নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মদন

নামের সাথে কামের কিছু মিলতো থাকবোই

মদন

মদন › বিস্তারিত পোস্টঃ

মোটরসাইকেল চালাতে যে বিষয়গুলো লক্ষ্য রাখা প্রয়োজন

১৪ ই জুন, ২০১৩ দুপুর ২:৫৫

ছোট আকারের যান্ত্রিক বাহন হিসেবে মোটরসাইকেলের জুড়ি মেলা ভার। একদিকে যেমন গতি উপভোগ করা যায়, অন্য দিকে বাহন হিসেবে অসাধারন। এই অসাধারন বাহনই সামান্য কিছু অসাবধানতার কারনে অংগহানী ও মৃত্যুর কারন হতে পারে। কিছু সাবধানতা অবলম্বন করলেই আমি অনেক বিপদ থেকে নিজেকে বাচিয়ে চলতে পারেন।



সব সময় হেলমেট ব্যবহার করুন:

রেকর্ড বলে ৬৭% হেড ইনজুরি এবং ২৯% মোটরসাইকেল দুর্ঘটনার মৃত্যুর হার কমে যায় যদি হেলমেট ব্যবহার করা হয়। হেলমেট যেমন আপনার মাথাকে সুরক্ষিত রাখে তেমনি চলার পথে চোখকে ধুলোবালি-পোকা-রোদ ইত্যাদি থেকেও রক্ষা করে।



অন্যের ভরসায় থাকবেন না:

চলার পথে অন্য যানবাহন, পথচারী আপনার প্রয়োজন মতো সাইড দিবে বা সরে যাবে এই আশা করবেন না। বরং অনেক ক্ষেত্রেই উল্টোটা হয়। গাড়ীর সামনে দিয়ে দৌড় দেয়া, আপনাকে দেখার পরেও অন্য সাইকেল, রিক্সা ইত্যাদি রাস্তা ক্রস করা ইত্যাদি ঘটনা ঘটিয়ে থাকে। কাজেই অন্যের ভরসায় নিজের কন্ট্রোল হারাবেন না।



নিয়ন্ত্রনে রাখুন আপনার চোখ

সুন্দরের প্রতি মানুষের আকর্ষন স্বাভাবিক, কিন্তু চলার পথে সেটিই আপনার মৃত্যু ডেকে আনতে পারে। বাইক চালানো অবস্থায় সুন্দরী মহিলাই হোক আর সুন্দর ফুলের বাগান হোক, সেদিকে দৃষ্টি না দিয়ে রাস্তায় মনযোগ রাখুন, নিজেকে নিরাপদ রাখুন।



বাক গুলোতে সতর্ক থাকুন

রাস্তার বাকগুলোতে সতর্ক থাকুন, অবশ্যই স্পীড কমাবেন।



ডানপাশে যেতে সতর্ক থাকুন

চলার পথে ডান পাশে যেতে হলে বা ডানে রাস্তা ক্রস করতে হলে সামনে এবং পিছনে উভয়দিকে আসা গাড়ীর অবস্থান দেখে নিশ্চিন্ত হয়ে তবেই ডানে রাস্তা পার হবেন।



চালক বান্ধব পোশাক ব্যবহার করুন:

মোটরসাইকেল দুর্ঘটনায় হাত-পা ইত্যাদির চামড়া ছিলে যাওয়া কমন ব্যপার। প্রয়োজনে চামড়ার হ্যান্ড গ্লাভস ব্যবহার করুন। পাতলা পোশাক অপেক্ষা জিনস/চামড়া জাতয় পোশাক আপনার চামড়াকে বেশি সুরক্ষিত রাখবে।



অন্যের চোখে দৃশ্যমান থাকুন

বাইক চালাতে উজ্জল পোশাক পরুন যেন অন্য চালক আপনাকে সহজেই দেখতে পায়।



আপনার যাত্রা শুভ হোক।

মন্তব্য ১৫ টি রেটিং +৩/-০

মন্তব্য (১৫) মন্তব্য লিখুন

১| ১৪ ই জুন, ২০১৩ দুপুর ২:৫৮

রাইভী বলেছেন: আসলেই ভাই, খুবই দরকারী পোস্ট

১৬ ই জুন, ২০১৩ সকাল ১১:৪১

মদন বলেছেন: অসংখ্য ধন্যবাদ

২| ১৪ ই জুন, ২০১৩ বিকাল ৩:০৭

এহসান সাবির বলেছেন: আমরা যারা বাইক চালাই তাদের জন্য খুবই দরকারী পোস্ট।

১৬ ই জুন, ২০১৩ রাত ১১:৫৫

মদন বলেছেন: জেনে ভালো লাগলো।

৩| ১৪ ই জুন, ২০১৩ বিকাল ৩:২৫

তূর্য হাসান বলেছেন: খুব সুন্দর পোস্ট। আশা করি অন্তত এই ব্লগের সব বাইকচালক এগুলো মেনে চলবেন।

৪| ১৪ ই জুন, ২০১৩ বিকাল ৩:৪২

রাজীব নুর বলেছেন: ভালো পোষ্ট ।

৫| ১৪ ই জুন, ২০১৩ বিকাল ৩:৪৩

ক্যাপ্টেন ম্যাকক্লাস্কি বলেছেন:
রাস্তার বাকগুলোতে সতর্ক থাকুন, বাঁকে অবশ্যই স্পীড কমাতে ফ্রন্ট ব্রেক ধরবেন না।
অন্য সব ক্ষেত্রে ডাবল ব্রেক মাস্ট।

১৪ ই জুন, ২০১৩ বিকাল ৪:১১

মদন বলেছেন: যেকোন সময় হার্ড ব্রেক এর ক্ষেত্রে মোটরসাইকেল একদম সোজা রেখে হার্ড ব্রেক করলে চাকা পিছলাবার সম্ভভনা কম থাকে। একসাথে দুই ব্রেক চাপার অভ্যাস ভালো। পিছলে জায়গায় এবং বাকে কড়া ব্রেক নিষিদ্ধ।

:)

৬| ১৪ ই জুন, ২০১৩ বিকাল ৪:১৮

মাসুদ খুলনা বলেছেন: আসলেই ভাই, খুবই দরকারী পোস্ট

৭| ১৪ ই জুন, ২০১৩ সন্ধ্যা ৭:৩৮

কালীদাস বলেছেন: আগে আবালগুলারে ফুটপাথে উঠতে না করেন ১ নাম্বার পয়েন্টে।

১৫ ই জুন, ২০১৩ রাত ১১:১৫

মদন বলেছেন: চুড়ান্ত বিরক্তিকর। সম্ভব হলে ফুটপাতের বাইকারদের কইষা চড় লাগাইবেন :)

৮| ১৪ ই জুন, ২০১৩ সন্ধ্যা ৭:৪২

পাস্ট পারফেক্ট বলেছেন: মটর সাইকেল বা হোন্ডা ওয়ালারা নিজেদের কেন যেন সকল ট্রাফিক নিয়ম ও আইনের উর্ধে মনে করে। আমি খুব কম চালকদ্দের সিগনাল মেনে চলতে দেখেছি। ট্রাফিক না ছাড়লেও একটু ফাক পেলেই তেলাপোকার মত ছুটাছুটি করতে থাকে ক্রস রোড গুলোতে। এতে যেমন বিপরীত থেকে আসা গাড়িগুলোকে ব্রেক করে থমকে যেতে হয় আর বড় ধরনের দূর্ঘটনা ঘটে চলেছে। তারপর এইসব বেয়াক্কেল লোক গুলার কোন হুশ হয় না। আর ফুটপাথের উপর দিয়ে চালানোর কথা না হয় বাদই দিলাম। মাঝে মাঝে মনে হয় একটা বেইস বল ব্যাট হাতে নিয়ে রাস্তার মাঝ খানে দাঁড়ায় থাকি।

১৫ ই জুন, ২০১৩ রাত ১১:১৩

মদন বলেছেন: ঠিক বলেছেন।

৯| ১৪ ই জুন, ২০১৩ রাত ৯:২৬

চারশবিশ বলেছেন: কোন নিয়ম না মানার জন্যইতো মটর সাইকেল চালানো

১৫ ই জুন, ২০১৩ রাত ১১:২০

মদন বলেছেন: নিয়ম ভাংগার মধ্যে গর্বের কিছু নেই, বরং তা মূর্খতা ও অন্যায়।
নিয়ম মেনে চলাই গর্বের বিষয়।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.