![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মহাজোট সরকারের মেয়াদে অর্জিত সাফল্য প্রচারে রাজধানী জুড়ে টানানো বিলবোর্ডগুলো খুলে ফেলা হচ্ছে। রোববার রাতে এসব বিলবোর্ড খুলে নেয়ার কাজ শুরু হয়।
রোববার মধ্যরাতে রাজধানীর বিভিন্নস্থানে এসব বিলবোর্ড খুলে ফেলতে দেখা গেছে। বিলবোর্ড সরানোর কাজে নিয়োজিত কর্মীরা জানিয়েছেন, যারা এগুলো টাঙানোর নির্দেশ দিয়েছিলেন, তারাই এগুলো এখন খুলে ফেলতে বলেছেন।
গত ৩ আগস্ট রাজধানীজুড়ে এসব বিলবোর্ড টাঙানো হয়। এর পরপরই রাজনীতির মাঠে এগুলো নিয়ে ব্যাপক আলোচনা-সমালোচনা শুরু হয় যা এখনও অব্যাহত আছে।
Click This Link
ডুবন্ত জাহাজে ভুল সিদ্ধান্ত জাহাজডুবিকেই ত্বরান্বিত করে।
১২ ই আগস্ট, ২০১৩ দুপুর ১:২৮
মদন বলেছেন: ধন্যবাদ
২| ১২ ই আগস্ট, ২০১৩ দুপুর ১:২১
বাবু>বাবুয়া>বাবুই বলেছেন:
সম্ভবত ঢাকায় প্রচার শেষ, এখন এসব বিল বোর্ড ঢাকার বাইরে সেঁটে দেওয়া হতে পারে। কারন সুরঞ্জিত বাবু বলেছেন "ঢাকা দিয়ে শুরু বিলবোর্ড ঢাকার বাইরেও ছড়িয়ে দেওয়া হবে"।
+++ডুবন্ত জাহাজে ভুল সিদ্ধান্ত জাহাজডুবিকেই ত্বরান্বিত করে।+++
১২ ই আগস্ট, ২০১৩ বিকাল ৫:৪২
মদন বলেছেন: ভালু ভালু
৩| ১২ ই আগস্ট, ২০১৩ দুপুর ১:২৩
হাসান নাঈম বলেছেন: ডুবন্ত জাহাজে ভুল সিদ্ধান্ত জাহাজডুবিকেই ত্বরান্বিত করে।
- ডুবন্ত জাহাজের ক্যাপ্টেন কেবলমাত্র তখনই সঠিক সিদ্ধান্ত নিতে পারে যখন সে জানে এবং মানে যে জাহাজ ডুবছে। মহাজোট সরকারের নেতাদের কথা শুনে তো মনে হয় না যে তারা প্রকৃত অবস্থা বুঝতে পারছে।
১২ ই আগস্ট, ২০১৩ সন্ধ্যা ৭:৪২
মদন বলেছেন: মন্দ বলেন নাই
৪| ১২ ই আগস্ট, ২০১৩ দুপুর ১:২৪
মদন বলেছেন: বিলবোর্ড আলোচনা তুলতে পেরেছে, বিলবোর্ডে যে বার্তা দেওয়ার চেষ্টা হয়েছে এবং জনগণের কাছে যা চাওয়া হয়েছে, সেটা পরিষ্কার। কিন্তু এই বিলবোর্ডের মূল লক্ষ্য যদি হয়ে থাকে আগামী নির্বাচনে ভোটারদের আকর্ষণ করা, তবে এই বিলবোর্ড উল্টো ফলই দিতে পারে। এর মূল কারণটি হচ্ছে বিলবোর্ড আলোচনায় এসেছে দখলের কারণে, বিষয়বস্তুর কারণে নয়। দ্বিতীয়ত, এটি একটি বিক্ষিপ্ত ও অপরিকল্পিত প্রচারণা, পরিস্থিতি বিবেচনায় নিয়ে সামগ্রিক কোনো প্রচারণা নয়। প্রচারণার ক্ষেত্রে একটি কথা আছে sporadic communication is not effective. এ ক্ষেত্রে তাই হওয়ার সম্ভাবনাই বেশি।
প্রচার-প্রচারণা পরিকল্পনার সঙ্গে জড়িত একজনকে জিজ্ঞেস করেছিলাম সরকার বা সরকারি দল যদি ঢাকা শহরের সব বিলবোর্ডে এ ধরনের প্রচারণা চালানোর জন্য আপনার কাছে আসত আপনি কী পরামর্শ দিতেন। উনি বললেন, ‘কোনো ক্লায়েন্ট ঢাকা শহর বিলবোর্ড দিয়ে সয়লাব করে দিতে চাইলে আমি তাকে বা তাদের নিবৃত্ত করতাম। আর সরকার চাইলে তো অবশ্যই করতাম, কারণ এ ধরনের কিছু করলে জনমনে সন্দেহ দেখা দেবে। জনগণ ভাবত হঠাৎ সরকারের কী হলো যে তারা নিজেদের সাফল্য জানানোর জন্য এত মরিয়া হয়ে উঠল।’
ঢাকার অধিকাংশ বিলবোর্ড দখল করে অন্য পণ্যের বিজ্ঞাপন বন্ধ করে নিজেদের সাফল্য প্রচারের যে কৌশল সরকার নিয়েছে, তা বিলবোর্ডকে টক অব দ্য টাউনে পরিণত করেছে। সেদিক থেকে এই বিলবোর্ড নিশ্চয়ই ‘সফল’। কিন্তু বিক্ষিপ্ত ও খণ্ডিত এই প্রচারণার আওতা হচ্ছে শহরের লোকজন ও লেখাপড়া জানা জনগোষ্ঠী। এই প্রচারণার মধ্যে যে একটা মরিয়া ও আগ্রাসী ভাব রয়েছে, তা এই জনগোষ্ঠীকে বিরক্তই করবে। আর বাকি জনগোষ্ঠী তো এই প্রচারণার বাইরেই রইল! এই প্রচারণা কি ভোট বাড়াবে না কমাবে
- প্রথম আলো
৫| ১২ ই আগস্ট, ২০১৩ দুপুর ১:২৬
বিদ্রোহী ভৃগু বলেছেন: ডুবন্ত জাহাজে ভুল সিদ্ধান্ত জাহাজডুবিকেই ত্বরান্বিত করে।
কিন্তু নিয়তিকে কেউ লঙ্গাতে পারে নি!!! আর নিয়তিতো নির্ধারিত হয় কর্মের মাধ্যমেও বটে!
মিথ্য, প্রতারণা আর প্রপোাগান্ডা দিয়ে কতক্ষন টিকে থাকা যায়?
১৩ ই আগস্ট, ২০১৩ রাত ১:৩১
মদন বলেছেন: ঠিক
৬| ১২ ই আগস্ট, ২০১৩ দুপুর ১:৩৯
সেলিম আনোয়ার বলেছেন: বালির বাধ তো ক্ষণস্থায়ী ব্যাপার...সেটি ধ্বংস হওয়াই স্বাভাবিক।
১৩ ই আগস্ট, ২০১৩ দুপুর ১২:১৬
মদন বলেছেন: জ্বী
৭| ১২ ই আগস্ট, ২০১৩ দুপুর ১:৩৯
ফালাক বলেছেন: বিলবোর্ড পড়ে পড়ে অনেক ব্যাপক জ্ঞান অর্জন হয়েছিলো। ভেবেছিলাম আগামীবার বিসিএস টা দিয়ে দিব। সেই আশায় গুড়ে বালি। তীব্র নিন্দা, দিক্কার জানাই!
১৩ ই আগস্ট, ২০১৩ বিকাল ৩:৫১
মদন বলেছেন: সরকারী চাকরীটা তাহলে মিস হয়ে গেলো???
৮| ১২ ই আগস্ট, ২০১৩ দুপুর ১:৪৬
তোমোদাচি বলেছেন: ডুবন্ত জাহাজে ভুল সিদ্ধান্ত জাহাজডুবিকেই ত্বরান্বিত করে
আর জাহাজ ডুবার সময়ই ভুল বেশী হয় !
ইতেমধ্যে জাহাজে বড় বড় কিছু ফুটা হয়ে গেছে, সগুলো তাৎক্ষনিক সারানোর ব্যাবস্থা নিলে আজ জাহাজের এই গতি হতো না!
ফূটা গুলার কয়েকটাঃ
পদ্মা সেতু
শেখ হাসিনার জিঘাংসা
হলমারক
ছাত্রলীগ
...
৯| ১২ ই আগস্ট, ২০১৩ দুপুর ১:৪৭
ফুরব বলেছেন: হাসিনা আর ও একটা কট খাইল। সেম সেম।।
১০| ১২ ই আগস্ট, ২০১৩ দুপুর ২:০৪
রবিউল ৮১ বলেছেন: ছেহ!! ছেহ!!আবার বিলবোর্ড এ বেফর্দা নারী দের দেখতে হইবো :#> :#> :#> :#>
১১| ১২ ই আগস্ট, ২০১৩ বিকাল ৩:১১
যে শহর চোরাবালি বলেছেন: বিলবর্ডের দেয়া সংখ্যা গুলো নিয়ে কারও আপত্তি থাকতেও পারে নাও পারে কিন্তু সংখ্যার অনুবাদ নিয়ে প্রবলেম আসে। যেমন , ধরুন এই সরকারের আমলে ৩০ লাখ মানুষকে বয়স্ক ভাতার আওতায় আনা হয়েচে খুব ভাল কথা কিন্তু টেকা যদি সব এমপির মা , বাপের নামেই বরাদ্দ থাকে তাইলে?? স্হানিয় সরকার অকার্যকর তাই সরকার এই হরি লুটের দায়ভার এড়াতে পারবে না , যেটা ইকনোমিসটের রিপর্টই প্রমান করে যেখানে বলা হয়েছে ১/৩ জনপ্রিতিনিধি তাদের নির্বাচিত এলাকায় যেতে পারেন না , তাদের দূর্নীতির কারনে ।
১২| ১২ ই আগস্ট, ২০১৩ সন্ধ্যা ৬:২৭
দুরন্ত-পথিক বলেছেন: এই সরকার কে আমার খুব ভাললাগে কারন এই সরকার অনেক মজার মজার কমেডি সৃষ্টি করতে পারে তাই ।
©somewhere in net ltd.
১|
১২ ই আগস্ট, ২০১৩ দুপুর ১:২০
ঢাকাবাসী বলেছেন: ডুবন্ত জাহাজে জাহাজের ক্যাপ্টেনের ভুল সিদ্ধান্ত জাহাজডুবিকেই ত্বরান্বিত করে। সঠিক।