![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ইলেকট্রনিক্স, হোম/কিচেন পন্যে ওয়াল্টন দেশী পন্য হিসেবে একটি শক্ত অবস্থান নিয়ে নিয়েছে। একটা সময় ছিলো যখন এসকল পন্যের জন্য আন্তর্জাতিক ভাবে পরিচিত ব্রান্ডের উপরেই ভরসা করতে হতো। পরবর্তিতে বেশ কিছু চাইনিজ ব্রান্ডও দেশে আসে তার মধ্যে কনকা, সেবেক, মিয়াকো ইত্যাদি অন্যতম। এতোসব ব্রান্ডের ভিড়ে ধীরে ধীরে নিজের জায়গা করে নিয়েছে ওয়াল্টন।
http://www.familyneeds.net/walton/
টেলিভিশন, মোটরসাইকেল, ওয়াশিং মেশিন, রাইসকুকার, হেয়ার ড্রায়ার, ফ্রীজ, ডিভিডি প্লেয়ার, ইস্ত্রি, ইলেক্ট্রিক কেতলি, ডীপ ফ্রীজ, মোবাইলফোন, এসি, ইলেকট্রিক চুলা, জেনারেটর, ওভেন ও জুসার এর বৈচিত্রপুর্ণ পন্যে ভরপুর ওয়াল্টন। আগামিতে আরো নতুন নতুন পন্য আসছে।
http://www.familyneeds.net/walton/
পন্যের মান নিয়ে বিতর্ক সব পন্যের ক্ষেত্রেই প্রযোজ্য। ভালোর সীমা নেই। কিন্তু দেশীয় পন্য হিসেবে সাধ এবং সাধ্যের এক অপূর্ব সমন্বয় করেছে ওয়াল্টন।
http://www.familyneeds.net/walton/
১৭ ই আগস্ট, ২০১৩ বিকাল ৫:০৬
মদন বলেছেন: ওয়াল্টন কিন্তু অনেক আগেরই পন্য। ক্ষমতার পালাবদলের সাথে এর কোনো সম্পর্ক আছে বলে আমি মনে করি না।
২| ১৭ ই আগস্ট, ২০১৩ বিকাল ৫:৩০
মেশকাত মাহমুদ বলেছেন: সহমত
১৭ ই আগস্ট, ২০১৩ বিকাল ৫:৫০
মদন বলেছেন: আন্তরিক ধন্যবাদ।
৩| ১৭ ই আগস্ট, ২০১৩ সন্ধ্যা ৭:২৫
জ্ঞাতিবৈর বলেছেন: ভালো বলেছেন। একটা ইনফর্মেশন শেয়ার করি। গত মাসে লোকাল এবং এক্সপোর্ট মিলিয়ে প্রায় ৮৬ হাজার শুধু ফ্রীজ বিক্রি করেছে এই প্রতিষ্ঠানটি। এর ফ্রীজ তৈরীর লক্ষ্যমাত্রা অনুযায়ী ২০১৫ সালে দক্ষিন এশিয়ার সবচেয়ে বড় প্রতিষ্ঠানে পরিণত হবে এটি, যেখানে বর্তমানে প্রথমে আছে এলজি ইন্ডিয়া।
তবে এর সবচেয়ে বড় সফলতা হচ্ছে, এই পণ্যগুলো যে বাংলাদেশেও তৈরী করা সম্ভব তা প্রমান করেছে এই প্রতিষ্ঠানটি। আজকে দেশের বড় বড় প্রতিষ্ঠানগুলো এই ধরনের পণ্য তৈরীতে আগ্রহী হয়েছে তাকে দেখেই। এটা সার্বিকভাবে নতুন একটি শিল্পকে বাংলাদেশ প্রতিষ্ঠিত করেছে।
১৭ ই আগস্ট, ২০১৩ রাত ১১:৩১
মদন বলেছেন: দারুন একটি তথ্য শেয়ারের জন্য কৃতজ্ঞতা...
৪| ১৭ ই আগস্ট, ২০১৩ রাত ৯:০৬
ঢাকাবাসী বলেছেন: ভাল পোষ্ট।
১৮ ই আগস্ট, ২০১৩ বিকাল ৩:১৮
মদন বলেছেন: আন্তরিক ধন্যবাদ
©somewhere in net ltd.
১|
১৭ ই আগস্ট, ২০১৩ বিকাল ৫:০৪
মেংগো পিপোল বলেছেন: পন্যের মান নিয়ে বিতর্ক সব পন্যের ক্ষেত্রেই প্রযোজ্য। ভালোর সীমা নেই। কিন্তু দেশীয় পন্য হিসেবে সাধ এবং সাধ্যের এক অপূর্ব সমন্বয় করেছে ওয়াল্টন। স হ ম ত।
তবে ভয় হয়, যদি ক্ষয় হয়। টাইপেরর একটা কথা বলি, আমাদের দেশে ক্ষমতা বদলের পালায় দেখা যায় বহু শিল্প বিলুপ্ত হয়ে যায়। আশা করি ক্ষমতা বদলে গেলেও ওয়ালটন টিকে থাকবে- টয়টা, মারুতি বা নোকিয়ার মতন।