নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মদন

নামের সাথে কামের কিছু মিলতো থাকবোই

মদন

মদন › বিস্তারিত পোস্টঃ

স্মার্টফোনে দেশীয় ব্র্যান্ডের জযজয়কার

১৪ ই আগস্ট, ২০১৩ দুপুর ১২:২৩

ফোনের জগতে আলোড়ন তুলেছে স্মার্টফোন। এপল, স্যামসাং কিংবা নকিয়া সবার পছন্দের শীর্ষে। কিন্তু বাংলাদেশে এর প্রেক্ষাপট কিছুটা ভিন্ন। মুলত দামের কারনেই সেকল জনপ্রিয় ব্র্যান্ড সাধারনের নাগালের বাইরে। আর এ সুযোগ কাজে লাগিয়েছে দেশীয় ব্র্যান্ড ওয়াল্টন (http://www.smartphonesbd.com/brand/walton/) ও সিম্ফনী(http://www.smartphonesbd.com/brand/symphony/)। সহনীয় দামে অসাধারন ফীচার দিয়ে ফোনগুলো বানানো ফলে সহজেই সবার আস্থা অর্জন করতে সক্ষম হয়েছে ব্রান্ডগুলো। একের পর এক নতুন নতুন ফীচার সমৃদ্ধ ফোন নিয়ে আসছে তারা। ৫০০০টাকা থেকে শুরু করে ২০০০০টাকা পর্যন্ত বিভিন্ন দামের ও মানের সেট রয়েছে। ফলে ক্রেতারা তাদের সাধ ও সাধ্যের সমন্বয়ে সেট কিনতে পারছে।



http://www.smartphonesbd.com/

মন্তব্য ১৩ টি রেটিং +৩/-০

মন্তব্য (১৩) মন্তব্য লিখুন

১| ১৪ ই আগস্ট, ২০১৩ দুপুর ১২:৪৪

ধীবর বলেছেন: দেশি পণ্য ব্যাবহারই শ্রেয়।

১৪ ই আগস্ট, ২০১৩ বিকাল ৩:৫৬

মদন বলেছেন: অবশ্যই

২| ১৪ ই আগস্ট, ২০১৩ দুপুর ১২:৫০

ঢাকাবাসী বলেছেন: সুন্দর পোষ্ট কাজে লাগতে পারে।

১৪ ই আগস্ট, ২০১৩ বিকাল ৪:০২

মদন বলেছেন: জেনে ভালো লাগলো।
ধন্যবাদ

৩| ১৪ ই আগস্ট, ২০১৩ দুপুর ১:০০

চুক্কা বাঙ্গী বলেছেন: দামে সস্তা কিন্তু কতটুকু টেকসই হবে এটা জানতে পারলে ভালো হয়। গোরিলা ডিসপ্লের একটা সেট দেখলাম ১৮০০০ টাকায়। হাই কোয়ালিটি গ্রাফিক্স দেখে মাথা ঘুরে গেছে।

১৪ ই আগস্ট, ২০১৩ সন্ধ্যা ৭:২২

মদন বলেছেন: দামের তুলনায় টেকসই একেবারে মন্দ নয়।

৪| ১৪ ই আগস্ট, ২০১৩ দুপুর ১:২৮

মুক্তকণ্ঠ বলেছেন: সিম্ফনির ব্যাপারে জানি না, তবে ওয়ালটন সেটগুলো দুর্দান্ত। এক কথায় অসাধারণ। সনি কিংবা স্যামসাং-এর চেয়ে কোনো অংশে কম না।

১৫ ই আগস্ট, ২০১৩ দুপুর ১:১০

মদন বলেছেন: একমত

সিম্ফনিও বেশ ভালো।

৫| ১৪ ই আগস্ট, ২০১৩ বিকাল ৩:০৯

বোকামন বলেছেন:
পোস্টে প্লাস :-)

৬| ১৪ ই আগস্ট, ২০১৩ বিকাল ৩:২০

সোহানী বলেছেন: সিম্ফনীর একটা দেখলাম সেদিন ২০,০০০ টাকা...দেখে পছন্দ হলো কিন্তু সাহস করে কিনলাম না.. কেমন হয় আফটার সার্ভিস.... কারন সিম্ফনী সম্পর্কে ভালো জানি না।

কেই কি আওয়াজ দিবেন????

৭| ১৪ ই আগস্ট, ২০১৩ সন্ধ্যা ৬:৪৭

রাখালছেলে বলেছেন: এপল, স্যামসান, নকিয়া, এইচটিসি, সনি - এইগুলার কাছে দেশী বলে যারা পরিচিতি পাচ্ছে (আসলে চাইনিজ এ্যাসম্বল) তারা দাড়াতে পারে না। পাচ হাজার টাকায় যে সিম্পনি কিনবেন তার জিনিসও সেইরকম হবে। মানে হার্ডওয়ার নিম্নমানের । ভাল ওয়াইফাই পাবেন না। ভাল গ্রাফিক্স পাবেন না। ভাল ram পাবেন না । তার ফলে আপনি এন্ড্রয়েড ঠিকই ব্যবহার করছেন কিন্তু মজা পেলেন না। তার ফলে আপনি ঠকলেন ।

৮| ১৪ ই আগস্ট, ২০১৩ সন্ধ্যা ৬:৫৪

আমি ব্লগার হইছি! বলেছেন: ওয়াল্টনের মোবাইল গুলোর পার্ফর্মেন্স খুবি ভালো। আমার একজন সহকর্মী সম্প্রতি ওয়াল্টনের একটা ফোন কিনেছেন , আমার তো দেখে আর কয়েকটা এপ্লিকেশন চালিয়ে অনেক ভালো মনে হলো। আবার উনার কাছে শুনলাম চার্জ ভালোই থাকে আর গরমও হয় না।

৯| ১৫ ই আগস্ট, ২০১৩ রাত ৩:৩০

প্রিন্স হেক্টর বলেছেন: সিটিসেল দেশে মোবাইল ইউজার বাড়াইছে আর ওয়ালটন আর সিম্ফনি দেশে এ্যান্ড্রয়েড ইউজার বাড়াচ্ছে

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.