে রাতে একটু শান্তি করে ঘুমানো যাবে না?
কেন যাবে না??? আমাদের জন্য আছে মেইড ইন চায়না
এয়ার কুলার দিচ্ছে আপনার সাধ্যের মধ্যে শান্তিতে ঘুমানোর নিশ্চয়তা। এই এয়ারকুলার গুলো ঠান্ডা পানি/বরফ দিয়ে ঘর ঠান্ডা করে। বিদ্যুত খরচ মাত্র ৮০ ওয়াট থেকে শুরু। দামও মাত্র ৮০০০ টাকা থেকে শুরু। পোর্টেবল বলে যে কোন ঘরে সহজেই নেয়া যায়। আপনি যেখানে এয়ার কুলার সেখানে
ঝামেলা একটাই ঠান্ডা পানি/বরফ দিয়ে ঘর ঠান্ডা হলে ঘরে কিছুটা আদ্রতা বেড়ে যাবে। এজমা রোগীদের সমস্যা হতে পারে।
আমি যা বললাম সবই ছবি দেখে মিষ্টির স্বাদ নেয়ার মতো। কেউ ব্যবহার করে থাকলে মতামত দিয়ে বাধিত করবেন।
এয়ারকুলারের দাম জানতে ঢু মারুন Click This Link
০৯ ই জুন, ২০১৩ রাত ১১:৪৬
মদন বলেছেন: বলেন কি???
আপনি তো প্রথমেই হতাশ করে দিচ্ছেন।
কুলিং ক্যাপাসিটি কেমন? দাম কত পড়ছে? কোন ব্র্যান্ড?
০৯ ই জুন, ২০১৩ রাত ১১:৪৭
মদন বলেছেন: সুবিধা/অসুবিধাগুলো যদি ২/৩ লাইনে কষ্ট করে বলতেন তাইলে উপকার হতো। আমিও কেনার কথা ভাবছিলাম
২| ১০ ই জুন, ২০১৩ রাত ১২:০৭
নাহিদ বলেছেন: ঘরের আসবাপত্রের বারোটা বেজে যাবে....যদি হয় কাঠের।
১০ ই জুন, ২০১৩ রাত ১২:১০
মদন বলেছেন: এতো বেশি আদ্রতা তৈরী করবে? বর্ষা কালে এমনিতেই কিন্তু মাঝে মাঝে ঘরের আদ্রতা বেড়ে ৮০-৯০ ভাগ হয়ে যায়। আর ঘর বেশি আদ্র হলে কিন্তু ঠান্ডা হবার পরিবর্তে একটি চ্যাটচ্যেটে পরিবেশ তৈরী করবে। আসলে কি হয় জানতে হলে ব্যবহারকারীর মতামত দরকার।
৩| ১০ ই জুন, ২০১৩ রাত ১২:০৯
সাইফুর রহমান(সাইফ) বলেছেন: আপনার অনুরোধের প্রতি সম্মান দেখিয়ে সংক্ষেপে আরো দুই কলম লিখলাম, অসুবিধা বলতে তেমন কিছুনা তবে, আমরা বাইরে থেকে কুলিং ক্যাপাসিটি যতটা মনে করছি আসলে ততটা হয়না। তাই এটা আমাকেও কিছুটা হতাশ করেছে। তবে এটার বিদ্যুৎ খরচ কম। যখন অতিরিক্ত গরমে ঘরের ভেতরে বাতাস প্রচন্ড গরম হয়ে যাবে এবং সাধারণ ফ্যান থেকে যখন গরম বাতাস ছুঁড়বে ঠিক সেই সময় এটি ব্যবহার করে মজা পাবেন। বরফ যতক্ষন থান্ডা থাকবে ততক্ষন ঠাণ্ডা বাতাস দিবে। তবে পানি ঠাণ্ডা না থাকলেও কিছুটা ঠাণ্ডা বাতাস পাওয়া যায়। রিমোট আছে। ইচ্ছে মতন টাইমার দিয়ে রাখা যাবে। আমি কিনেছি ৮৬০০ টাকা দিয়ে সব থেকে ছোট টা। ৫ লিটার পানি ধরে। এক কথায় বলতে গেলে একজনের জন্য ছোট টা ভালোই। এসি যেহেতু সাধারণ মানুষের ধরা ছোঁয়ার বাইরে তাই এটা যথেষ্ট কিন্তু আমি আবারো বলতে চাই এটাকে এসির অল্টারনেটিভ কিছু ভাবা ঠিক না। যাদের ঘর অতিরিক্ত গরম হয় না, তাদের কে আমি না কেনার পরামর্শ দিব। তারা চাইলে বড়টা কিনতে পারেন। এই এয়ার কুলারের পিছনে পানির ট্যাংক আছে সেখানে পানি জমে এবং মটরের মাধ্যমে ফ্যানের পিছনে থাকা একটি প্যাড আছে যা অনবরত ভিজিয়ে দিতে থাকে যার ফলে ফ্যান এর পিছনটা সব সময় ঠাণ্ডা থাকে। আর এই কারণে ঠান্ডা বাতাস পাওয়া যায়। বেশি গরম না পড়লে সাধারণ ফ্যান আর এয়ার কুলারের মধ্যে পার্থক্য বুঝতে পারবেন না। আমি হতাশ হয়েছি কারণ কেনার পূর্বে একটি বেশি পাওয়ার আশা করেছিলাম।
১০ ই জুন, ২০১৩ রাত ১২:১২
মদন বলেছেন: আপনার ব্যবহারের অভিজ্ঞতা থেকে যা বুঝলাম তা হলো, এই এয়ার কুলারকে সাধারন এসির সমকক্ষ ভাবা বুদ্ধিমানের কাজ হবে না।
৪| ১০ ই জুন, ২০১৩ রাত ১২:১৩
ঢাকাবাসী বলেছেন: এটা কোন কাজের না।
১০ ই জুন, ২০১৩ রাত ১২:১৫
মদন বলেছেন: ব্যবহারের অভিজ্ঞতা থাকলে যদি অল্প কথায় শেয়ার করতেন উপকৃত হতাম। আপনার অভিজ্ঞতাও কি সাইফুর রহমান(সাইফ) ভাইএর মতো??
৫| ১০ ই জুন, ২০১৩ রাত ১:৫৪
নির্লিপ্ত স্বপ্নবাজ বলেছেন: ট্যাকা নাই। ঠান্ডা হয়া আর ভাগ্যে জুটলো না
১০ ই জুন, ২০১৩ দুপুর ১২:২০
মদন বলেছেন: আগে শুনতাম টাকার গরম। টাকা থাকলে মানুষ গরম থাকে
আপনের টাকাও নাই আপনের গরম ও নাই
৬| ১০ ই জুন, ২০১৩ সকাল ১০:১৫
কোলাহল নির্জনে বলেছেন: শুধু এয়ারকুলার থেকে ফ্যান ব্যবহার করা অনেক ভালো।
১০ ই জুন, ২০১৩ দুপুর ১:০৫
মদন বলেছেন: তাইলে আর টাকা খরচ কইরা লাভ কি? পারলে এসি কিনতে হবে নাইলে ফ্যান ই ভরসা
৭| ১০ ই জুন, ২০১৩ দুপুর ১২:১৫
ডাসট ইন দা উইনড বলেছেন: চরম ফালতু একটা জিনিস, বাজী ধরে বলতে পারি যে রুম টেম্পারেচার ১/২ ডিগ্রীও কমানোর যোগ্য না......................
১০ ই জুন, ২০১৩ রাত ১০:২০
মদন বলেছেন: সর্বনাশ
তাইলে ৮০০০-১৫০০০ টাকা পুরাটাই লস?????????????
৮| ১০ ই জুন, ২০১৩ দুপুর ১:১৭
প্যাপিলন বলেছেন: এইটা আসলে কোন কামের না। যতক্ষণ বরফ থাকবো ততক্ষণ ঠান্ডা তারপর ...। আর এত বরফ তৈরি করাও একটা ঝামেলা।
১০ ই জুন, ২০১৩ রাত ১০:২৭
মদন বলেছেন: এয়ারকুলারের সাথে একটা ডীপ ফ্রীজও কিনতে হবে। এয়ারকুলারের দাম ১২০০০ টাকা আর ডীপ ফ্রীজের দাম ৩০০০০ টাকা মোট হলো ৪২০০০ টাকা। এর সাথে আর ৫ হাজার টাকা দিলেই নতুন এসি
৯| ১০ ই জুন, ২০১৩ বিকাল ৫:০২
মাহতাব সমুদ্র বলেছেন: অনেকের কাজে লাগবে। প্রয়োজনীয় পোস্ট। ভালো লাগলো।।
১০ ই জুন, ২০১৩ রাত ১১:৩৮
মদন বলেছেন: আন্তরিক ধন্যবাদ
১০| ১০ ই জুন, ২০১৩ রাত ১০:৪১
অদ্ভুত স্বপ্ন বলেছেন: আমি ব্যবহার করে দেখিনি। কিন্তু শুনেছি ঘরের যে আর্দ্রতা তৈরি হবে তাতে ইলেক্ট্রনিক যন্ত্রপাতি যেমন পিসি, মোবাইল ফোন, ক্যামেরা সহ অন্যান্য গ্যাজেটের ক্ষতি হতে পারে।
এই যন্ত্রটা না কেনাই মনে হয় ভাল। এটা অবশ্য আমার ব্যাক্তিগত মতামত।
১১ ই জুন, ২০১৩ বিকাল ৫:০৭
মদন বলেছেন: আমিও তাইই ভাবছিলাম। কিন্তু সবাই যত নেগেটিভ বলছে, তাতে তো মনে হচ্ছে না কেনাই ভালো
১১| ১৭ ই জুন, ২০১৩ রাত ১১:১৮
পাহাড়ের কান্না বলেছেন:
১৮ ই জুন, ২০১৩ রাত ১২:৪৯
মদন বলেছেন: হাসেন ক্যান?????
©somewhere in net ltd.
১|
০৯ ই জুন, ২০১৩ রাত ১১:৪২
সাইফুর রহমান(সাইফ) বলেছেন: একেবার ছোট টা কিনেছি কিন্তু ব্যবহার করে সন্তুষ্ট হতে পারিনি। দামের তুলনায় ফলাফল আশানুরূপ নয়।